রাসায়নিক বিজ্ঞান-8
176. বালি কোন রাসায়নিক উপাদান দ্বারা গঠিত ?
( a ) ক্যালশিয়াম ক্লোরাইড
( b ) সিলিকন ডাই অক্সাইড
( c ) ম্যাগনেশিয়াম ক্লোরাইড
( d ) অ্যালুমিনিয়াম সিলিকেট
উত্তর - ( b ) সিলিকন ডাই অক্সাইড
177. কোন ক্ষেত্রে পটাশিয়াম ব্রোমাইড ব্যবহার করা হয় ?
( a ) অ্যান্টিভেনম রূপে
( b ) ফটোগ্রাফিতে
( c ) পেস্টিসাইড রূপে
( d ) সার উৎপাদনে
উত্তর - ( b ) ফটোগ্রাফিতে
178. কে দুটি উপাদান অলিম্পিকে মশালের জন্য ব্যবহার করা হয় ?
( a ) হাইড্রোজেন ও অক্সিজেন
( b ) হাইড্রোজেন ও প্রপিলিন
( c ) প্রপিলিন ও বুটেন
( d ) মিথেন ও বুটেন
উত্তর - ( c ) প্রপিলিন ও বুটেন
179. নীচের কোন ধাতব পাত্রে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড রাখা যায় ?
( a ) আয়রণ
( b ) পিতল
( c ) তামা
( d ) সীসা
উত্তর - ( d ) সীসা
180. ইলেকট্রন কোন বিজ্ঞানী আবিষ্কার করেন ?
( a ) জোসেফ টমসন
( b ) জেমস্ সিম্পসন
( c ) মরিস গােল্ড হেবার
( d ) পাসকাল
উত্তর - ( a ) জোসেফ টমসন
181. টাংস্টেন কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় ?
( a ) Ta
( b ) W
( c ) Tb
( d ) Y
উত্তর - ( b ) W
182. কোন গ্যাসটি ইলেকট্রিক বাম্বের মধ্যে থাকে ?
( a ) নাইট্রোজেন
( b ) অক্সিজেন
( c ) কার্বন-ডাই-অক্সাইড
( d ) হাইড্রোজেন
উত্তর - ( a ) নাইট্রোজেন
183. সমুদ্রের জলে দ্রবীভূত অবস্থায় কোনটি সবচেয়ে বেশী পরিমাণে থাকে ?
( a ) ক্লোরাইড
( b ) সােডিয়াম
( c ) সালফেট
( d ) ম্যাগনেশিয়াম
উত্তর - ( a ) ক্লোরাইড
184. সবচেয়ে ভারী অধাতু কোনটি ?
( a ) l2
( b ) O2
( c ) F
( d ) Br2
উত্তর - ( a ) l2
185. পৃথিবীর বায়ুমন্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাসটি সবচেয়ে বেশী পরিমাণে থাকে ?
( a ) নিয়ন
( b ) হিলিয়াম
( c ) আর্গন
( d ) জেনন
উত্তর - ( c ) আর্গন
186. ল্যাটিস শক্তি কার দেখা যায় ?
( a ) পােলার দ্রাবের দ্রবণের
( b ) পােলার দ্রাবকের
( c ) পােলার যৌগের
( d ) সবগুলির
উত্তর - ( c ) পােলার যৌগের
187. নীচের কোনটি ক্ষার নয় ?
( a ) NaOH
( b ) Ca(OH)2
( c ) KOH
( d ) Al(OH)3
উত্তর - ( d ) Al(OH)3
188. কোন নির্দেশক অ্যাসিড দ্রবণে এবং প্রশমন ক্ষণে বর্ণহীন হয় ?
( a ) লিটমাস
( b ) মিথাইল অরেঞ্জ
( c ) ফেনলথ্যালিন
( d ) কোনটাই নয়
উত্তর - ( c ) ফেনলথ্যালিন
189. কোন মৌল জারিত হলে ওর যােজ্যতার কী পরিবর্তন ঘটে ?
( a ) বাড়ে
( b ) কমে
( c ) একই থাকে
( d ) কোনটাই নয়
উত্তর - ( a ) বাড়ে
190. পরীক্ষাগারে অক্সিজেন উৎপাদনের ক্ষেত্রে একভাগ ওজনের ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডের সাথে কত ভাগ ওজনের পটাশিয়াম ক্লোরেট মেশানাে হয় ?
( a ) 2
( b ) 3
( c ) 4
( d ) 5
উত্তর - ( c ) 4
191. পর্যায় সারণীর কোন শ্রেণীকে সন্ধিগত মৌলের শ্রেণী বলা হয় ?
( a ) প্রথম
( b ) দ্বিতীয়
( c ) পঞ্চম
( d ) অষ্টম
উত্তর - ( d ) অষ্টম
192. কোন মৌলের পরমাণু গঠনের কোন বিষয়টি দেখে ঐ মৌলের পর্যায় সংখ্যা নির্ণয় করা হয় ?
( a ) বাইরের মুখ্য কক্ষের সংখ্যা
( b ) বাইরের কক্ষের মােট ইলেকট্রন সংখ্যা
( c ) বাইরের কক্ষের মােট ইলেক্ট্রন সংখ্যাকে 8 থেকে বিয়ােগ কর
( d ) কোনটাই নয়
উত্তর - ( a ) বাইরের মুখ্য কক্ষের সংখ্যা
193. অ্যাকোয়া ফর্টিস কথার অর্থ কী ?
( a ) শক্তিশালী দ্রাবক
( b ) শক্তিশালী দ্রবণ
( c ) শক্তিশালী দ্রাব
( d ) শক্তিশালী জল
উত্তর - ( d ) শক্তিশালী জল
194. শল্য চিকিৎসায় চেতনানাশক রূপে কোন জৈবযৌগ ব্যবহার করা হয় ?
( a ) বেঞ্জিন
( b ) ইথিলিন
( c ) ন্যাপথ্যালিন
( d ) ক্লোরােফর্ম
উত্তর - ( d ) ক্লোরােফর্ম
195. স্টেইনলেস স্টিলে কোন কোন ধাতু থাকে ?
( a ) কপার
( b ) নিকেল এবং ক্রোমিয়াম
( c ) ম্যাঙ্গানিজ
( d ) জিঙ্ক
উত্তর - ( b ) নিকেল এবং ক্রোমিয়াম
196. CH3CH2COOH এর IUPAC নাম কী ?
( a ) ইথাইল অক্সিক অ্যাসিড
( b ) ইথাইল কার্বক্সিলিক অ্যাসিড
( c ) ইথেন মিথানয়িক অ্যাসিড
( d ) প্রােপানােয়িক অ্যাসিড
উত্তর - ( d ) প্রােপানােয়িক অ্যাসিড
197. অ্যাসিটিলিন অণুতে (C2H2) দুটি কার্বন পরমাণু
( a ) একটি সিগমা বন্ধনী এবং দুটি পাই বন্ধনী দ্বারা যুক্ত
( b ) দুটি সিগমা বন্ধনী এবং একটি পাই বন্ধনী দ্বারা যুক্ত
( c ) তিনটে সিগমা বন্ধনী
( d ) তিনটে পাই বন্ধনী
উত্তর - ( b ) দুটি সিগমা বন্ধনী এবং একটি পাই বন্ধনী দ্বারা যুক্ত
198. যেসব মৌলের পরমাণু ক্রমাঙ্ক 9, 17, 35, 53, তারা হল—
( a ) নিষ্ক্রিয় মৌল
( b ) হ্যালােজেন
( c ) ক্ষার ধাতু
( d ) ক্ষারীয় মৃত্তিকা ধাতু
উত্তর - ( b ) হ্যালােজেন
199. নীচের কোনটি একই গােত্রভুক্ত নয় ?
( a ) পেপসিন
( b ) সেলুলােজ
( c ) টায়ালিন
( d ) লাইপেজ
উত্তর - ( b ) সেলুলােজ
200. থমাস স্ল্যাগ হল-
( a ) ক্যালশিয়াম সিলিকেট
( b ) ক্যালসিয়াম ফসফেট
( c ) বেরিয়াম ফসফেট
( d ) স্টুনশিয়াম সিলিকেট
উত্তর - ( b ) ক্যালসিয়াম ফসফেট
201. মােলারিটি হল—
( a ) লিটার/মােল
( b ) মােল/লিটার
( c ) মােল/1000 গ্রাম
( d ) গ্রাম/লিটার
উত্তর - ( b ) মােল/লিটার
Comments
Post a Comment