Indian Constitution Question and Answer in Bengali
. স্বাধীন ভারতে খসড়া সংবিধান প্রনয়নের জন্য কোন কমিটি গঠিত হয় ?
উত্তর: খসড়া কমিটি।
2. খসড়া কমিটির সভাপতি কে নিযুক্ত হন ?
উত্তর: ড. বি. আর আম্বেদকর।
3. কত সালে খসড়া সংবিধান রচনার কাজ শুরু হয় ?
উত্তর: 1947 সালের 4 ঠা নভেম্বর।
4. কত সালে খসড়া সংবিধান রচনার কাজ গণপরিষদের কাছে পেশ করা হয় -
উত্তর: 1948 সালের 21 ফেব্রুয়ারী।
5. গণ পরিষদে ভারতের সংবিধান গৃহীত হয় কবে ?
উত্তর: 1949 সালের 26 শে নভেম্বর।
6. সংবিধান রচনার কাজ শেষ করতে কত দিন সময় লাগে ?
উত্তর – 2 বছর 11 মাস 18 দিন
7. স্বাধীন ভারতে সংবিধান কার্যকর হয় কবে ?
উত্তর: 1950 সালের 26 শে জানুয়ারী।
8. গণ পরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ?
উত্তর: ড. রাজেন্দ্র প্রসাদ।
9. ভারতের সংবিধান রচনা করেছিল কে ?
উত্তর: গণ পরিষদ।
10. গণ পরিষদে উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব কে উত্থাপন করেছিলেন ?
উত্তর: পণ্ডিত জওহরলাল নেহেরু।
11. গণ পরিষদকে ' কংগ্রেস পরিষদ ’ – কে বলেছেন ?
উত্তর – জে. সি. জোহরি।
12. রাষ্ট্রের সর্বোচ্চ আইন কি ?
উত্তর: সংবিধান।
13. খসড়া কমিটির দুজন সদস্যের নাম লেখাে ?
উত্তর: আল্লাদী কৃষ্ণস্বামী আয়ার এবং এন. গােপাল স্বামী আয়েঙ্গার।
14. গণ পরিষদ বা ভারতের সংবিধানের লক্ষ্য কী ?
উত্তর: একটি খসড়া সংবিধান রচনা করা যা সামাজিক বিপ্লবের চরম উদ্দেশ্য পূরণ করতে পারবে।
15. ভারতীয় গণ পরিষদ সার্বভৌম পরিষদের মর্যাদা লাভ করে কত সালে ?
উত্তর: 1947 সালের 15 ই আগস্টের পর।
16. গণ পরিষদের প্রথম অধিবেশনে অস্থায়ী সভাপতি কে ছিলেন ?
উত্তর: সচ্চিদানন্দ সিংহ।
17. গণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোথায় ?
উত্তর: দিল্লির কনস্টিটিউশন হলে।
18. গণ পরিষদের দুটি কমিটির নাম লেখাে ?
উত্তর: খসড়া কমিটি ও উপদেষ্টা কমিটি
19. ভারতীয় গণ পরিষদ কবে গঠিত হয় ?
উত্তর: 1946 সালে।
20. গণ পরিষদের মােট আসন সংখ্যা কত ?
উত্তর: 389 টি |
21. গণ পরিষদে মুসলিম লিগের সংখ্যা কত ছিল ?
উত্তর: 73 জন।
22. কোন রাজনৈতিক দলের নিরঙ্কুশ প্রাধান্য ছিল গণ পরিষদে –
উত্তর: ভারতের জাতীয় কংগ্রেসের |
23. ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় ?
উত্তর: ড. বি. আর. আম্বেদকর।
24. ভারতীয় সংবিধানকে কে আধা-যুক্তরাষ্ট্রীয় বলেছেন ?
উত্তর: কে. সি. হােয়ার।
25. ভারতকে একটি ' সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র ' বলে ঘােষণা করা হয় কোন আইনে ?
উত্তর: 42 তম সংবিধান শােধনী আইনে।
26. ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সংশােধন করা হয়েছিল কত তম সংবিধান সংশােধনে –
উত্তর: 1976 সালের 42 তম সংবিধান সংশােধনে।
27. ভারত কি একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ?
উত্তর: হ্যাঁ।
28. সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত দুটি নীতি উল্লেখ কর কি কি ?
উত্তর: গণ সার্বভৌমিকতা এবং ধর্ম নিরপেক্ষতা।
29. ভারতের সংবিধান কোন ধরনের সংবিধান ?
উত্তর: লিখিত সংবিধান।
30. সংবিধানের প্রস্তাবনায় কোন ধরনের সমাজতন্ত্রের কথা বলা হয়েছে ?
উত্তর: গণতান্ত্রিক সমাজতন্ত্র।
31. ভারতীয় সংবিধানে কি এক নাগরিকত্ব স্বীকৃতি পেয়েছে ?
উত্তর: হ্যাঁ।
32. ‘ প্রস্তাবনা সংবিধানের আদর্শ ও আকাঙ্খকে ব্যক্ত করেছে ’ কোন মামলার রায়ে বলা হয়েছিল ?
উত্তর: গােলকনাথ মামলার রায়ে।
33. ভারতীয় সংবিধান কোন ধরনের ?
উত্তর: আংশিক ভাবে সুপরিবর্তনীয় ও আংশিকভাবে দুম্পরিবর্তনীয়।
34. প্রস্তাবনা কি ভারতীয় সংবিধানের কার্যকর অংশ ?
উত্তর: না |
35. কে সর্বপ্রথম সংবিধান সভার দাবি জানান ?
উত্তর: মহাত্মা গান্ধি।
36. সংবিধান সভার শেষ অধিবেশন বসে কবে ?
উত্তর: 1950 সালের 24 শে জানুয়ারী।
37. 'সংবিধানের সব থেকে মূল্যবান অংশ’ হল প্রস্তাবনা - কে বলেছিলেন ?
উত্তর: ঠাকুরদাস ভার্গব।
38. সংবিধান সভার স্পিকার কে ছিলেন ?
উত্তর: ডি. ভি. মঙ্গলকর।
39. সংবিধান সভার কোন অধিবেশনে সংবিধানের উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব পেশ হয় -
উত্তর: প্রথম অধিবেশন।
40. কোন আইনকে ভারতীয় সংবিধানের উৎস বলা হয় ?
উত্তর: ভারত শাসন আইনকে ( 1935 )।
41. ভারত শাসন আইন ( 1955 ) কোথা থেকে প্রনীত ?
উত্তর: ব্রিটিশ পার্লামেন্টের।
42. কবে সংবিধান সভা গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয় ?
উত্তর: 1946 সালে।
43. সংবিধানসভার নির্বাচনে কংগ্রেস কত আসন লাভ করেছিল ?
উত্তর: 69 %।
44. ভারতীয় সংবিধানে কোন ধরনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে ?
উত্তর: সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা |
45. সাংবিধান সভা গঠিত হয় কি পরােক্ষ নির্বাচনের মাধ্যমে -
উত্তর: হ্যাঁ |
46. সংবিধান সভার সহসভাপতি কে ছিলেন ?
উত্তর: হরেন্দ্র কুমার মুখােপাধ্যায়।
47. 26 শে জানুয়ারী গুরুত্ব কী ?
উত্তর: 1950 সালের 26 শে জানুয়ারী নতুন সংবিধান কার্যকরী হয় এবং ভারতরাষ্ট্রপূর্ণ আইনগত সার্বভৌমত্ব অর্জন করে ?
48. পৃথিবীর লিখিত সংবিধান গুলির মধ্যে সর্ববৃহৎ সংবিধান কোনটি ?
উত্তর: ভারতীয় সংবিধান।
49. ভারত ভাগের পর সংবিধান সভার সদস্য সংখ্যা কত হয় ?
উত্তর: 299।
50. ভারতে কটি অঙ্গরাজ্য আছে ?
উত্তর: 24 টি।
51. ভারতে কটি কেন্দ্রশাসিত অঞ্চল আছে
উত্তর: 7 টি।
52. সংবিধান সভার প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয় ?
উত্তর: 9 ই ডিসেম্বর 19461
53. স্বাধীন ভারতের প্রথম গর্ভনর জেনারেল কে ?
উত্তর: লর্ড মাউন্টব্যাটেন।
Comments
Post a Comment