ভারতীয় সংবিধান জি কে: Indian Constitution MCQ
1) ভারতীয় সংবিধানের সংশােধনীর ধারণা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে ?
(ক) দক্ষিণ আফ্রিকা
(খ) আমেরিকা
(গ) কানাডা
(ঘ) আয়ারল্যান্ড
উত্তর: (ক) দক্ষিণ আফ্রিকা
2) ভারতের জাতীয় পতাকা কবে ভারতীয় জনগণকে উৎসর্গ করা হয় ?
(ক) ৯ ডিসেম্বর ১৯৪৫
(খ) ১৪ আগস্ট ১৯৪৭
(গ) ২৬ জানুয়ারি ১৯৪৭
(ঘ) ১৫ ই আগস্ট ১৯৪৭
উত্তর: (খ) ১৪ আগস্ট ১৯৪৭
3) ভারতের সংবিধানে কল্যাণকামী রাষ্ট্রের ধারণাটি পাওয়া যায় -
(ক) নির্দেশাত্মক নীতিসমূহে
(খ) মৌলিক অধিকারের প্রস্তাবনায়
(গ) মৌলিক কর্তব্যে
(ঘ) বাক স্বাধীনতার পরিচ্ছেদে
উত্তর: (ক) নির্দেশাত্মক নীতিসমূহে
4) ভারতের রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে পদত্যাগপত্র জমা দেবেন-
(ক) সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতিকে
(খ) উপরাষ্ট্রপতিকে
(গ) বিধানসভার অধ্যক্ষকে
(ঘ) প্রধানমন্ত্রীকে
উত্তর: (খ) উপরাষ্ট্রপতিকে
5) ভারতীয় সংবিধানের কোনটি মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে না ?
(ক) বন্যপ্রাণীর সংরক্ষণ
(খ) বিজ্ঞানমনস্কতা
(গ) সকল ধর্মের প্রতি সহমত পােষণ
(ঘ) সহমর্মিতাবােধ
উত্তর: (গ) সকল ধর্মের প্রতি সহমত পােষণ
6) ভারতীয় সংবিধানের রাজ্যসভার মেয়াদ কত বছর ?
(ক) ৬ বছর
(খ) ৫ বছর
(গ) ৪ বছর
(ঘ) ১০ বছর
উত্তর: (ক) ৬ বছর
7) ভারতের নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা কয়টি ?
(ক) বারােটি
(খ) পাঁচটি
(গ) দশটি
(ঘ) ছয়টি
উত্তর: (ঘ) ছয়টি
8) সংবিধানের প্রস্তাবনায় ৪২ তম সংশােধনে নিম্নলিখিত কোন শব্দগুলি যুক্ত হয়েছে ?
(ক) সার্বভৌম সমাজবাদী
(খ) সার্বভৌম গণতন্ত্র
(গ) ধর্মনিরপেক্ষ গণতন্ত্র
(ঘ) ধর্মনিরপেক্ষ সার্বভৌম
উত্তর: (ক) সার্বভৌম সমাজবাদী
9) ভারতের সংবিধান অনুযায়ী কোনাে রাজ্যপালকে -
(ক) রাষ্ট্রপতি বরখাস্ত করতে পারেন
(খ) ইমপিচমেন্টের মাধ্যমে অপসারণ করা
(গ) রাজ্যমন্ত্রীমণ্ডলীর বিবেচনার দ্বারা
(ঘ) কোনটাই নয়
উত্তর: (ক) রাষ্ট্রপতি বরখাস্ত করতে পারেন
10) ভারতীয় সংবিধানে নিচেরগুলির মধ্যে কোনটির সর্বাধিক প্রভাব দেখা যায় ?
(ক) ব্রিটেনের সংবিধান
(খ) কানাডার সংবিধান
(গ) মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান
(ঘ) আয়ারল্যান্ডের সংবিধান
উত্তর: (ক) ব্রিটেনের সংবিধান
11) রাজ্যসভার সদস্য হতে গেলে প্রার্থীর বয়স কমপক্ষে কত হতে হবে ?
(ক) 15
(খ) 25
(গ) 35
(ঘ) 30
উত্তর: (ঘ) 30
12) হাইকোর্টের লেখজারির ক্ষমতা সংবিধানের কত নম্বর ধারায় আছে ?
(ক) 326
(খ) 226
(গ) 224
(ঘ) 252
উত্তর: (খ) 226
13) সংবিধানে প্রদত্ত স্বাধীনতার অধিকার কত ধারায় গৃহীত হয় ?
(ক) 25-28
(খ) 25-27
(গ) 24-29
(ঘ) 27-32
উত্তর: (ক) 25-28
14) সম্পত্তির অধিকার কততম সংবিধান সংশােধনের মাধ্যমে প্রত্যাহৃত হয়েছে ?
(ক) 42
(খ) 41
(গ) 44
(ঘ) 51
উত্তর: (গ) 44
15) ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে ?
(ক) রাষ্ট্রপতি
(খ) উপরাষ্ট্রপতি
(গ) লােকসভার স্পিকার
(ঘ) প্রধানমন্ত্রী
উত্তর: (গ) লােকসভার স্পিকার
16| ভারতের বর্তমান সংবিধানে সম্পত্তির অধিকার একটি -
(ক) বিধিবদ্ধ অধিকার
(খ) মৌলিক অধিকার
(গ) উত্তরাধিকার
(ঘ) কোনােটিই নয়
উত্তর: (ক) বিধিবদ্ধ অধিকার
17) ভারতীয় সংবিধানের কত নং ধারায় রাষ্ট্রপতি শাসন জারি হয় ?
(ক) 352
(খ) 365
(গ) 356
(ঘ) 271
উত্তর: (খ) 365
18) ভারতের সংবিধানের কোন ধারা লঙ্ঘিত হলে ব্যক্তিকে সরাসরি সুপ্রিমকোর্টের দ্বারস্থ হতে হয় ?
(ক) 32 ধারা
(খ) 21 ধারা
(গ) 28 ধারা
(ঘ) 132 (1)
উত্তর: (ক) 32 ধারা
19) হাইকোর্টের বিচারপতিদের কে নিয়ােগ করেন ?
(ক) রাষ্ট্রপতি
(খ) প্রধানমন্ত্রী
(গ) লােকসভার অধ্যক্ষ
(ঘ) মুখ্যমন্ত্রী
উত্তর: (ক) রাষ্ট্রপতি
20) ভারতের রাষ্ট্রপতির মেয়াদ কত বছর ?
(ক) ৮ বছর
(খ) ৬ বছর
(গ) ৫ বছর
(ঘ) ১২ বছর
উত্তর: (গ) ৫ বছর
21) ভারতীয় সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি কার দ্বারা নিয়ােগ হন ?
(ক) রাষ্ট্রপতি
(খ) প্রধানমন্ত্রী
(গ) মুখ্যমন্ত্রী
(ঘ) কোনােটাই নয়
উত্তর: (ক) রাষ্ট্রপতি
22) ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার সংবিধানের কত ধারায় রয়েছে ?
(ক) প্রথম
(খ) তৃতীয়
(গ) পঞ্চম
(ঘ) চতুর্থ
উত্তর: (খ) তৃতীয়
23) ভারতের সংবিধান কত সালে গৃহীত হয় ?
(ক) ১৯৪২ সালে ১৫ আগস্ট
(খ) ১৯৪৭ সালে ১৪ আগস্ট
(গ) ১৯৪৫ ১ লা জানুয়ারী
(ঘ) ১৯৫০ সালে ২৬ শে জানুয়ারী
উত্তর: (ঘ) ১৯৫০ সালে ২৬ শে জানুয়ারী
24| সংসদে মহিলাদের জন্য এক তৃতীয়াংশ আসন সংরক্ষিত হয় কততম সংবিধান সংশােধনের মাধ্যমে ?
(ক) ১০৭
(খ) ১০৮
(গ) ১১০
(ঘ) ১৯
উত্তর: (খ) ১০৮
25) ভারতের প্রতিটি রাজ্যে 'পাবলিক সার্ভিস কমিশন' থাকবে - সংবিধানের কত নম্বর ধারায় আছে ?
(ক) ৩১৭
(খ) ৩২৫
(গ) ৩২০
(ঘ) ৩৪৪
উত্তর: (গ) ৩২০
26) রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ হল কত বছর ?
(ক) ৪ বছর
(খ) ৩ বছর
(গ) ৫ বছর
(ঘ) ৭ বছর
উত্তর: (গ) ৫ বছর
27) সাময়িকভাবে মৌলিক অধিকার বাতিল বা স্থগিত করতে পারেন -
(ক) রাষ্ট্রপতি
(খ) প্রধানমন্ত্রী
(গ) লােকসভার স্পীকার
(ঘ) এদের কেউ নয়
উত্তর: (ক) রাষ্ট্রপতি
28) অস্পৃশ্যতা দূরীকরণ করা হয়েছে সংবিধানের কত নম্বর ধারা অনুসারে ?
(ক) ১৫
(খ) ১৬
(গ) ১৭
(ঘ) ১৮
উত্তর: (গ) ১৭
29) সম্পত্তির অধিকার বাদ দেওয়া হয়েছে কত নম্বর সংবিধান সংশােধনীর মাধ্যমে ?
(ক)৪২
(খ) ৪৪
(গ) ৪৬
(ঘ) ৪৮
উত্তর: (খ) ৪৪
30) সংবিধান সংশােধন করা যায় কত নম্বর সংবিধান ধারা অনুসারে ?
(ক) ৩৬৫
(খ) ৩৬৮
(গ) ৩৬৩
(ঘ) ৩৭৬
উত্তর: (খ) ৩৬৮
31) ভারতের কোন রাজ্যে লােকসভার জন্য সর্বোচ্চ সীট বা আসন পরিলক্ষিত হয় ?
(ক) উত্তর প্রদেশ
(খ) উত্তরাখণ্ড
(গ) ঝাড়খণ্ড
(ঘ) ছত্রিশগড়
উত্তর: (ক) উত্তর প্রদেশ
32) লােকসভার গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপনের সময়কে বলে-
(ক) জিরাে আওয়ার
(খ) ফার্স্ট আওয়ার
(গ) ওয়ান আওয়ার
(ঘ) রিসেশন আওয়ার
উত্তর: (ক) জিরাে আওয়ার
33) হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত ?
(ক) ৬৪ বছর
(খ) ৬২
(গ) ৫৪
(ঘ) ৬০
উত্তর: (খ) ৬২
34) কোনাে নতুন রাজ্য সৃষ্টি বা তার পুর্নগঠন করা যায় সংবিধানের কত নং ধারার মাধ্যমে ?
(ক) ২, ৩ ও ৪
(খ) ১, ২ ও ৩
(গ) ৩, ৪ ও ৫
(ঘ) কোনটিই নয়
উত্তর: (ক) ২, ৩ ও ৪
35) লােকসভার স্পীকার অপসারিত হতে পারেন কার দ্বারা ?
(ক) প্রধানমন্ত্রী
(খ) রাষ্ট্রপতি
(গ) ডেপুটি স্পীকার
(ঘ) লােকসভার সদস্যগণের দ্বারা
উত্তর: (ঘ) লােকসভার সদস্যগণের দ্বারা
36) সংবিধানের কত ধারায় অঙ্গরাজ্যগুলিতে সরকারি কর্মচারি নিয়ােগের জন্য জনকৃত্যকে কমিশন গঠনের কথা বলা হয়েছে ?
(ক) ৩১৫ (১) ধারায়
(খ) ৩১৬ (২) ধারায়
(গ) ১৪৫ (৩) ধারায়
(ঘ) ৩১৫ (৪) ধারায়
উত্তর: (ক) ৩১৫ (১) ধারায়
37) সংবিধানের কত ধারায় রাজ্য জনকৃত্যকে কমিশনের সদস্যদের অপসারণের ব্যবস্থা আছে ?
(ক) ৩১৭ ধারায়
(খ) ৩১৯ ধারায়
(গ) ২১৬ ধারায়
(ঘ) কোনটিই নয়
উত্তর: (ক) ৩১৭ ধারায়
38) সংবিধানের কোন ধারা অনুসারে একই ব্যক্তি দুই বা ততােধিক রাজ্যের রাজ্যপাল হিসাবে থাকতে পারেন ?
(ক) ১৫২
(খ) ১৫৩
(গ) ১৫৪
(ঘ) ১৫৫
উত্তর: (খ) ১৫৩
39) শিক্ষা ও সংস্কৃতির অধিকার সংবিধানের কোন ধারায় বর্তমান ?
(ক) ২৯ এবং ৩০
(খ) ২৬ এবং ২৭
(গ) ২৮ এবং ২৯
(ঘ) ৩১ এবং ৩২
উত্তর: (ক) ২৯ এবং ৩০
Comments
Post a Comment