সাধারণ বিজ্ঞান প্রশ্নোত্তর পর্বঃ
সাধারণ বিজ্ঞান প্রশ্নোত্তর পর্বঃ ৮
১. কোন ভিটামিনের অভাবে রাতকানা রােগ হয় ? উত্তরঃ ভিটামিন A
১০. কোন ভিটামিনের অভাবে ফিনােডার্মা বা টোডস্কিন রােগ হয়ে থাকে ? উত্তরঃ ভিটামিন A
২. কত খ্রিষ্টাব্দে মেন্ডেলিফ পর্যায় সারণির তালিকা। প্রকাশ করেন? উত্তরঃ ১৮৬৯ সালে।
১১. সাধারণত কোন উপাদান চুম্বকত্বের চাদর বা আস্তরণ তৈরিতে ব্যবহার করা হয় ? উত্তরঃ কাঁচা লােহা।
৩. মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি ? উত্তরঃ প্লীহা
১২. তেজস্ক্রিয়ার এস.আই. একক কি ? উত্তরঃ বেকারেল।
৪. একটি উপকারী ভাইরাসের নাম কি ? উত্তরঃ ব্যাকটেরিওফাজ।
১৩. রক্তের সান্দ্রতা নির্ণয় করার জন্য কি ব্যবহৃত হয়
৫. একটি যৌগিক প্রকৃতির ফলের উদাহরণ ? উত্তরঃ আনারস।
উত্তরঃ ভিসকোমিটার
৬. কোন গ্যাসটি গাড়ি চালানাের জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় ? উত্তরঃ ইথানল
১৪. তড়িৎ প্রবাহ মাত্রা নিয়ন্ত্রনের জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয় ? উত্তরঃ রিওস্ট্যাট যন্ত্র
৭. একটি নাইট্রোজেন বিহীন রেচন পদার্থের নাম ? উত্তরঃ রজন।
১৫. কোন হরমােনের সাহায্যে দাড়ি-গোঁফ গজায় ? উত্তরঃ টেস্টোস্টেরন হরমােন।
১৬. কাজের ব্যবহারিক একক কি ? উত্তরঃ জুল।
৮. মানুষের বাহু কোন শ্রেণির লিভার ? উত্তরঃ তৃতীয় শ্রেণির
১৭. অক্সিজোম কোথায় থাকে ? উত্তরঃ মাইটোকনড্রিয়ায়
৯. বাইসিনােসিস রােগের কারণ কি ? উত্তরঃ তুলাের তন্তু
১৮. সিকাম কিসের অংশ ?
Download From: www.kolom.in
Facebook Group : kolom
উত্তরঃ ব্রহদন্ত্রের
উত্তরঃ ম্যাকওয়েল
১৯. টিনিডিয়া কার শ্বাস অঙ্গ ? উত্তরঃ শামুক
৩০. কোন প্রাণীকে ডেভিল মাছ বলে ? উত্তরঃ অক্টোপাসকে
২০. কোন গ্যাস সাধারণত আগ্নেয়গিরি থেকে বের হয়।
৩১. কোন প্রানী ত্বক দ্বারা জল শােষণ করে ? উত্তরঃ মােলক
উত্তরঃ সালফার ডাই অক্সাইড
৩২. পায়রার মূত্রে কি বেশি থাকে ? উত্তরঃ ইউরিক অ্যাসিড
২১. ক্লোরােফিল সূর্যলােকের কোন্ কোন্ তরঙ্গকে শােষন করে ? উত্তরঃ লাল ও নীল
৩৩. সর্বপ্রথম আবিষ্কৃত মূল কণা কোনটি ? উত্তরঃ প্রােটিন।
২২. স্থির আয়তন গ্যাস থার্মোমিটার কোন নীতিতে ক্রিয়াশীল ? উত্তরঃ পাস্কালের নীতি
৩৪. স্ত্রিকনিন ব্যবহৃত হয় কোন রােগ সারাতে ? উত্তরঃ পেটের রােগ সারাতে
২৩. কুকুরের মুখে দাঁতের সংখ্যা কত ? উত্তরঃ ৪৪টি
৩৫. ছত্রাক বিদ্যাকে কী বলে? উত্তরঃ মাইকোলজি
২৪. নারী পুরুষের মধ্যে তথ্য ধারণ ক্ষমতা বেশি কার।
৩৬. মানবদেহে সবথেকে বেশি রক্তচাপ হয় কোথায়
উত্তরঃ নারীর
উত্তরঃ ধমনিতে
২৫. মাকড়সার চোখের সংখ্যা কত ? উত্তরঃ ৮টি
৩৭. শ্বেত রক্ত কণিকার আয়ুষ্কাল কত ? উত্তরঃ ৫-৬ দিন
২৬. চিংড়ির রেচন অঙ্গের নাম কী ? উত্তরঃ গ্রীন গ্ল্যান্ড
৩৮. লজ্জাবতী পাতায় কি ধরণের গমন দেখা যায় ? উত্তরঃ ন্যাস্টিক চলন।
২৭. চারটি পাকস্থলি যুক্ত জীব হল ? উত্তরঃ গরু
৩৯. পৃথিবী নিজে একটি চুম্বক’- প্রথম কে বলেন ? উত্তরঃ গিলবার্ট
২৮. লিপ্তপদ কোন্ প্রানীর গমনে সাহায্য করে ? উত্তরঃ হাঁস
৪০. কোন গ্যাসকে লাফিং গ্যাস বলা হয় ? উত্তরঃ নাইট্রাস অক্সাইড
২৯. শক্তির সমবিভাজন নীতির প্রবক্তা কে?
Download From : www.kolom.in
Facebook Group : kolom
৪১. মানুষের শরীরের কোন অংশে কাফ মাসল দেখা | উত্তরঃ নাইট্রোজেন যায় ? উত্তরঃ পা
৫৩. আত্মঘাতী স্থলী কাকে বলে ?
উত্তরঃ লাইসােজোম ৪২. ব্যক্তবীজী উদ্ভিদে ত্রিনিষেক ঘটার ফলে কি তৈরি হয় ?
৫৪. কেঁচো কিসের সাহায্যে শ্বাস কার্য চালায় ? উত্তরঃ শস্য
উত্তরঃ ক
৪৩. পীতবিন্দু কোথায় অবস্থিত ? উত্তরঃ চোখের রেটিনায়
৫৫. মানবদেহে মােট কয়টি হাড় রয়েছে ? উত্তরঃ ২০৬ টি
৪৪. বায়ােলজি কথাটির প্রবর্তন কে করেন ? উত্তরঃ ল্যামার্ক
৫৬. আপতকালীন হরমােন কোনটি ? উত্তরঃ অ্যাড্রিনালিন
৪৫. ডিজেল ইঞ্জিনের আবিষ্কর্তা কে ? উত্তরঃ রুডলফ ডিজেল
৫৭. প্রাকৃতিক নির্বাচন তথ্যটির প্রবক্তা কে ? উত্তরঃ সি আর ডারউইন
৪৬. স্ট্রিকনিন কোথায় থাকে ? উত্তরঃ কুচেলা গাছের বীজে
৫৮. কম্পাসের চুম্বক হিসাবে লােহার কোন অক্সাইডটি প্রথম ব্যবহৃত হয় ? উত্তরঃ হেমাটাইট
৪৭. মানুষের হৃৎপিন্ডের স্বাভাবিক ওজন কত ? উত্তরঃ ৩০০ গ্রাম
৫৯. পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রানী কি ? উত্তরঃ মাউস লেমুর।
৪৮. মানব দেহের সবথেকে বড় অস্থির নাম কী ? উত্তরঃ ফিমার
৬০. মরফিন কে আবিষ্কার করেন ? উত্তরঃ ফ্রিডরিচ সারটুমার
৪৯. বায়ুতে কোন্ গ্যাসের উপস্থিতির জন্য রৌপ্য মুদ্রা কালাে হয় ? উত্তরঃ হাইড্রোজেন সালফাইড গ্যাস
৬১. মানব দেহে মােট কশেরুকার সংখ্যা কয়টি ? উত্তরঃ ৩৩ টি
৫০. সাবানের বুদবুদ রঙীন দেখানাের কারণ কী? উত্তরঃ ব্যাতিচার ক্রিয়া
৬২. সুসংগত আলােক রশ্মির উৎপাদক কে ? উত্তরঃ লেজার
৫১. ক্যান্সারের কারন কোন্ জীনের সক্রিয়তা ? উত্তরঃ অঙ্কোজিন
৬৩. পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রটির নাম কী ? উত্তরঃ আলফা সেনটাউরি
৫২. ইলেকট্রিক বালে কোন গ্যাস থাকে ?
৬৪. রেনাের হাইগ্রোমিটার যন্ত্র দিয়ে কি মাপা হয় ?
Download From : www.kolom.in
Facebook Group : kolom
উত্তরঃ শিশিরাঙ্ক ও আপেক্ষিক আর্দ্রতা
৭৫. রেক্টিফায়েড স্পিরিট কী ? উত্তরঃ ৯৫% ইথানল ও ৫% জলের মিশ্রণ।
৬৫. রক্তে কত শতাংশ রক্ত কণিকা থাকে ? উত্তরঃ ৪৫ শতাংশ
৭৬. ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক কী ? উত্তরঃ ডবসন
৬৬. রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে ? উত্তরঃ ল্যান্ড স্টেইনার
৭৭. বিশ্বের আকর্ষন তত্ত্বের প্রবক্তা কে ? উত্তরঃ স্যার আইজাক নিউটন
৬৭. একক কোন অ্যাসিড সােনাকে দ্রবীভূত করতে পারে ? উত্তরঃ সেলেনিক অ্যাসিড
৭৮. ১৯৮৪ খ্রীঃ ভূপাল গ্যাস দুর্ঘটনার জন্য কোন গ্যাস দায়ী ? উত্তরঃ মিথাইল আইসােসায়ানেট
৬৮. পর্যায় সারণির 'o' গ্রুপের মৌলগুলিকে কি বলে
উত্তরঃ বর গ্যাস
৭৯. কোন যন্ত্রের সাহায্যে বিদ্যুৎপ্রবাহ মাপা হয় ? উত্তরঃ ভােল্টামিটার
৬৯. একটি বর্ণহীন তরলে একফোঁটা | ফিনলপথ্যালাইন যােগ করলে যদি কোন বর্ণের
পরিবর্তন না হয়, তাহলে তরলটি কী ধরনের ? উত্তরঃ প্রশম।
৮০. কম্পাঙ্কের একক কী ? উত্তরঃ হাজ
৭০. ওয়াটার গ্যাসের প্রধান উপাদানগুলি কী কী ? উত্তরঃ কার্বন মনােক্সাইড ও হাইড্রোজেন
৮১. তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ধাতুর রােধের কী পরিবর্তন হয় ? উত্তরঃ বাড়ে।
৭১. প্রাকৃতিক রবার কোন যৌগের পলিমার ? উত্তরঃ আইসােপ্রিন।
৮২. MRI এর সম্পূর্ণ রূপ কী ? tet: Magnetic Resonance Imaging
৭২. ঝালাইয়ের কাজে ও কৃত্রিম উপায়ে ফল পাকাতে কোন জৈব যৌগ ব্যবহৃত হয় ? উত্তরঃ অ্যাসিটিলিন
৮৩. বৃষ্টির ফোঁটা গােলাকার হওয়ার কারণ কী ? উত্তরঃ পৃষ্ঠটান
৭৩. পরীক্ষাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগের নাম কী ? উত্তরঃ ইউরিয়া
৮৪. সিমেন্টের জমে যাওয়াকে ধীর করতে কী ব্যবহার করা হয় ? উত্তরঃ জিপসাম।
৭৪. গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় লােহার উপর কীসের প্রলেপ দেওয়া হয় ? উত্তরঃ দস্তা
৮৫. একজন মহাকাশচারীর কাছে আকাশের রং কেমন ?
Download From : www.kolom.in
Facebook Group : kolom
উত্তরঃ কালাে
উত্তর: Cr02
৮৬. হাইড্রোলিক ব্রেক কোন নীতি অনুসারে কাজ করে ? উত্তরঃ পাস্কালের নীতি
৯৭. চুম্বকের আকর্ষন কোথায় কম ? উত্তর: মাঝখানে।
৮৭. চশমার কাঁচ কী ধরনের কাঁচ ? উত্তরঃ ফ্লিন্ট কাঁচ
৯৮. কে প্রমান করেন যে পৃথিবী একটি বিরাট চুম্বক ক্ষেত্র’ ? উত্তর: গিলবার্ট
৮৮. কোন কলার মাধ্যমে উদ্ভিদদেহে জল সংবাহিত। হয় ? উত্তরঃ জাইলেম কলা
৯৯. কত সালে প্রমান হয় পৃথিবী চুম্বক ক্ষেত্র’? উত্তর: ১৬০০ সালে
৮৯. লালারসে কোন উৎসেচক উপস্থিত থাকে ? উত্তরঃ টায়ালিন
১০০. সূর্য ও গ্রহের কৌনিক দুরত্বের মাপার যন্ত্রের নাম কি ? উত্তর: সেক্সট্যান্ট
৯০. মানবদেহে করােটি স্নায়ুর সংখ্যা কটি ? উত্তরঃ ১২ জোড়া
10:46 AM
=
0.4KB/s at 4G ta d! কি
কে
ও কলম :কখনাে থেমে থাকেনা... 9 ALL IMAGES : Sign in
৯১. লােহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন ? উত্তরঃ ১২০ দিন
www.kolom.in xQ
Google offered in: দ্বিী বাংলা ৪eo6s মী জুublig
শুনতে ০e/O080 নম্বী
g%২ten
৯২. কোনটি অচৌম্বক পদার্থ ? উত্তর: টিন।
ভিজিট করে ডাউনলােড করে নাও সমস্ত
পিডিএফ সম্পূর্ণ বিনামূল্যে।
India
৯৩. কোনটি অচৌম্বক পদার্থ নয় ? উত্তর: নিকেল।
৯৪. জেনারেটরের তৈরিতে কোন চুম্বক ব্যবহার করা হয় ? উত্তর: অস্থায়ী চুম্বক
সমস্ত রকম চাকরির পরীক্ষার স্টাডি মেটিরিয়ালস সম্পূর্ণ বিনামূল্যে। পেতে আমাদের সাইটে প্রতিদিন।
ভিজিট করুন।
৯৫. টেপ রেকর্ডারে কোন চুম্বক ব্যবহার করা হয় ? উত্তর: স্থায়ী চুম্বক।
৯৬. ক্যাসেট প্লেয়ারের টেপে কি ব্যবহার করা হয় ?
Download From : www.kolom.in
Facebook Group : kolom
Comments
Post a Comment