লিভার প্রশ্নোত্তর ভৌতবিজ্ঞান
১. লিভার কী ?
উত্তরঃ লিভার হল একধরনের সোজা বা বাঁকা দন্ড।
২. লিভার কি ধরনের যন্ত্র ?
উত্তরঃ সরল যন্ত্র।
৩. লিভারে কি ধরনের শক্তি ব্যবহার করা হয় ?
উত্তরঃ যান্ত্রিক শক্তি।
৪. লিভার কে আবিষ্কার করেন ?
উত্তরঃ আর্কিমিডিস।
৫. কিসের উপর ভিত্তি করে লিভারকে ভাগ করা যায় ?
উত্তরঃ প্রযুক্ত বল, আলম্ব ও ভার।
৬. অবস্থান অনুসারে লিভারকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি ?
উত্তরঃ তিনভাগে ভাগ করা যায়, যথা-
- প্রথম শ্রেনীর লিভার
- দ্বিতীয় শ্রেনীর লিভার
- তৃতীয় শ্রেনীর লিভার
৭. কোন শ্রেনীর লিভারের প্রযুক্ত বল ও ভার একই দিকে কাজ থাকে ?
উত্তরঃ প্রথম শ্রেনীর লিভার।
৮. কোন শ্রেনীর লিভারের বল বাহু ও রোধ বাহু সমান হয় ?
উত্তরঃ প্রথম শ্রেনীর লিভার।
৯. দাঁড়িপাল্লা বা সাধারণ তুলা যন্ত্র কি ধরনের লিভার ?
উত্তরঃ প্রথম শ্রেনীর লিভার।
১০. যান্ত্রিক সুবিধা ১ এর কম বা বেশি হয় কোন শ্রেনী লিভারে ?
উত্তরঃ প্রথম শ্রেনীর লিভার।
১১. কোন শ্রেনীর লিভারের প্রযুক্ত বল ও ভার বিপরীতমুখী কাজ থাকে ?
উত্তরঃ দ্বিতীয় ও তৃতীয় শ্রেনীর লিভার।
১২. যান্ত্রিক সুবিধা ১ এর বেশি হয় কোন শ্রেনী লিভারে ?
উত্তরঃ দ্বিতীয় শ্রেনীর লিভার।
১৩. ছিপি খোলার যন্ত্র কি ধরনের লিভার ?
উত্তরঃ দ্বিতীয় শ্রেনীর লিভার।
১৪. যান্ত্রিক সুবিধা ১ এর কম হয় কোন শ্রেনী লিভারে ?
উত্তরঃ তৃতীয় শ্রেনীর লিভার।
১৫. মাছ ধরা ছিপ কি ধরনের লিভার ?
উত্তরঃ তৃতীয় শ্রেনীর লিভার।
১৬. মানুষের হাত ও মুখের চোয়াল কি ধরনের লিভার ?
উত্তরঃ তৃতীয় শ্রেনীর লিভার।
১৭. মানুষের পা কি ধরনের লিভার ?
উত্তরঃ দ্বিতীয় শ্রেনীর লিভার।
১৮. চামচ দিয়ে টিনের কৌটা ঢাকনা খোলার সময় চামচটি কি ধরনের লিভারের মত কাজ করে ?
উত্তরঃ প্রথম শ্রেনীর লিভার।
১৯. নততলের যান্ত্রিক সুবিধা নির্ভর করে কিসের উপর ?
উত্তরঃ নততলের দৈর্ঘ্য ও নততলের উচ্চতার ওপর।
২০. যে যন্ত্রের কর্মদক্ষতা ১ অর্থাৎ ১০০% হয় তাকে কি বলে ?
উত্তরঃ আদর্শ যন্ত্র।
২১. ভারের সরন বেশি ঘটানোর জন্য কি ধরনের লিভার ব্যবহার করা হয় ?
উত্তরঃ তৃতীয় শ্রেনীর লিভার।
২২. নৌকার দাঁড় কি ধরনের লিভার ?
উত্তরঃ দ্বিতীয় শ্রেনীর লিভার।
Comments
Post a Comment