ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা
ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা
ধারা
বিষয়বস্তু
| কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নাম।
অনুচ্ছেদ ১
নতুন রাজ্যের গঠন পদ্ধতি, সীমানা নির্ধারন, নামকরণ।
অনুচ্ছেদ ৩
নতুন রাজ্যের আইন রচনা।
অনুচ্ছেদ ৪।
অনুচ্ছেদ ৫-১১
নাগরিকত্ব।
মৌলিক অধিকার।
অনুচ্ছেদ ১২-৩৫
আইনের চোখে সবার সমান অধিকার এবং সমান সংরক্ষনের ব্যবস্থা।
অনুচ্ছেদ ১৪
মহিলা এবং শিশুদের জন্য যানবাহনে সিট সংরক্ষনের ব্যবস্থা।
অনুচ্ছেদ ১৫ (C)।
অনুচ্ছেদ ১৬
সরকারী চাকুরির ক্ষেত্রে সবার সমান সুযােগের ব্যবস্থা।
অনুচ্ছেদ ১৭
অস্পৃশ্যতা দূরীকরণ।
অনুচ্ছেদ ১৮
বিদ্যা বিষয়ক বা সামরিক খেতাব ছাড়া রাষ্ট্র অন্য কোন খেতাব দান করতে পারবে না। (রাজা,
| মহারাজা, পন্ডিত ইত্যাদি বিলােপ করা হল)।
বাক স্বাধীনতার অধিকার।
অনুচ্ছেদ ১৯
অপরাধীর অপরাধ সংক্রান্ত তিনটি অধিকারের কথা আছে।
অনুচ্ছেদ ২০
জীবনের নিরাপত্তা ও ব্যক্তিগত স্বাধীনতার কথা উল্লেখ আছে।
অনুচ্ছেদ ২১
শিক্ষার অধিকার।
অনুচ্ছেদ ২১ (A)
গ্রেফতার ও আটক সংক্রান্ত কিছু অধিকার বলা আছে।
অনুচ্ছেদ ২২
মানুষ কেনাবেচা বন্ধ করা এবং জোর করে কাজ করানাে বন্ধ করার ব্যবস্থা।
অনুচ্ছেদ ২৩।
Download From : www.kolom.in
f Facebook Group : PMA
পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা।
শিশুশ্রম বন্ধ করা হয়েছে।
অনুচ্ছেদ ২৪
অনুচ্ছেদ ২৫-২৮
| ধর্মীয় স্বাধীনতার অধিকার। যেমন ধর্মবিশ্বাস, ধর্মানুষ্ঠান ও ধর্মপ্রচারের অধিকার দেওয়া হয়েছে।
অনুচ্ছেদ ৩২।
সংবিধানের মৌলিক অধিকার প্রতিবিধানের জন্য সুপ্রীমকোর্ট ৫ রকম লেখ, নির্দেশ বা রিট জারী
করতে পারে।
গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থা।
অনুচ্ছেদ ৪০
বেকার ও বার্ধক্য ভাতা।
অনুচ্ছেদ ৪১
অবৈতনিক বাধ্যতামূলক শিশুশিক্ষা।
অনুচ্ছেদ ৪৫
রাজ্যে মদ নিষিদ্ধ করার নির্দেশ।
অনুচ্ছেদ ৪৭
অনুচ্ছেদ ৪৮ (A)
পরিবেশ, বন এবং বন্যপ্রানী রক্ষা।
অনুচ্ছেদ ৪৯।
মনুমেন্ট, জাতীয় সৌধ এবং ঐতিহাসিক স্থান সংরক্ষন ও রক্ষা।
অনুচ্ছেদ ৫১ (A)।
| ১১টি মৌলিক কর্তব্য এই ধারায় বর্ণিত আছে।
ভারতের রাষ্ট্রপতি।
অনুচ্ছেদ ৫২
রাষ্ট্রপতি নির্বাচন।।
অনুচ্ছেদ ৫৪
অনুচ্ছেদ ৫৫
রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি।
রাষ্ট্রপতির অপসারণ বা ইমপিচমেন্ট পদ্ধতি।
অনুচ্ছেদ ৬১
অনুচ্ছেদ ৭২
রাষ্ট্রপতি কোন আসামীর মৃত্যুদন্ড রদ করতে পারে এই ধারা অনুযায়ী।
মন্ত্রীপরিষদ লােকসভার নিকট দায়বদ্ধ থাকবে।
অনুচ্ছেদ ৭৫ (৩)
অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া।
অনুচ্ছেদ ৭৬
Download From : www.kolom.in
f Facebook Group : PMH
পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা।
স্পিকার এবং ডেপুটি স্পিকার।
অনুচ্ছেদ ৯৩
কিছু বিশেষ ক্ষেত্রে সংসদের যৌথ অধিবেশন।
অনুচ্ছেদ ১০৮
অর্থ বিল।
অনুচ্ছেদ ১১০
বাজেট।
অনুচ্ছেদ ১১২
সংসদের অধিবেশন বন্ধ থাকলেও রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে।
অনুচ্ছেদ ১২৩।
অনুচ্ছেদ ১২৪
সুপ্রীমকোর্ট।
অনুচ্ছেদ ১৪৮
কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল। (C&AG)
রাজ্যপাল।।
অনুচ্ছেদ ১৫৩
অনুচ্ছেদ ১৬৫
অ্যাডভােকেট জেনারেল।
| হাইকোর্ট।
অনুচ্ছেদ ২১৪
কিছু বিশেষ ক্ষেত্রে হাইকোর্টের রিট জারি করার ক্ষমতা।
অনুচ্ছেদ ২২৬
পঞ্চায়েত।
অনুচ্ছেদ ২৪৩
গ্রাম সভা।
অনুচ্ছেদ ২৪৩ (A)
অনুচ্ছেদ ২৬৬
Consolidated Funds and public accounts of India and of the States
আপৎকালীন তহবিল।।
অনুচ্ছেদ ২৬৭
অনুচ্ছেদ ২৮০
অর্থ কমিশন।
সম্পত্তির অধিকার।
অনুচ্ছেদ ৩০০ (A)
অনুচ্ছেদ ৩১২
সর্বভারতীয় প্রবেশিকা পরিক্ষা। (IAS)
Download From : www.kolom.in
f Facebook Group : কলম
পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা।
অনুচ্ছেদ ৩১৫
কেন্দ্র এবং রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন। (UPSC & PSC)
অনুচ্ছেদ ৩২৪
ইলেকশন কমিশন।
অনুচ্ছেদ ৩২৬
প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ভােটাধিকার দেওয়া হয়েছে।
চাকরির ক্ষেত্রে SC & CT দের সংরক্ষনের ব্যবস্থা।
অনুচ্ছেদ ৩৩৫
অনুচ্ছেদ ৩৪৩
কেন্দ্রের সরকারী ভাষা।
দেশে জাতীয় জরূরী অবস্থা ঘােষনা।
অনুচ্ছেদ ৩৫২।
অনুচ্ছেদ ৩৫৬
রাজ্যে জরুরী অবস্থা ঘােষনা।
আর্থিক জরুরী অবস্থা ঘােষনা।
অনুচ্ছেদ ৩৬০
সংসদের অনুমােদন সাপেক্ষে সংবিধান সংশােধনের অধিকার।
অনুচ্ছেদ ৩৬৮
জম্মু কাশ্মীরের জন্য বিশেষ আইন ছিল।।
অনুচ্ছেদ ৩৭০
ইত্যাদি সমস্ত কিছু সম্পূর্ণ বিনামূল্যে পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন।
10:46 AM
০৯ 0.4KB/s all 4Gw a l টি
E
ও কলম :কখনাে থেমে থাকেনা... 9 ALL IMAGES . Sign in
www.kolomin x 9)
0 সিলেবাস Q প্রশ্নপত্র
প্র্যাকটিস সেট। ০ কারেন্ট অ্যাফেয়ার্স 0 সাধারণ বিজ্ঞান 0 সাধারণ জ্ঞান 0 চাকরির নােটিফিকেশন ] সাজেশন 0 মকটেষ্ট
Google offered in: দ্বিী বাংলা উeo মহাৱী ছুublp ঘুষ্ঠান।
তgd be/O3o 'ধী
ভিজিট করে ডাউনলােড করে নাও সমস্ত
পিডিএফ সম্পূর্ণ বিনামূল্যে
India
Download From : www.kolom.in
f Facebook Group : কলন।
Comments
Post a Comment