ভারতের প্রধান উপজাতিসমূহ
উপজাতি | রাজ্য ও স্থান |
গাদ্দি, গুর্জর, লাহালাউস | হিমাচল প্রদেশ |
ভুটিয়া, লোধা | পশ্চিমবঙ্গ |
সাঁওতাল | পশ্চিমবঙ্গের বীরভূম, ঝাড়খণ্ডের হাজারীবাগ, রাঁচি, পেলাম |
গোন্ড | মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, বিহার, ঝাড়খন্ড, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ |
চুটীয়া, মিকির, এবোরাস, খাসি, গারো, চাকমা | আসাম |
নাগা | আসাম, নাগাল্যান্ড |
বৈগা | মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট |
ভুটিয়া | উত্তরাঞ্চলের গাড়োয়াল ও কুমায়ুন অঞ্চল |
গারো, জয়ন্তীয়া | মেঘালয় |
বাদাগা, কোটা, টোডা, বাদাগাস, কুরুম্ব | নীলগিরি (তামিলনাড়ু) |
খাসি, ঢ্যাং | আসাম, মেঘালয়, ত্রিপুরা |
কোল, ভিল | মধ্যপ্রদেশ |
কুফি, ফো | মনিপুর, ত্রিপুরা |
কাদার, উরলিস, মোপলা | কেরালা |
মোনপা, আপাটামিস, ত্ররোবস, আদি, সিংফো, মিশমি, নিসি, তাপিন, অবোর | অরুণাচল প্রদেশ |
ওঙ্গে, জারোয়া, সেন্টিনেলিস, সোমপেন | আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ |
কোলাম | অন্ধ্রপ্রদেশ |
চেঞ্চু | তেলেঙ্গানা |
ওয়ারলিস | মহারাষ্ট্র |
মিনা, গাঁথালি, ভীল, বৈগা, বানজারা, বাইকা | রাজস্থান |
লেপ্চা, ওয়াংচু | সিকিম |
খন্ড | ওড়িশা |
লুসাই, রিয়াং | ত্রিপুরা |
মুন্ডা | ঝাড়খন্ড |
লুসাইন, রালতেস, মিরাশ, হিমারশ | মিজোরাম |
মেইথেই | মনিপুর |
সিমা, লোথা, সাংতম | নাগাল্যান্ড |
ডোগরা | জম্মু ও কাশ্মীর |
কোরকু | ছত্তিসগড় |
ডুবলা | দাদরা ও নগর হাভেলি |
Comments
Post a Comment