ভারতীয় সংবিধান প্রশ্নোত্তর

 ভারতীয় সংবিধান প্রশ্নোত্তর 

১. সংবিধানের কোন অধ্যায়ে নাগরিকত্বের কথা বলা হয়েছে ? উত্তরঃ দ্বিতীয় অধ্যায়ে। 

২. সংবিধানের কোন ধারায় বলা আছে যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন ? উত্তরঃ ৭৫ নং ধারায়। 

৩. সংবিধানের কত নং ধারায় হিন্দিকে সরকারি ভাষা হিসেবে ঘােষণা করা হয় ? উত্তরঃ ৩৪৩ নং ধারায়। 

৪. ভারতবর্ষে লােকসভার স্পীকার তার পদত্যাগপত্র কার উদ্দেশ্যে লিখবেন ? উত্তরঃ ডেপুটি স্পীকার। 

৫. ভারতীয় নাগরিকত্ব পাওয়ার শর্তসমূহ কে স্থির করেন ? । উত্তরঃ সংসদ। 

৬. ভারতীয় সংবিধানে প্রজাতন্ত্রের ধারণা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে ? উত্তরঃ ফ্রান্স। 

৭. সংবিধানের কত নং ধারায় মন্ত্রী পরিষদের কথা বলা হয়েছে ? উত্তরঃ ৭৪ নং ধারায়। 

৮. সংবিধানের কোন ধারায় নতুন রাজ্য গঠনের কথা বলা হয়েছে ? উত্তরঃ ৭৯ নং ধারায়। 

৯. ভারতের উপ-রাষ্ট্রপতিকে অপসারণের প্রস্তাব সংসদের কোন কক্ষে আনা যেতে পারে ? উত্তরঃ শুধুমাত্র রাজ্যসভায়। 

১০. ক্ষুদ্র সংবিধান বলা হয় কোন সংশােধনীকে ? উত্তরঃ ৪২ তম সংশােধনকে। 

১১. কাকে ভারতীয় সংবিধানের অভিভাবক বলা হয় ? 

Download From : www.kolom.in 

Facebook Group : kolom 

উত্তরঃ সুপ্রিমকোর্ট। 

১২. অর্থবিল কোথায় উত্থাপন করা হয় ? উত্তরঃ লােকসভাতে।। 

১৩. ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে পদচ্যুত করতে পারেন কে ? উত্তরঃ রাষ্ট্রপতি। 

১৪. কোন মৌলিক অধিকারকে ডঃ বি আর আম্বেদকর ‘সংবিধানের হৃদয় ও আত্মা’ বলে বর্ণনা করেছেন ? উত্তরঃ সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। 

১৫. ভারতের সংবিধানের মৌলিক কর্তব্যগুলি কোন দেশ থেকে গৃহীত হয়েছে ? উত্তরঃ রাশিয়া। 

১৬. পার্লামেন্টের সদস্য হতে গেলে নুন্যতম বয়স কত হওয়া দরকার ? উত্তরঃ ২৫ বছর। 

১৭. সংবিধানের কত নং ধারায় ‘ক্যাবিনেট’ কথাটির উল্লেখ আছে ? উত্তরঃ ৩৫২। 

১৮. ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকাল কত বছর? উত্তরঃ ৫ বছর। 

১৯. সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাচন কমিশন থাকার কথা উল্লেখিত রয়েছে ? উত্তরঃ ৩২৪। 

২০. ভারত সরকারের মানবাধিকার রক্ষা আইন কবে গৃহীত হয় ? উত্তরঃ ১৯৯৩ সালে। 

২১. গণপরিষদ বা সংবিধান সভা কবে গঠিত হয়? উত্তরঃ ১৯৪৬ খ্রিস্টাব্দে। 

২২. কোন মিশনের পরিকল্পনার ভিত্তিতে সংবিধান সভা/গণপরিষদ গঠিত হয়? উত্তরঃ মন্ত্রী মিশন পরিকল্পনা। 

২৩. ভারতীয় স্বাধীনতা আইন কবে পাস হয়? উত্তরঃ ১৯৪৭ খ্রিস্টাব্দে। 

২৫. গণপরিষদের প্রাথমিক সদস্য কতজন ছিল? উত্তরঃ ৩৮৯ জন। 

Download From : www.kolom.in 

Facebook Group : kolom 

২৬. ভারতে গণপরিষদ গঠনের কথা প্রথম কে বলেছিলেন? উত্তরঃ মানবেন্দ্রনাথ রায় (১৯৩৪ খ্রিস্টাব্দে)। 

২৭. গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসেছিল? উত্তরঃ ১৯৪৬ খ্রিস্টাব্দের ৯ই ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে। 

২৮. গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? উত্তরঃ সচিদানন্দ সিনহা। 

২৯. ভারতের সংবিধান তৈরী হতে মােট কতদিন সময় লেগেছিল? উত্তরঃ ২ বছর ১১ মাস ১৮ দিন।। 

৩০. গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? উত্তরঃ রাজেন্দ্র প্রসাদ। 

৩১. গণপরিষদের সহ-সভাপতি কারা ছিলেন? উত্তরঃ এইচ.সি.মুখার্জি এবং কে. টি.কৃষ্ণমাচারি। 

৩২. গণপরিষদের প্রথম অধিবেশনে কতজন সদস্য উপস্থিত ছিলেন? উত্তরঃ ২১১ জন। 

৩৩. কোন ভারতীয় বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব গণপরিষদের সদস্য ছিলেন না? উত্তরঃ মহাত্মা গান্ধী। 

৩৪. কোন পরিকল্পনার ভিত্তিতে ভারত বিভাগ হয়েছিল? উত্তরঃ মাউন্টব্যাটেন প্ল্যান। 

৩৫. কোন পরিকল্পনার ভিত্তিতে সংবিধান সভা গঠিত হয়? উত্তরঃ মন্ত্রিমিশনের পরিকল্পনা (১৯৪৬ খ্রীঃ)। 

৩৬. ভারতের সংবিধান কবে গৃহীত হয়? উত্তরঃ ১৯৪৯ খ্রিস্টাব্দে ২৬ শে নভেম্বর। 

৩৭. গণপরিষদের মােট কতগুলি অধিবেশন হয়েছিল? উত্তরঃ ১১টি। 

৩৮. গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে বসেছিল? উত্তরঃ ১৯৫০ খ্রিস্টাব্দের ২৪শে জানুয়ারি। 

৩৯. ভারতের সংবিধান কবে কার্যকরী হয়? উত্তরঃ ১৯৫০ খ্রিস্টাব্দে ২৬শে জানুয়ারি। 

Download From : www.kolom.in 

Facebook Group : kolom 

৪০. গণপরিষদের প্রতীক চিহ্ন কি ছিল? উত্তরঃ হাতি। 

৪১. ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? উত্তরঃ ড. বি.আর.আম্বেদকর। 

৪২. ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? উত্তরঃ ডঃ বি.আর. আম্বেদকর। 

৪৩. ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে কি ধরনের রাষ্ট্র বলা হয়েছে? উত্তরঃ সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। 

৪৪. ভারতের সংবিধানের প্রস্তাবনা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে? উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র। 

৪৫. কত তম সংবিধান সংশােধনীর দ্বারা ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশােধনী করা হয়েছে? উত্তরঃ ১৯৭৬ খ্রী. ৪২তম সংবিধান সংশােধনী ধারা। 

৪৬. ৪২তম সংবিধান সংশােধনী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন কোন শব্দ যুক্ত করা হয়েছে? উত্তরঃ সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সংহতি। 

৪৭. কে ভারতীয় ভারতের সংবিধানের প্রস্তাবনা সংবিধানের "আইডেন্টিটি কার্ড " বলে অভিহিত করেছেন? উত্তরঃ এন.এ. পালকিওয়ালা। 

৪৮. ভারতের মূল সংবিধানে মােট কয়টি ধারা ছিল? উত্তরঃ ৩৯৫ টি। 

৪৯. কোন দেশের সংবিধানকে বলা হয় পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান? উত্তরঃ ভারতবর্ষের সংবিধান। 

৫০. ভারতের সংবিধানে মােট কতগুলি তফসিল আছে? উত্তরঃ ১২টি (মূল সংবিধানে ছিল আটটি) । 

৫১. ব্রিটিশ সরকার প্রণীত কোন আইনের প্রভাব ভারতীয় সংবিধানে বেশি দেখা যায়? উত্তরঃ ভারত শাসন আইন, ১৯৩৫। 

৫২. ভারতীয় সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা কর্তা কাকে বলা হয়? উত্তরঃ সুপ্রীম কোর্ট। 

৫৩. কত নম্বর ধারা অনুযায়ী ভারতের সংবিধান সংশােধন করা হয়? 

Download From : www.kolom.in 

Facebook Group : kolom 

উত্তরঃ ৩৬৮ নম্বর ধারা।। 

৫৪. কোন কমিটির সুপারিশের ভিত্তিতে ভারতীয় সংবিধানের "মৌলিক কর্তব্য" সংযােজিত হয়? উত্তরঃ শরণ সিং কমিটি। 

৫৫. ব্রিটিশ সরকার প্রণীত কোন আইনে প্রথম মুসলমান সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়? উত্তরঃ ১৯০৯ খ্রিস্টাব্দে মর্লে-মিন্টো সংস্কার আইনে। 

৫৬. ব্রিটিশ সরকার প্রণীত কোন আইনে প্রাদেশিক দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়? উত্তরঃ ১৯১৯ খ্রিস্টাব্দের মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইনে। 

৫৭. ভারতীয় সংবিধানের কোন অংশে "জনকল্যাণমূলক রাষ্ট্র" গঠনের কথা বলা হয়েছে? উত্তরঃ চতুর্থ অংশের রাষ্ট্রপরিচালনার নির্দেশমূলক নীতিতে। 

৫৮. ভারতীয় সংবিধানে রাষ্ট্র পরিচালনার নির্দেশ মূলক নীতি কোন দেশের সংবিধানের অনুকরনণে থেকে গৃহীত হয়েছে? উত্তরঃ আয়ারল্যান্ডের সংবিধান। 

৫৯. ভারতের সংবিধানে বর্তমানে মােট কতগুলি মৌলিক অধিকার আছে? উত্তরঃ ৬টি( মূল সংবিধানের ছিল সাতটি)। 

৬০. কততম সংবিধান সংশােধনীর দ্বারা মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকারে বাদ দেওয়া হয়েছে? উত্তরঃ ১৯৭৮ খ্রিস্টাব্দ ৪৪তম সংবিধান সংশােধনী। 

৬১. ভারতের সংবিধানের কত নম্বর ধারায় বর্তমানে সম্পত্তির অধিকারে একটি আইনি অধিকারের স্বীকৃতি দেয়া হয়েছে? উত্তরঃ ৩০০ এ। 

৬২. ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি? উত্তরঃ ১১টি। 

৬৩. সম্প্রতি ভারতীয় সংবিধান থেকে কোন কোন ধারা বাতিল করা হয়েছে? উত্তরঃ ৩৭০ ও ৩৫ এ ধারা। 

৬৪. ভারতীয় সংবিধানের কত নম্বর অংশে নাগরিকতা বিষয়ে আলােচনা করা হয়েছে? উত্তরঃ পার্ট-১১ (৫-১১ নম্বর ধারায়)। 

৬৫. ভারতের পার্লামেন্টের অংশগুলি কি কি? উত্তরঃ রাষ্ট্রপতি, রাজ্যসভা ও লােকসভা। 

৬৬. রাষ্ট্রপতি সংসদে মােট কতজন সদস্য কে মনােনীত করতে পারেন। উত্তরঃ ১৪জন। 

Download From : www.kolom.in 

Facebook Group : kolom 

৬৭. কে পদাধিকারবলে রাজ্যসভায় সভাপতিত্ব করেন? উত্তরঃ উপরাষ্ট্রপতি। 

৬৮. ভারতের সংবিধানের কত নম্বর ধারায় অর্থ কমিশন গঠনের কথা বলা হয়েছে? উত্তরঃ ২৮০ নম্বর। 

৬৯. কত তম সংবিধান সংশােধনী অনুযায়ী শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের স্বীকৃতি দেয়া হয়েছে? উত্তরঃ ৮৬তম সংবিধান সংশােধনী ২০০২। 

৭০. রাজ্য জনকৃত্যক কমিশনের সদস্যদের কে পদচ্যুত করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। 

৭১. কত নম্বর ধারা অনুযায়ী ভারতে আর্থিক জরুরি অবস্থা জারি করা যায়? উত্তরঃ ৩৬০নম্বর ধারা। 

৭২. ভারতের রাষ্ট্রপতির নির্বাচক সংস্থা কাদের নিয়ে গঠিত হয়। উত্তরঃ ভারতীয় পার্লামেন্টের উভয়কক্ষের নির্বাচিত সদস্য রাজ্য আইনসভার নির্বাচিত সদস্যগণ নিয়ে ভারতের রাষ্ট্রপতির নির্বাচক সংস্থা গঠিত হয়। 

৭৩. কোন পদ্ধতিতে ভারতের রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায়? উত্তরঃ “ইমপিচমেন্ট” পদ্ধতির সাহায্যে পার্লামেন্টের দুই তৃতীয়াংশ সদস্যের সম্মতিতে ভারতের রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায়। 

৭৪. ভারতের নিয়মতান্ত্রিক শাসক কাকে বলা হয়? উত্তরঃ রাষ্ট্রপতিকে ভারতের নিয়মতান্ত্রিক শাসক বলা হয়। 

৭৫. ভারতের রাষ্ট্রপতির কার্যকাল কত বছর? উত্তরঃ ভারতের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ ৫ বছর। 

৭৬. রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা কাকে বলে? উত্তরঃ রাষ্ট্রপতির কোন বিল বাতিল করার ক্ষমতাকে ভেটো ক্ষমতা বলা হয়। 

৭৭. ভারতের উপরাষ্ট্রপতি কোন পদ্ধতিতে নির্বাচিত হন? উত্তরঃ একটি নির্বাচন সংস্থা দ্বারা একক হস্তান্তর ভােটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্বের নিয়মানুসারে নির্বাচিত হন। 

৭৮. প্রজাতান্ত্রিক সরকার কাকে বলে? উত্তরঃ যে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ওই পদ লাভ করেন বরং জনগণের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হয়ে থাকেন সেই সরকারকে প্রজাতান্ত্রিক সরকার বলে অভিহিত করা হয়। 

৭৯. ভারতের রাষ্ট্রপতির বিল বাতিল করার ক্ষমতাকে কী বলে? 

Download From : www.kolom.in 

Facebook Group : kolom 

উত্তরঃ ভেটো ক্ষমতা বলে। 

৮০. ভারতের রাষ্ট্রপতির হাতে কত ধরনের ‘ভেটো প্রয়ােগের ক্ষমতা আছে? উত্তরঃ ভারতের রাষ্ট্রপতির হাতে তিন ধরনের ভেটো প্রয়ােগের ক্ষমতা আছে – (ক) চরম ভেটো (খ) স্থগিত ভেটো (গ) পকেট ভেটো। 

৮১. ভারতের রাষ্ট্রপতি কখন অর্ডিন্যান্স জারি করতে পারেন? উত্তরঃ পাৰ্লমেন্টের অধিবেশন বন্ধ থাকাকালীন সময়ে প্রশাসনের জরুরি প্রয়ােজনে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন। 

৮২. ভারতের কেন্দ্রীয় মন্ত্রীসভায় কত শ্রেণির মন্ত্রী থাকেন? উত্তরঃ তিন শ্রেণির-ক) ক্যাবিনেট মন্ত্রী, খ) রাষ্ট্রমন্ত্রী, গ) উপমন্ত্রী। 

৮৩. মন্ত্রীসভার যৌথ দ্বায়িত্বশীলতা বলতে কী বােঝায়? উত্তরঃ সংসদীয় ব্যবস্থায় মন্ত্রীসভাকে আইনসভার নিম্নকক্ষের কাছে দায়বদ্ধ থাকতে হয়।কোন বিশেষ দপ্তরের মন্ত্রীর বিরুদ্ধে আইন সভার নিম্নকক্ষে অনাস্থা প্রস্তাব পাশ হলে সেই মন্ত্রীসহ সমগ্র মন্ত্রীসভাকে পদত্যাগ করতে হয় একেই মন্ত্রীসভার যৌথ দ্বায়িত্বশীলতা বলা হয়। 

৮৪. মূখ্যমন্ত্রী কার দ্বারা কিভাবে নিযুক্ত হন? উত্তরঃ রাজ্যপাল মূখ্যমন্ত্রীকে নিয়ােগ করলেও সাধারণত রাজ্য বিধানসভার সংখ্যাগরিষ্ঠ বা জোটের নেতা বা নেত্রীকে রাজ্যপাল মূখ্যমন্ত্রী হিসেবে নিয়ােগ করতে বাধ্য থাকেন। 

৮৫. আজ পর্যন্ত জরুরী অবস্থা কতবার ঘােষণা হয়েছে? উত্তরঃ তিনবার। 

৮৬. ভারতে রাষ্ট্রপতির জরুরী অবস্থা সংক্রান্ত ক্ষমতা কত প্রকার ও কি কি? উত্তরঃ তিন প্রকার। জাতীয় জরুরী অবস্থা (৩৫২ ধারা), রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘােষণা (৩৫৬ ধারা এবং আর্থিক জরুরী অবস্থা ঘােষণা (৩৬০ ধারা)। 

৮৭. রাজ্যপালের এমন একটি ক্ষমতার উল্লেখ করাে, যা রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলিতে দেখা যায় না। উত্তরঃ স্বেচ্ছাধীন ক্ষমতা। 

৮৮. রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কী বােঝাে? উত্তরঃ রাজ্যপাল তাঁর যেসমস্ত কাজের জন্য মুখ্যমন্ত্রী বা রাজ্যের মন্ত্রীপরিষদের সঙ্গে কোনা েরূপ আলা:চনা করতে বাধ্য নন তাকে বলে স্বেচ্ছাধীন ক্ষমতা। 

৮৯. রাজ্যপালের সাধারণত কার্যকালের মেয়াদ কত? উত্তরঃ পাঁচ বছর। 

৯০. রাজ্যের ক্যাবিনেট তােরণের প্রধানস্তম্ভ কাকে বলা হয়? উত্তরঃ মুখ্যমন্ত্রীকে বলা হয়। 

Download From : www.kolom.in 

Facebook Group : kolom 

৯১. রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতার দুটি উদাহরণ দাও। উত্তরঃ রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ােগ করা এবং রাজ্য মন্ত্রীসভাকে বরখাস্ত করার ক্ষমতা। 

৯২. ভারতের প্রধানম্নত্রীর যে কোন একটি কাজ উল্লেখ কর। উত্তরঃ লােকসভায় সংখ্যা গরিষ্ঠ বা জোটের নেতা হিসেবে কেন্দ্রিয় মন্ত্রীসভা গঠন করা প্রধানমন্ত্রীর প্রথম ও গুরুত্বপূর্ণ কাজ। 

৯৩. ভারতে ক্যাবিনেটের মধ্যমনি কাকে বলা হয়? উত্তরঃ প্রধানমন্ত্রীকে। 

৯৪. ভারতে ক্যাবিনেটের একটি কাজ লেখাে। উত্তরঃ সরকারি নীতি নির্ধারণ করা। 

৯৫. ভারতে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয়মন্ত্রীসভা কার কাছে যৌথভাবে দায়িত্বশীল থাকে? উত্তরঃ লােকসভার কাছে। 

৯৬. রাষ্ট্রপতির একটি সামরিক ক্ষমতা লেখাে। উত্তরঃ রাষ্ট্রপতি : যুদ্ধ ঘােষণা ও শান্তি স্থাপন করতে পারা। 

৯৭. রাষ্ট্রপতির পূর্বানুমতি ছাড়া কোন বিল লােকসভায় উত্থাপন করা যায় না? উত্তরঃ অর্থবিল। 

২৯৫৯৯৯৯ 

10:46 AM 

  • •• 

0.4KB/s all 4G F = 

ক 

৯৮. রাষ্ট্রপতির একটি বিচার সংক্রান্ত কাজ লেখাে। উত্তরঃ রাষ্ট্রপতি ভারতের সুপ্রিমকোর্টের বিচারপতিগণকে নিয়ােগ করেন। 

G কলম :কখনাে থেমে থাকেনা... 9 

ALL 

IMAGES 

Sign in 

৯৯. রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার জন্য কমপক্ষে কত বছর বয়স হতে হয়? উত্তরঃ ৩৫বছর।। 

Google www.kolom.in xQ 

Google offered in: দ্বিী বাংলা উeo6 সঠী 5Llp গুপ্তহল৷ 

উঃ @2J29o আলী 

১০০. ভারতে পরিকল্পনা কমিশন বর্তমানে কি নামে পরিচিত? উত্তরঃ নীতি আয়ােগ। 

ভিজিট করে ডাউনলােড করে নাও সমস্ত | পিডিএফ সম্পূর্ণ বিনামূল্যে 

India 

১০১. ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? উত্তরঃ রামনাথ কোবিন্দ।। 

সমস্ত রকম চাকরির পরীক্ষার স্টাডি মেটিরিয়ালস সম্পূর্ণ বিনামূল্যে 

পেতে আমাদের সাইটে প্রতিদিন ভিজিট করুন। 

Download From : www.kolom.in 

Facebook Group : kolom 

Comments

Popular posts from this blog

APTITUDE MCQ LIST

সাধারণ জ্ঞান MCQ LIST