রসায়ন বিজ্ঞান প্রশ্নোত্তর
১৬০+ রসায়ন বিজ্ঞান প্রশ্নোত্তর
১. পদার্থের ক্ষুদ্রতমা কণা – অণু
১৯. রাবারের স্থিতিস্থাপকতা কম এবং লােহা বা ইস্পাতের স্থিতিস্থাপকতা বেশি
২. পদার্থের স্থায়ী মূল কণিকা - ইলেকট্রোন, প্রােটন ও নিউট্রন
৩. তেজস্ক্রিয় রশ্মিতে থাকে – আলফা, বিটা ও গামা কনিকা
২০. উন্নত ধরণের বিস্ফোরােক আবিষ্কার করে ধনী হয়েছিলেন – আলফ্রেড নােবেল
২১. ডিজিটাল ফোনের প্রধান বৈশিষ্ঠ – ডিজিটাল সিগনাল ডেটাবেজ
৪. পদার্থের পরমাণুর প্রােটন সংখ্যা ও পারমাণবিক সংখ্যা- পরস্পর সমান।
২২. পীট কয়লা – ভিজা ও নরম
৫. পৃথিবী ও উহার নিকটস্থ মধ্যকার বস্তুর আকর্ষণ বলকে বলে –
অভিকর্ষ বল
২৩. তাপ আটকা পড়ে তাপমাত্রা বৃদ্ধিকে বলে – গ্রীনহাউজ ইফেক্ট
৬. বরফ গলনের সুপ্ত তাপ – ৮০ ক্যালরি
২৪. পরমাণু ভেঙ্গে প্রচন্ড শক্তি সৃষ্টি করাকে বলে - ফিউশন বিক্রিয়া
৭. ০ সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের গতি- ৩৩২ মিটার/সেকেন্ড
২৫. বায়ু এক প্রকার – মিশ্র পদার্থ
৮. সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আকাশ লাল দেখায় – লাল আলাের । ২৬. লােহার উপর দস্তার প্রলেপ দেয়াকে বলে – গ্যালভানাইজিং তরঙ্গদৈর্ঘ্য বেশি বলে
২৭. আলাের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে - মরিচিকায় ৯. সূর্য থেকে পৃথিবীতে আগত রশ্মি- সৌর রশ্মি
২৮. জল বরফে পরিণত হলে - আয়তনে বাড়ে ১০. পৃথিবী ঘূর্ণায়নের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না – মধ্যাকর্ষণের .kolon.in জন্য
২৯. জল কঠিন, তরল ও বায়বীয় অবস্থায় থাকতে পারে
১১. প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হওয়ার কারন – উচ্চ চাপে তরলের
স্ফুটনাংক বৃদ্ধি পায়।
৩০. বৈদুতিক বাল্বের ফিলামেন্ট তৈরী - টাংস্টেন দিয়ে
৩১. CF C বা ক্লোরােফ্লোরাে কার্বন ধ্বংস করে – ওজন স্তর
১২. চা তাড়াতাড়ি ঠান্ডা হয় – কালাে রংয়ের কাপে (কাল রংয়ের তাপ শােষণ ক্ষমতা বেশি)
৩২. ডুবােজাহাজ হতে জলের উপরে দেখার জন্য ব্যবহৃত হয় – পেরিস্কোপ
১৩. চা দেরীতে ঠান্ডা হয় - সাদা রংয়ের কাপে (সাদা রংয়ের তাপ শােষণ ক্ষমতা কম)।
৩৩. ব্যাটারি হতে পাওয়া যায় – ডিসি কারেন্ট
১৪. শব্দের গতি সবচেয়ে বেশি - কঠিন মাধ্যমে
৩৪. সর্বোত্তম তড়িৎ পরিবাহক – তামা
১৫. শব্দের গতি সবচেয়ে কম - বায়বীয় মাধ্যমে
৩৫. ডিনামাইট আবিস্কার করেন – আলফ্রেড নােবেল
১৬. তিনটি মূখ্য বর্ণ – লাল, সবুজ ও নীল।
৩৬. পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয় – গ্রাফাইট
১৭. ৪০ সে: তাপমাত্রায় পানির ঘনত্ব - সর্বোচ্চ
৩৭. শব্দের চেয়ে দ্রুত গতিতে চলে - সুপারসনিক বিমান
১৮. ইউরেনিয়াম, নেপচুনিয়াম প্লটোনিয়াম হল – তেজস্ক্রিয় পদার্থ
৩৮. বায়ুতে বা শুণ্য স্থানে শব্দের গতি – ৩X ১০১০ সে. মি.
১৪৯. যে জলেতে সাবান সহজে ফেনা উৎপাদন করে – মৃদু জলেতে
ডাউনলােড করতে আমাদের সাইটে ভিজিট করুন
১৫০. এসিড নীল লিটমাসকে - লাল করে
১৫১. দেশলাইয়ের কাঠির মাথায় থাকে - লােহিত ফসফরাস
Comments
Post a Comment