সাধারণ বিজ্ঞান প্রশ্নোত্তর
সাধারণ বিজ্ঞান প্রশ্নোত্তর
১. স্তন্যপায়ী প্রাণীর করােটির সংখ্যা কত ? উত্তরঃ বারাে জোড়া।
১১. শরীর বিদ্যার জনক কাকে বলা হয় ? উত্তরঃ উইলিয়াম হার্ভেকে।
২. কোন রােগটি প্রােটিনের অভাবে হয় ? উত্তরঃ কোয়াশিয়রকর।
১২. ক্ষুদ্রতম রক্তবাহী নালিকাকে কি বলা হয় ? উত্তরঃ রক্তজালক।।
৩. স্তন্যপায়ী প্রাণীর সারভাইক্যাল কশেরুকার সংখ্যা কত ? উত্তরঃ সাতটি।
১৩. মাছের পাখনা পচন রােগ কীসের কারণে ঘটে ? উত্তরঃ ব্যাকটেরিয়া।
১৪. মাছের শুক্রাণুর নিউক্লিয়াসে কোন প্রােটিন থাকে
৪. সৌরশক্তির উৎস কি ? উত্তরঃ পারমাণবিক সংযােজন।
উত্তরঃ প্রােটামিন। ১৬. কোন প্রক্রিয়া দ্বারা সরাসরি অক্সিজেন ব্যবহৃত হয়
৫. কোন রাশির একক ডাইন-সেকেন্ড ? উত্তরঃ বল।
উত্তরঃ ইলেকট্রন পরিবহণ।
৬. অপটিক্যাল ফাইবারের কার্যনীতি কি ? উত্তরঃ আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন।
১৭. পদার্থের চতুর্থ অবস্থা কোনটি ? উত্তরঃ প্লাজমা।
৭. কোন বলটি সংরক্ষী বল নয় ? উত্তরঃ ঘর্ষণজনিত বল।
১৮. ভিজে মাটির দিকে উদ্ভিদ মূলের বেঁকে যাওয়াকে কি বলে ? উত্তরঃ হাইড্রোট্রপিক।
৮. “হিগস বােসন’ কি ? উত্তরঃ একটি মৌল কণা।
৯. কোন রাসায়নিক মৌল মিনেমাটা রােগের জন্য দায়ী
১৯. পচা ডিমের মতাে গন্ধ কোন গ্যাসের ? উত্তরঃ হাইড্রোজেন সালফাইড।
উত্তরঃ পারদ।
২০. লুনার কস্টিক কি ? উত্তরঃ সিলভার নাইট্রেট।
১০. বিদ্যুৎ পরিবাহকের রােধের একক কি ? উত্তরঃ ওহম।
২১. নিউট্রন আবিস্কার করেন কে ?
Download From : www.kolom.in
f Facebook Group : কলম
পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা।
উত্তরঃ জেমস চ্যাডউইক।
৩৩. পৃথিবীর ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণী কোনটি ? উত্তরঃ বামন চিকা।
২২. নিম্ন শ্রেনীর প্রােটিন সমৃদ্ধ খাবার কোনটি ? উত্তরঃ ডাল।
৩৪. পৃথিবীর প্রথম মহাকাশচারী কে ? উত্তরঃ উইরি গ্যাগারিন (১৯৬১ সালে)
২৩. পরমানুর চার্জ নিরপেক্ষ কণিকা কোনটি ? উত্তরঃ নিউট্রন।
৩৫. পেনিসিলিন কে আবিস্কার করেন ? উত্তরঃ আলেকজান্ডার ফ্লেমিং।
২৪. পরমানুর নিউক্লিয়াসে কি থাকে ? উত্তরঃ প্রােটন ও নিউট্রন।
৩৬. পেসমেকার কে আবিস্কার করেন ? উত্তরঃ জার্মানির সিমেন্স এলিয়া কোম্পানী।
২৫. পরমানুর নেগেটিভ চার্জযুক্ত কণিকা কোনটি ? উত্তরঃ ইলেকট্রন।
৩৭. অ্যাসিড আবিস্কার হয় কবে ? উত্তরঃ ১৯৮১ সালে।।
২৬. পরমানুর পজেটিভ চার্জযুক্ত কণিকা কোনটি ? উত্তরঃ প্রােটন।
৩৮. অ্যাসিড নীল লিটমাস পেপারকে কী করে ? উত্তরঃ লাল করে।
২৭. পরমানুর সর্বাপেক্ষা হালকা কোনা কোনটি ? উত্তরঃ ইলেকট্রন।
৩৯. আকাশ নীল দেখায় কেন ? উত্তরঃ নীল আলাের বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি।
২৮. পারমানবিক বােমা কে আবিস্কার করেন ? উত্তরঃ ওপেন হেমার।
৪০. আকাশে মেঘ থাকলে গরম বেশি লাগে কেন? উত্তরঃ মেঘ ভূ-পৃষ্ঠের তাপ বিকিরণে বাধা দেয় বলে।
২৯. পাহাড়ে ওঠা কষ্টকর কেন ? উত্তরঃ অভিকর্ষজ বলের বিপরীতে কাজ করার জন্য।
৪১. আঙ্গুরে কোন অ্যাসিড থাকে ? উত্তরঃ টারটারিক অ্যাসিড।
৩০. পূর্ণাঙ্গ স্নায়ু কোষকে কী বলে? উত্তরঃ নিউরন।।
৪২. আধুনিক কম্পিউটার কে আবিস্কার করেন ? উত্তরঃ চার্লস ব্যাবেজ।।
৩১. পৃথিবীতে মােট মৌলিক পদার্থের সংখ্যা কত ? উত্তরঃ ১০৯ টি।
৪৩. আপেলে কোন অ্যাসিড থাকে ? উত্তরঃ সালিক অ্যাসিড।
৩২. পৃথিবীর কেন্দ্রস্থলে বস্তুর ওজন কেমন ? উত্তরঃ শূন্য।
৪৪. আমলকিতে কোন অ্যাসিড থাকে ? উত্তরঃ অক্সালিক অ্যাসিড।
Download From : www.kolom.in
f Facebook Group : poma
পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা।
৪৫. আমিষ জাতীয় খাদ্য কোন জারক রস পরিপাক। করে ? উত্তরঃ পেপসিন।
৫৬. নীল জবাফুলের পাপড়িতে কোন ধরণের প্লাস্টিড থাকে ? উত্তরঃ ক্রোমােপ্লাস্টিড।
৪৬. আয়নার পিছনে কিসের প্রলেপ দেয়া হয় ? উত্তরঃ সিলভারের।
৫৭. মটরগাছ কোন গােত্রের উদ্ভিদ ? উত্তরঃ লেগুমিনােসি বা শিম্বগােত্রীয়।
৪৭. আয়ােডিন প্রকৃতিতে কিভাবে থাকে ? উত্তরঃ কঠিন অবস্থায়।
৫৮. সালােকসংশ্লেষীয় সব রঞ্জকের মধ্যে কোনটি প্রধান ? উত্তরঃ ক্লোরােফিল।
৪৮. আলকাতরা কী থেকে তৈরী হয় ? উত্তরঃ কয়লা।।
৫৯. কোন ধরণের পেশিতে টিটেনাস হতে পারে ? উত্তরঃ অস্থি পেশি।
৪৯. আলাের গতির আবিস্কারক কে ? উত্তরঃ মাইকেলসন।
৬০. উধ্বমহাশিরা হৃৎপিণ্ডের কোন অলিন্দ থেকে উৎপন্ন হয় ? উত্তরঃ ডান অলিন্দ।
৫০. ইনসুলিন কোথায় উৎপন্ন হয় ? উত্তরঃ অগ্নাশয়ে।
৬১. গিনিপিগের কোন ধরণের দাঁত থাকে না ? উত্তরঃ ক্যানাইন দাঁত।
৫১. ইন্টারফেরন কি? উত্তরঃ ক্ষুদ্র ক্ষুদ্র অনেক গুলাে প্রােটিনের সমষ্টি যা দেহের রােগ-প্রতিরােধ ক্ষমতা বাড়ায়।
৬২. অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের সংখ্যা কয়টি ? উত্তরঃ তিনটি।
৫২. ইলেকট্রন কে আবিস্কার করেন ? উত্তরঃ জন থম্পসন।
৬৩. গরুর দুধে কোন ভিটামিন থাকে না ? উত্তরঃ ভিটামিন সি।।
৫৩. ইস্পাত তৈরিতে লােহার সাথে কী মিশাতে হয় ? উত্তরঃ কার্বন।
৬৪. রেটিনার অন্ধবিন্দুতে কী থাকে না ? উত্তরঃ রড ও কোণ কোশ।
৫৪. ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত? উত্তরঃ ০.১৫ - ১.৫ %।
৬৫. স্তন্যপায়ী প্রাণিদের অন্তকর্ণের রেচন পদার্থের নাম কী ? উত্তরঃ সেরুমেন।
৫৫. উচ্চ শ্রেনীর প্রােটিন সমৃদ্ধ খাবার কোনটি ? উত্তরঃ মাংস।
৬৬. উদ্ভিদ কলাতন্ত্রের বিভাগ করেন কোন বিজ্ঞানী ?
Download From : www.kolom.in
f Facebook Group : poma
পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা।
উত্তরঃ বিজ্ঞানী স্যাকস।
৭৭. কাজের একক কী ? উত্তরঃ জুল।
৬৭. কোন গ্রন্থির নির্যাস দিয়ে মাছের কৃত্রিম প্রজনন ঘটানাে হয় ? উত্তরঃ পিটুইটারি।
৭৮. দৈর্ঘ্যের একক কী ? উত্তরঃ মিটার।
৬৮. Rh ফ্যাক্টর প্রথম কোন প্রাণীতে পাওয়া যায় ? উত্তরঃ রেসাস বানর।
৭৯. চাপের একক কী ? উত্তরঃ প্যাসকেল।
৬৯. ফুসফুসের আবরণকে কী বলে ? উত্তরঃ প্লুরা।
৮০. তড়িৎপ্রবাহের একক কী। উত্তরঃ অ্যাম্পিয়ার।
৭০. অক্সানােমিটার দিয়ে কী পরিমাপ করা হয় ? উত্তরঃ উদ্ভিদ বৃদ্ধিহার।।
৮১. তাপমাত্রার একক কী? উত্তরঃ কেলভিন।
৭১. অপরিণত অবস্থায় জননক্ষমতা অর্জিত হলে তাকে । কী বলে ? উত্তরঃ পিডােজেনেসিস।
৮২. তাপের একক কী ? উত্তরঃ জুল।
৮৩. পদার্থের জড়তার পরিমাপ কী ? উত্তরঃ ভর।
৭২. মাছির লার্ভাকে কী বলে? উত্তরঃ ম্যাগট।
৮৪. নিউটন গতিসূত্র প্রকাশ করেন কত সালে ? উত্তরঃ ১৬৮৭ সালে।
৭৩. ঝিঝি পােকার লার্ভাকে কী বলে ? উত্তরঃ গ্রাব।
৭৪. লালারস দিয়ে রেচিত হয় এমন একটি ভারি ধাতু।
৮৫. রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে কোন সূত্র কাজ করে ? উত্তরঃ নিউটনের তৃতীয় সূত্র তথা ভরবেগের সংরক্ষণ সূত্র।
কী ?
উত্তরঃ পারদ।
৮৬. দ্রুতি কী ? উত্তরঃ বস্তুর বেগের মান।
৭৫. পিত্তরসের রাসায়নিক ধর্ম কী ধরণের ? উত্তরঃ ক্ষারীয়।
৮৭. বেগ কী ? উত্তরঃ নির্দিষ্ট দিকে দ্রুতিই বেগ।
৭৬. পিত্তরসের উৎসস্থল কী ? উত্তরঃ যকৃত।
৮৮. মন্দন কী ?
Download From : www.kolom.in
f Facebook Group : কলন।
পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা।
উত্তরঃ সরল পথে চলমান বস্তুর সময়ের সঙ্গে বস্তুর বেগ হ্রাসই মন্দন।
৯৮. কীসের আধিক্যে পেশি ক্লান্ত হয় ? উত্তরঃ ল্যাক্টিক অ্যাসিড।
৮৯.ফিলােসােফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা গ্রন্থটির লেখক কে ? উত্তরঃ স্যার আইজাক নিউটন।
৯৯. কোন পেশিতে ইন্টারক্যালেটেড ডিস্ক আছে ? উত্তরঃ হৃদপেশি।
৯০. পড়ন্ত বস্তুর সূত্র আবিষ্কার করেন কে ? উত্তরঃ গ্যালিলিও।
১০০. মানুষের কোথায় টিবিয়া ও কিবিউলা অস্থি দুটি থাকে ? উত্তরঃ হাঁটুতে।
সাধারণ বিজ্ঞান পর্বঃ ৯
৯১. কোথায় অভিকর্ষজ ত্বরণ ‘g-এর মান সবচেয়ে বেশি ? উত্তরঃ মেরু অঞ্চলে।
] বি. দ্র. - যদি কোন প্রশ্নের উত্তর ভুল থাকে, তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।
৯২. কোনাে বস্তুর ওজন কোথায় বেশি হয় ? উত্তরঃ মেরু অঞ্চলে।
কলমঃ কখনাে থেমে থাকেনা...
৯৩. পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন কত ? উত্তরঃ শূন্য।
10:46 AM
=
0.4KB/satv 4G
/
ক
=
ও কলম:কখনাে থেমে থাকেনা... 9
ALL
IMAGES
Sign in
৯৪. বস্তুর মৌলিক ধর্ম কী ? উত্তরঃ ভর।
WWW.kolom.in x ৫)
৯৫. মহাকর্ষ কী ? উত্তরঃ মহাবিশ্বের যেকোনাে দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে মহাকর্ষ বলে।
Google offered in ডিী বাংলা উea১৫১ সতী দুublip
3d aejooggo লক্ষ্মী
গুলী
ভিজিট করে ডাউনলােড করে নাও সমস্ত
পিডিএফ সম্পূর্ণ বিনামূল্যে
৯৬. কোনাে বস্তুর অভিকর্ষ কেন্দ্র কয়টি ? উত্তরঃ একটি।
India
৯৭. লালারসের কোন উৎসেচক ব্যাক্টেরিয়া ধ্বংস করে
উত্তরঃ লাইসােজাইম।
চাকরির পরীক্ষার স্টাডি মেটিরিয়ালস সম্পূর্ণ বিনামূল্যে পেতে
আমাদের সাইটে ভিজিট করুন।
Download From : www.kolom.in
f Facebook Group : কলম
Comments
Post a Comment