ভারতীয় অর্থনীতি প্রশ্নোত্তর
ভারতীয় অর্থনীতি প্রশ্নোত্তর
১.ভারতের আর্থিক নীতি প্রণয়নে কোন প্রতিষ্ঠান সরাসরি যুক্ত - রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
১২. ভারতের টাকসাল রয়েছে – কলকাতা, মুম্বাই, নয়ডা হায়দ্রাবাদ ও চেরলা পল্লীতে।
১৩. সবুজ বিপ্লবের সূচনাকাল – ১৯৬৪।
২. দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে ভারত সরকারের কোন প্রকল্পটি গ্রামীণ গরীবদের প্রভূত সহায়তা করেছে - জাতীয় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প।
১৪. সবুজ বিপ্লবের সমাপ্তি কাল – ১৯৭৭।
৩. ভারতের বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের মূল লক্ষ্য কী - কিছু করমুক্ত বিশেষ উন্নত কেন্দ্র তৈরি করা যা মুখ্যত রপ্তানি ক্ষেত্রকে প্রসারিত করার জন্য ।
১৫. পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের আমলে নূতন শিল্পনীতি ঘােষিত হয় – ১৯৯৪ সালে।
১৬. কেন্দ্রীয় সরকার নয়া উদারনৈতিক নীতি রূপায়নে কাজ শুরু করে – ১৯৯১ সালে।
৪. কোন আন্তর্জাতিক আর্থিক সংস্থা বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় মূল্যের মধ্যে ভারসাম্য রক্ষা করে - ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার।
১৭. RBI এর প্রথম ভারতীয় গভর্নর – ডাঃ সি.ডি. দেশমুখ।
৫. মূলধন কাকে বলে - মূলধন হলাে উৎপাদনের উৎপাদিত উপকরণ।
১৮. ভারত আন্তর্জাতিক আর্থিক তহবিল (IMF) এর সদস্য হয় – ১৯৪৭ সালে।
৬. ভারতের নয়া অর্থনৈতিক নীতি চালু হয়েছে কোন বছরে - ১৯৯১ সালে।
১৯. রােলিং প্ল্যান প্রথম হয় – ১৯৭৮ সালে।
৭. ভারতীয় মুদ্রার নতুন চেহারা কে অঙ্কিত করেন - ডি. উদয় কুমার।
২০. Rastriya Krisi Vikas Yojana চালু হয় – ২০০৭-০৮ সালে।
২১. এশিয় উন্নয়ন ব্যাঙ্কের সদরদপ্তর অবস্থিত – ম্যানিলা তে।
৮. দশম পরিকল্পনার অর্থ বরাদ্দ কোন ক্ষেত্রকে সবচেয়ে বেশি উৎসাহিত করেছিল - শক্তি ক্ষেত্র।
২২. শেয়ার বাজার ডি-লিস্টিং এর জন্য ১৯৯৭ সালে SBI দ্বারা – নরেন্দ্র চন্দ্র কমিটি গঠিত হয়।
৯. রিজার্ভ ব্যাঙ্কের অনুমতি ছাড়া ভারতীয় নাগরিক বিদেশী ব্যাঙ্কে সঞ্চয় করতে পারে – ১ লাখ ডলার পর্যন্ত।
২৩. ১৯৯৭ সালের ২৮শে জানুয়ারী উর্বরক ক্ষেত্রে - হনুমন্ত রাও কমিটি গঠিত হয়।
১০. পরিষেবা কর প্রবর্তিত হয় – ১৯৯৩-৯৫ সালে।
১১. India Post এর পূর্ব নাম – ভারতের ডাক ও তার বিভাগ।
২৪. হনুমন্ত রাও কমিটি রিপাের্ট পেস করে – ১৯৯৮ সালের ৩রা এপ্রিল।
৩৮. ভারতীয় অর্থনীতি – উন্নয়নশীল অর্থনীতি।
২৫. ১৯০৮ সালের জাহাজ আইন এবং ১৯৬৩ সালের। জাহাজ ট্রাস্ট আইন সংস্কারের জন্য সি.বাবু রাজীব কমিটি গঠিত হয় ।
৩৯. অর্থনৈতিক উন্নতির মূল সূচক – মাথাপিছু আয়।
২৬. ১৯৯৩ সালের ৪ ঠা সেপ্টেম্বর PNB এর সাথে New Bank of India এর সংযুক্তির ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংখ্যা দাঁড়ায় – ১৯ টি।
৪০. ভারতে শেয়ার কেনাবেচার সূচক হল – সেনসেক্স ও নিফটি।
৪১. সেচ ও জলসম্পদ ঋণ সংস্থান পর্ষদ (IWRFC) গড়ার প্রস্তাব দেওয়া হয় – ২০০৮-০৯ সালের বাজেটে ।
২৭. ১৯৮০ সালের ১৫ই এপ্রিল তৃতীয় পর্যায়ে ৬ টি ব্যাঙ্ক কে রাষ্ট্রায়ত্ত করা হয়।
৪২. ভারতীয় মুদ্রায় ডলার বিনিময় হারকে নিয়ন্ত্রণ করে - RBI.
২৮. ১৯৬৯ সালের জুলাই দ্বিতীয় পর্যায়ে ১৪টি বৃহৎ বাণিজ্যিক ব্যাঙ্ক কে সংযুক্ত করা হয়।
৪৩. ভারতে ‘বিদেশী পাের্টফোলিও বিনিয়ােগ’ বলতে বােঝায় - শেয়ার বাজারে বিদেশী পুঁজির বিনিয়ােগ।
২৯. প্রথম দফায় তৎকালীন ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ। ইন্ডিয়াসহ ৯টি ব্যাঙ্কের জাতীয়করণ করে State Bank
Group তৈরী করা হয়।
৪৪. ভারতের বৃহত্তম জাতীয় ব্যাঙ্ক সংস্থা – SBI
৩০. ভারতে বাণিজ্যিক ব্যাঙ্কের জাতীয়করণ শুরু হয় – ১৯৫৫ সালের ১০ই জুলাই।
৪৫. SBI স্থাপিত হয় – ১৯৫৫ সালের পহেলা জুলাই, এর । সদরদপ্তর মুম্বাই।
৩১. NIFTI হল – ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ নথিভুক্ত সমস্ত । বড় কম্পানির শেয়ার সূচক।
৪৬. ভারতের দ্বিতীয় বৃহত্তম জাতীয় ব্যাঙ্ক - ব্যাঙ্ক অফ। বড়ােদা।
৩২. ভারতে প্রথম সম্পদ কর শুরু হয় – ১৯৫৩।
৪৭. ভারতের প্রাচীনতম যৌথ সঞ্চয় ব্যাঙ্ক হল – এলাহাবাদ ব্যাঙ্ক।
৩৩. ১৯৫৬ সালে ভারতীয় স্টেট ব্যাঙ্ক তার কার্যকলাপ শুরু। করে - দ্বিতীয় পরিকল্পনা কালে।
৪৮. ব্যাঙ্ক অফ বড়ােদার স্থাপন কাল - ১৯০৮, জাতীয়করণ - ১৯৬৯ এবং সদরদপ্তর – ভাদোদরা।
৩৪. ১৯৫৬ সালের অক্টোবরে দান কর শুরু হয় যা বন্ধ হয় – ১৯৯৮ সালে।
৪৯. Corporation Bank গঠিত হয় – ১৯০৬ সালে।
৩৫. ১৯৭৬ সালে IDBI রিজার্ভ ব্যাঙ্কের নিয়ন্ত্রণ মুক্ত হয়ে স্বয়ংসম্পূর্ণ ও সতন্ত্র হয়ে উঠে।
৫০. ভারতীয়দের জন্য প্রথম বাণিজ্যিক ভারতীয় ব্যাঙ্ক – সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
৩৬. ভারতীয় অর্থনীতি সরকারী ও বেসরকারী ক্ষেত্রের সংমিশ্রণে এক – মিশ্র অর্থনীতি।
৫১. Corporation Bank জাতীয়করণ করা হয় - ১৯৮০ সালে।
৩৭. ভারতীয় অর্থনীতিতে মূল ক্ষেত্র হল – কৃষি ও কৃষি বিষয়ক ক্ষেত্র, কৃষি ক্ষেত্রের অবদান ১৭.৫%।
৫২. ভারতের কৃষি ক্ষেত্রের প্রসারে ঋণদাতা অগ্রণী আর্থিক
প্রতিষ্ঠান – NBARD ব্যাঙ্ক ।
৫৩. ভারতের প্রথম আঞ্চলিক ব্যাঙ্কের নাম - ক্যালকাটা প্রেসিডেন্সি ব্যাঙ্ক।
৬৮. দ্বৈত অর্থনীতি বলতে বােঝায় – অগ্রসর ও অনগ্রসর অর্থনীতি।
৫৪. ভারতের শেয়ার মার্কেট গঠিত হয় – ১৯৭৫ সালে।
৬৯. তৃতীয় ক্ষুদ্র শিল্প গণনা বর্ষ – ২০০২-০৩।
৫৫. ভারতে প্রতিষ্ঠিত প্রথম ব্যাঙ্ক - হিন্দুস্থান ব্যাঙ্ক (১৭৭০)।
৭০. বিশ্বের সর্বাধিক মূল্য বৃদ্ধির পরিমাণ - ৭৯,৬০০,০০০,০০০%।
৫৬. ভারতের এক টাকার নােটে স্বাক্ষর থাকে – অর্থমন্ত্রকের সচিবের।
৭১. আর্থিক সংস্কার প্রবর্তিত হয় – প্রধানমন্ত্রী নরসিংহ রাও এর সময়।
৫৭. ভারতের যােজনা আয়ােগের চেয়ারম্যান পদে অধিষ্টিত হন - প্রধানমন্ত্রী।
৭২. Take of Stage' বলতে বােঝায় – অর্থনৈতিক উন্নতির সূচক কে।
৫৮. নেহেরু রােজগার যােজনার নূতন নাম – স্বর্ণজয়ন্তি শহর স্বরােজগার যােজনা।।
- 90. Securities and Exchange Board of India (SEBI) গঠিত হয় – ১৯৮৮ সালে।
৫৯. “Planned Economy for India” গ্রন্থের লেখক – এম. বিশ্বেসারায়া।
৭৪. অন্যান্য ব্যাঙ্কের নিকাশ ঘর – RBI.
৬০. জাতীয় গ্রামীণ স্বাস্থ্য প্রকল্প চালু হয় – ২০০৫ সালে।
৭৫. দশমিক পদ্ধতি অনুসারে প্রথম এক পয়সার মুদ্রা চালু হয় – মার্চ ১৯৬২ তে।
৬১. ভারতে প্রথম সম্পদ কর চালু হয় – ১৯৫৩ সালে।
৭৬. বাজেট প্রথার প্রবর্তন হয় – লর্ড ক্যনিংএর আমলে ।
৬২. SBI ছাড়া ভারতের প্রথম জনসাধারণের ব্যাঙ্ক হল - কর্পোরেশন ব্যাঙ্ক।
৭৭. স্বাধীনতার পর প্রথম ১ টাকার মুদ্রা চালু হয় – জুলাই, ১৯৬২ তে।
৬৩. বেসরকারিকরণ বলতে বােঝায় – আর্থিক সংস্কারের মাধ্যমে রাজকোষের ঘাটতি কমানাে।
৭৮. ভারতের জাতীয় আয় প্রথম পরিমাপ করেন – দাদাভাই নওরােজী।
- 48. National Bank For Agricultural and Rural Development (NBARD) গঠিত হয় -১৯৮২ সালের ১২ জুলাই।
৭৯. MNC এর পূর্ণরূপ লিখ। উত্তর : MNC এর পূর্ণরূপ Multinational corporation.
৬৫. UTI গঠিত হয় – ১৯৬৪ সালের ১লা ফেব্রুয়ারি।
৬৬. শিল্প ক্ষেত্রে নূতন শিল্পনীতি ঘােষিত হয় – ৬ই আগস্ট ১৯০১।
৮০. TNC এর পূর্ণরূপ লিখ। উত্তর : TNC এর পূর্ণরূপ Transnational corporation.
৬৭. Green Revolution' শব্দের প্রবক্তা - উইলিয়াম গাণ্ডে।
৮১. UNDP এর পূর্ণরূপ লিখ। উত্তর : UNDP এর পূর্ণরূপ United Nations Development Programme.
৯৪. আর্থিক সংস্কার বলতে বােঝায় – বেসরকারিকরণ,বিশ্বায়ন ও নিয়ন্ত্রণ শিথিলকরণ।
৯৫. জাতীয় খাদ্য মিশন শুরু হয় – ২০০৭-০৮ সালে।
৮২. অর্থকৃত ঘাটতি বলতে বােঝায় – ঘাটতি ব্যয়ের মাধ্যমে টাকার পরিমাণ বৃদ্ধি করা।
৯৬. সরকার ঋণ গ্রহণে বাধ্য হয় – রাজস্ব কম হলে।
৯৭. গােল বিপ্লব – আলু চাষের সঙ্গে যুক্ত।
৮৩. গঙ্গা অ্যাকশন প্ল্যান এর সমাপ্তি কাল - ২০০০ সালের ৩১ মার্চ।
৯৮. ‘অপারেশন ফ্লাড’ শ্বেত বিপ্লবের সঙ্গে যুক্ত।
৮৪. স্বাধীন ভারতের প্রথম বাজেট পাস হয় – ১৯৪৭ এর ২৬ নভেম্বর।
৯৯. ভারতের তৃতীয় বৃহত্তম জাতীয় ব্যাঙ্ক - পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক।
bG. TRYSEM – Training of Rural Youth for Self Employment.
১০০. সর্বপ্রথম ভারতে কালাে টাকার হিসাব কষে – ওয়াংচু কমিশন।
- by. DWCRA - Development of Women and Children Rural Area.
১০১. বিদেশী মুদ্রা নিয়ন্ত্রণ আইন বলবৎ হয় – ১৯৭৩ সালে ।
-
- 69. SITRA – Supply of Improved
Toolkits to Rural Artisans.
১০২. অর্থনীতিতে উপযােগিতা বলতে বােঝায় – মানবিক চাহিদা পূরণকে।।
- bb. SGSY – Swarnajayanti Gramseva rojgar Yojana.
সমস্ত রকম প্রতিযােগিতামূলক পরীক্ষার স্টাডি মেটিরিয়ালস সম্পূর্ণ
বিনামূল্যে পেতে আমাদের সাইটে প্রতিদিন ভিজিট করুন।
বি.দ্র. – যদি কোন প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, তার জন্য আমরা
ক্ষমাপ্রার্থী।
- bd. ICOR - Incremental Capital Output Ratio.
10:46 AM
৯০. বাজেটে চলতি খাতে আয়-ব্যয় বলতে বােঝায় – এক বছরের মধ্যে নিষ্পন্ন আয় ব্যয়ের হিসাব।
0.4KB/s all 4G # ৫ll কি
তে
G কলম : কখনাে থেমে থাকেনা... 9 ALL IMAGES •. Sign in
৯১. যুক্ত মূল্য করের ক্ষেত্রে কেনাবেচার নিম্ন সীমা – বছরে। ৫০ লক্ষ টাকা।
৯২. মডভ্যাটের ধারণা প্রবর্তিত হয় – ১৯৮৬ সালে।
৯৩. জনগণের পরিকল্পনা নামে অভিহিত - পঞ্চম
পঞ্চবার্ষিকী পরিকল্পনা।
ভারতীয় অর্থনীতি প্রশ্নোত্তর
১.ভারতের আর্থিক নীতি প্রণয়নে কোন প্রতিষ্ঠান সরাসরি যুক্ত - রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
১২. ভারতের টাকসাল রয়েছে – কলকাতা, মুম্বাই, নয়ডা হায়দ্রাবাদ ও চেরলা পল্লীতে।
১৩. সবুজ বিপ্লবের সূচনাকাল – ১৯৬৪।
২. দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে ভারত সরকারের কোন প্রকল্পটি গ্রামীণ গরীবদের প্রভূত সহায়তা করেছে - জাতীয় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প।
১৪. সবুজ বিপ্লবের সমাপ্তি কাল – ১৯৭৭।
৩. ভারতের বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের মূল লক্ষ্য কী - কিছু করমুক্ত বিশেষ উন্নত কেন্দ্র তৈরি করা যা মুখ্যত রপ্তানি ক্ষেত্রকে প্রসারিত করার জন্য ।
১৫. পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের আমলে নূতন শিল্পনীতি ঘােষিত হয় – ১৯৯৪ সালে।
১৬. কেন্দ্রীয় সরকার নয়া উদারনৈতিক নীতি রূপায়নে কাজ শুরু করে – ১৯৯১ সালে।
৪. কোন আন্তর্জাতিক আর্থিক সংস্থা বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় মূল্যের মধ্যে ভারসাম্য রক্ষা করে - ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার।
১৭. RBI এর প্রথম ভারতীয় গভর্নর – ডাঃ সি.ডি. দেশমুখ।
৫. মূলধন কাকে বলে - মূলধন হলাে উৎপাদনের উৎপাদিত উপকরণ।
১৮. ভারত আন্তর্জাতিক আর্থিক তহবিল (IMF) এর সদস্য হয় – ১৯৪৭ সালে।
৬. ভারতের নয়া অর্থনৈতিক নীতি চালু হয়েছে কোন বছরে - ১৯৯১ সালে।
১৯. রােলিং প্ল্যান প্রথম হয় – ১৯৭৮ সালে।
৭. ভারতীয় মুদ্রার নতুন চেহারা কে অঙ্কিত করেন - ডি. উদয় কুমার।
২০. Rastriya Krisi Vikas Yojana চালু হয় – ২০০৭-০৮ সালে।
২১. এশিয় উন্নয়ন ব্যাঙ্কের সদরদপ্তর অবস্থিত – ম্যানিলা তে।
৮. দশম পরিকল্পনার অর্থ বরাদ্দ কোন ক্ষেত্রকে সবচেয়ে বেশি উৎসাহিত করেছিল - শক্তি ক্ষেত্র।
২২. শেয়ার বাজার ডি-লিস্টিং এর জন্য ১৯৯৭ সালে SBI দ্বারা – নরেন্দ্র চন্দ্র কমিটি গঠিত হয়।
৯. রিজার্ভ ব্যাঙ্কের অনুমতি ছাড়া ভারতীয় নাগরিক বিদেশী ব্যাঙ্কে সঞ্চয় করতে পারে – ১ লাখ ডলার পর্যন্ত।
২৩. ১৯৯৭ সালের ২৮শে জানুয়ারী উর্বরক ক্ষেত্রে - হনুমন্ত রাও কমিটি গঠিত হয়।
১০. পরিষেবা কর প্রবর্তিত হয় – ১৯৯৩-৯৫ সালে।
১১. India Post এর পূর্ব নাম – ভারতের ডাক ও তার বিভাগ।
২৪. হনুমন্ত রাও কমিটি রিপাের্ট পেস করে – ১৯৯৮ সালের ৩রা এপ্রিল।
৩৮. ভারতীয় অর্থনীতি – উন্নয়নশীল অর্থনীতি।
২৫. ১৯০৮ সালের জাহাজ আইন এবং ১৯৬৩ সালের। জাহাজ ট্রাস্ট আইন সংস্কারের জন্য সি.বাবু রাজীব কমিটি গঠিত হয় ।
৩৯. অর্থনৈতিক উন্নতির মূল সূচক – মাথাপিছু আয়।
২৬. ১৯৯৩ সালের ৪ ঠা সেপ্টেম্বর PNB এর সাথে New Bank of India এর সংযুক্তির ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংখ্যা দাঁড়ায় – ১৯ টি।
৪০. ভারতে শেয়ার কেনাবেচার সূচক হল – সেনসেক্স ও নিফটি।
৪১. সেচ ও জলসম্পদ ঋণ সংস্থান পর্ষদ (IWRFC) গড়ার প্রস্তাব দেওয়া হয় – ২০০৮-০৯ সালের বাজেটে ।
২৭. ১৯৮০ সালের ১৫ই এপ্রিল তৃতীয় পর্যায়ে ৬ টি ব্যাঙ্ক কে রাষ্ট্রায়ত্ত করা হয়।
৪২. ভারতীয় মুদ্রায় ডলার বিনিময় হারকে নিয়ন্ত্রণ করে - RBI.
২৮. ১৯৬৯ সালের জুলাই দ্বিতীয় পর্যায়ে ১৪টি বৃহৎ বাণিজ্যিক ব্যাঙ্ক কে সংযুক্ত করা হয়।
৪৩. ভারতে ‘বিদেশী পাের্টফোলিও বিনিয়ােগ’ বলতে বােঝায় - শেয়ার বাজারে বিদেশী পুঁজির বিনিয়ােগ।
২৯. প্রথম দফায় তৎকালীন ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ। ইন্ডিয়াসহ ৯টি ব্যাঙ্কের জাতীয়করণ করে State Bank
Group তৈরী করা হয়।
৪৪. ভারতের বৃহত্তম জাতীয় ব্যাঙ্ক সংস্থা – SBI
৩০. ভারতে বাণিজ্যিক ব্যাঙ্কের জাতীয়করণ শুরু হয় – ১৯৫৫ সালের ১০ই জুলাই।
৪৫. SBI স্থাপিত হয় – ১৯৫৫ সালের পহেলা জুলাই, এর । সদরদপ্তর মুম্বাই।
৩১. NIFTI হল – ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ নথিভুক্ত সমস্ত । বড় কম্পানির শেয়ার সূচক।
৪৬. ভারতের দ্বিতীয় বৃহত্তম জাতীয় ব্যাঙ্ক - ব্যাঙ্ক অফ। বড়ােদা।
৩২. ভারতে প্রথম সম্পদ কর শুরু হয় – ১৯৫৩।
৪৭. ভারতের প্রাচীনতম যৌথ সঞ্চয় ব্যাঙ্ক হল – এলাহাবাদ ব্যাঙ্ক।
৩৩. ১৯৫৬ সালে ভারতীয় স্টেট ব্যাঙ্ক তার কার্যকলাপ শুরু। করে - দ্বিতীয় পরিকল্পনা কালে।
৪৮. ব্যাঙ্ক অফ বড়ােদার স্থাপন কাল - ১৯০৮, জাতীয়করণ - ১৯৬৯ এবং সদরদপ্তর – ভাদোদরা।
৩৪. ১৯৫৬ সালের অক্টোবরে দান কর শুরু হয় যা বন্ধ হয় – ১৯৯৮ সালে।
৪৯. Corporation Bank গঠিত হয় – ১৯০৬ সালে।
৩৫. ১৯৭৬ সালে IDBI রিজার্ভ ব্যাঙ্কের নিয়ন্ত্রণ মুক্ত হয়ে স্বয়ংসম্পূর্ণ ও সতন্ত্র হয়ে উঠে।
৫০. ভারতীয়দের জন্য প্রথম বাণিজ্যিক ভারতীয় ব্যাঙ্ক – সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
৩৬. ভারতীয় অর্থনীতি সরকারী ও বেসরকারী ক্ষেত্রের সংমিশ্রণে এক – মিশ্র অর্থনীতি।
৫১. Corporation Bank জাতীয়করণ করা হয় - ১৯৮০ সালে।
৩৭. ভারতীয় অর্থনীতিতে মূল ক্ষেত্র হল – কৃষি ও কৃষি বিষয়ক ক্ষেত্র, কৃষি ক্ষেত্রের অবদান ১৭.৫%।
৫২. ভারতের কৃষি ক্ষেত্রের প্রসারে ঋণদাতা অগ্রণী আর্থিক
প্রতিষ্ঠান – NBARD ব্যাঙ্ক ।
৫৩. ভারতের প্রথম আঞ্চলিক ব্যাঙ্কের নাম - ক্যালকাটা প্রেসিডেন্সি ব্যাঙ্ক।
৬৮. দ্বৈত অর্থনীতি বলতে বােঝায় – অগ্রসর ও অনগ্রসর অর্থনীতি।
৫৪. ভারতের শেয়ার মার্কেট গঠিত হয় – ১৯৭৫ সালে।
৬৯. তৃতীয় ক্ষুদ্র শিল্প গণনা বর্ষ – ২০০২-০৩।
৫৫. ভারতে প্রতিষ্ঠিত প্রথম ব্যাঙ্ক - হিন্দুস্থান ব্যাঙ্ক (১৭৭০)।
৭০. বিশ্বের সর্বাধিক মূল্য বৃদ্ধির পরিমাণ - ৭৯,৬০০,০০০,০০০%।
৫৬. ভারতের এক টাকার নােটে স্বাক্ষর থাকে – অর্থমন্ত্রকের সচিবের।
৭১. আর্থিক সংস্কার প্রবর্তিত হয় – প্রধানমন্ত্রী নরসিংহ রাও এর সময়।
৫৭. ভারতের যােজনা আয়ােগের চেয়ারম্যান পদে অধিষ্টিত হন - প্রধানমন্ত্রী।
৭২. Take of Stage' বলতে বােঝায় – অর্থনৈতিক উন্নতির সূচক কে।
৫৮. নেহেরু রােজগার যােজনার নূতন নাম – স্বর্ণজয়ন্তি শহর স্বরােজগার যােজনা।।
- 90. Securities and Exchange Board of India (SEBI) গঠিত হয় – ১৯৮৮ সালে।
৫৯. “Planned Economy for India” গ্রন্থের লেখক – এম. বিশ্বেসারায়া।
৭৪. অন্যান্য ব্যাঙ্কের নিকাশ ঘর – RBI.
৬০. জাতীয় গ্রামীণ স্বাস্থ্য প্রকল্প চালু হয় – ২০০৫ সালে।
৭৫. দশমিক পদ্ধতি অনুসারে প্রথম এক পয়সার মুদ্রা চালু হয় – মার্চ ১৯৬২ তে।
৬১. ভারতে প্রথম সম্পদ কর চালু হয় – ১৯৫৩ সালে।
৭৬. বাজেট প্রথার প্রবর্তন হয় – লর্ড ক্যনিংএর আমলে ।
৬২. SBI ছাড়া ভারতের প্রথম জনসাধারণের ব্যাঙ্ক হল - কর্পোরেশন ব্যাঙ্ক।
৭৭. স্বাধীনতার পর প্রথম ১ টাকার মুদ্রা চালু হয় – জুলাই, ১৯৬২ তে।
৬৩. বেসরকারিকরণ বলতে বােঝায় – আর্থিক সংস্কারের মাধ্যমে রাজকোষের ঘাটতি কমানাে।
৭৮. ভারতের জাতীয় আয় প্রথম পরিমাপ করেন – দাদাভাই নওরােজী।
- 48. National Bank For Agricultural and Rural Development (NBARD) গঠিত হয় -১৯৮২ সালের ১২ জুলাই।
৭৯. MNC এর পূর্ণরূপ লিখ। উত্তর : MNC এর পূর্ণরূপ Multinational corporation.
৬৫. UTI গঠিত হয় – ১৯৬৪ সালের ১লা ফেব্রুয়ারি।
৬৬. শিল্প ক্ষেত্রে নূতন শিল্পনীতি ঘােষিত হয় – ৬ই আগস্ট ১৯০১।
৮০. TNC এর পূর্ণরূপ লিখ। উত্তর : TNC এর পূর্ণরূপ Transnational corporation.
৬৭. Green Revolution' শব্দের প্রবক্তা - উইলিয়াম গাণ্ডে।
৮১. UNDP এর পূর্ণরূপ লিখ। উত্তর : UNDP এর পূর্ণরূপ United Nations Development Programme.
৯৪. আর্থিক সংস্কার বলতে বােঝায় – বেসরকারিকরণ,বিশ্বায়ন ও নিয়ন্ত্রণ শিথিলকরণ।
৯৫. জাতীয় খাদ্য মিশন শুরু হয় – ২০০৭-০৮ সালে।
৮২. অর্থকৃত ঘাটতি বলতে বােঝায় – ঘাটতি ব্যয়ের মাধ্যমে টাকার পরিমাণ বৃদ্ধি করা।
৯৬. সরকার ঋণ গ্রহণে বাধ্য হয় – রাজস্ব কম হলে।
৯৭. গােল বিপ্লব – আলু চাষের সঙ্গে যুক্ত।
৮৩. গঙ্গা অ্যাকশন প্ল্যান এর সমাপ্তি কাল - ২০০০ সালের ৩১ মার্চ।
৯৮. ‘অপারেশন ফ্লাড’ শ্বেত বিপ্লবের সঙ্গে যুক্ত।
৮৪. স্বাধীন ভারতের প্রথম বাজেট পাস হয় – ১৯৪৭ এর ২৬ নভেম্বর।
৯৯. ভারতের তৃতীয় বৃহত্তম জাতীয় ব্যাঙ্ক - পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক।
bG. TRYSEM – Training of Rural Youth for Self Employment.
১০০. সর্বপ্রথম ভারতে কালাে টাকার হিসাব কষে – ওয়াংচু কমিশন।
- by. DWCRA - Development of Women and Children Rural Area.
১০১. বিদেশী মুদ্রা নিয়ন্ত্রণ আইন বলবৎ হয় – ১৯৭৩ সালে ।
-
- 69. SITRA – Supply of Improved
Toolkits to Rural Artisans.
১০২. অর্থনীতিতে উপযােগিতা বলতে বােঝায় – মানবিক চাহিদা পূরণকে।।
- bb. SGSY – Swarnajayanti Gramseva rojgar Yojana.
সমস্ত রকম প্রতিযােগিতামূলক পরীক্ষার স্টাডি মেটিরিয়ালস সম্পূর্ণ
বিনামূল্যে পেতে আমাদের সাইটে প্রতিদিন ভিজিট করুন।
বি.দ্র. – যদি কোন প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, তার জন্য আমরা
ক্ষমাপ্রার্থী।
- bd. ICOR - Incremental Capital Output Ratio.
10:46 AM
৯০. বাজেটে চলতি খাতে আয়-ব্যয় বলতে বােঝায় – এক বছরের মধ্যে নিষ্পন্ন আয় ব্যয়ের হিসাব।
0.4KB/s all 4G # ৫ll কি
তে
G কলম : কখনাে থেমে থাকেনা... 9 ALL IMAGES •. Sign in
৯১. যুক্ত মূল্য করের ক্ষেত্রে কেনাবেচার নিম্ন সীমা – বছরে। ৫০ লক্ষ টাকা।
৯২. মডভ্যাটের ধারণা প্রবর্তিত হয় – ১৯৮৬ সালে।
৯৩. জনগণের পরিকল্পনা নামে অভিহিত - পঞ্চম
পঞ্চবার্ষিকী পরিকল্পনা।
Comments
Post a Comment