ভারতীয় সংবিধান প্রশ্নোত্তর
ভারতীয় সংবিধান প্রশ্নোত্তর
০১. কবে ভারতের সংবিধান গৃহীত হয় ?
ক) ১৯৪৭ সালের ১৫ই আগস্ট খ) ১৯৪৭ সালের ২৬শে নভেম্বর
১৯৪৯ সালের ২৬শে নভেম্বর ঘ) ১৯৫০ সালের ২৬শে জানুয়ারী
০৬. ১৯৪৬ সালে গণপরিষদের প্রথম সভায় কে সভাপতিত্ব করেছিলেন ? ক) জওহরলাল নেহেরু খে ডঃ রাজেন্দ্রপ্রসাদ
সচ্চিদানন্দ সিনহা (ঘ) বি. আর. আম্বেদকর
০২. ভারতের সংবিধান কবে কার্যকরী হয় ?
ক) ১৯৪৭ সালের ১৫ই আগস্ট (খ) ১৯৪৭ সালের ২৬শে নভেম্বর
১৯৪৯ সালের ২৬শে নভেম্বর ঘ) ১৯৫০ সালের ২৬শে জানুয়ারী
০৭. কত সালে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে ? (ক) ১৯৪৯ সালে
খ) ১৯৫০ সালে।
১৯৫১ সালে ১৯৫২ সালে
০৩. কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলে মনে করা হয় ? (ক) বি. আর. আম্বেদকর
খ) ডঃ রাজেন্দ্রপ্রসাদ গ) জওহরলাল নেহেরু
বি. এন. রাউ
০৮. ভারতের গণপরিষদের কত সময় লেগেছিল ভারতীয় সংবিধান রচনা করতে ?
ক) প্রায় দুই বছর খ) প্রায় তিন বছর
| প্রায় চার বছর ঘ) প্রায় পাঁচ বছর
০৪. ভারতীয় গণপরিষদ বা সংবিধান গঠিত হয় কবে ? (ক) ১৯৪৫ সালে খ) ১৯৪৬ সালে গ) ১৯৪৭ সালে
১৯৪৮ সালে
০৯. গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোন শহরে ? ক) বােম্বে
লাহাের
কলকাতা ঘ নয়া দিল্লী
০৫. গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন
ক) জওহরলাল নেহেরু (খ) বি. আর. আম্বেদকর গ) ডঃ রাজেন্দ্র প্রাসাদ ঘ) সচ্চিদানন্দ সিনহা
১০. সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক অধিকার বর্ণিত আছে ?
ক) প্রথম
Download From : www.kolom.in
f Facebook Group : কলম
পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা।
দ্বিতীয় ওঁ তৃতীয় ঘ) চতুর্থ
১৫. ভারতীয় সংবিধানে বর্ণিত একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
ক) আমেরিকা
ব্রিটেন
আয়ারল্যান্ড ঘ) ফ্রান্স
১১. ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল ?
ক) ৩০০ জন। (খ) ৩০৫ জন
গ) ৩০৮ জন। ঘ) ৩৮৯ জন
১৬. মৌলিক অধিকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?
(ক) আমেরিকা
খ) ব্রিটেন @ রাশিয়া
কানাডা
১২. চেয়ারম্যান ড্রাফটিং কমিটিতে মােট কতজন সদস্য ছিলেন ?
ক) তিনজন খ) পাঁচজন গ) সাতজন ঘ) নয়জন
১৭. নিম্নলিখিত কোন দেশটির কোন লিখিত সংবিধান নেই
ক) মার্কিন যুক্তরাষ্ট্র
ইংল্যান্ড @ রাশিয়া ঘ) জার্মানি
১৩. কত সালে ভারতীয় সংবিধানের খসড়া প্রকাশিত হয়েছিল ?
ক) ১৯৪৬ সালে খ) ১৯৪৭ সালে
১৯৪৮ সালে ১৯৫০ সালে
১৮. কত সালে মিজোরাম রাজ্যস্তরে উন্নীত হয় ?
ক) ১৯৮৩ সালে
১৯৮৪ সালে গ) ১৯৮৫ সালে। (ঘ) ১৯৮৬ সালে
১৪. গণপরিষদের প্রথম কার্যনির্বাহী সভাপতি কে ছিলেন
ক) ডঃ রাজেন্দ্রপ্রসাদ। খ) বি. আর. আম্বেদকর।
সচ্চিদানন্দ সিনহা জওহরলাল নেহেরু
১৯. সিকিম সহযােগী রাজ্য মর্যাদা পায় সংবিধানের কোন সংশােধনে ?
ক) ১৯৬৯ সালের (২২তম) (খ) ১৯৭৪ সালের (৩৫তম) ® ১৯৭৪ সালের (৪২তম)
Download From : www.kolom.in
(f Facebook Group : কলম।
পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা
ঘ) ১৯৭৫ সালের (৩৬তম)
১৯৮০-৮৫ ১৯৮৫-৯০
(
২০. হিমাচল প্রদেশ পূর্নাঙ্গ রাজ্য হিসাবে উন্নীত হয় কবে
ক) ১৯৭০ সালে খ) ১৯৭৫ সালে
১৯৭৮ সালে ঘ) ১৯৮৭ সালে
২৫. প্রথম রাজ্যসভা কবে গঠিত হয় ?
ক) জানুয়ারি ১৯৫২
ফেব্রুয়ারি ১৯৫২ গ) মার্চ ১৯৫২ ঘ) এপ্রিল ১৯৫২
২১. ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থীকে নূন্যতম কত বছর বয়স হতে হবে ?
ক) ১৮ বছর খ) ২১ বছর গ) ২৫ বছর ঘ ৩৫ বছর
২৬. সংবিধানের দশম তপসিলে নিম্নের কোন বিষয়টি উল্লেখ করা আছে ? (ক) ভাষা খ ভূমি সংস্কার
দলত্যাগ বিরােধী আইন রাজ্যসভার আসন বণ্টন
২২. গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয় ?
ক) ১৯৪৬ সালের ৯ ডিসেম্বর। খ) ১৯৫০ সালের ২৪শে জানুয়ারী গ) ১৯৫০ সালের ২৬শে জানুয়ারী
১৯৪৯ সালের ২৬শে নভেম্বর
২৭. নগরপালিকা আইন সংবিধানের কোন তপসিলের অন্তর্গত বিষয় ?
ক) নবম
দশম
| একাদশ ঘ) দ্বাদশ
২৩. গণপরিষদের সর্বশেষ অধিবেশন হয় কবে ?
ক) ১৯৪৭ সালের ২৪শে জানুয়ারী খ) ১৯৪৮ সালের ২৪শে জানুয়ারী গ) ১৯৪৯ সালের ২৪শে জানুয়ারী
১৯৫০ সালের ২৪শে জানুয়ারী
২৮. “সংবিধান হল সেই সব আইন ও প্রথার সমষ্টি, যেগুলি রাষ্ট্রের জীবনকে নিয়ন্ত্রণ করে” - এ বলেছেন? (ক) অস্টিন র্যানি
লর্ড ব্রাইস @ গ্রেনভিল অস্টিন
ডঃ রাধাকৃষ্ণণ
২৪. সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল নিম্নের কোনটি ছিল ?
ক) ১৯৭০-৭৫ খ ১৯৭৫-৮০
২৯. গণপরিষদে মুসলমানদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কত ছিল ?
Download From : www.kolom.in
f Facebook Group : Data
পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা।
ক) ৭৩ টি
৫ টি
() ৭৬ টি গ) ৭৮ টি ঘ) ৭৯ টি
@ ৬ টি (ঘ) ৮ টি
৩০. “সংবিধান পরিবর্তনের জন্য আইনসভার দু তৃতীয়াংশ সদস্যের সম্মতিই যথেষ্ট” - কার মত ?
ক) গার্নারের খ) ডাইসির। © লাওয়েলের
ল্যাস্কির
৩৫. মৌলিক অধিকারের তালিকা থেকে নিম্নের কোনটি বাদ দেওয়া হয়েছে ?
(ক) মতামত প্রকাশের অধিকার
খ) চাকরির অধিকার।
বসবাসের অধিকার (ঘ) ব্যক্তিগত সম্পত্তির অধিকার
৩৬. ভারত সরকারের যাবতীয় ক্ষমতার উৎস কোনটি ?
ক সরকার
৩১. ভারতীয় সংবিধান কটি অংশে বিভক্ত ? ক) ১২ টি খ) ২২ টি @ ২৪ টি ঘ) ২৬ টি
জনগণ @ সংবিধান। ঘে আইনসভা
৩২. বর্তমানে সংবিধানে কটি স্বীকৃত ভাষা হয়েছে ?
ক) ১৪ টি খ) ১৬ টি @ ১৮ টি ঘ) ২২ টি
৩৭. কেন্দ্রীয় ক্ষমতা সংক্রান্ত কমিটি ও সংবিধান কমিটির সভাপতি কে ছিলেন ? (ক) ডঃ রাজেন্দ্র প্রসাদ খ) জওহরলাল নেহেরু
বল্লভভাই প্যাটেল (ঘ) রাধাকৃষ্ণণ
৩৩. সংবিধানের কোন অংশে নির্দেশমূলক নীতিগুলির উল্লেখ আছে ? ক) দ্বিতীয় খ) তৃতীয়
চতুর্থ
৩৮. রাজ্য সংবিধান সংক্রান্ত কমিটির সভাপতি কে ছিলেন ?
ক) ডঃ রাজেন্দ্র প্রসাদ খ) জওহরলাল নেহেরু @ বল্লভভাই প্যাটেল
রাধাকৃষ্ণণ
ঘ) পঞ্চম
৩৪. ভারতে বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কটি ?
Download From : www.kolom.in
f Facebook Group : কলম
পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা
নির্দিষ্ট কোন বয়স সীমা নেই
৩৯. সংবিধান ব্যাখ্যার দায়িত্ব থাকে কার ওপর ?
ক) সুপ্রিমকোর্ট খ) হাইকোর্ট
লােকসভা ঘ) রাজ্যসভা
৪৪. গণপরিষদের প্রথম অধিবেশনের অস্থায়ী সভাপতি কে ছিলেন ?
ক) বি. আর. আম্বেদকর খ) হরেন্দ্রকুমার মুখােপাধ্যায়
| সচ্চিদানন্দ সিনহা
আবুল কালাম আজাদ
৪০. ভারতের সংবিধানের খসড়া রচনায় কত দিন সময় লেগেছিল ?
ক) ১১০ দিন খ ১১১ দিন গ) ১১৩ দিন। ঘ) ১১৪ দিন
৪৫. বর্তমানে ভারতের সংবিধানে তপসিলের সংখ্যা কটি
(ক) ১১ টি।
খ) ১২ টি © ১৩ টি ঘ ১৪ টি
৪১. ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটির সংযুক্তি ঘটে কত খ্রিস্টাব্দে ?
ক) ১৯৪৯ সালে খ) ১৯৫০ সালে © ১৯৭৬ সালে ঘ) ১৯৭৮ সালে
৪৬. সংবিধান সভার নির্বাচনে কংগ্রেস কত শতাংশ। আসন লাভ করে ?
এ0
©© ৪ ট ©©©© ৪ . ©©©
60
৪২. দেশ বিভাগের ফলে গণপরিষদে মুসলিম লিগের সদস্য সংখ্যা কত ছিল?
ক) ২৪ জন।
২৬ জন গ) ২৮ জন।
నం
৪৭. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন
(ঘ) ৩০ জন।
ক) রাজা গােপালাচারি খ) জওহরলাল নেহেরু
ওয়ারেন হেস্টিংস লর্ড মাউন্টব্যাটেন
৪৩. বর্তমানে ভারতের সংবিধানে ভােটাধিকারের নূন্যতম বয়স কত ?
ক) ১৮ বছর
২১ বছর ২৫ বছর
৪৮. ভারত ভাগের পর সংবিধান সভার সদস্য সংখ্যা কত হয় ?
Download From : www.kolom.in
f Facebook Group : Data
পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা।
৩০৬ জন
৩০৮ জন
@ ৩১০ জন
ঘ) ৩১২ জন
৪৯. গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায়
ক) চেন্নাইতে খে) দিল্লীতে। @ মুম্বাইতে ঘ) বেঙ্গালুরুতে।
0 সিলেবাস ০ প্রশ্নপত্র ] জিকে ০ প্র্যাকটিস সেট ০ কারেন্ট অ্যাফেয়ার্স ] চাকরির নােটিফিকেশন 0 প্রতিবেদন রচনা 0 সারাংশ ও সারমর্ম
বঙ্গানুবাদ ] মকটেষ্ট
ইত্যাদি সমস্ত কিছু সম্পূর্ণ বিনামূল্যে এই ওয়েবসাইটে প্রদান করা হয়ে থাকে।
৫০. ভারতের জাতীয় পতাকার পরিকল্পনা স্থির করা হয় গণপরিষদের কোন অধিবেশনে ? (ক) প্রথম ও দ্বিতীয়
তৃতীয় ঘ চতুর্থ
- 10.
LI
এ কলম : কখনাে থেমে থাকেনা,.. ]
ALL IMAGES |
SAgn in
Google www.kolom.in x ৫)
Google offered in নাইকা ময়নামী লuljg Aণৰell,
টিনা বাংলা
ভিজিট করে ডাউনলােড করে নাও সমস্ত
পিডিএফ সম্পূর্ণ বিনামূল্যে
India
Download From : www.kolom.in
f Facebook Group : কলম
Comments
Post a Comment