ভারতের বিখ্যাত কিছু দুর্গ

 

দুর্গ

তথ্য

মেহেরানগড় দুর্গ

·        পঞ্চদশ শতকে নির্মিত

·        নির্মাণ করেন  রাও যোধা

·        রাজস্থানের যোধপুরে অবস্থিত

·        সূর্য দুর্গ বা The Sun Fort নামে পরিচিত

·        রুডয়ার্ড কিপলিং এই দুর্গ সম্পর্কে বলেছেন  Not a work of men but giants

লাল কেল্লা

·        ১৬৪৮ খ্রিস্টাব্দে নির্মিতি হয়

·        নির্মাণ করেন  শাহ জাহান

·        দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত

·        ভারতের সার্বভৌমত্বের শক্তিশালী প্রতীক

·        ভারতের প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসে এই দুর্গ থেকে দেশকে সম্বোধন করেন এবং এই দুর্গে পতাকা উত্তলোন করেন

গোয়ালিয়র দুর্গ

·        পঞ্চদশ শতকে নির্মিত

·        নির্মাণ করেন রানা মান সিং তোমার

·        মধ্যপ্রদেশের গোয়ালিয়রের অবস্থিত

গোলকোন্ডা ফোর্ট

·        কাকাতিয়া রাজারা নির্মাণ করেন।

·        সংস্কার করেন রানী রুদ্রমাদেবী

·        তেলেঙ্গানার হায়দ্রাবাদে অবস্থিত

·        নামকরণ করা হয় Shepherds Hill -এর নাম অনুসারে ।

·        কুতুবসাহি রাজবংশের রাজধানী ছিল

·        এই অঞ্চল থেকে বিখ্যাত কোহিনুর হীরা পাওয়া গিয়েছিলো

জয়সলমীর দুর্গ

·        দ্বাদশ শতকে নির্মিত

·        নির্মাণ করেছিলেন রাওয়াল যশওয়াল

·        পৃথিবীর অন্যতম মরুভূমি দুর্গ

·        রাজস্থানের পাহাড়ী দুর্গসমূহ ২০১৩ সালে ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তকমা পায়। এই দুর্গগুলির মধ্যে একটি হলো জয়সলমীর দুর্গ

·        এই দুর্গই সত্যজিৎ রায়ের বিখ্যাত ছবি সোনার কেল্লা-র দুর্গ

সিটি প্যালেস

·        অষ্টাদশ শতকে নির্মিত

·        দ্বিতীয় সাওয়াই জয় সিং এই দুর্গ নির্মাণ করেন

·        রাজস্থানের জয়পুরে অবস্থিত

কাংড়া দুর্গ

·        ৪৩০০ খ্রিস্টপূর্বাব্দে নির্মিত

·        নির্মাণ করেছিলেন ত্রিগারথ রাজবংশের ভূমা চারিদ

·        হিমাচলপ্রদেশের কাংড়াতে অবস্থিত

·        এটিকে ভারতের প্রাচীনতম দুর্গ মনে করা হয়

চিতোরগড় দুর্গ

·        পঞ্চদশ শতকে নির্মিত

·        নির্মাণ করেন মহরানা কুম্ভ

·        রাজস্থানের চিতোরগড়ে অবস্থিত

·        তৎকালীন সময়ে এই দুর্গে প্রচুর জলাশয় ছিল

পানহালা দুর্গ

·        ১১৭৮ খ্রিস্টাব্দে নির্মিত হয়

·        নির্মাণ করেন দ্বিতীয় ভোজআদিল শাহ

·        মহারাষ্ট্রের কোলহাপুরে অবস্থিত

শ্রীরঙ্গপত্তম দুর্গ

·        ১৪৫৪ খ্রিস্টাব্দে নির্মিত হয়

·        তৈরী করেন তিম্মাননা নায়ক

·        কর্ণাটকের শ্রীরঙ্গপত্তনমে অবস্থিত

·        এটিকে টিপু সুলতানের প্রাসাদ ও বলা হয়ে থাকে

অম্বর দুর্গ

·        নির্মাণ করেন রাজা মান সিং

·        রাজস্থানের অম্বরে অবস্থিত

·        রাজস্থানের প্রবেশদ্বার বা Gateway of Rajasthan নামে পরিচিত

·        এই দুর্গোটিকে কেউ জয় করতে পারেনি

দৌলতাবাদ দুর্গ

·        চতুর্দশ শতকে নির্মিত

·        নির্মাণ করেন মহম্মদ বিন তুঘলক

·        মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত

জুনাগড় দুর্গ

·        ১৫৮৮ খ্রিস্টাব্দে নির্মিত হয়

·        নির্মাণ করেন মহারাজা রাই সিং

·        রাজস্থানের বিকানেরে অবস্থিত

রায়গড় দুর্গ

·        নির্মাণ করেন চন্দ্ররাওজি মোরে

·        পূর্বনাম ছিল রাইরি দুর্গ কিন্তু শিবাজী এই দুর্গ দখল করে এর নাম দেন রায়গড় দুর্গ (অর্থাৎ রাজার দুর্গ বা Kings Fort)

·        মহারাষ্ট্রের রায়গড়ে অবস্থিত

·        শিবাজীর রাজ্যাভিষেক এই দুর্গে হয়েছিল


Comments

Popular posts from this blog

APTITUDE MCQ LIST

সাধারণ জ্ঞান MCQ LIST