সাধারণ বিজ্ঞান-12
১০০ সাধারণ বিজ্ঞান প্রশ্নোত্তর [পর্ব-৩]।
১০০. শরীরের সমস্ত রকম কার্যকলাপ নিয়ন্ত্রণ করে - গুরু মস্তিষ্ক
৮৮. কোন গ্রুপের রক্তকে সর্বজন গ্রহীতা বলে ? উত্তর : এবি গ্রুপ কে
৮৯. কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলে ? উত্তর : ও গ্রুপ।
৯০. চোখ নেই কার – কেঁচোর
৯১. আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে - অক্সিজেন ও গ্লকোজ
৯২. উড়ােজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র - ট্যাকোমিটার
৯৩. এনজিও প্লাষ্টি হচ্ছে হ্রৎপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানাে
৯৪. কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য - লৌহ
র আবিষ্কার করেন - হাওয়ার্ড এইকিন
৯৬. কর্কটক্রান্তি রেখা - বাংলাদেশের মধ্যখান দিয়ে
৯৭. কার্বুরেটর থাকে - পেট্রোল ইঞ্জিনে
৯৮. ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে - চুম্বক ক্ষেত্র হিসাবে
|৭২. কঠিন পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয়।
উত্তর : পরিবহন পদ্ধতিতে
৮৩. কে মেন্ডেলের ফ্যাক্টরের নাম দিয়েছিলেন জিন? উত্তর : বেটসন (১৯০৮ সালে)
৭৩. কফিতে কোন উপাদান থাকে ? উত্তর : ক্যাফেইন
৮৪. কেঁচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায় ? উত্তর : ত্বকের
৭৪. কমলা লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায় ? উত্তর : এসকরবিক অ্যাসিড
৮৫. কোন অধাতু বিদ্যুত অপরিবাহী ? উত্তর : গ্রাফাইট
৭৫. কম্পাঙ্ক বাড়লে শব্দের তীক্ষনতা ? উত্তর : বাড়ে
৮৬. কোন উদ্ভিদ আমিষ - ডাল
৭৬. কম্পিউটার কে আবিস্কার করেন ? উত্তর : হাওয়ার্ড এইকিন।
| বিভিন্ন প্রতিযােগিতামূলক পরীক্ষার নােটস সম্পূর্ণ বিনামূল্যে পেতে ভিজিট করুন :
৮৭. কোন এনজাইমের দ্বারা কাটা ডিএনএ জোড়া দেওয়া হয়? উত্তর : লাইগেজ।
৯৯. ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম – ডলি
Comments
Post a Comment