ঐতিহাসিক বিদ্রোহ ও নেতৃত্ব
1. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন সালে হয়েছিল? (WBP, Cons. Preli 2019)
উত্তরঃ 1919
2. 1928 সালে "বড়দৌলি সত্যাগ্রহ" আন্দোলনের নেতা কে ছিলেন? (WBP, Cons.Preli, 2018/WBCS 2020)
উত্তরঃ বল্লভ ভাই প্যাটেল
3. পলাশী যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? (WBP, Cons. Preli 2015)
উত্তরঃ সিরাজ-উদদৌল্লা।
4. "লবন সত্যাগ্রহ" কোন সালে হয়? (WBCS, preli 2020)
উত্তরঃ 1930।
5. 1857 -এর মহাবিদ্রোহে কানপুরে সিপাহীদের নেতৃত্ব দেন― (WBCS preli 2019)
উত্তরঃ নানা সাহেব।
6. কুকা আন্দোলন কোন রাজ্যের সাথে সম্পর্কিত ? (WBCS, Preli, 2019)
উত্তরঃ পাঞ্জাব।
7. কার নেতৃত্বে খিলাফৎ আন্দোলন শুরু হয়? (WBCS, Preli 2019)
উত্তরঃ শওকত আলী, মোহাম্মদ আলী জওহর ।
8. অসযোগ আন্দোলন কোন সালে সাময়িকভাবে মুলতবি রাখা হয়েছিল? (WBCS preli 2019).
উত্তরঃ 1922
9. অসযোগ আন্দোলনকালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হন? (WBCS, Preli.2018)
উত্তরঃ চিত্তরঞ্জন দাশ।
10. ব্রিটিশদের বিরুদ্ধে দেওয়ান ভেলু থাম্পির বিদ্রোহ যে দেশীয় রাজ্যে ঘটে, সেটি হল― WBCS Preli.2017)
উত্তরঃ ত্রিবাঙ্কুর।
11. সৎনামি বিদ্রোহ যে মুঘল সম্রাটের আমলে হয়, তিনি ছিলেন― (WBCS preli.2017)
উত্তরঃ ঔরঙ্গজেব।
12. সিধু ও কানু কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন? (WBCS, Preli.2017)
উত্তরঃ সাঁওতাল বিদ্রোহ।
13. মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দেন― (WBCS Preli.2017)
উত্তরঃ বিরসা।
14. সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলন? (WBCS Preli.2017)
উত্তরঃ লর্ড ক্যানিং।
15. কোন আন্দোলনের শুরুতে গান্ধীজি "করেঙ্গে ইয়া মরেঙ্গে" ডাক দিয়েছিলেন? (WBCS, Preli 2017).
উত্তরঃ ভারতছাড়ো আন্দোলন।
16. 1942 সালে ভারতছাড়ো আন্দোলনের সময় কে ভারতের ভাইসরয় ছিলেন? (WBCS Preli 2017)
উত্তরঃ লিনলিথিগো।
17. 1921 সালে মোপালা বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল? (WBCS, Preli, 2017)
উত্তরঃ কেরল।
18. তিতুমীর কোন আন্দোলনের সাথে জড়িত ছিলেন? (WBCS, Preli 2015)
Comments
Post a Comment