| একশাে ভারতীয় সংবিধান প্রশ্নোত্তর

 | একশাে ভারতীয় সংবিধান প্রশ্নোত্তর-পর্ব:চার] 

১. সুপ্রিমকোর্টের বিচারপতিরা কার দ্বারা নিযুক্ত হন ? উত্তর : রাষ্ট্রপতির 

১৭. রাজ্য সরকারের আয়ের দুটি প্রধান উৎস কি? উত্তর : ভূমি রাজস্ব এবং কৃষি আয়ের উপর কর । 

২. ভারতের সুপ্রিমকোর্টের যে তিন ধরনের এলাকা আছে, সেগুলি কি কি ? উত্তর : মূল এলাকা, আপিল এলাকা ও পরামর্শদান এলাকা 

১৮. রাজা মান্নার কমিটি কেনাে গঠিত হয় ? উত্তর : কেন্দ্র-রাজ্য সম্পর্ক খতিয়ে দেখার জন্য 

৩. সুপ্রিমকোর্টের বিচারকরা কত বছর পর্যন্ত পদে অধিষ্ঠিত থাকতে পারেন ? উত্তর : ৬৫ বছর 

১৯. মূল সংবিধানে কেন্দ্র তালিকাভুক্ত সংখ্যা কটি ছিল ? উত্তর : ৯৭ টি 

৪. সুপ্রিমকোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কি ? উত্তর : ফাতিমা বিবি 

২০. মূল সংবিধানে রাজ্য তালিকাভুক্ত সংখ্যা কটি ছিল ? উত্তর : ৬৬ টি 

৫. ভারতীয় সংবিধানকে পৃথিবীর মধ্যে কোন আসনে আসীন করা হয়েছে ? উত্তর : বৃহত্তম 

২১. মূল সংবিধানে যুগ্ম তালিকাভুক্ত সংখ্যা কটি ছিল ? উত্তর : ৪৭ টি 

৬. যুগ্ম তালিকা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ? উত্তর : অস্ট্রেলিয়া। 

২২. ভারতীয় সংবিধান সংশােধনের কয়টি পদ্ধতি আছে? উত্তর : তিনটি 

৭. রাষ্ট্রপতি হিসাবে সবচেয়ে বেশিদিন কে কার্যক্ষমতা নির্বাহ করেছেন ? উত্তর : ড. রাজেন্দ্র প্রসাদ 

২৩. সংবিধান সংশােধনী বিলে কোন পদাধিকারি সম্মতি দিতে বাধ্য ? উত্তর : রাষ্ট্রপতি 

৮. কোন ব্যক্তি তিনবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন ? উত্তর : অটলবিহারী বাজপেয়ী 

২৪. কোন সংবিধানিক সংস্থা মৌলিক অধিকার সংশােধন করতে পারে ? উত্তর : পার্লামেন্ট 

৯. জরুরি অবস্থা কোন দেশের সংবিধান থেকে গৃহিত হয়েছে ? 

২৫, ভারতীয় পার্লামেন্ট সংবিধানের মৌলিক কাঠামাে পরিবর্তন করতে পারে উত্তর : জার্মান 

কি ? 

উত্তর : না। ১০, সম্মিলিত জাতিপুঞ্জের মূল লক্ষ্য কি ? 

www.kplom.in উত্তর : শান্তি ও নিরাপত্তা সংরক্ষণ 

২৬. কোন মামলার শুনানী তে বলাহয় সংবিধানের মৌলিক কাঠামাে 

সংশােধনযােগ্য নয় ? ১১, কেন্দ্র-রাজ্য ক্ষমতা বন্টনের বিষয়ে কেন্দ্র কর্তৃক গঠিত কমিশনের নাম কি 

উত্তর : ১৯৭৩ সালের কেশবানন্দ ভারতী মামলার রায়ে উত্তর : সারকারিয়া কমিশন। 

২৭. বর্তমানে নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা কত ? 

উত্তর : ৩ জন ১২. সারকারিয়া কমিশন কবে গঠিত হয়? উত্তর : ১৯৮৩ সালে 

২৮. নির্বাচন কমিশনের সদস্যগন কার দ্বারা নিযুক্ত হন ? 

উত্তর : রাষ্ট্রপতি দ্বারা। ১৩, সারকারিয়া কমিশনের মােট সদস্য সংখ্যা কত ছিল? উত্তর : তিন জন। 

২৯. সংবিধানের কত নম্বর ধারায় নির্বচন কমিশন গঠনের কথা বলা হয়েছে? ১৪. জাতীয় জরুরিঅবস্থা কালীন কে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন 

উত্তর : ৩২৪/২ নম্বর ধারায় করতে পারে ? উত্তর : পার্লামেন্ট 

৩০. সংবিধানের কত নম্বর ধারায় নাগরিকের ভােটাধিকার স্বীকৃত

উত্তর : ৩২৬ নম্বর ধারায় ১৫. কেন্দ্রীয় অর্থকমিশন গঠিত হয় কত দিনের জন্য? 

৩১. কীভাবে কে মুখ্য নির্বাচন কমিশনার বা অন্যান্য নির্বাচন কমিশনারকে উত্তর : ৫ বছরের জন্য 

পদচ্যুত করতে পারেন ? ১৬. কেন্দ্রীয় সরকারের আয়ের দুটি প্রধান উৎস কি? 

উত্তর : পার্লামেন্টের সম্মতিক্রমে রাষ্ট্রপতি উত্তর : কৃষি ছাড়া অন্যান্য আয়ের উপর কর এবং আমদানি-রপ্তানি শুল্ক 

Download Form : www.kolom.in 

Facebook Page - কলম। 

Page 1 

উত্তর : রাজ্য সভা 

৩২. বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনার এর কার্যকাল কত বছর? উত্তর : ৬ বছর 

৪৯, বৈদেশিক চুক্তি রূপায়নের ক্ষেত্রে রাজ্যের ব্যপারে আইন প্রণয়ন করে কে 

৩৩. সংবিধানের কত নম্বর ধারায় মুখ্য নির্বাচন কমিশনার এর কার্যাবলী উল্লেখ করা আছে ? উত্তর : ৩২৪/১ নম্বর ধারায় 

উত্তর : কেন্দ্র 

৫০. জরুরি অবস্থার সময় রাজ্যের ক্ষমতার কীরূপ পরিবর্তন হয় ? উত্তর : ক্ষমতা কমে যায় 

৩৪. নির্বাচন সংক্রান্ত বিরােধ নিষ্পত্তির দ্বায়িত্ব কার ? উত্তর : আদালতের 

৫১. কে অর্থ কমিশন গঠণ করেন? উত্তর : রাষ্ট্রপতি 

৩৫. আইনের দৃষ্টিতে ‘সাম্য কীরূপ অধিকারের উদাহরণ? উত্তর : নেতিবাচক মৌলিক অধিকারের 

৫২. পরিকল্পনা কমিশনের সভাপতি কে ? উত্তর : পদাধিকার বলে প্রধানমন্ত্রী 

৩৬. ভারতে কোন ধৃতদের বিনা বিচারে আটক রাখা যায় ? উত্তর : শত্রুভাবাপন্ন বিদেশী ও নিবর্তনমূলক আটক আইনে ধৃত ব্যক্তিদের 

৫৩. ভারতের রাজ্যগুলির যুক্তরাষ্ট্র থেকে বিছিন্ন হওয়ার অধিকার আছে কি? উত্তর : না। 

৩৭. কাকে জাতীয় রাজধানী অঞ্চল বলা হয় ? উত্তর : দিল্লি কে 

৫৪, ভারতকে যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট যুক্ত এককেন্দ্রিক – বলেছেন কে? উত্তর : কে.সি. হেয়ার 

৩৮. ভারতীয় সংবিধানে কয়টি তালিকার মধ্যে কেন্দ্র-রাজ্য ক্ষমতা বন্টিত? উত্তর : তিনটি – কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা ও যুগ্ম তালিকা 

৫৫. ভারতের ক্ষমতা বন্টনের বিষয়টি সংবিধানের কোথায় বর্ণিত হয়েছে ? উত্তর : সপ্তম তফসিলে 

৩৯, অবশিষ্ট ক্ষমতা ন্যাস্ত থাকে কার হাতে ? উত্তর : কেন্দ্রের হাতে 

৪০, প্রতিরক্ষা ও মুদ্রা ব্যবস্থা কোন তালিকার অন্তর্গত? উত্তর : কেন্দ্র তালিকার 

৫৬, কোন ধারায় পার্লামেন্টের আইনের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে রাজ্য সরকারকে শাসনকার্য পরিচালনা করতে বলা হয়েছে ? উত্তর : ২৫৬ নম্বর ধারায় 

৪১. ভূমি রাজস্ব ও স্থানীয় স্বায়ত্বশাসন কোন তালিকার অন্তর্গত? 

৫৭. কোন ধারায় কেন্দ্রের প্রশাসনিক ব্যবস্থার সঙ্গে রাজ্যের প্রশাসনিক উত্তর : রাজ্য তালিকার 

ব্যবস্থার সামঞ্জস্য বিধানের কথা বলা হয়েছে ? 

উত্তর : ২৫৭/১ ধারায় ৪২. শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত? 

www.plom.in উত্তর : যুগ্ম তালিকার 

৫৮, রাষ্ট্রপতি কয়টি আন্তঃরাজ্য পরিষদ গঠণ করতে পারে ? 

উত্তর : দুটি ৪৩. যুগ্ম তালিকাভুক্ত বিষয়ে কেন্দ্রীয় আইনের সঙ্গে রাজ্য আইনের বিরােধ থাকলে কোন আইন বাতিল হবে ? 

৫৯. আন্তঃরাজ্য পরিষদ দুটি কিকি? উত্তর : রাজ্য আইন টি 

উত্তর : কেন্দ্রীয় স্বাস্থ্য পর্ষদ ও কেন্দ্রীয় স্থানীয় স্বায়ত্বশাসন পর্ষদ 

৪৪. ভারত একটি আধা যুক্তরাষ্ট্রীয় দেশ-উক্তিটি কার? উত্তর : কে.সি. হেয়ার এর 

৬০. ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সংবিধান সংশােধন পদ্ধতির উল্লেখ রয়েছে ? উত্তর : ৩৬৮ নম্বর ধারায় 

৪৫. ভারতকে চরম যুক্তরাষ্ট্রীয় দেশ’ কে বলেছেন? উত্তর : পল এপলবি 

৬১. কত নম্বর সংবিধান সংশােধনীতে দলত্যাগ বন্ধের ব্যবস্থা করা হয়েছে ? উত্তর : ১৯৮৫ সালের ৫২ নম্বর সংশােধনীতে 

৪৬. কে ভারতকে নিশ্চিত ভাবেই অযুক্তরাষ্ট্রীয় বা এককেন্দ্রিক বলেছেন? উত্তর : কে.পি. মুখার্জী 

৬২. ১৯৯২ সালের ৭৩ নম্বর সংশধনী আইন কোন বিষয় সম্পর্কিত? উত্তর : পঞ্চায়েত ব্যবস্থা 

৪৭. কে ভারতকে এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রের সমন্বয়' – বলেছেন? উত্তর : দুর্গাদাস বসু 

৬৩. ১৯৯২ সালের ৭৪ নম্বর সংশধনী আইন কোন বিষয় সম্পর্কিত? উত্তর : পৌর ব্যবস্থা 

৪৮. পার্লামেন্টকে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা কে প্রদান করতে পারে ? 

৬৪. কোন সংবিধান সংশােধনী আইনে বলা হয় রাষ্ট্রপতি সংবিধান সংশােধনী 

Download Form : www.kolom.in 

Facebook Page - কলম। 

Page 2 

৮৪, জম্মু-কাশ্মীরের বিধান সভার সময়কাল – ৬ বছর 

বিলে সম্মতি দিতে বাধ্য ? উত্তর : ১৯৭১ সালের ২৪ তম সংশােধনীতে 

৮৫, সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় – ৪৪ তম সংবিধান সংশােধনীতে 

৬৫. কবে ৪২ তম ও ৪৪ তম সংবিধান সংশােধনীআইন প্রণীত হয়? উত্তর : উত্তর : ১৯৭৬ ও ১৯৭৮ সালে 

৮৬. কম্পট্রলার বা অডিটর জেনারেল নিয়ােগ করেন – রাষ্ট্রপতি 

৬৬, অন্তর্বর্তী নির্বাচন কি? উত্তর : দুটি সাধারণ নির্বাচনের মধ্যবর্তী কালে অনুষ্ঠিত নির্বাচন 

৮৭. বিচারব্যবস্থাকে প্রশাসনের থেকে আলাদা করা হয়েছে - ৫০ তম নির্দেশাত্মক নীতিতে 

৬৭. কোন কোন বিল কেন্দ্র করে পার্লামেন্টের উভয় কক্ষে অধিবেশন হয় না? উত্তর : অর্থ বিল ও সংবিধান সংশােধনী বিল 

৮৮, সাংসদ না হয়েও সংসদকে সম্বােধন করার অধিকার থাকে – অ্যাটর্নি জেনারেলের 

৬৮. ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সরকারী ভাষা সমন্ধে আলােচনা করা হয়েছে ? উত্তর : ৩৪৩ নম্বর ধারায় 

৮৯. অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হয় – ৭৬ এর ১ নম্বর ধারায় 

৯০. প্রধানমন্ত্রীর পদপ্রার্থীর নূন্যতম বয়স - ২৫ বছর 

৬৯. সংবিধান অনুযায়ী ভারতের সরকারী ভাষা কি? উত্তর : দেবনাগরী হরপে লেখা হিন্দি 

৯১. রাষ্ট্রপতি দ্বারা বিল বাতিল করার ক্ষমতা হলাে – ভেটো 

৭০. রাষ্ট্রপতি সংসদের দুই কক্ষে সর্বমােট – ১৪ জন সদস্য নিয়ােগ করতে পারে 

৯২. যুদ্ধ ঘােষণা বা শান্তি স্থাপনের অধিকার – রাষ্ট্রপতির 

৯৩, আজ পর্যন্ত জাতীয় জরুরি অবস্থা ঘােষণা করা হয়েছে – তিন বার 

৭১. কোন ব্যক্তি মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযােগে ব্যক্তিগতভাবে। সুপ্রিমকোর্টের কাছে বিচার চাইতে পারে – সংবিধানের ৩২ নম্বর ধারা অনুযায়ী 

৯৪. রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘােষিত হয় ৩৫৬ নম্বর ধারায় 

৭২. ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে – 

৯৫. আর্থিক জরুরি অবস্থা জারি হয় – ৩৬০ নম্বর ধারায় আমেরিকা থেকে 

৯৬. রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ৭৩. রাজ্য বিধানসভার মঞ্জুরি ছাড়া রাজ্যপাল কোন অর্ডিন্যান্স জারি করলে তার মেয়াদ হয় – ৬ সপ্তাহ 

৯৭. লােকসভার কার্যকাল মেয়াদ ৫ বছর। ৭৪. রাজ্যের মূল প্রশাসনিক ক্ষমতা ভােগ করেন – মুখ্যমন্ত্রী | WWW. lo৯৮ রাজ্য সভ 

৯৮. রাজ্য সভার কার্যকাল মেয়াদ ৬ বছর 

৭৫. Suffrage এর অর্থ হল -ভােট দানের ক্ষমতা 

৯৯, যৌথ অধিবেশনে ভাষণ দেন – রাষ্ট্রপতি 

৭৬. হাইকোর্টের বিচারপতিদের মেয়াদ শেষের আগে অপসারণ করতে পারে - রাষ্ট্রপতি, সংসদের উভয় কক্ষের সম্মতিক্রমে 

১০০, অর্থ বিল উত্থাপিত হয় – লােকসভায় 

৭৭. সংখ্যালঘুদের সার্থ সুরক্ষিত করতে প্রয়ােজনীয় ধারা হল – ২৯ নম্বর ধারা 

6:16 PM 

৭০ 

20BKB/s /dl 4G ta all ক 

কলম কখনাে থেমে থাকেনা... 9 

Visit Now 

ALL 

IMAGES 

৭৮. সুপ্রিমকোর্টের সর্বাধিক সংখ্যক বিচারপতি – ৩১ জন 

৭৯. ভারতের নির্বাচন কমিশনারকে নিয়ােগ করেন – রাষ্ট্রপতি 

Google 

www.kolom.in 

More PDF Download For All Competitive Exams 

৮০, ভারতের প্রথম মহিলা বিচারপতি নিয়ােগ হয় – হিমাচল হাইকোর্টে 

kolom offered in: 

৮১. পরিকল্পনা কমিশন গঠিত হয় – ১৯৫০ সালে 

আরাে PDF(সম্পূর্ণ ফ্রিতে) 

| ডাউনলােড করতে আমাদের সাইটে ভিজিট করুন 

India 

৮২. পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা প্রথম ভাবেন – জওহর লাল নেহেরু 

৮৩. মৌলিক অধিকার প্রয়ােগ করতে পারে – সুপ্রিম কোর্ট 

Download Form : www.kolom.in 

Facebook Page - কলম। 

Page 3 

Comments

Popular posts from this blog

APTITUDE MCQ LIST

সাধারণ জ্ঞান MCQ LIST