সাধারণ বিজ্ঞান প্রশ্নোত্তর


১. মানুষের শরীরে রাসায়নিক দূত হিসাবে কাজ করে? উত্তর : হরমােন 

১৫. লুনার কস্টিক আসলে কি? উত্তর: সিত্তার নাইট্রেট 

২. কোন খাদ্যে সব ধরনের খাদ্য-উপাদান বর্তমান ? উত্তর : দুধে। 

১৬, গ্রানা ও স্ট্রোমা কোথায় থাকে? উত্তর: ক্লোরােপ্লাস্টে 

৩. দেহকোষে কোন ধরনের কোষ বিভাজন দেখা যায়? উত্তর : মাইটোসিস 

১৭. ব্রঙ্কাইটিস কিসের রােগ ? উত্তর: শ্বাসনালীর রােগ 

৪. শীতকালে চামড়া ফাটার কারণ কি? উত্তর : শীতকালে বাতাসের আপেক্ষিক আদ্রতা কম থাকে,তার কারণে 

১৮. ব্যাঙের শীতঘুমকে কি বলে ? উত্তর: হাইবারনেশান। 

৫. কোন হরমােনের অভাবে ডায়াবেটিস রােগ হয় ? উত্তর : ইলুলিন। 

১৯, কোন কোষ অঙ্গানুকে ক্লডের ডানা বলা হয় ? উত্তর: রাইবােজোম 

৬. প্রতিটি কক্ষে ইলেক্ট্রনের সংখ্যা উত্তর: 2n^2 

২০, গতিশীল ট্রেনে বসে থাকা ব্যাক্তির কাছে ট্রেনের গতিবেগ কেমন মনে হবে ? উত্তর: স্থির মনে হবে। 

৭. পরমানুর প্রােটনের সংখ্যাকে কি বলে? উত্তর: পারমানবিক সংখ্যা 

২১. কোন প্রাণীর গমন অঙ্গের নাম ফ্লিপার ? উত্তর: সামুদ্রিক কচ্ছপ 

৮. সংকর ধাতু পিতলের উপাদান : উত্তর: তামা ও দস্তা 

২২. কোন বিজ্ঞানী রক্তের শ্রেনীবিভাগ করেন? 

উত্তর: কার্ল ল্যান্ডস্টেইনার 

৯. কোনটি নবায়নযােগ্য শক্তির উৎস ? উত্তর: সূর্যরশ্মি 

২৩. কোন প্রকার উতসেচক রক্ততঞ্চনে সাহায্য করে? উত্তর: থ্রম্বােকাইনেজ 

১০. প্রথম পারমানবিক ভরের ধারনা দেন ? উত্তর: জন ডাল্টন 

২৪. কোন গ্রন্থি থেকে গােনাডােট্রপিক হরমােন ক্ষরিত হয়? উত্তর: পিটুইটারি গ্রন্থি 

১১. অ্যাভােগেড্রো সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? উত্তর: N 

২৫. জলের স্থায়ী ক্ষরতা কিসের সাহায্যে দূর করা হয় ? উত্তর: জিওলাইট 

১২. আইসােটোপে কি ভিন্ন থাকে? উত্তর: ভর সংখ্যা 

২৬. 'হাইগ্রোমিটারে' কি পরিমাপ করা হয়? উত্তর: বায়ুর আপেক্ষিক আদ্রর্তা 

১৩. যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয় তাকে কি বলে? উত্তর: রেইন গেজ 

২৭. ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য লালারসে কি উৎসেচক থাকে? উত্তর: লাইসােজম 

১৪. "এক্স রশ্মি" কে আবিষ্কার করেন ? উত্তর: উইলহেলম কনরাড রন্টজেন 

২৮. কোন ভিটামিন যকৃতে সঞ্চিত হয়? উত্তর: ভিটামিন A ও D 

১৪৬.আলকাতরা কি থেকে তৈরী হয় ? 

উত্তর : কয়লা 

১৩২. ডুবুড়ির অক্সিজেন সিলিন্ডারে আর কোন গ্যাস থাকে? উত্তর :হিলিয়াম। 

১৪৭. কোন সাধারণ মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকর ? 

উত্তর : ব্রোমিন ১৩৩, কোন বর্ণের আলাের তরঙ্গ দৈর্ঘ্য কম? উত্তর : বেগুনি 

১৪৮. পারমানবিক বােমা কে আবিষ্কার করেন ? 

উত্তর : ওপেন হেমার 

১৩৪. স্টিম ইঞ্জিনে তাপ শক্তি কিসে পরিণত হয়? উত্তর :যান্ত্রিক শক্তিতে 

১৪৯. মস্তিষ্কের স্থিতিস্থাপকতাকে কি বলে ? 

উত্তর : প্লাস্টিসিটি 

১৩৫. ডি এন এস বলতে কি বােঝায়? উত্তর :ডােমেইন নেম সিস্টেম 

১৫০. জিহ্বার অগ্রভাগ কোন ধরণের স্বাদ গ্রহণ করে ? 

উত্তর : মিষ্টি 

১৩৬, একটি ইলেক্ট্রো ম্যাগনেট তৈরি করতে কোন ধাতু ব্যাবহার করা হয়? 

১৫১. চোখের কত অংশ বাইরে উন্মচিত থাকে ? 

উত্তর : ৬ ভাগের ১ অংশ উত্তর :নরম লােহা। 

১৫২. জিহ্বার পার্শ্বদেশ কোন ধরণের স্বাদ গ্রহণ করে ? 

১৩৭. তিনটি প্রাথমিক রং কি কি? 

উত্তর : টক উত্তর : লাল, নীল, সবুজ 


১৫৩. চোখের রেটিনায় কোন ধরণের প্রতিবিবম সৃষ্টি হয় ? উত্তর : উল্টো 

১৬৯. কোন খাদ্যে সব ধরণের খাদ্য উপাদান বিদ্যমান থাকে ? উত্তর : দুধে 

১৫৪. কোনাে বস্তুকে একই সাথে দুই চোখের সাহায্যে এককভাবে দেখাকে বলে ? উত্তর : দ্বি- নেত্র দৃষ্টি/বাইনােকুলার ভিশন 

১৭০. হিমােগ্লোবিন বিহীন রক্ত কোষ ? উত্তর : শ্বেত কণিকা 

১৫৫. চক্ষু দৃষ্টি সঞ্চার করে ? উত্তর : আলকের মাধ্যমে 

১৭১. রক্ত শূন্য হলে চুপসে যায় – শিরা 

১৭২. মানুষের দেহে কিডনি আছে – ২টি 

১৫৬. মানুষের মুখগহ্বরে লালাগ্রন্থি থাকে ? উত্তর : ৩ জোড়া 

১৭৩. শ্বসন্তন্ত্রের প্রধান অঙ্গ – ফুসফুস 

১৫৭. দাড়িগোঁফ গজায় কোন হরমােনের কারনে ? উত্তর : টেস্টোস্টেরন হরমােন 

১৭৪. মানুষের লালারসে যে এনজাইম থাকে - আমাইলেজ 

১৭৫. মেরুরজুর স্নায়ু সংখ্যা – ৩১ জোড়া 

১৫৮. জীবন রক্ষাকারী হরমােন ? উত্তর : অ্যালডােস্টেরন। 

১৭৬. মানুষের মস্তিষ্ককে ভাগ করা হয় – ৩ ভাগে (প্রােজেন্সেফালন/মেজেনসেফালন/রম্বেনসেফালন) 

১৫৯. শ্বাশ-প্রশ্বাস কতক্ষন বন্ধ থাকলে মানুষের মৃত্যু হয় ? উত্তর : ৩.৫ মিনিট 

১৭৭. স্মৃতি ব্যক্তিত্ব,ধীশক্তি ইত্যাদি গুনাবলীর কেন্দ্রস্থল হল – সেরিব্রাল কটেক্স 

১৬০. রক্ত সঞ্চালন কতক্ষণ বন্ধ থাকলে মানুষের মৃত্যু হয় ? উত্তর : ৫ মিনিট 

১৭৮. হৃৎপিণ্ডের সাথে আবেগ স্পন্দিত করে মস্তিষ্কের যে অংশ— 

এমিগডলাে 

১৬১. দেহকোষে কোন ধরণের কোষ বিভাজন দেখা দেয় ? উত্তর : মাইটোসিস 




Comments

Popular posts from this blog

APTITUDE MCQ LIST

সাধারণ জ্ঞান MCQ LIST