ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস 

  

ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস 

গৃহীত বিষয় সমূহ। 

গ্রেট ব্রিটেন 

  • সংসদীয় শাসন ব্যবস্থা 
  • আইনের শাসন ও আইনের প্রণয়ন পদ্ধতি 
  • একক নাগরিকত্বের ধারণা 
  • দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ 
  • লােকসভার স্পিকার 
  • প্রধানমন্ত্রী 
  • রাষ্ট্রপতি 
  • শক্তিশালী নিম্ন কক্ষ 

 

আমেরিকা যুক্তরাষ্ট্র 

  • প্রস্তাবনা 
  • মৌলিক অধিকার 
  • বিচার ব্যবস্থার স্বাধীনতা 
  • সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট এর বিচারপতিদের অপসারণ পদ্ধতি 
  • রাজ্যসভার চেয়ারম্যান রূপে উপরাষ্ট্রপতি 
  • অঙ্গ রাজ্যের শাসন ব্যবস্থা 

সুইডেন 

  • লােকপাল বিল 

দক্ষিণ আফ্রিকা। 

  • সংবিধান সংশােধন পদ্ধতি 

অস্ট্রেলিয়া 

  • যুগ্ম তালিকা। 
  • প্রস্তাবনা 
  • যৌথ অধিবেশন 
  •  
  •  

জার্মানি

 

  • জরুরী অবস্থা চলাকালীন মৌলিক অধিকার রদ 
  •  

জাপান। 

  • সুপ্রিমকোর্টের কার্য পরিচালনার নিয়মাবলী 

কানাডা। 

  • যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। 
  • শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি 
  •  

সােভিয়েত রাশিয়া 

  • মৌলিক কর্তব্য 
  • পঞ্চবার্ষিকী পরিকল্পনা 
  • ন্যায় বিচার 

আয়ারল্যান্ড 

  • রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনােনীত সদস্য 
  • রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি 
  • রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি 
  •  

ভারত শাসন আইন, ১৯৩৫ 

  • যুক্তরাষ্ট্রীয় কাঠামাে 
  • যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থা 
  • রাজ্যপাল 

 

Comments

Popular posts from this blog

APTITUDE MCQ LIST

সাধারণ জ্ঞান MCQ LIST