সংবিধানের ছয়টি মৌলিক অধিকার
1. সমতার অধিকার (১৪-১৮ নং ধারা)
2. স্বাধীনতার অধিকার (১৯-২২ নং ধারা)
➨স্বাধীনতার আবার সাতটি অধিকার হলাে:
❏ বাক্ স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার
❏ শান্তিপূর্ণ এবং নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার
❏ সংগঠন অথবা সঙ্ঘ গঠনের অধিকার
❏ অবাধে ভারতীয় ভূখণ্ডে চলাফেলার অধিকার
❏ ভারতীয় ভূ-খণ্ডের যে কোন অংশে বসবাস করার অধিকার
❏ সম্পত্তি অর্জন; ভোগ এবং হস্তান্তরের অধিকার
❏ যে কোনও বৃত্তি, উপজীবিকা, ব্যবসা-বাণিজ্যের অধিকার
3. শােষণের বিরুদ্ধে অধিকার (২৩-২৪ নং ধারা)
4. ধর্মীয় স্বাধীনতার অধিকার (২৫-২৮ নং ধারা)
5. সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার (২৯-৩০ নং ধারা)
6. সম্পত্তির অধিকার (৩১ নং ধারা)
7. সাংবিধানিক প্রতিবিধানের অধিকার (৩২-৩৫ নং ধারা)
❏ ১৯৭৮ সালে ৬ নং মৌলিক অধিকারকে এই তালিকা থেকে বাদ দেওয়া হয়।
Comments
Post a Comment