ভারতের বিভিন্ন বিষয়ের জনক
বিষয় | জনক | |
১ | আধুনিক ভারতীয় জাতীয়তাবাদী ব্যঙ্গচিত্রের জনক | গগনেন্দ্রনাথ ঠাকুর |
২ | আধুনিক ভারতের জাতির জনক | মহাত্মা গান্ধী |
৩ | জোটনিরপেক্ষতা নীতির জনক | জওহরলাল নেহরু |
৪ | ভারতীয় আইনের জনক | ড: বি আর আম্বেদকর |
৫ | ভারতীয় আয়ুর্বেদের জনক | চরক |
৬ | ভারতীয় ইঞ্জিনিয়ারিং-এর জনক | এম বিশ্বেসরাইয়া |
৭ | ভারতীয় ইতিহাসের জনক | মেগাস্থিনিস |
৮ | ভারতীয় উদার অর্থনীতির জনক | পি ভি নরসিমা রাও |
৯ | ভারতীয় উদারনীতিবাদের জনক | রাজা রামমোহন রায় |
১০ | ভারতীয় গনতন্ত্রের জনক | ড: বি আর আম্বেদকর |
১১ | ভারতীয় গনিতের জনক | রামানুজন |
১২ | ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক | অ্যালান অক্টাভিয়াম হিউম |
১৩ | ভারতীয় জাতীয় পতাকার জনক | পিঙ্গালী ভেঙ্কাইয়া |
১৪ | ভারতীয় জাতীয়তাবাদের জনক | বিবেকানন্দ |
১৫ | ভারতীয় টেলিভিসনের জনক | ডঃ সুভাষচন্দ্র গোয়েল |
১৬ | ভারতীয় নবজাগরনের জনক | রাহা রামমোহন রায় |
১৭ | ভারতীয় পরিকল্পনার জনক | এম.বিশ্বেশ্বরিয়া |
১৮ | ভারতীয় পরিসংখ্যানের জনক | প্রশান্ত চন্দ্র মহালনাবিশ |
১৯ | ভারতীয় ফৌজদারী আইনের (IPC) জনক | মেকলে |
২০ | ভারতীয় বাজেটের জনক | প্রশান্ত চন্দ্র মহালনাবিশ |
২১ | ভারতীয় বাস্তুতন্ত্রের জনক | আর মিশ্র |
২২ | ভারতীয় ভূগোলের জনক | জেমস রেনেল |
২৩ | ভারতীয় মহাকাশ গবেষনার জনক | বিক্রম সারাভাই |
২৪ | ভারতীয় মিসাইলের জনক | এ. পি. জে. আব্দুল কালাম |
২৫ | ভারতীয় মেডিসিনের জনক | চরক |
২৬ | ভারতীয় রাজনীতির বা রাষ্ট্রবিজ্ঞানের জনক | কৌটিল্য বা চানক্য |
২৭ | ভারতীয় রাষ্ট্রকৃত্যর জনক | সর্দ্দার প্যাটেল |
২৮ | ভারতীয় রেলওয়ের জনক | লর্ড ডালহৌসি |
২৯ | ভারতীয় শিক্ষার জনক | লর্ড মেকলে |
৩০ | ভারতীয় সংবিধানের জনক | ড: বি আর আম্বেদকর |
৩১ | ভারতীয় সংবিধানের প্রস্তাবনার জনক | জওহরলাল নেহরু |
৩২ | ভারতীয় সমবায় আন্দোলনের জনক | ফেডেরিক নিকলসন |
৩৩ | ভারতীয় সমাজতত্ত্বের জনক | জি. এস. ঘুরে |
৩৪ | ভারতীয় সাংবাদিকতার জনক | জেমস অগাস্টাস হিকি |
৩৫ | ভারতীয় সার্জারির বা প্লাস্টিক সার্জারির জনক | সুশ্রুত |
৩৬ | ভারতীয় সিনেমার জনক | দাদাসাহেব ফালকে |
৩৭ | ভারতীয় সেনা বাহিনীর জনক | স্ট্রিংগার লরেন্স |
৩৮ | ভারতীয় হকির জনক | ধ্যানচাঁদ |
৩৯ | ভারতীয়পেন্টিং -এর জনক | নন্দলাল বসু |
৪০ | ভারতে আধুনিক বিজ্ঞান চর্চার জনক | মহেন্দ্রলাল সরকার |
৪১ | ভারতে আমলাতন্ত্রের বা প্রশাসনের জনক | লর্ড কর্ণওয়ালিস |
৪২ | ভারতে জনস্বার্থ মামলার জনক | পি এন ভগবতী |
৪৩ | ভারতে দশমিক ও শূন্যের জনক | আর্যভট্ট |
৪৪ | ভারতে নীল (Blue) বিপ্লবের (মাছ) জনক | অরুন কৃষ্ণান |
৪৫ | ভারতে পঞ্চায়েত ব্যবস্থার জনক | গান্ধীজী |
৪৬ | ভারতে পিঙ্ক (Pink) বিপ্লবের (চিংড়ি, পেঁয়াজ) জনক | দুর্গেশ প্যাটেল |
৪৭ | ভারতে পরমানু শক্তির জনক | H. J. ভাবা |
৪৮ | ভারতে বিদেশ নীতির জনক | জওহরলাল নেহরু |
৪৯ | ভারতে বিপ্লবের বা জাতীয় আন্দোলনের জনক | বাল গঙ্গাধর তিলক |
৫০ | ভারতে লাল (Red) বিপ্লবের (মাংস ও টমেটো) জনক | বিশাল তেওয়ারী |
৫১ | ভারতে লোক আদালতের জনক | পি এন ভগবতী |
৫২ | ভারতে শ্বেত বিপ্লবের (দুধ ও ডেয়ারি) জনক | ভার্গিস কুরিয়েন |
৫৩ | ভারতে সবুজ বিপ্লবের (কৃষি) জনক | এম. এস. স্বামীনাথন |
৫৪ | ভারতে সিলভার বিপ্লবের (ডিম ও পোল্ট্রি) জনক | ইন্দিরা গান্ধী |
৫৫ | ভারতে স্থানীয় স্বায়ত্ত শাসনের জনক | লর্ড রিপন |
৫৬ | ভারতে স্বর্ণালী বিপ্লবের জনক | নিরপেখ টুটলাজ |
৫৭ | ভারতে হলুদ বিপ্লবের (তৈলবীজ) জনক | বিন্দেশ্বর প্রসাদ সিং |
৫৮ | ভারতের “পূর্বে তাকাও (Look East) নীতি”-এর জনক | পি ভি নরসিমা রাও |
৫৯ | ভারতের “বাস কূটনীতির” নীতির জনক | অটল বিহারি বাজপয়ী |
৬০ | ভারতের বিপ্লববাদের জনক | বাসুদেব বলবন্ত ফাদকে |
৬১ | ভারতের বিপ্লববাদের জননী | ভিকাজি রুস্তম কামা |
Comments
Post a Comment