বিভিন্ন প্রকার শক্তির রূপান্তরের তালিকা

 

যান্ত্রিক শক্তির রূপান্তর


❏ যান্ত্রিক শক্তি ➨ তাপ শক্তি 


উদাহরণ: হাতে হাত ঘষা, তুরপুন দিয়ে ছিদ্র করা।



❏ যান্ত্রিক শক্তি ➨ শব্দ শক্তি 


উদাহরণ: বাদ্যযন্ত্রের শক্তি উৎপাদন



❏ যান্ত্রিক শক্তি ➨ তড়িৎ শক্তি 


উদাহরণ: জলবিদ্যুৎ উৎপাদন, ডায়নামা সৃষ্টি তড়িৎ।



❏ যান্ত্রিক শক্তি ➨ চৌম্বক শক্তি


উদাহরণ: চৌম্বক পদার্থকে চুম্বক দিয়ে ঘষে চুম্বকে পরিণত করা।



❏ যান্ত্রিক শক্তি ➨ তাপ ও আলোক শক্তি  


উদাহরণ: ছুরি, কাঁচি শান দেওয়া।



❏ যান্ত্রিক শক্তি ➨ রাসায়নিক শক্তি ও তাপ শক্তি 


উদাহরণ: দেশলাই জ্বালানো।


তাপশক্তির রূপান্তর




❏ তাপশক্তি ➨ যান্ত্রিক শক্তি 


উদাহরণ: স্টিম ইঞ্জিন চালানো



❏ তাপশক্তি ➨ তড়িৎ শক্তি 


উদাহরণ: তাপবিদ্যুৎ উৎপাদন



❏ তাপশক্তি ➨ আলোক শক্তি  


উদাহরণ: সরু প্লাটিনাম তারকে খুব উত্তপ্ত করলে আলো উৎপন্ন হয়।



❏ তাপশক্তি ➨ শব্দ শক্তি 


উদাহরণ: তরলকে উত্তপ্ত করলে খুব উষ্ণতায় শব্দ হয়।



❏ তাপশক্তি ➨ রাসায়নিক শক্তি 


উদাহরণ: পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে পটাশিয়াম ক্লোরাইড ও অক্সিজেন উৎপন্ন হয়।



তড়িৎশক্তির রূপান্তর




❏ তড়িৎশক্তি ➨ তাপ শক্তি 


উদাহরণ: বৈদ্যুতিক হিটার ও ইস্ত্রি - র উত্তপ্ত হওয়া।



❏ তড়িৎশক্তি ➨ যান্ত্রিক শক্তি 


উদাহরণ: বৈদ্যুতিক পাখার ঘোরা।



❏ তড়িৎশক্তি — আলোক শক্তি 


উদাহরণ: বৈদ্যুতিক বাল্বের জ্বলা।



❏ তড়িৎশক্তি ➨ শব্দ শক্তি 


উদাহরণ: বৈদ্যুতিক কলিংবেলের বেজে ওঠা।



❏ তড়িৎশক্তি ➨ চৌম্বক শক্তি 


উদাহরণ: বৈদ্যুতিক চৌম্বক সৃষ্টি।



❏ তড়িৎশক্তি ➨ রাসায়নিক শক্তি 


উদাহরণ: তড়িৎবিশ্লেষ্য পদার্থের তড়িৎ বিশ্লেষণ।



আলোক শক্তির রূপান্তর




❏ আলোক শক্তি ➨ রাসায়নিক শক্তি  


উদাহরণ: ফটোগ্রাফিক প্লেটে ছবি তোলা।



❏ আলোক শক্তি ➨ তড়িৎ শক্তি 


উদাহরণ: ফটোইলেকট্রিক কোশে আলো পড়লেই তড়িৎ প্রবাহ হয়।



❏ আলোক শক্তি ➨ তাপ শক্তি  


উদাহরণ: লেসার রশ্মির দ্বারা ধাতুর বাষ্পীভূত হওয়া।



শব্দ শক্তির রূপান্তর




❏ শব্দ শক্তি ➨ যান্ত্রিক শক্তি  


উদাহরণ: প্রচন্ড বিস্ফোরণে কাচের জানালার কাঁচ ফেটে যাওয়া।



❏ শব্দ শক্তি ➨ রাসায়নিক শক্তি 


উদাহরণ: প্রচন্ড শব্দের দরুন অ্যাসিটিলিন গ্যাসের বিশ্লেষণে কার্বন ও হাইড্রোজেন উৎপন্ন হওয়া।



❏ শব্দ শক্তি ➨ তড়িৎ শক্তি  


উদাহরণ: টেলিফোনের প্রেরক যন্ত্রে ও মাইক্রোফোনের ডায়াফ্রামে সৃষ্ট কম্পন তড়িৎশক্তিতে রূপান্তরিত হয়।



চৌম্বক শক্তির রূপান্তর




❏ চৌম্বক শক্তি ➨ তাপ শক্তি


উদাহরণ: লোহার দন্ডকে বারংবার চুম্বকিত এবং বিচুম্বকিত করলে দন্ডটি উত্তপ্ত হয়ে ওঠে।



❏ চৌম্বক শক্তি ➨ তড়িৎ শক্তি 


উদাহরণ: কোন চৌম্বক ক্ষেত্রে একটি তড়িৎ পরিবাহী তারের কুন্ডলীকে ঘোরালে কুন্ডলীর মধ্যে তড়িৎ পরিবাহিত হয়।



❏ চৌম্বক শক্তি ➨ যান্ত্রিক শক্তি 


উদাহরণ: চুম্বক কর্তৃক লৌহচূর্ণের আকর্ষণ।



❏ চৌম্বক শক্তি ➨ শব্দ শক্তি


উদাহরণ: কোন চৌম্বক পদার্থকে হঠাৎ চুম্বকিত করার ফলে একটি শব্দ উৎপন্ন হয়।



রাসায়নিক শক্তির রূপান্তর




❏ রাসায়নিক শক্তি ➨ তড়িৎ শক্তি 


উদাহরণ: বৈদ্যুতিক কোশে দেখা যায়।



❏ রাসায়নিক শক্তি ➨ তাপ শক্তি


উদাহরণ: কয়লা, কেরোসিন, পেট্রোল ইত্যাদির দহন।



রাসায়নিক শক্তি ➨ আলোক শক্তি


উদাহরণ: অক্সিজেনের উপস্থিতিতে ম্যাগনেশিয়ামের ফিতার দহনে আলো উৎপন্ন হওয়া।



❏ রাসায়নিক শক্তি ➨ শব্দ শক্তি


উদাহরণ: পটকা, বোমা প্রভৃতির রাসায়নিক বিক্রিয়ায় শব্দ উৎপন্ন হওয়া।



❏ রাসায়নিক শক্তি ➨ যান্ত্রিক শক্তি 


উদাহরণ: কয়লার দহনের মাধ্যমে স্টিম ইঞ্জিনের চালনা করা।



পারমাণবিক শক্তির রূপান্তর




❏ পারমাণবিক শক্তি ➨ শব্দ শক্তি 


উদাহরণ: পারমাণবিক বোমার প্রচন্ড বিস্ফোরণ।



❏ পারমাণবিক শক্তি ➨ যান্ত্রিক শক্তি


উদাহরণ: পারমাণবিক বিস্ফোরণের ফলে অলটির ঘরবাড়ি ইত্যাদি ধ্বংস হওয়া।



❏ পারমাণবিক শক্তি ➨ তাপ ও আলোক শক্তি 


উদাহরণ: পারমানবিক বিস্ফোরণের ফলে উৎপন্ন আলো ও তাপ।

Comments

Popular posts from this blog

APTITUDE MCQ LIST

সাধারণ জ্ঞান MCQ LIST