ভুগােল
কলম:কখনাে থেমে থাকে না।
| এক হাজার প্রশ্নোত্তর
সমস্ত প্রতিযােগিতামূলক
পরীক্ষার উপযােগী
বাংলায় ও সম্পূর্ণ ফ্রিতে
www.kolom.in
ভুগােল : এক হাজার প্রশ্নোত্তর।
১. আরবসাগরের রানী কাকে বলা হয় ? উত্তর : কোচিনকে।
১৫. বিশ্বে প্রথম মহাশূন্যে হেঁটেছেন কে? উত্তর : অ্যালেক্সি লিওনভ
২. একটি কম্পিউটার নিয়ন্ত্রণ বন্দরের নাম লেখ ? উত্তর : নভসেবা
১৬. পৃথিবীর শীতলতম স্থান কোনটি? উত্তর :সাইবেরিয়া (ভারখয়ানস্ক)
৩. ভারতে বৃহত্তম সার কারখানা আছে? উত্তর : সিন্ত্রিতে
১৭. ভারতবর্ষে মােট কটি দ্বীপ আছে? উত্তর : ১৪৭ টি
৪, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় ? উত্তর : আমেদাবাদকে
১৮. পূর্বঘাট পর্বতের অপর নাম কি? উত্তর :মলয়াদ্রি
৫. ভারতের শুল্কমুক্ত বন্দর হলাে ? উত্তর : কান্ডালা
১৯. পৃথিবীর উচ্চতম বিল্ডিং কোনটি? উত্তর :বুর্জ খলিফা
৬. চিনাবাদাম উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ? উত্তর : গুজরাট
২০. ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী, ভারতের সবচেয়ে গরীব রাজ্য কোনটি? উত্তর :ছত্তিশগড়
৭. কলকাতা বন্দরের সহযােগী বন্দর হলাে ? উত্তর : হলদিয়া
২১. আয়তনে বা জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ কি ? উত্তর :ভ্যাটিকান সিটি
৮. মহারাষ্ট্রের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র হলাে ? উত্তর : ট্রম্বে
www.kolo
২২. কোন শহরকে “নীরব শহর” বলা হয় ? উত্তর :রােম
৯. আসামের কোথায় ডিজেল বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হয়েছে? উত্তর : ডিগবয়।
২৩. দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা – তিনটি মাত্রা , চতুর্থ মাত্রা কি ? উত্তর :সময়
১০. তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? উত্তর : ওড়িশায়।
২৪, কসমিক ইয়ার (Cosmic Year) কি? উত্তর :যে সময়ে সৌরজগৎ ছায়াপথ বা আকাশগঙ্গাকে একবার প্রদক্ষিণ করে।
১১, বঙ্গোপসাগরের অন্তর্ভুক্ত কটি দ্বীপ আছে? উত্তর :দুশাে চারটি
২৫. গঙ্গা, যমুনা ও সরস্বতী নদী কোন শহরের পাশ দিয়ে বয়ে গেছে? উত্তর :এলাহাবাদ
১২. সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত? উত্তর : নাব্রা উপত্যকা (কারাকোরাম)
২৬, ভারতের কোন বিখ্যাত আন্দোলনের অন্যতম স্লোগান ছিল "Ecology is Permanent Economy" ? উত্তর :চিপকো আন্দোলন।
১৩. সূয়েজ ক্যানাল কোথায় অবস্থিত? উত্তর : ইজিপ্টে
১৪. Solar System এর আবিষ্কারক কে? উত্তর : কোপার্নিকাস।
২৭. ওড়িশা রাজ্যের State Animal কোনটি? উত্তর :সম্বর হরিণ
২৮. আমন ব্রিজ' কোন দুটি দেশকে যুক্ত করেছে ? উত্তর :ভারত – পাকিস্তান।
Download Form : www.kolom.in।
Facebook Page - কলম ।
Page 1
৪৪. খাসি পাহাড় কোন রাজ্যে অবস্থিত? উত্তর :মেঘালয়
২৯. পশ্চিমী ঝঞ্চার ফলে কোথায় বৃষ্টিপাত হয়? উত্তর :বিহার – উত্তরপ্রদেশ
৪৫. অযােধ্যা পাহাড় কোন রাজ্যে অবস্থিত? উত্তর :পুরুলিয়া, পশ্চিমবঙ্গ
৩০, ন্যাশনাল রিমােট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত? উত্তর :হায়দ্রাবাদ
৪৬. “কচ্ছ” শব্দের অর্থ কী? উত্তর :জলাময় দেশ
৩১. সমুদ্রে নাবিকরা যে যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করে তার নাম কি
উত্তর :সেকস্ট্যান্ট যন্ত্র
৪৭. “Sky River” নামে কোন নদী পরিচিত? উত্তর :ব্রহ্মপুত্র
৩২. পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ কোনটি? উত্তর :আলাস্কার হুবার্ড
৪৮. জম্মু কোন নদীর তীরে অবস্থিত? উত্তর :তাওয়াই
৩৩. পৃথিবীর গভীরতম ফিয়র্ড কোনটি? উত্তর :নরওয়ের সেভলে ফিয়র্ড
৩৪. উত্তর প্রদেশ ও বিহারের অশ্বক্ষুরাকৃতি হ্রদকে কী বলে? উত্তর :কোর বা তাল
৪৯, ময়ূরাক্ষী নদীর ওপর নির্মিত “মশানজোড়” বাঁধ কে “কানাডা বাঁধ” বলা হয় কেন? উত্তর :১৯৫৪-৫৫ সালে কানাডা সরকারের সহযােগিতায় নির্মান কাজ সম্পূর্ণ হয় বলে এই বাঁধের অপরনাম কানাডা বাঁধ।
৩৫. আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর :মার্কিন যুক্তরাষ্ট্রে
৫০, অষ্টমুদী হ্রদ কোন রাজ্যে অবস্থিত? উত্তর :কেরালার কোলাম জেলাতে
৩৬. আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? উত্তর :মাউন্ট ব্ল্যাক
৫১. ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম কী? উত্তর :Runchikal Falls(৪৫৫ মিটার),Masthikatte , Shimoga district, Karnataka
৩৭. “চ্যালেঞ্জার খাত” কোথায় অবস্থিত? উত্তর :প্রশান্ত মহাসাগরে
www.kolo
৫২. ভারতের সুনামি পূর্বাভাস কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর :২০০৭ সালের ১৫ অক্টোবর , অন্ধপ্রদেশের হায়দ্রাবাদে স্থাপিত
৩৮, বেরিং স্রোত কোন মহাসাগরে দেখা যায়? উত্তর :প্রশান্ত মহাসাগরে
হয়।
৩৯. বৃক্ষরূপী নদীবিন্যাস কোথায় দেখা যায়? উত্তর :মরু অঞ্চলে
৫৩. প্রশান্ত মহাসাগরের সুনামি সতর্কতা কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হনুলুলুতে
৪০, উত্তর গােলার্ধের “মেরুজ্যোতি” কে কী বলে? উত্তর :আরােরা বেরিয়ালিস
৫৪. আন্তর্জাতিক জলাভূমি দিবস কবে পালিত হয়? উত্তর :২রা ফেব্রুয়ারি
৫৫. “রামসার ” চুক্তি কত সালে কার্যকর হয়? উত্তর :১৯৭৫
৪১. ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাতের নাম কী? উত্তর :সরাবতী নদীর গেরসােপ্পা বা যােগ বা মহাত্মা গান্ধী জলপ্রপাত
৫৬. কার্বন মুক্ত দেশ কোনটি? উত্তর :ভুটান।
৪২. পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? উত্তর :অন্ধ্রপ্রদেশ ও ওডিশা সীমান্তে অবস্থিত আরমা কোন্ডা(১৬৮০ মিটার)
৫৭. কাঞ্চনজংঘা ন্যাশনাল পার্ক UNESCO এর World Heritage Site এর তালিকায় কবে স্থান পায়? উত্তর :১৮ জুলাই ২০১৬
৪৩. পশ্চিম ঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? উত্তর :কলসুবাই(১৬৪৬ মিটার)।
৫৮. সুন্দরবন UNESCO এর World Heritage Siteএর
Download Form : www.kolom.in।
Facebook Page - কলম |
Page 2
তালিকায় কবে স্থান পায়? উত্তর :১৯৮৭
৭২. ২০১১ সালের আদমসুমারী অনুযায়ী, ভারতের জনঘনত্ব কত? উত্তর :৩৮২ জন প্রতি বর্গকিমি
৫৯, ভারতে UNESC0 প্রদত্ত বর্তমানে মােট কতগুলি স্থান World Heritage এর তকমা পেয়েছে? উত্তর :৩৫ টি
৭৩. ভারতের সবচেয়ে দীর্ঘ জাতীয় সড়ক কোনটি? উত্তর :বারাণসী থেকে কন্যাকুমারী
৬০. “চিপকো ” কথার অর্থ কী? উত্তর :জড়িয়ে ধরা
৭৪, জাভা দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত ? উত্তর :প্রশান্ত মহাসাগর
৭৫.. মানবীয় ভূগােলের প্রবক্তা কে? উত্তর :ভিদাল – দে – লা – ব্লাচে
৬১. “চিপকো আন্দোলন ” কবে গড়ে ওঠে? উত্তর :১৯৭৩ সালে বর্তমান উত্তরাখন্ডের গাড়ওয়াল জেলার মন্ডল গ্রামে গাছ কাটার বিরুদ্ধে একটি স্বতঃস্ফুর্ত, অহিংস আন্দোলন গড়ে ওঠে, গাছকে জড়িয়ে ধরে এই আন্দোলন করা হতাে বলে একে চিপকো । আন্দোলন বলা হয়।
৭৬. 'Civilisation and Climate' গ্রন্থটির লেখক কে? উত্তর :হান্টিংটন
৬২. চিপকো আন্দোলনের শ্লোগান কী ছিল? উত্তর :“What do the forest bear? Soil, Water and Pure Air”
৭৭. 'Cosmos' কার লেখা ? উত্তর :হামবােল্ট
৭৮, মৃত্তিকার অম্লত্ব ও ক্ষারত্ব নির্ণয়ের সূচনা ঘটে কবে? উত্তর :১৯০৯ সালে
৬৩, “অ্যাপ্পিকো আন্দোলন “কবে শুরু হয়? উত্তর :১৯৮৩সালে কর্ণাটকের সিরসী অঞ্চলের সলকানী বনাঞ্চলে গাছকাটার বিরুদ্ধে এই আন্দোলন শুরু হয়।
৭৯, সাংস্কৃতির উৎস ক্ষেত্র কথাটি প্রথম কে উপস্থাপন করেন? উত্তর :সাওয়ার
৬৪. “অ্যাপ্লিকো” শব্দের অর্থ কী? উত্তর :গভীর ভাবে জড়িয়ে ধরা
৮০, সমাজ ভূগােলে লােকাচার শব্দটি কে প্রথম ব্যবহার করেন ? উত্তর :W.G. Sumner
WWW.kolo
৬৫, “অ্যাপ্পিকো আন্দোলন “এর স্লোগান কী ছিল? উত্তর :Five Fs”_F=Food,Fodder,Fuel, Fiber,Fertilizer"
৮১. ভারতে শক্তির সর্ববৃহৎ উৎস কোনটি? উত্তর :তাপীয়
৬৬, মেধা পাটেকর কোন পরিবেশ আন্দোলনের সাথে যুক্ত? উত্তর :নর্মদা বাঁচাও আন্দোলন
৮২. পশ্চিমবঙ্গের কোথায় লাক্ষা চাষ সবচেয়ে বেশি হয় ? উত্তর :ঝালদা ও মানবাজার অঞ্চলে
৬৭. ভারতের রূঢ় – কোন শহরকে বলে ? উত্তর :দুর্গাপুর
৮৩. সিঙ্গারেনী কয়লাখনি কোন রাজ্যে অবস্থিত ? উত্তর :অন্ধ্রপ্রদেশ
৬৮. উদীয়মান শিল্প কোন শিল্প কে বলা হয় ? উত্তর :পেট্রো - রসায়ন শিল্প
৮৪, মালপ্রভা নদী কোন রাজ্যে অবস্থিত? উত্তর :কর্ণাটক
৬৯. মধ্য আমেরিকায় স্থানান্তর কৃষি কী নামে পরিচিত? উত্তর :মিলপা
৮৫. বিশ্ব সমুদ্র দিবস কবে পালিত হয় ? উত্তর :৮জুন।
৭০. বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ? উত্তর :১৯৯২ সালে
৮৬. বাংলাদেশের কোন শহরকে 'প্রাচ্যের ডান্ডি বলা হয় ? উত্তর :নারায়ণগঞ্জ
৭১. WTO এর সদস্য দেশের সংখ্যা কত? উত্তর :১৬৪ টি (জুলাই ২০১৬)
৮৭. ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? উত্তর :দার্জিলিং-এর সিদ্ৰাপং
Download Form : www.kolom.in।
Facebook Page - কলম |
Page 3
১০৩, ভারত কোন পথের মাধ্যমে সবচেয়ে বেশি বিশ্ব বাণিজ্য করে থাকে
৮৮. নামধাপা ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? উত্তর :অরুণাচল প্রদেশ
উত্তর :সুয়েজ খাল
৮৯, সাইক্লোন বা অ্যান্টি সাইক্লোন কার প্রভাবে হয় ? উত্তর :বাণিজ্য বায়ু।
১০৪. ভারতের স্ট্যান্ডার্ড টাইম কোন শহরের স্থানীয় সময় অনুসারে গণনা করা হয়? উত্তর :এলাহাবাদ
৯০. কোন নদীর তীরে শ্রীনগর অবস্থিত? উত্তর :ঝিলম
৯১. সম্প্রতি দার্জিলিং থেকে বিচ্ছিন্ন হয়ে একটি নতুন জেলা তৈরি হলাে , তার নাম কী ? উত্তর :কালিম্পং
৪০৫. ভারতের সর্ববৃহৎ রাজ্যটি ভারতের সর্বক্ষুদ্র রাজ্য অপেক্ষা কত গুণ বড়াে ? উত্তর :৯০ গুণ
১০৬. ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি নদী আছে ? উত্তর :কেরালা
৯২. বাংলার দক্ষিণে বঙ্গোপসাগরে জেগে ওঠা নতুন দ্বীপটির নাম কি? উত্তর :পূর্বাশা।
৯৩. দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর যুগ্ম প্রবাহ কী নামে পরিচিত? উত্তর :রূপনারায়ণ।
১০৭. বাংলার শিলিগুড়িতে জনসংখ্যা বৃদ্ধির কারণ কী? উত্তর :ভালাে সড়ক যােগাযােগ ব্যবস্থা
১০৮, কোন দেশের সবচেয়ে বেশি সংখ্যক স্ট্যান্ডার্ড সময় আছে? উত্তর :রাশিয়া
৯৪, বাংলার সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত জায়গা বক্সদুয়ার কোন জেলায় অবস্থিত ? উত্তর :জলপাইগুড়ি
১০৯. যদি বায়ুমণ্ডল না থাকত তবে আকাশের রং কী হত ? উত্তর :কালাে
৯৫, দিয়ারা অঞ্চলটি বাংলার কোন জেলার সঙ্গে যুক্ত ? উত্তর :মালদা
১১০. কোন দেশে এলাকাগতভাবে সবচেয়ে বড়াে বিমানবন্দরটি অবস্থিত
?
www.kold
উত্তর :সৌদি আরব
৯৬, বাংলার রাঢ় অঞ্চলের সবচেয়ে বড়াে নদী কোনটি ? উত্তর :দামােদর
১১১. কোন স্রোতের প্রভাবে জাপান উপকূল উষ্ণ থাকে ? উত্তর : উষ্ণ কুরােশিয়ে
৯৭. তিলপাড়া জলসেচ খালটি কোথায় অবস্থিত ? উত্তর :বীরভূম
৯৮. বাংলার কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয় ? উত্তর :পুরুলিয়া
১১২. মগ্নচড়ার সৃষ্টি কোথায় হয়? উত্তর : শীতল ও উষ্ণ স্রোতের মিলনস্থলে
৯৯. বাংলার কোন জেলায় সবথেকে বেশি গরম পড়ে ? উত্তর :বর্ধমান জেলার আসানসােল
১১৩, গ্র্যান্ড ব্যাঙ্ক অঞ্চলটি কিসের জন্য বিখ্যাত ? উত্তর : বাণিজ্যিক মৎস্য চাষের জন্য
১১৪. জোয়ারভাটা খেলে এমন একটি নদীর নাম কি? উত্তর : টেমস্
১০০. ত্রাসের নদী কাকে বলে? উত্তর :তিস্তা
১০১. ভারত ও পাকিস্তানের মধ্যে কারাচিতে সিন্ধু জলবন্টন চুক্তি কবে স্বাক্ষরিত হয় ? উত্তর :১৯৬০সালে
১১৫. শৈবাল সাগর কি? উত্তর : উত্তর আটলান্টিক ও উত্তর প্রশান্ত মহাসাগরে অবস্থিত ভাসমান আগাছা ও শৈবালপূর্ণ বিস্তৃত স্রোতহীন জলভাগকে শৈবাল সাগর' বলে
১০২. কোন রাজ্যের একটি শহরের নাম পহেলগাম? উত্তর :জম্মু ও কাশ্মীর।
১১৬. পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর কোনটি? উত্তর : প্রশান্ত মহাসাগর
Download Form : www.kolom.in।
Facebook Page - কলম
Page 4
১১৭. বেঙ্গুয়েলা স্রোত কোথায় দেখা যায় ? উত্তর : আটলান্টিক মহাসাগরে
১৩২. জাতীয় তাপ বিদ্যুৎ সংস্থা (N.T.P.C) কত সালে গঠিত হয়েছে? উত্তর : ১৯৭৫ সালে
১৩৩, ইলেকট্রনিক্স শিল্পে ভারতে কোন অঞ্চল প্রথম স্থান অধিকার করে
১১৮. হিমপ্রাচীর কোথায় দেখা যায় ? উত্তর : আটলান্টিক মহাসাগরে
উত্তর : দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল
১১৯. চাঁদের একবার পৃথিবী পরিক্রমণ করতে কত সময় লাগে ? উত্তর : ২৭১/২ দিন।
১৩৪, ভারতের প্রথম লৌহ কারখানাটি কত সালে এবং কোথায় স্থাপিত হয়েছিল ? উত্তর : ১৮৩০, তামিলনাড়ুর পাের্টোনােভা
১২০, ভূপৃষ্ঠের জলভাগের প্রতিটি স্থানে ২৪ ঘন্টায় ক-বার জোয়ার ও ক বার ভাটা হয় ? উত্তর : দু-বার জোয়ার ও দু-বার ভাটা হয়।
১৩৫. বিশাখাপত্তনম ইস্পাত কারখানাটি কোন দেশের আর্থিক ও কারিগরী সহযােগিতায় গড়ে তােলা হয়েছে ? উত্তর : পূর্বতন সােভিয়েত ইউনিয়ন
১২১. কার্পাস উৎপাদনে ভারতের স্থান কোথায় ? উত্তর : সপ্তম
১৩৬. ভারতের সর্বশ্রেষ্ঠ বেসরকারী লৌহ-ইস্পাত কারখানা কোনটি? উত্তর : TISC0 জামসেদপুর।
১২২. মাইথন বাঁধটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ? উত্তর : ঝাড়খন্ড
১২৩, জাহাজ শিল্পের সঙ্গে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলটি সংযুক্ত ? উত্তর : গার্ডেনরিচ
১৩৭. রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন দেশের সহযােগিতায় গড়ে উঠেছে? উত্তর : পশ্চিম জর্মানী
১২৪, পিমপ্লিতে কি জাতীয় শিল্প গড়ে উঠেছে? উত্তর : পেনিসিলিন
১৩৮, ভিলাই লৌহ-ইস্পাত কারখানাটি কোন দেশের সহযােগিতায় গড়ে উঠেছে? উত্তর : পূর্বতন সােভিয়েত ইউনিয়ন
১২৫, চলচ্চিত্র শিক্ষণ কেন্দ্র কোথায় গড়ে উঠেছে? উত্তর : পুনাতে
\WWWWW.koli১৩৯, ভারতে রেল-ইঞ্জিন তৈরী করে কোন সংস্থা ?
উত্তর : পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লােকোমােটিভ ওয়াকর্স
১২৬, পৃথিবীর সর্ববৃহৎ সমভূমির নাম কি ? উত্তর : সাইবেরিয়ান সমভূমি
১৪০. ডিজেল লােকোমােটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত? উত্তর : উত্তরপ্রদেশের বারাণসী
১২৭, এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? উত্তর : ইয়াংসিকিয়াং
১৪১. ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরী কোথায় অবস্থিত? উত্তর : তামিলনাড়ুর পেরায়ুর
১২৮. চিনে কৃষিজীবির সংখ্যা শতকরা কত ? উত্তর : ৭৫ ভাগ
১৪২. পশ্চিমবঙ্গের ‘জেসপ এ্যান্ড কোং' নাম সরকারী সংস্থায় কী তৈরী হয়? উত্তর : মালগাড়ি ও যাত্রীবাহী গাড়ি
১২৯, পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কি ? উত্তর : প্রশান্ত মহাসাগর।
১৪৩, ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা কোনটি? উত্তর ; বিশাখাপত্তনমের হিন্দুস্থান শিপ ইয়ার্ড
১৩০. আরবসাগরের রানী কাকে বলা হয় ? ইত্তর : কোচিনকে
১৪৪. ভারতের প্রথম সুতাকলটি কোথায় স্থাপিত হয় ? উত্তর : ঘুসুড়ি
১৩১, ভারতে মােট বিদ্যুৎ উৎপাদনের বেশীর ভাগ বিদ্যুৎ দেশের কোন বিদ্যুৎ কেন্দ্রসমূহে উৎপাদিত হয় ? উত্তর : তাপ বিদ্যুৎ
১৪৫. কোন শহরকে ভারতের ম্যাঞ্চেস্টার’ বলা হয় ? উত্তর : আহমেদাবাদ
Download Form : www.kolom.in।
Facebook Page - কলম |
Page 5
১৬১. ন্যাশনাল অ্যারােনটিক্যাল ল্যাবরেটরী কোথায় অবস্থতি? উত্তর : ব্যাঙ্গালােরে
১৪৬, ভারতের সর্বাধিক কাপড় কল আছে কোন রাজ্যে ? উত্তর : গুজরাট
১৬২. আহমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? উত্তর : সবরমতী নদীর তীরে
১৪৭. ভারতের প্রথম পাটকলটি কোথায় স্থাপিত হয়েছিল ? উত্তর : পশ্চিমবঙ্গের রিষড়ায়
১৬৩, উত্তরপ্রদেশের সর্বপ্রধান শিল্পকেন্দ্র কোনটি? উত্তর : কানপুর
১৪৮. প্রথম শ্রেণীর শহর বলা হয় শহরকে তার জনসংখ্যা কত? উত্তর : ১ লক্ষের বেশী
১৬৪, লক্ষণৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? উত্তর : গােমতী নদীর তীরে
১৪৯, মহানগর বলা হয় সেই শহরকে, যার জনসংখ্যা – উত্তর : ১০ লক্ষের বেশী
১৬৫. কোন শহরকে ‘গােপালী শহর’ বলা হয় ? উত্তর : জয়পুরকে
১৫০. ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি? উত্তর : ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লী
১৬৬, ভারতের দ্বিতীয় বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রটি কোথায় অবস্থিত? উত্তর : কোচিনে
১৫১, ভারতের প্রবেশ দ্বার’ বলা হয় কোন শহরকে? উত্তর : মুম্বাই
১৫২. ভারতের মূলধনের রাজধানী বলা হয় কোন শহরকে ? উত্তর : মুম্বাইকে
১৬৭. কেন্দ্রীয় মৎস্য শিকার কেন্দ্র ও মৎস্য গবেষণাগারটি ভারতের কোন শহরে অবস্থিত? উত্তর : কোচিনে।
১৫৩. ভারতের অধিকাংশ হিন্দী চলচ্চিত্র নির্মিত হয় কোথায় ? উত্তর : মুম্বাইয়ে।
১৬৮, বরােদা শহরের নতুন নাম কী ? উত্তর : ভাদোদরা
১৬৯. দক্ষিণ ভারতের শ্রেষ্ঠতম মন্দির ‘মিনাক্ষী মন্দির' কোথায় অবস্থিত
১৫৪. ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে কত সালে স্থানান্তরিত । হয় ?
WWW.kolo উত্তর : ১৯১১ সালে
উত্তর : মাদুরাইতে
১৫৫. ওয়েলিংডন বিমানঘাঁটি কোথায় অবস্থিত? উত্তর ; ব্যাঙ্গালােরে
১৭০. কোন শহরকে দাক্ষিণাত্যের কাশী বলা হয় ? উত্তর : মাদুরাই
১৫৬. ভারতের পঞ্চম বৃহত্তম মহানগর কোনটি? উত্তর : ব্যাঙ্গালাের
১৭১, কাশী বিশ্বনাথ মন্দির কোথায় অবস্থিত? উত্তর : বারাণসীতে
১৫৭. সালারজঙ্গ জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর : হায়দ্রাবাদে
১৭২. হিন্দুস্থান শিপইয়ার্ড কোথায় অবস্থিত? উত্তর : বিশাখাপত্তনমে
১৫৮, হায়দ্রাবাদের যমজ শহর কোনটি ? উত্তর : সেকেন্দ্রাবাদ
১৭৩. হুগলী নদীর তীরবর্তী কলকাতা বন্দর কোন ধরণের বন্দর ? উত্তর ; নদী বন্দর
১৫৯, হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? উত্তর : মুসী নদীর তীরে।
১৭৪, বােম্বাই বন্দর কোন ধরণের বন্দর ? উত্তর : সমুদ্র বন্দর।
১৬০, কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয় ? উত্তর : ব্যাঙ্গালোেরকে
১৭৫. ভারতের সর্বশ্রেষ্ট্র সামুদ্রিক বন্দর কোনটি ? উত্তর : মুম্বাই
Download Form : www.kolom.in।
Facebook Page - কলম |
Page 6
১৭৬. যাত্রী পরিবহনের ক্ষেত্রে কোন বন্দরটি ভারতের মধ্যে প্রথম স্থান ? উত্তর : মাদ্রাজ
উত্তর : কোডার্মা মালভূমির উত্তরাংশ
১৯১, ভারতের সর্বশ্রেষ্ঠ বক্সাইট উৎপাদক অঞ্চল কোনটি? উত্তর : পালামৌর খনি অঞ্চল
১৭৭. মােট মাল পরিবহনের ক্ষেত্রে কোন বন্দরটির স্থান ভারতের মধ্যে প্রথম?। উত্তর : মুম্বাই
১৯২. ভারতের বৃহত্তম তাম্র কারখানাটি কোন অঞ্চলে অবস্থিত? উত্তর : মৌভাণ্ডার
১৭৮, ভারতে আমদানী বাণিজ্যে কোন বন্দরের স্থান প্রথম ? উত্তর : মুম্বাই
১৯৩. ভারতের সর্ববৃহৎ রাসায়নিক সার তৈরীর কারখানাটি কোথায় অবস্থিত? উত্তর : সিন্ধ্রীতে।
১৭৯. ভারতে রপ্তানী বাণিজ্যে কোন বন্দরের স্থান প্রথম? উত্তর : মার্মাগাঁও
১৯৪, পাত্ৰাতু-জপেলা শিল্প অঞ্চলটি কোন শিল্পাঞ্চলে অবস্থিত? উত্তর : ছােটনাগপুর শিল্পাঞ্চলে
১৮০, ভারতে অধিকাংশ লৌহ-আকরিক কোন বন্দর থেকে বিদেশে রপ্তানী করা হয় ? উত্তর : মার্মাগাঁও
১৯৫. দশম জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত? উত্তর : ঝাড়খন্ড
১৮১, ভারতের আমদানী বাণিজ্যে কলিকাতা বন্দরের স্থান কত ? উত্তর : দ্বিতীয়
১৯৬, প্লাস্টিক শিল্পে ভারতে কোন অঞ্চল প্রথম স্থান অধিকার করে? উত্তর : কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল(দাক্ষিণাত্য)
১৮২. ডলফিনস নােজ’ নামক অন্তরীপ দ্বারা পরিবেষ্ঠিত বন্দরটির নাম
কী ? উত্তর : বিশাখাপত্তনম
১৯৭. গিরনার পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ? উত্তর : গােরক্ষনাথ
১৯৮, সিন্ধুনদের সিয়ােক উপনদীটি কোন হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে
১৮৩. ভারতের প্রথম হাইটেক বন্দর কোনটি ? উত্তর : নভসেবা
WWW.kolo
উত্তর : রিমাে
১৮৪, নভসেবা বন্দরটির নতুন নাম কি ? উত্তর : জওহরলাল নেহেরু বন্দর
১৯৯, তিস্তা নদী কোন হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে ? উত্তর : জেমু।
১৮৫. ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? উত্তর : গুজরাট
২০০, সর্দার সরােবর সেচ প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তর : গুজরাট
১৮৬. ভারতে প্রথম কাগজ কলটি কোথায় স্থাপিত হয়েছিল? উত্তর : শ্রীরামপুরে
২০১. নল সরােবর কীসের অভয়ারণ্য ? উত্তর : পক্ষী অভয়ারণ্য
১৮৭. ভারতের বৃহত্তম টায়ার নির্মান কারখানা ‘ডানলপ ইন্ডিয়া লিমিটেড কোথায় অবস্থিত? উত্তর : সাহাগঞ্জে
২০২. ভারতের বৃহত্তম পেট্রোলিয়ায় কমপ্লেক্সটি কোথায় অবস্থিত? উত্তর : বরােদা
১৮৮. ছােটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড় কোনটি? উত্তর : পরেশনাথ
২০৩, ভারতের বৃহত্তম দুগ্ধ উৎপাদন সংস্থা (আমূল) গুজরাট রাজ্যের কোন স্থানে অবস্থিত? উত্তর : আনন্দ ও হিম্মত নগর
১৮৯, যাদুগােড়া খনি থেকে কি পাওয়া যায় ? উত্তর : ইউরেনিয়াম
২০৪. অলিফিন কমপ্লেক্স’ কোন শিল্পের জন্য বিখ্যাত? উত্তর : পেট্রোকেমিক্যালশিল্প।
১৯০. পৃথিবীর শ্রেষ্ঠ অবলয় কোনটি ?
Download Form : www.kolom.in।
Facebook Page - কলম ।
Page 7
২০৫, দাক্ষিণাত্যের কৃষ্ণমৃত্তিকা অঞ্চলের প্রধান পর্বতের নাম কী? উত্তর : সহ্যাদ্রি
২২৩, উত্তর মেরুতে ধ্রুবতারার উন্নতি কত ডিগ্রি? উত্তর : ৯০ ডিগ্রি
২০৬, ভীমা, কয়লা ও ঘাটপ্রভা কোন নদীর উপনদী? উত্তর : কৃষ্ণা
২২৪. পশ্চিমঘাট পর্বত কি জাতীয় পর্বতের উদাহরণ? উত্তর : তীর্যক স্তুপ পর্বত
২০৭. প্রবর, মিকণা, পূর্ণা কোন নদীর উপনদী? উত্তর : গােদাবরী
২২৫. পভ বাঁধ কোন নদীতে দেখা যায়? উত্তর : বিপাশা নদী
২০৮, ঔষধশিল্পে ভারতে প্রথম কোন অঞ্চলের প্রাধান্য রয়েছে ? উত্তর : কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল
২২৬, কালাহারি থেকে দক্ষিন আফ্রিকায় প্রবাহিত উষ্ণ বায়ুর নাম কী? উত্তর : বার্গ
২১১. ভারতীয় উপদ্বীপের উপকূলীয় রেখার দৈর্ঘ্য প্রায় কত কিমি ? উত্তর : ৭৫০০ কিমি
২২৭. আশ্বিনের ঝর কোন ঋতুতে দেখা যায়? উত্তর : শরৎ
২১২. জব্বলপুরের কাছে ভােরাঘাট জলপ্রপাতটি কোন নদীর উপর ? উত্তর : নর্মদা
২২৮, জাপােটি গাছের আঠা কোন কাজে লাগে? উত্তর : ভুইংগাম তৈরি হয়
২১৩. প্রাচীন ভঙ্গিল পর্বত আরাবল্লী বর্তমানে কি পর্বত? উত্তর : ক্ষয়জাত পর্বত
২২৯, বঙ্গোপসাগরের অন্তর্ভুক্ত কটি দ্বীপ আছে? উত্তর : 204 টি
২১৪, লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি ? উত্তর : কাভারাত্তি
২৩০, সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত? উত্তর : নাব্রা উপত্যকা (কারাকোরাম)।
২১৫. আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর : স্যাডল পিক (৭৫০ মিটার )
২৩১. সূয়েজ ক্যানাল কোথায় অবস্থিত? উত্তর : ইজিপ্টে
WWW.kolo
২১৬. 'ইয়ার লুং হাং বাে নদী ভারতে কি নামে পরিচিত? উত্তর : বারাণসী
২৩২. Solar System এর আবিষ্কারক কে? উত্তর : কোপার্নিকাস
২১৭. ভারত ও চীনের মধ্যে সীমা নির্ধারণকারী লাইনটির নাম কি? উত্তর : ম্যাকমােহন লাইন
২৩৩, বিশ্বে প্রথম মহাশূন্যে হেঁটেছেন কে? উত্তর : অ্যালেক্সি লিওনভ।
২১৮. ভারতের Rail Factory কোথায় অবস্থিত? উত্তর : ব্যাঙ্গালাের
২৩৪. পৃথিবীর শীতলতম স্থান কোনটি? উত্তর : সাইবেরিয়া (ভারখয়ানস্ক)
২১৯, নাকো হ্রদ কোথায় অবস্থিত? উত্তর : হিমাচল প্রদেশে
২৩৫, ভারতবর্ষে মােট কটি দ্বীপ আছে? উত্তর ; ২৪৭ টি
২২০. দুটি ভূমি এলাকার মধ্যে সরু জল প্রণালীকে কি বলা হয় ? উত্তর : স্ট্রেইস।
২৩৬, পৃথিবীর উচ্চতম বিল্ডিং কোনটি? উত্তর : বুর্জ খলিফা
২২১. ভারতের সবচেয়ে বড় জাহাজ প্রস্তুতকারী কোম্পানি কোনটি ? উত্তর : হিন্দুস্থান শিপইয়ার্ড
২৩৭. ২০১১ সালের আদমসুমারী অনুযায়ী, ভারতের সবচেয়ে গরীব রাজ্য কোনটি? উত্তর : ছত্তিশগড়
২২২. বর্তমানে মথুরা কি নামে পরিচিত? উত্তর : ইসলামাবাদ
Download Form : www.kolom.in।
Facebook Page - কলম ।
Page 8
উত্তর : লাদাখ
২৩৮. পূর্বঘাট পর্বতের অপর নাম কি? উত্তর : মলয়াদ্রি
২৫৪, জাতীয় বননীতি কত সালে গৃহীত হয় ? উত্তর : ১৯৫২ সালে
২৩৯ আয়তনে বা জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ কি? উত্তর : ভ্যাটিকান সিটি
২৫৫.পড়সল মৃত্তিকা কোন অঞ্চলে দেখা যায় ? উত্তর : পশ্চিম হিমালয়
২৪০. কোন শহরকে “নীরব শহর” বলা হয় ? উত্তর : রােম
২৫৬. ইউরােপের বৃহত্তম হ্রদের নাম কী? উত্তর : ল্যাডােগা
২৪১, পূর্বঘাট পাহাড়ের অপর নাম কী ? উত্তর : মহেন্দ্রগিরি
২৫৭. বিশ্বের সবচেয়ে লবণাক্ত হ্রদের নাম কী? উত্তর : ভ্যান গােলু (তুরস্ক)
২৪২, পশ্চিম পাহাড়ের অপর নাম কী ? উত্তর : সহ্যাদ্রি পর্বত
২৫৮, কোন পর্বতকে জাপানের আল্পস বলে? উত্তর : হিডা পর্বত
২৪৩. নীলগিরি পার্বত্য অঞ্চলের আদিবাসীদের কী বলে? উত্তর : টোডা
২৫৯, প্রবাল ও সামুদ্রিক প্রাণীর সঞ্চিত দেহজাত বালুকণাকে কি বলে? উত্তর : ওপেল
২৪৪. রাজস্থানের সমান্তরাল বালিয়াড়ির মধ্যবর্তী লম্বা হ্রদকে কী বলা।
হয়?
উত্তর : ধান্দ
২৬০. কোন বন্দরের মাধ্যমে সর্বাধিক চা রপ্তানি করা হয়? উত্তর : কলকাতা।
২৪৫. তুঙ্গভদ্রা বাঁধ প্রকল্পটি কোন রাজ্যে আছে? উত্তর : কর্ণাটকে।
২৬১. ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? উত্তর : লিওপারগেল
২৪৬, ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য কোন রাজ্যে নেই? উত্তর : হিমাচল প্রদেশে
| WWWWW.kol|n.i২৬২. মাউন্ট এভারেস্টের সরকারি নাম কী?
উত্তর : পি১৫
২৪৭. পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ? উত্তর : কোদাইকানাল।
২৬৩. ডলফিন নােজ’ দেখা যায় কোন বন্দরে? উত্তর : বিশাখাপত্তনম
২৪৮, ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার কেন্দ্রটি কোন উপকূলে আছে? উত্তর : পূর্ব উপকূলে।
২৬৪. টিম্বা কী? উত্তর : একপ্রকার বালির পাহাড়
২৪৯, পশ্চিমবঙ্গের কোন জেলার একটি অঞ্চল দিয়ারানামে পরিচিত? উত্তর : মালদহ।
২৬৫. দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা – তিনটি মাত্রা , চতুর্থ মাত্রা কি ? উত্তর : সময়
২৫০. সুবর্ণসিরি ও ধানসিরি কোন নদীর উপনদী? উত্তর : ব্রহ্মপুত্র
২৬৬, কসমিক ইয়ার (Cosmic Year) কি ? উত্তর : যে সময়ে সৌরজগৎ ছায়াপথ বা আকাশগঙ্গাকে একবার প্রদক্ষিণ
করে
২৫১. হর মন্দির কে প্রতিষ্ঠা করেন ? উত্তর : গুরু অর্জন
২৬৭, গঙ্গা, যমুনা ও সরস্বতী নদী কোন শহরের পাশ দিয়ে বয়ে গেছে? উত্তর : এলাহাবাদ
২৫২. গঙ্গার ডান তীরের উপনদী কোনটি? উত্তর : শােন।
২৬৮, ভারতের কোন বিখ্যাত আন্দোলনের অন্যতম স্লোগান ছিল “Ecology is Permanent Economy" ?
২৫৩, পাংগাং হ্রদ আছে কোথায় ?
Download Form : www.kolom.in।
Facebook Page - কলম
Page 9
উত্তর : চিপকো আন্দোলন
২৮৪. কর্ণাটকের পূর্ব নাম কি ছিল? উত্তর : মহীশূর
২৬৯, ওড়িশা রাজ্যের State Animal কোনটি? উত্তর : সম্বর হরিণ
২৮৫, সিকিম কোন বছর ভারতের অঙ্গ রাজ্যে পরিনত হয়? উত্তর :1975 সালে
২৭০. আমন ব্রিজ কোন দুটি দেশকে যুক্ত করেছে ? উত্তর : ভারত – পাকিস্তান
২৮৬, ভারতের বৃহত্তম রাজ্যস কোনটি? উত্তর : রাজস্থান
২৭১, পশ্চিমী ঝঞ্চার ফলে কোথায় বৃষ্টিপাত হয় ? উত্তর : বিহার – উত্তরপ্রদেশ
২৮৭. আয়তনে ক্ষুদ্রতম রাজ্যা কোনটি? উত্তর : গােয়া
২৭২, ন্যাশনাল রিমােট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত? উত্তর : হায়দ্রাবাদ
২৮৮, ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট রাজ্যছ কোনটি? উত্তর : উত্তর প্রদেশ
২৭৩. ভারতের দুটি অন্তর্বহিনী নদীর নাম ? উত্তর : লুনী ও মাহি
২৮৯, ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্যছ কোনটি? উত্তর : সিকিম।
২৭৪, ভারতে কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম ? উত্তর : সিকিম
২৯০. ভূটানের দীর্ঘতম নদীর নাম কি? উত্তর : মানস
২৭৫. পৃথিবীর সবচেয়ে লবনাক্ত হ্রদ কোথায় অবস্থিত? উত্তর : ভানুগালু (তুরস্ক)
২৯১, প্রাচ্যের ডান্ডি কোন শহরকে বলা হয়? উত্তর : নারায়নগঞ্জ
২৭৬. টোডা উপজাতি ভারতে কোথায় দেখা যায়? উত্তর : নীলগিরি পার্বত্য অঞ্চলে
২৭৭.. রামেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত? উত্তর : তামিলনাড়ু
২৯২, জোজিলা গিরিপথ কোন দুটি স্থানের মধ্যেয় সংযােগ রক্ষা করে?
উত্তর : শ্রীনগর ও লে www.kolam.in
২৯৩, রােটাংপাস গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তর : হিমাচল প্রদেশ
২৭৮, খাদার কী? উত্তর : নবীন পলিমাটি
২৯৪, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? উত্তর : সিয়াচেন
২৭৯, ভাঙ্গার কী? উত্তর : প্রাচীন পলিমাটি
২৯৫, আক্সাই চীন কি? উত্তর : উচ্চ মালভুমি
২৮০. তিস্তা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয় ? উত্তর : জেমু হিমবাহ
২৯৬, ভারতের সর্বচ্চ মালভূমির নাম কি? উত্তর : লাদাক মালভূমি
২৮১, ছােটনাগপুর মালভূমি কী জাতীয় মালভুমি ? উত্তর : ব্যবচ্ছিন্ন
২৯৭. গারাে পাহাড়ের সর্বচ্চ শৃঙ্গ উত্তর : নকরেক
২৮২. কোন মেঘে বৃষ্টি হয় ? উত্তর : নিম্বাস।
২৯৮, আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর : গুরু শিখর
২৮৩, ভাষার ভিত্তিতে রাজ্যশ পুনর্গঠন কোন বছর হয়েছিল? উত্তর ;1956 সালে
২৯৯. ধুয়াধর জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্টি হয়েছে? উত্তর : নর্মদা
Download Form : www.kolom.in।
Facebook Page - কলম ।
Page 10
উত্তর : সবরমতী ৩০০, কোন স্থানে গঙ্গা সমভূমিতে অবতরন করেছে? উত্তর : হরিদ্বারে
৩১৬. কেন্দ্রীয় মৎস শিকার কেন্দ্র ও মৎস গবেষণাগারটি কোন শহরে
অবস্থিত? ৩০১.. হুড্র জলপ্রপাতটি অবস্থিত
উত্তর : কোচি উত্তর : রাচিতে
৩১৭. ডলফিন নােজ দ্বারা পরিবেষ্টিত বন্দর কোনটি? ৩০২. দক্ষিন ভারতের দীর্ঘতম নদী হল -
উত্তর : বিশাখাপত্তনম উত্তর : গােদাবরী
৩১৮, নভসেবা বন্দরটির নতুন নাম কি? ৩০৩, কোন রাজ্যেী বছরে দুবার বৃষ্টি হয়?
উত্তর : জওহরলাল নেহেরু বন্দর। উত্তর : তামিলনাড়
৩১৯, ছােটনাগ মালভূমির উচ্চতম পাহার কোনটি? ৩০৪. ভারতে জলসেচ সবচেয়ে বেশি হয় -
উত্তর : পরেশনাথ উত্তর : খালের সাহায্যে
৩২০. ভারতে ইউরেনিয়াম পাওয়া যায় ? ৩০৫. রেগুর বলা হয় -
উত্তর : যাদুগােড়া উত্তর : কৃষ্ণ মৃত্তিকাকে
৩২১. দশম জলপ্রপাতটি কোন রাজ্যেহ অবস্থিত? ৩০৬. ভারতের দীর্ঘতম বাঁধ ?
উত্তর : ঝাড়খন্ড উত্তর : হিরাকুদ
৩২২. নলসরবর হল একটি ? ৩০৭. ধান উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত?
উত্তর : হ্রদ উত্তর : দ্বিতীয়
৩২৩, পৃথিবীর দীর্ঘতম খালের নাম কি? ৩০৮. সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
উত্তর : গ্যান্ড ক্যানেল। উত্তর : কটক
www.koldn.in
৩২৪. মিগ বিমানের কারখানা স্থাপিত হয়েছে? ৩০৯, চা রপ্তানিতে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করে?
উত্তর : নাসিকে উত্তর : তৃতীয়
৩২৫, ম্যাটার হর্ন কোন পর্বতমালার অন্তর্গত? ৩১০. তুলা উৎপাদনে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করে
উত্তর : আল্পস উত্তর : তৃতীয়
৩২৬, ভারতে বিজ্ঞানসম্মত ভাবে জনগণনা কবে করা হয় ? ৩১১, কয়লা উৎপাদনে ভারত পৃথিবীতে কততম স্থান দখল করে ?
উত্তর :১৮৭২ সালে | উত্তর : পঞ্চম
৩২৭. ২০১১ সালের ভারতের জনগণনার শ্লোগান কী ছিল? ৩১২, ভারতের প্রথম পাটকলটি স্থাপন হয়েছিল?
tos :'Our Census, Our Future' (iting Gastatas উত্তর : পশ্চিমবঙ্গের রিষরায়
আমাদের ভবিষ্যৎ)।
৩১৩, সালারজঙ্গ যাদুঘর অবস্থিত? উত্তর : হায়দ্রাবাদ
৩২৮. কোন দেশকে ‘Land of cakes' বলা হয় ? উত্তর :স্কটল্যান্ড |
৩১৪. হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? উত্তর : মুসী নদীর তীরে
৩২৯. বিশ্বে চিনির ভান্ডার' বলে পরিচিত কোন দেশ? উত্তর :কিউবা ।
৩১৫. আহমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত?
৩৩০. 'পুছমপাড় বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
Download Form : www.kolom.in।
Facebook Page - কলম |
Page 11
উত্তর :গােদাবরী।
৩৪৬. ভারতের উচ্চতম শহর কোনটি ? উত্তর :লে বা লেহ।
৩৩১. মানব বিকাশের ক্ষেত্রে ভারতের কোন রাজ্য সর্বোচ্চ স্তরে রয়েছে।
উত্তর :কেরালা ।
৩৪৭. ভারতের সব থেকে উঁচু সড়কপথ কোনটি? উত্তর :খারদুংলা সড়কপথ |
৩৩২. ভারতের কোন রাজ্যে বনাঞ্চল সবচেয়ে বেশি? উত্তর :মধ্যপ্রদেশ |
৩৪৮. কোন ভূগােলবিদ সর্বপ্রথম অবিভক্ত ভারতের মানচিত্র আঁকেন? উত্তর :ফরাসী ভূগােলবিদ ডি. অ্যাসভিল ।
৩৩৩. সূর্যের শক্তির উৎস কি? উত্তর :নিউক্লিয়ার ফিউশন |
৩৪৯, দক্ষিণ ভারতের কোন গাছকে ‘সবুজ সােনা’ বলা হয় ? উত্তর :নারকেল গাছকে |
৩৩৪. 'আন্তর্জাতিক পর্যটন দিবস কবে পালিত হয় ? উত্তর :১৭ ই সেপ্টেম্বর |
৩৫০,সাইল্যান্ট ভ্যালি কোথায় অবস্থিত ? উত্তর :কেরলে |
৩৩৫. স্টিফেন হকিংয়ের উপর তৈরি বায়ােপিক কি? উত্তর :দ্য থিয়ােরি অফ এভরিথিং (The Theory of Everything)
৩৫১. ভারতের জাতীয় বাণী কোনটি? উত্তর :সত্যমেব জয়তে।
৩৩৬, ভারতের শ্রেষ্ঠ নগর বলা হয় কোন শহরকে? উত্তর :কলকাতা।
৩৫২. ভারতের কোন রাজ্যকে মণির দেশ ও ক্ষুদ্র স্বর্গ বলা হয় ? উত্তর :মণিপুর ।
৩৩৭. কোন জেলা ভারতের গ্লাসসাে নামে পরিচিত? উত্তর :হাওড়া জেলা |
৩৫৩. কর্ণাটক রাজ্যের পূর্বনাম কী ছিল? উত্তর :মহীশূর |
৩৩৮. আদিনা মসজিদ কোন জেলায় অবস্থিত ? উত্তর :মালদহ।
৩৫৪. ‘জাহাজ মহল’ কোথায় অবস্থিত? উত্তর :উদয়পুরে।
www.kolan
৩৩৯. পুরুলিয়া জেলার বিখ্যাত নাচের নাম কি? উত্তর :ছৌ নৃত্য |
৩৫৫. ভারতের প্রথম লােহার সেতু কোনটি? উত্তর :গােমতী নদীর ওপর লােহে কা পুল’ |
৩৪০, শুশুনিয়া ও বিহারীনাথ পাহাড় কোথায় অবস্থিত? উত্তর :বাঁকুড়া জেলায় |
৩৫৬. টোডা উপজাতির আবাসস্থল কোথায় ? উত্তর :দক্ষিণ ভারতের বিচ্ছিন্ন নীলগিরি মালভূমিতে |
৩৪১. বাংলার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? উত্তর :সান্দাকফু (৩৬৩০m)।
৩৫৭. জারােয়াদের নিজস্ব জীবিকাটি উল্লেখ কর? উত্তর :বুনাে শুকর, গিরগিটি জাতীয় প্রাণী, মাছ শিকার ও ফলপাকুড় সংগ্রহ করে।
৩৪২, কলকাতার সবচেয়ে পুরােনাে সৌধ কোনটি? উত্তর :টাউন হল (১৮০৪সাল)।
৩৫৮, ভারতের ক্ষুদ্রতম প্রশাসনিক একক কোনটি? উত্তর :মৌজা |
৩৪৩. শহরের রাজপ্রসাদ বলা হয় কোন জায়গাকে? উত্তর :হালিশহরকে।
৩৫৯. এককেন্দ্রিক বলয়ের সর্বশেষ বৃত্তে সম্পাদিত কর্মধারার বিশেষভাবে উল্লেখ কর? উত্তর :শহরতলীয় যাতায়াত বলয়।
৩৪৪, বীরভূম জেলার কোথায় টাঁকশাল আছে? উত্তর :ইলামবাজারে।
৩৪৫. মামা – ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত? উত্তর :বীরভূম জেলার দুবরাজপুরে |
৩৬০. হ্যামলেট বলতে কি বােঝায়? উত্তর :হ্যামলেট হল প্রকৃতপক্ষে গ্রামের প্রধান অংশ থেকে বিচ্ছিন্ন একটি পাড়া বা উপগ্রাম।
Download Form : www.kolom.in।
Facebook Page - কলম |
Page 12
৩৬১. ভারতের একটি মাতৃতান্ত্রিক উপজাতির নাম বল ? উত্তর :গারাে ।
৩৭৬, কোন প্রক্রিয়াকে ভিত্তি করে প্রথম স্তরের অর্থনৈতিক কাজের উদ্ভব হয় ? উত্তর :উদ্ভিদ ও প্রাণীর গাৰ্হস্তকরণ |
৩৬২. খাসি উপজাতির বাসস্থান কোথায় ? উত্তর :পূর্ব ভারতের খাসিয়া জয়ন্তী পাহাড়ে ।
৩৭৭. জলে সার মিশ্রিত করে মৃত্তিকাবিহীন চাষকে কী বলে? উত্তর :Hydroponics.
৩৬৩, টোডা উপজাতির প্রধান জীবিকা কী ? উত্তর :পশুপালন ও দুগ্ধজাত খাদ্য প্রস্তুত |
৩৭৮. পূর্বাতন সােভিয়েত ইউনিয়নে যৌথ খামারকে কী বলা হত? উত্তর :কলখােজ বা Kolkhoz.
৩৬৪. জারােয়া কারা? উত্তর :ভারতের অন্তর্গত আন্দামান দ্বীপপুঞ্জের দেশজ আদিবাসী সম্প্রদায় হল জারােয়া।
৩৭৯, ভারতে জায়দ চাষের উদাহরণ দাও ? উত্তর :শাকসজী, শশা, তরমুজ প্রভূতি |
৩৬৫. বৃত্তকলা মডেলের কেন্দ্রক অঞ্চলের নাম কী? উত্তর :কেন্দ্রীয় বানিজ্যিক এলাকা (CBD)।
৩৮০, ব্রাজিলে স্থানান্তর কৃষি কি নামে পরিচিত? উত্তর :রােসা |
৩৬৬. বহুকেন্দ্রিক তত্ত্বের প্রবক্তা কে ? উত্তর :দুই মার্কিন ভূগােলবিদ হ্যারিস ও উলম্যান |
৩৮১. সুইডেন (Swidden) কী? উত্তর :কোনাে জায়গায় ঝােপ – জঙ্গল পুড়িয়ে সাফ করাকে সুইডেন। বলে ।
৩৬৭. ভারতের একটি বন্দর নগরের উদাহরণ দাও ? উত্তর :মুম্বই / কলকাতা / হলদিয়া |
৩৮২.সেফিকোন দেশের কৃষি ঋতুর স্থানীয় নাম ? উত্তর :মিশর |
৩৮৩, ফলের চাষকে কী বলা হয় ? উত্তর :পােমামকালচার |
৩৬৮, পৌরপুঞ্জ (Connurbation) কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন ? উত্তর :প্যাট্রিক গেডেস (১৯১৫)।
www.ko ৩৬৯. বৃত্তকলা মতবাদ (Sector Theory) - এর প্রবক্তা কে? উত্তর :Homer Hoyt.
৩৮৪. কিউবা কী উৎপাদনে বিশ্ব খ্যাত? উত্তর :ইক্ষু উৎপাদনে |
৩৭০. পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা কোন উপজাতির রয়েছে ? উত্তর :সাঁওতাল।
৩৮৫. সবুজ বিপ্লব' কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? উত্তর :William S.Gaud (১৯৬৮)।
৩৭১, মেগাসিটির নির্ধারিত জনসংখ্যা কত? উত্তর : ৫০ লক্ষের বেশি |
৩৮৬. Coconut Triangle' দেখতে পাওয়া যায় কোথায় ? উত্তর :শ্রীলঙ্কা।
৩৭২. Megalopolis' কথাটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর :গটম্যান।
৩৮৭.' শ্বেত বিপ্লবের জনক নামে পরিচিত কে? উত্তর :ভার্গিস কুরিয়েন।
৩৭৩. পৌরপুঞ্জ – এর একটি উদাহরণ দাও ? উত্তর :কলকাতা পৌরপুঞ্জ |
৩৮৮, দাক্ষিণাত্যে বাজাদা কী নামে পরিচিত? উত্তর :কুম্বু ।
৩৭৪. নীলগিরি পাহাড়ে কোন উপজাতি বাস করে? উত্তর :টোডা।
৩৮৯. কোন কৃষিজ ফসলের অপর নাম মারুয়া ? উত্তর :রাগি |
৩৭৫. CBD কী ? উত্তর :কোনাে বড়াে শহরের কেন্দ্রীয় অংশটিকে CBD বা কেন্দ্রীয় বাণিজ্য এলাকা বলে |
৩৯০. জাতীয় বীজ নিগম (NSC) স্থাপিত হয় কবে? উত্তর :১৯৬৩ সালে |
Download Form : www.kolom.in।
Facebook Page - কলম ।
Page 13
৩৯১, বর্তমানে (২০১৬) ভারতে বড়াে মাপের সামুদ্রিক মৎস্য বন্দরের সংখ্যা কয়টি? উত্তর :৫ টি |
করেছে কোন দেশ ? উত্তর :ফ্রান্স |
৪০৬. পৃথিবীর আনুমানিক বয়স কত? উত্তর :৪,৫০০ মিলিয়ন বছর।
৩৯২. হলুদ বিপ্লব' কথাটি কিসের সঙ্গে সম্পর্কিত? উত্তর :তৈলবীজ উৎপাদনের সঙ্গে |
৩৯৩, নীল বিপ্লব কথাটি কিসের সঙ্গে সম্পর্কিত ? উত্তর :মৎস্য উৎপাদনের সঙ্গে।
৪০৭. পৃথিবীর আয়তন কত ? উত্তর :৫১,০১,০০,৫০০ বর্গ কিঃ মিঃ।
৪০৮, সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময় লাগে ? উত্তর :৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিঃ ৪৭ সেঃ।
৩৯৪, রেটুন (Ratoon) কী ? উত্তর :প্রথমবার ফসল কাটার পর , আখের যে চারা জন্মায় , তাকে রেটুন বলে |
৪০৯, পৃথিবীতে কয়টি মহাদেশ রয়েছে? উত্তর :৭ টি যথাঃ এশিয়া, ইউরােপ, আফ্রিকা,উত্তর আমেরিকা, দক্ষিন। আমেরিকা, অস্ট্রেলিয়া ও এন্টার্কটিকা।
৩৯৫. আন্তর্জাতিক ধান গবেষণা সংস্থা কোথায় গড়ে উঠেছে? উত্তর :ফিলিপিনস – এর ম্যানিলায় ।
৪১০, পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? উত্তর :এশিয়া।
৩৯৬, আলফ্রেড ওয়েবারের শিল্প স্থানিকতার নূন্যতম ব্যয় তত্ত্ব কত সালে প্রকাশিত হয় ? উত্তর :১৯০৯ সালে |
৪১১, পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? উত্তর :ওশেনিয়া।
৩৯৭. সর্বাধিক মুনাফা তত্ত্ব' -টি কার ? উত্তর :অগাস্ট লােশের |
৪১২. আয়তনে পৃথিবীর বড় দেশ কোনটি? উত্তর :রাশিয়া।
৩৯৮, কোন শিল্পকে শিল্প দানব' বলা হয় ? উত্তর :পেট্রো - রসায়ন শিল্পকে |
৪১৩. আয়তনে পৃথিবীর ছােট দেশ কোনটি? উত্তর :ভ্যাটিকান।
www.kold
৩৯৯, BMW কোন দেশের গাড়ি উৎপাদক কোম্পানি ? উত্তর :জার্মানি।
৪১৪. জনসংখ্যায় পৃথিবীর বড় দেশ কোনটি? উত্তর :চীন।
৪০০, পৃথিবীর রবার রাজধানী বলা হয় কাকে? উত্তর :অ্যাক্সনকে |
৪১৫, জনসংখ্যায় পৃথিবীর ছােট দেশ কোনটি? উত্তর :ভ্যাটিকান।।
৪০১. কোন শহরকে পৃথিবীর রাসায়নিক রাজধানী বলা হয় ? উত্তর :উইলসিংটন |
৪১৬. পৃথিবীর সবচেয়ে উত্তরে নগরী কোনটি? উত্তর :হ্যামারফাস্ট (নরওয়ে)।
৪০২. ওয়েবারের তত্ত্ব অনুযায়ী শিল্পটি বাজারমুখী হবে না বহির্মুখী হবে তা কোন সূচকের দ্বারা নির্ণয় করা হয় ? উত্তর :দ্রব্য |
৪১৭. পৃথিবীর সবচেয়ে দক্ষিণের নগরী কোনটি? উত্তর :পুওট উইলিয়াম (চিলি)।
৪০৩. ভারতের কোথায় বৃহত্তম পেট্রোকেমিক্যালশিল্পের কারখানা গড়ে উঠেছে? উত্তর :সুরাট |
৪১৮. পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র কোনটি? উত্তর :চিলি।
৪১৯. পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র কোনটি? উত্তর :ইতালি।
৪০৪. কানাডার কোথায় প্রথম কাগজকল গড়ে উঠে? উত্তর :কুইবেকে |
| ৪২০. পৃথিবীর খণ্ডিত রাষ্ট্র কোনগুলি?
উত্তর :জাপান, ইন্দনেশিয়া।
৪০৫. আঙুরের রস থেকে মদ উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার
Download Form : www.kolom.in।
Facebook Page - কলম।
Page 14
৪২১. পৃথিবীর কোন কোন দেশ দুটি মহাদেশে অবস্থিত? উত্তর :রাশিয়া ও তুরস্ক (এশিয়া ও ইউরােপ মহাদেশে)।
৪৩৭, ওড়িশা রাজ্যের State Animal কোনটি? উত্তর: সম্বর হরিণ
৪২২. পৃথিবীর কোন শহর বা নগরী দুটি মহাদেশে পরেছে? উত্তর :ইস্তাম্বুল (এশিয়া ও ইউরােপ মহাদেশে)।
৪৩৮. 'আমন ব্রিজ' কোন দুটি দেশকে যুক্ত করেছে ? উত্তর: ভারত – পাকিস্তান
৪২৩. পৃথিবীর কোন গ্রাম দুটি দেশের মধ্যে পরেছে? উত্তর :পানমুজান(উত্তর ও দক্ষিন করিয়ার মধ্যে)।
৪৩৯, পশ্চিমী ঝঞ্চার ফলে কোথায় বৃষ্টিপাত হয় ? উত্তর: বিহার – উত্তরপ্রদেশ
৪২৪, পৃথিবীর সর্বাধিক দীপ রাষ্ট্র কোনটি? উত্তর :ইন্দোনেশিয়া।
৪৪০. ন্যাশনাল রিমােট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত? উত্তর: হায়দ্রাবাদ
৪২৫. অধিক সীমান্তবর্তী দেশ কোনটি? উত্তর :চীন (১৪ টি দেশের সাথে)।
৪৪১. সমুদ্রে নাবিকরা যে যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করে তার নাম কি? উত্তর: সেকস্ট্যান্ট যন্ত্র
৪২৬, সরিষা উৎপাদনে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে? উত্তর: দ্বিতীয়
৪৪২. পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ কোনটি? উত্তর: আলাস্কার হুবার্ড
৪২৭. ভারতের কোন রাজ্য কফি উৎপাদনে প্রথম ? উত্তর: কর্ণাটক
৪৪৩. পৃথিবীর গভীরতম ফিয়র্ড কোনটি? উত্তর: নরওয়ের সেভলে ফিয়র্ড
৪২৮, কটক শহরের সাথে কোন নদী সংযুক্ত হয়েছে ? উত্তর: মহানদী
৪৪৪, উত্তর প্রদেশ ও বিহারের অশ্বক্ষুরাকৃতি হ্রদকে কী বলে? উত্তর: কোর বা তাল
৪২৯. নাগপুরের সাথে কোন শিল্প সংযুক্ত ? উত্তর: বস্ত্র
WWW.kolo
৪৪৫. আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রে
৪৩০. কর্ণাটকের বৃহত্তম বাঁধটি কোন নদীর ওপর দেওয়া হয়েছে ? উত্তর: কাবেরী
৪৪৬. আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? উত্তর: মাউন্ট ব্ল্যাক
৪৩১. পৃথিবীর শীতলতম স্থান কোনটি? উত্তর: সাইবেরিয়া (ভারখয়ানস্ক )
৪৪৭. "চ্যালেঞ্জার খাত " কোথায় অবস্থিত? উত্তর: প্রশান্ত মহাসাগরে
৪৩২. দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা – তিনটি মাত্রা , চতুর্থ মাত্রা কি ? উত্তর: সময়।
৪৪৮. বেরিং স্রোত কোন মহাসাগরে দেখা যায় ? উত্তর: প্রশান্ত মহাসাগরে
৪৩৪, কসমিক ইয়ার (Cosmic Year) কি? উত্তর: যে সময়ে সৌরজগৎ ছায়াপথ বা আকাশগঙ্গাকে একবার প্রদক্ষিণ করে
৪৪৯, বৃক্ষরূপী নদীবিন্যাস কোথায় দেখা যায়? উত্তর: মরু অঞ্চলে
৪৩৫, গঙ্গা, যমুনা ও সরস্বতী নদী কোন শহরের পাশ দিয়ে বয়ে গেছে? উত্তর: এলাহাবাদ
৪৫০, উত্তর গােলার্ধের "মেরুজ্যোতি" কে কী বলে? উত্তর: আরােরা বেরিয়ালিস
৪৩৬, ভারতের কোন বিখ্যাত আন্দোলনের অন্যতম স্লোগান ছিল "Environment is Permanent Economy" ? উত্তর: চিপকো আন্দোলন
৪৫১. ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাতের নাম কী? উত্তর: সরাবতী নদীর গেরসােপ্পা বা যােগ বা মহাত্মা গান্ধী জলপ্রপাত
Download Form : www.kolom.in।
Facebook Page - কলম |
Page 15
৪৫২. পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? উত্তর: অন্ধ্রপ্রদেশ ও ওডিশা সীমান্তে অবস্থিত আরমা কোন্ডা(1680
৪৬৬. কার্বন মুক্ত দেশ কোনটি? উত্তর: ভুটান।
মিটার)
৪৫৩, পশ্চিম ঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? উত্তর: কলসুবাই(1646 মিটার)
৪৬৭. কাঞ্চনজংঘা ন্যাশনাল পার্ক UNESCO এর World Heritage Site এর তালিকায় কবে স্থান পায়? উত্তর: 18 জুলাই 2016
৪৫৪, খাসি পাহাড় কোন রাজ্যে অবস্থিত?
৪৬৮. সুন্দরবন UNESCO এর World Heritage Siteএর উত্তর: মেঘালয়
তালিকায় কবে স্থান পায়?
উত্তর: 1987 ৪৫৫. অযােধ্যা পাহাড় কোন রাজ্যে অবস্থিত? উত্তর: পুরুলিয়া, পশ্চিমবঙ্গ
৪৬৯, ভারতে UNESC0 প্রদত্ত বর্তমানে মােট কতগুলি স্থান World
Heritage এর তকমা পেয়েছে? ৪৫৬. "কচ্ছ" শব্দের অর্থ কী?
উত্তর: 35 টি উত্তর: জলাময় দেশ
৪৭০. "চিপকো " কথার অর্থ কী? ৪৫৭. "Sky River " নামে কোন নদী পরিচিত?
উত্তর: জড়িয়ে ধরা উত্তর: ব্রহ্মপুত্র
৪৭১. "চিপকো আন্দোলন " কবে গড়ে ওঠে? ৪৫৮, জম্মু কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: 1973 সালে বর্তমান উত্তরাখন্ডের গাড়ওয়াল জেলার মন্ডল উত্তর: তাওয়াই
গ্রামে গাছ কাটার বিরুদ্ধে একটি স্বতঃস্ফূর্ত, অহিংস আন্দোলন গড়ে ওঠে
, গাছকে জড়িয়ে ধরে এই আন্দোলন করা হতাে বলে একে চিপকো ৪৫৯, ময়ুরাক্ষী নদীর ওপর নির্মিত "মশানজোড় " বাঁধ কে "কানাডা বাঁধ। আন্দোলন বলা হয়। " বলা হয় কেন? উত্তর: 1954-55 সালে কানাডা সরকারের সহযােগিতায় নির্মান কাজ। ৪৭২. চিপকো আন্দোলনের শ্লোগান কী ছিল? সম্পূর্ণ হয় বলে এই বাঁধের অপরনাম কানাডা বাঁধ।
cos: "What do the woodland bear? Soil, Water
\WWWWW.kolon.i and Pure Air " ৪৬০. অষ্টমুদী হ্রদ কোন রাজ্যে অবস্থিত? উত্তর: কেরালার কোলাম জেলাতে
৪৭৩. চিপকো আন্দোলনের শ্লোগান কী ছিল?
ter: "What do the woodland bear? Soil, Water ৪৬১. ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম কী?
and Pure Air" উত্তর: Kunchikal Falls(455 মিটার),Masthikatte , Shimoga region, Karnataka
৪৭৪. "অ্যাপ্লিকো আন্দোলন "কবে শুরু হয়?
উত্তর: 1983 সালে কর্ণাটকের সিরসী অঞ্চলের সলকানী বনাঞ্চলে ৪৬২, ভারতের সুনামি পূর্বাভাস কেন্দ্র কোথায় অবস্থিত?
গাছকাটার বিরুদ্ধে এই আন্দোলন শুরু হয় উত্তর: 2007 সালের 15 অক্টোবর , অন্ধপ্রদেশের হায়দ্রাবাদে স্থাপিত
৪৭৫. "অ্যাপ্লিকো " শব্দের অর্থ কী?
উত্তর: গভীর ভাবে জড়িয়ে ধরা ৪৬৩. প্রশান্ত মহাসাগরের সুনামি সতর্কতা কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর: হনুলুলুতে
৪৭৬. "অ্যাপ্পিকো আন্দোলন "এর স্লোগান কী ছিল?
tes: 'Five Fs"_F=Food, Fodder, Fuel, ৪৬৪. আন্তর্জাতিক জলাভূমি দিবস কবে পালিত হয়?
Fiber, Fertilizer". উত্তর: 2 রা ফেব্রুয়ারি
৪৭৭, মেধা পাটেকর কোন পরিবেশ আন্দোলনের সাথে যুক্ত? ৪৬৫, "রামসার " চুক্তি কত সালে কার্যকর হয়?
উত্তর: নর্মদা বাঁচাও আন্দোলন উত্তর: 1975
৪৭৮. ' ভারতের রূঢ় ' – কোন শহরকে বলে ?
হয়।
Download Form : www.kolom.in।
Facebook Page - কলম ।
Page 16
উত্তর: দুর্গাপুর
৪৯৪. সিঙ্গারেনী কয়লাখনি কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: অন্ধ্রপ্রদেশ ৪৭৯. ' উদীয়মান শিল্প ' কোন শিল্প কে বলা হয় ? উত্তর: পেট্রো - রসায়ন শিল্প
৪৯৫. মালপ্রভা নদী কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: কর্ণাটক ৪৮০. মধ্য আমেরিকায় স্থানান্তর কৃষি কী নামে পরিচিত? উত্তর: মিলপা
৪৯৬, ' বিশ্ব সমুদ্র দিবস' কবে পালিত হয় ?
উত্তর: eighth June. ৪৮১. বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? উত্তর: 1992 সালে
৪৯৭, বাংলাদেশের কোন শহরকে ' প্রাচ্যের ডান্ডি ' বলা হয় ?
উত্তর: নারায়ণগঞ্জ ৪৮২. WTO এর সদস্য দেশের সংখ্যা কত? উত্তর: 164 টি (July,2016)
৪৯৮, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি?
উত্তর: দার্জিলিং-এর সিদ্ৰাপং ৪৮৩, 2011 সালের আদমসুমারী অনুযায়ী, ভারতের জনঘনত্ব কত? উত্তর: 382 জন প্রতি বর্গকিমি
৪৯৯, ' নামধাপা ' ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: অরুণাচল প্রদেশ ৪৮৪, ভারতের সবচেয়ে দীর্ঘ জাতীয় সড়ক কোনটি? উত্তর:বারাণসী থেকে কন্যাকুমারী
৫০০, সাইক্লোন বা অ্যান্টি সাইক্লোন কার প্রভাবে হয় ?
উত্তর: বাণিজ্য বায়ু। ৪৮৫, জাভা দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত? উত্তর: প্রশান্ত মহাসাগর
৫০১. কোন নদীর তীরে শ্রীনগর অবস্থিত?
উত্তর: ঝিলম ৪৮৬, মানবীয় ভূগােলের প্রবক্তা কে? উত্তর: ভিদাল – দে – লা – ব্লাচে
৫০২, সম্প্রতি দার্জিলিং থেকে বিচ্ছিন্ন হয়ে একটি নতুন জেলা তৈরি হলাে
, তার নাম কী? ৪৮৭. 'Civilisation and Climate' গ্রন্থটির লেখক কে?AAAA.kolom | উত্তর: কালিম্পং উত্তর: হান্টিংটন |
৫০৩. বাংলার দক্ষিণে বঙ্গোপসাগরে জেগে ওঠা নতুন দ্বীপটির নাম কি ? ৪৮৮. 'Universe' কার লেখা?
উত্তর: পূর্বাশা উত্তর: হামবােল্ট
৫০৪, দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর যুগ প্রবাহ কী নামে পরিচিত? ৪৮৯, মৃত্তিকার অম্লত্ব ও ক্ষারত্ব নির্ণয়ের সূচনা ঘটে কবে?
উত্তর: রূপনারায়ণ উত্তর: 1909 সালে
৫০৫. বাংলার সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত জায়গা ' বক্সদুয়ার ' কোন জেলায় ৪৯০,'সাংস্কৃতির উৎস ক্ষেত্র ' কথাটি প্রথম কে উপস্থাপন করেন ?
অবস্থিত? উত্তর: সাওয়ার
উত্তর: জলপাইগুড়ি
৪৯১, সমাজ ভূগােলে লােকাচার শব্দটি কে প্রথম ব্যবহার করেন ? উত্তর: W.G. Sumner.
৫০৬. ' দিয়ারা ' অঞ্চলটি বাংলার কোন জেলার সঙ্গে যুক্ত ? উত্তর: মালদা
৪৯২, ভারতে শক্তির সর্ববৃহৎ উৎস কোনটি? উত্তর: তাপীয়
৫০৭. বাংলার রাঢ় অঞ্চলের সবচেয়ে বড়াে নদী কোনটি? উত্তর: দামােদর
৪৯৩, পশ্চিমবঙ্গের কোথায় লাক্ষা চাষ সবচেয়ে বেশি হয় ? উত্তর: ঝালদা ও মানবাজার অঞ্চলে
৫০৮. বাংলার কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয় ? উত্তর: পুরুলিয়া
Download Form : www.kolom.in।
Facebook Page - কলম |
Page 17
৫০৯. বাংলার কোন জেলায় সবথেকে বেশি গরম পড়ে? উত্তর: বর্ধমান জেলার আসানসােল
৫২৩. আযােদ্ধা পাহাড়ের সর্বচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর: গােরগাবুরু।
৫১০. 'ত্রাসের নদী' কাকে বলে ? উত্তর: তিস্তা
৫২৪. জলঢাকা নদীর উৎপত্তিস্থল কোথায় উত্তর: ভুটানের বিদাং হদ|
৫১১. ভারত ও পাকিস্তানের মধ্যে কারাচিতে ' সিন্ধু জলবন্টন চুক্তি' কবে স্বাক্ষরিত হয় ? উত্তর: 1960 সালে
৫২৫, সৌরজগতের কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সর্বাধিক? উত্তর: শনি (22 টি)
৫২৬.শীতল গ্রহের নাম কি? উত্তর: প্লটো।
৫১২. কোন রাজ্যের একটি শহরের নাম ' পহেলগাম ' ? উত্তর: জম্মু ও কাশ্মীর
৫২৭. কোন গ্রহের ঘনত্ব সবচেয়ে বেশি? উত্তর: শনি।
৫১৩. ভারত কোন পথের মাধ্যমে সবচেয়ে বেশি বিশ্ব বাণিজ্য করে থাকে ? উত্তর: সুয়েজ খাল
৫২৮. ভারতের বৃহত্তম নদীর নাম কি? উত্তর: : গঙ্গা |
৫১৪, ভারতের স্ট্যান্ডার্ড টাইম কোন শহরের স্থানীয় সময় অনুসারে গণনা করা হয় ? উত্তর: এলাহাবাদ
৫২৯. ভারতের Rock Garden কোথায় অবস্থিত? উত্তর: চন্ডীগড়।
৫১৫. ভারতের সর্ববৃহৎ রাজ্যটি ভারতের সর্বক্ষুদ্র রাজ্য অপেক্ষা কত গুণ ৫৩০. পশ্চিমবঙ্গের কোন জেলায় মহাকুমা নেই? বড়াে ?
উত্তর: কলকাতা। উত্তর: 90 গুণ।
৫৩১. কোন বায়ু কে বাণিজ্য বায়ু বলা হয়? ৫১৬, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি নদী আছে?
উত্তর: অয়ন বায়ু। উত্তর: কেরালা।
WWW.kolam.in
৫৩২. শীতকালে সাধারণত কোন মেঘে বৃষ্টি হয়? ৫১৭. বাংলার ' শিলিগুড়িতে ' জনসংখ্যা বৃদ্ধির কারণ কী?
উত্তর: স্ট্র্যাটোকিউমুলাস | উত্তর: ভালাে সড়ক যােগাযােগ ব্যবস্থা।
৫৩৩. টাইফুন কোথায় দেখা যায়? ৫১৮, কোন দেশের সবচেয়ে বেশি সংখ্যক স্ট্যান্ডার্ড সময় আছে?
উত্তর: চিন ও জাপান উপকুলে | উত্তর: রাশিয়া
৫৩৪. হ্যারিকেন কোথায় দেখা যায়? ৫১৯. যদি বায়ুমণ্ডল না থাকত তবে আকাশের রং কী হত?
উত্তর: পশ্চিম ভারতে। উত্তর: কালাে
৫৩৫, সিডার ঝড় কোথায় দেখা যায়? ৫২০. কোন দেশে এলাকাগতভাবে সবচেয়ে বড়াে বিমানবন্দরটি
উত্তর: ভারত ও বাংলাদেশ | অবস্থিত? উত্তর: সৌদি আরব
৫৩৬, পশ্চিমবঙ্গের কোথায় উলফ্রাম খনিজ পদার্থ পাওয়া যায়?
উত্তর: বাঁকুড়া জেলার ঝিলিমিলিতে | ৫২১, পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ কি? উত্তর: আরব উপদ্বীপ।
৫৩৭. পশ্চিমবঙ্গের গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত?
উত্তর: ১৭৫. সেন্টিমিটার। ৫২২. এশিয়ার দীর্ঘতম নদী হল উত্তর: ইয়াং-সি-কিয়াং
৫৩৮. নীলগিরি পার্বত্য অঞ্চলের আদিবাসীদের কী বলে? উত্তর: টোডা |
Download Form : www.kolom.in।
Facebook Page - কলম।
Page 18
৫৫৪, ল্যান্ড অফ হােয়াইট অর্কিড কাকে বলে? ৫৩৯. গর্জনকোন শ্রেণির বৃক্ষ?
উত্তর: কার্শিয়াং। উত্তর: পাতাঝরা বা, পর্ণমােচী বৃক্ষ।
৫৫৫, পাণ্ডু্যর আদিনা মসজিদ পশ্চিমবঙ্গের কোন জেলায়? ৫৪০. তিব্বতে যাওয়ার জন্য কোন গিরিপথটি সিকিম রাজ্যে আছে?
উত্তর: মালদহ| উত্তর: নাথুলা।
৫৫৬. পূর্বঘাট পর্বত কোন ধরণের পর্বত? ৫৪১. রাজস্থানের সমান্তরাল বালিয়াড়ির মধ্যবর্তী লম্বা হ্রদকে কী বলা
উত্তর: ফযজাত। হয়? উত্তর: ধান্দা
৫৫৭. হুভু জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্ট?
উত্তর: সুবর্ণরেখা। ৫৪২. তুঙ্গভদ্রা বাঁধ প্রকল্পটি কোন রাজ্যে আছে? উত্তর: কর্ণাটকে |
৫৫৮. সিয়াচেন হিমবাহ কোন পর্বতমালার অংশ?
উত্তর: কারাকোরাম। ৫৪৩, ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য কোন রাজ্যে নেই? উত্তর: হিমাচল প্রদেশে।
৫৫৯, রাজস্থানের মরুস্থলীতে চলন্ত বালিয়াড়িকে কী বলে?
উত্তর: গ্রিযান| ৫৪৪.পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? উত্তর: কোদাইকানাল।
৫৬০, ভারত ও ভুটানের সীমান্ত শহরের নাম কী?
উত্তর: ফুন্টশলিং। ৫৪৫. ভারতের কোথায় সােনা ও হিরের খনি আছে? উত্তর: পান্না ও কোলার।
৫৬১. নর্মদা নদী কোন পর্বত থেকে উৎপন্ন হয়েছে?
উত্তর: মহাকাল | ৫৪৬. ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার কেন্দ্রটি কোন উপকূলে আছে? উত্তর: পূর্ব উপকূলে |
৫৬২. সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তর: ধূপগড়। ৫৪৭. পশ্চিমবঙ্গের কোন জেলার একটি অঞ্চল দিয়ারানামে পরিচিত?v.kolc.in উত্তর: মালদহ।
৫৬৩, কোলার হ্রদ কোন দুটি নদীর সংযােগে স্থলে আছে?
উত্তর: কুষা ও গােদাবরী | ৫৪৮. কলকাতা শহর কত দ্রাঘিমায় অবস্থিত? উত্তর: ৮৮/, পূর্ব।
৫৬৪. ভেনাদ উপহদ আছে কোন উপকূলে?
উত্তর: মালাবার] ৫৪৯. সুবর্ণসিরি ও ধানসিরি কোন নদীর উপনদী? উত্তর: ব্ৰহ্মপুত্র |
৫৬৫, গঙ্গার ডান তীরের উপনদী কোনটি?
উত্তর: শােন। ৫৫০. আত্রেয়ী বা আত্রাই নদীর তীরে আছে কোন শহর? উত্তর: বালুরঘাট |
৫৬৬, পাংগাং হ্রদ আছে কোথায়?
উত্তর: লাদাখ | ৫৫১. হর মন্দির কে প্রতিষ্ঠা করেন? উত্তর: গুরু অর্জন
৫৬৭. জাতীয় বননীতি কত সালে গৃহীত হয়?
উত্তর: ১৯৫২ সালে | ৫৫২. জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত? উত্তর: চতুর্থ।
৫৬৮. ভারতের বিখ্যাত মহানগরী কোনটি?
উত্তর: মুম্বাই ৫৫৩, বিহারীনাথ পাহাড় আছে পশ্চিমবঙ্গের কোন জেলায়? উত্তর: বাঁকুড়া৷
৫৬৯, সাইক্লোন বা আন্টিসাইক্লোন কিসের প্রভাবে হয়? উত্তর: বানিজ্য বায়ুর প্রভাবে
=
Download Form : www.kolom.in।
Facebook Page - কলম।
Page 19
উত্তর: গ্রানাইট
৫৭০, জাফরান ভারতের কোথায় পাওয়া যায়? উত্তর: কাশ্মীর
৫৮৬, হেক্টর প্রতি আখ উৎপাদন বেশী? উত্তর: তামিলনাড়ু
৫৭১. কৃষ্ণমৃত্তিকা কে স্থানীয় ভাষায় কী বলে? উত্তর: রেগুর
৫৮৭. কোন মেঘে শীতকালে বৃষ্টিপাত হয় ? উত্তর: স্টাটোকিউমুলাস
৫৭২, ভারতের বৃহত্তম বন্যপ্রাণী অভয়ারন্য কোনটি? উত্তর: পেরিয়ার (কেরালা)।
৫৮৮. ভারতের প্রাচীনতম পর্বত ? উত্তর: আরাবল্লি
৫৭৩, এশিয়ার বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোথায় আছে? উত্তর: গুজরাটের লাম্বাতে
৫৮৯, বায়ুমণ্ডলের স্তর কয়টি? উত্তর: ৬টি।
৫৭৪. ভারতের কোথায় বিমান পােত তৈরির কারখানা আছে? উত্তর: কর্নাটকের ব্যাঙ্গালুরু
৫৯০, বানিজ্য বায়ু কাকে বলে? উত্তর:আয়ন বায়ুকে
৫৭৫, পৃথিবীর বৃহত্তম একক লােহার খনি কোনটি? উত্তর: ঝাড়খন্ডের চিরিয়া
৫৯১, নবীন পলিমাটি কে কী বলা হয়? উত্তর:খাদর
৫৭৬, পৃথিবীতে অভ্র উৎপাদনে ভারতের স্থান কত? উত্তর: প্রথম
৫৯২. বড়াে দানা যুক্ত পাললিক শীলাকে কী বলে? উত্তর: ব্রেকসিয়া
৫৭৭. ভারতে কোন শ্রেণীর কয়লা বেশী পাওয়া যায়? উত্তর: বিটুমিনাস
৫৯৩, পশ্চিমবঙ্গের কোন নদীতে জোয়ার ভাটা হয়? উত্তর: হুগলি
৫৭৮. টোডাে উপজাতি কোথায় দেখা যায়? উত্তর: নীলগিরি পার্বত্য অঞ্চলে
WWWWW.kolon/ ৫৯৪, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি?
উত্তর: হীরাকুঁদ
৫৭৯, সমুদ্র পিষ্টে স্বাভাবিক বাবুর চাপ কত? উত্তর: প্রতি বর্গ ইঞ্চিতে 14.7 পাউন্ড এর সমান
৫৯৫. পােচমপদ নদী প্রকল্প কোথায় অবস্থিত? উত্তর: অন্ধ্রপ্রদেশের গােদাবরী নদীর উপর
৫৮০. ভারতের কোন রাজ্যে বেশি চা উৎপন্ন হয়? উত্তর: আসাম
৫৯৬. সমতী নদীর উৎপত্তি স্থল কোথায়? উত্তর: আরাবল্লি পর্বতে
৫৮১, দক্ষিণ এর ধানের ভাণ্ডার বলা হয়? উত্তর: তামিলনাড়ু
৫৯৭. মান্নার উপসাগর কোথায় অবস্থিত? উত্তর: তামিলনাড়ুর দক্ষিণ -পূর্বে
৫৮২. সাইলেন্ট ভ্যালি কী? উত্তর: কেরলের জলবিদ্যুৎ কেন্দ্র
৫৯৮. ভাদর নদী কোথায় পতিত হয়েছে? উত্তর : কাম্বে উপসাগরে
৫৮৩. ভারতে ট্রোফোগ্রাফিকেল মানচিত্র তৈরি করেন? উত্তর: সার্ভে অফ ইন্ডিয়া
৫৯৯, ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি? উত্তর : ইন্দিরা পয়েন্ট
৫৮৪. কোন দুটি নদী মিলিত হতে রূপনারায়ন নদী সৃষ্টি হয়েছে? উত্তর: দারকেশ্বর ও শিলাই
৬০০, ভারতের বৃহত্তম রাজ্য? উত্তর : রাজস্থান।
৫৮৫. রাজমহল পাহাড় কোন শিলাই ঘঠে?
Download Form : www.kolom.in।
Facebook Page - কলম ।
Page 20
৬০১. গােদাবরীর নদীর দৈর্ঘ্য ? উত্তর : 1,450কিমি।
৬১৭. পৃথিবীতে মহাসাগর রয়েছে ক্যটি? উত্তর : ৫ টি যথাঃ প্রশান্ত, ভারত, আটলান্টিক, উত্তর ও দক্ষিণ মহাসাগর।
৬০২. ডানকান প্যাসেজ কোথায় অবস্থিত? উত্তর : বড়াে আন্দামান ও ছােট আন্দামানের মধ্যে
৬১৮. পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? উত্তর : প্রশান্তমহাসাগর(১৬ কোটি ৬০ লক্ষ বর্গ কিঃ মিঃ)।
৬০৩, রাগী উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? উত্তর : কর্ণাটক
৬১৯, পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর কোনটি? উত্তর : আর্কটিক বা উত্তর মহাসাগর (১ কোটি ৫০ লক্ষ বর্গ কিঃ মিঃ)।
৬০৪. নাগার্জুন সাগর প্রকল্প কোথায় অবস্থিত? উত্তর : অন্ধ্রপ্রদেশ
৬২০. পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি? উত্তর : প্রশান্ত মহাসাগর?
৬০৫. উত্তরা অঞ্চল রাজ্যের দেরাদুন উপত্যকার দৈর্ঘ্য কত? উত্তর : 35 কিমি
৬২১. প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানের নাম কি? উত্তর : মারিয়ানা টেঞ্চ (গভীরতা ১১,০৩৩ মিঃ)।
৬০৬, মাজুলি দ্বীপের আয়তন প্রায় কত? উত্তর :1200 বর্গকিমি
৬২২. Geography শব্দের বাংলা প্রতিশব্দ কী? উত্তর ; ভূগােল।
৬০৭, পশ্চিমবঙ্গের গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত? উত্তর : 175 সেমি
৬০৮, থালাঘাট ও ভােরঘাট গিরিপথ কোথায় আছে? উত্তর : মহারাষ্ট্র
৬২৩. কোন দেশের ভূগােলবিদ সর্বপ্রথম Geography শব্দটি ব্যবহার করে? উত্তর : গ্রিস।
৬০৯, ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য কোন রাজ্যে নেই? উত্তর : হিমাচল প্রদেশ
৬২৪, তার নাম কী?
উত্তর : ইরাটসথেনিস। WWW.koldn.in
৬২৫. Perspectives on the nature of Geography বইটি কত সালে প্রকাশিত? উত্তর : ১৯৫৯ সালে।
৬১০, তুঙ্গভদ্রা বাঁধ প্রকল্প কোন রাজ্যে আছে? উত্তর : কর্ণাটক
৬১১. জনসংখ্যার বিচার পশ্চিমবঙ্গ এর স্থান কত? উত্তর : চতুর্থ
৬২৬. ভূগােলের শাখা কয়টি? উত্তর : ৯টি|
৬১২, পাণ্ডুয়ার আদিনা মসজিদ কোন জেলায় আছে? উত্তর : মালদহ
৬২৭. মাধ্যমিক স্তরে কোন কোন শাখা পড়ানাে হয়? উত্তর : A ধরনের।
৬১৩. 'NEFA' কোন রাজ্যের পুরানাে নাম? উত্তর : অরুনাচল প্রদেশ
৬২৮, মহাকাশে অসংখ্য কী রয়েছে? উত্তর : জ্যোতিষ্ক।
৬১৪, গঙ্গার ডান তীরের উপনদী কোনটি? উত্তর : শােন
৬২৯. সূর্য কী? উত্তর : নক্ষত্র।
৬১৫. সিন্ধু নদের উপনদী কোনটি? উত্তর : শতু
৬৩০. চাঁদ কী? উত্তর : উপগ্রহ
৬১৬. কোন নদীর উপর মেটুর বাঁধ আছে? উত্তর : কাবেরী
৬৩১. নক্ষত্রগুলাে প্রকৃতপক্ষে কী?
Download Form : www.kolom.in।
Facebook Page - কলম ।
Page 21
উত্তর : জুলন্ত বাষ্পপিণ্ড |
৬৪৭. ধূমকেতুর ইংরেজি নাম কী ? উত্তর : Comet.
৬৩২. নিজস্ব আলাে ও উত্তপ আছে কার? উত্তর : নক্ষত্রের |
৬৪৮, কোন শব্দ থেকে ধূমকেতু শব্দটি এসেছে? উত্তর : গ্রিক শব্দ komet থেকে।
৬৩৩, পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম কী? উত্তর : সূর্য।
৬৪৯, Komet অর্থ কী? উত্তর ; এলােকেশী।
৬৩৪. সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? উত্তর : ১৫ কোটি কি. মি.।
৬৫০. গ্রহের নিজস্ব কী নেই? উত্তর : আলাে ও তাপ |
৬৩৫. সূর্য থেকে পৃথিবীতে আলাে আসতে কত সময় লাগে? উত্তর : ৮মি. ১৯ সেকেন্ড/৮.৩২ মি.।
৬৫১.. গ্রহ আলাে ও তাপ পায় কার কাছ থেকে? উত্তর : সূর্য থেকে।
৬৩৬, চাঁদ থেকে পৃথিবীতে আলাে আসতে কত সময় লাগে? উত্তর : ১ মি. ২০/৩০ সে.।
৬৫২. সৌরজগতের কয়টি গ্রহ আছে? উত্তর : ৮টি।
৬৩৭. সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি? উত্তর : প্রক্সিমা সেন্টারাই।
৬৫৩. পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি? উত্তর : চাঁদ।
৬৩৮. পৃথিবী থেকে তার দূরত্ব কত? উত্তর : ৩৮ লাখ কোটি কি. মি.।
৬৫৪. কোন কোন গ্রহের উপগ্রহ নেই? উত্তর : বুধ ও শুক্র |
৬৩৯, গ্যালাক্সি ক্ষুদ্র অংশকে কী বলে? উত্তর : ছায়াপথ |
৬৪০. ছায়াপথ কোন আকাশে দেখা যায়? উত্তর : উত্তর-দক্ষিণ |
৬৫৫. কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি? কয়টি?
উত্তর : শনি|২২টি www.kolan.in
৬৫৬. সূর্য কোন বর্ণের? উত্তর : হলুদ|
৬৪১. উল্কার অপর নাম কী ? উত্তর : ছুটন্ত তারা।
৬৫৭. সূর্যের ব্যাস কত? উত্তর : ১৩ লাখ ৮৪ হাজার কি. মি.।
৬৪২. ইংরেজিতে একে কী বলে? উত্তর : Meteor.
৬৫৮, সূর্যের ভর কত? উত্তর : ১.৯৯*১০১৩ কিলােগ্রাম।
৬৪৩, হ্যালির ধূমকেতু কে আবিষ্কার করেন? উত্তর : এডমন্ড হ্যালি।
৬৫৯. সূর্যের কেন্দ্রভাগ ও পৃষ্ঠভাগের উত্তাপ কত? উত্তর : ১৫০,০০০,০০০ ও ৬০০০ সেলসিয়াস।
৬৪৪. কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়? উত্তর : 76 বছর।
৬৬০. কোনটি সবচেয়ে বড় গ্রহ? উত্তর : বৃহস্পতি |
৬৪৫. সর্বশেষ কবে দেখা গেল ? উত্তর : ১৯৮৬ সালে।
৬৬১, সবচেয়ে ছােট গ্রহ কোনটি? উত্তর : বুধ।
৬৪৬. পরবর্তীতে কবে দেখা যাবে? উত্তর : ২০৬২ সালে।
৬৬২. কোন গ্রহ সূর্যের সবচেয়ে নিকটে অবস্থিত? উত্তর : বুধ।
Download Form : www.kolom.in।
Facebook Page - কলম ।
Page 22
উত্তর : ২ প্রকার : ক্ষ্যজাত ও সঞ্চযজাত।
৬৬৩. সূর্য থেকে বুধের দূরত্ব কত? উত্তর : ৫.৮ কোটি কি.মি.।
৬৭৯. বায়ুতে নাইট্রোজেন ও অক্সিজেনের পরিমাণ কত? উত্তর : ০২ ও ২০.৭১%।
৬৬৪, সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বুধের সময় লাগে? উত্তর : ৮৮ দিন|
৬৮০, বায়ুমণ্ডলের স্তর ক্যুটি? উত্তর : ৬টি।
৬৬৫. নিজ অক্ষে আবর্তন করতে বুধের সময় লাগে? উত্তর : ৫৮ দিন, ১৭ ঘণ্টা।
৬৮১. কোনগুলাে আবহাওয়া ও জলবায়ুর উপাদান? উত্তর : বায়ুর তাপ, চাপ, প্রবাহ,আর্দ্রতাও বারিপাত|
৬৬৬. কোন গ্রহে বায়ুমণ্ডল নেই? উত্তর : বুধ |
৬৮২, বর্ষাকালে কেমন বায়ু প্রবাহিত হয? উত্তর : মৌসুমী।
৬৬৭, আমেরিকা ১৯৭৪ সালে বুধে কোন যানটি পাঠায়? উত্তর : মেরিনার-১০
৬৮৩, মরুভূমিতে দিনে ও রাতে কেমন অবস্থা থাকে? উত্তর : গরম ও ঠাণ্ডা।
৬৬৮, শুক্র গ্রহের অপর নাম কি? উত্তর : শুকতারা বা সন্ধ্যাতারা।
৬৮৪. বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ কত? উত্তর : শতকরা ১ ভাগ।
৬৬৯, সূর্য থেকে শুক্রের দূরত্ব কত? উত্তর : ১০.৮ কোটি কি.মি.।
৬৮৫. কোনাে স্থানের ৩০-৪০ বছরের গড় আবহাওয়াকে কী বলে? উত্তর : জলবায়ু
৬৭০, পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? উত্তর : শুক্র |
৬৮৬, কোনগুলাে আবহাওয়া ও জলবায়ুর উপাদান? উত্তর : বায়ুর তাপ, চাপ, প্রবাহ, আর্দ্রতা ও বারিপাত |
৬৭১. ব-দ্বীপকে ইংরেজিতে কী বলে? উত্তর : Delta.
AWWAw.koln. ৬৮৭. বায়ূর আর্দ্রতা কী দ্বারা পরিমাপ করা হয়?
উত্তর : হাইগ্রোমিটার।
৬৭২. সমগ্র ভূমিরূপ কয়টি ভাগে বিভক্ত ও কী কী? উত্তর : ৩টি, পর্বত, মালভূমি ও সমভূমি |
৬৮৮. বায়ুর আর্দ্রতা কত প্রকার ও কী কী? উত্তর ; ২ প্রকার, ১. পরম আর্দ্রতা,২. আপেক্ষিক আর্দ্রতা।
৬৭৩, পর্বত কয় প্রকার? উত্তর : ৪ প্রকার
৬৮৯. বৃষ্টিপাত কত প্রকার? উত্তর : ৪ প্রকার
৬৭৪. ভঙ্গিল পর্বতগুলাের নাম লিখ | উত্তর : হিমালয়, আল্পস, রকি।
৬৯০. 'পারসেপটিকস অন দ্য নেচার অব জিওগ্রাফি' কত সালে প্রকাশিত? উত্তর : ১৯৫৯ সালে।
৬৭৫. ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য কী? উত্তর : ভাঁজ
৬৯১. ভূগােলের শাখা ক্যটি? উত্তর : ৯টি।
৬৭৬. আগ্নেয় পর্বতের উদাহরণ দাও। উত্তর : ভিসুভিয়াস, কিলিমানজারাে, ফুজিয়ামা।
৬৯২. পর্বত কয় প্রকার? উত্তর : ৪ প্রকার |
৬৭৭. ল্যাকোলিথ পর্বত কোনটি? উত্তর : USA ল্যাকোলিথ।
৬৭৮. সমভূমি কত প্রকার ও কী কী?
৬৯৩, ভঙ্গিল পর্বতগুলাের নাম লিখ? উত্তর : হিমালয়, আল্পস, রকি |
Download Form : www.kolom.in।
Facebook Page - কলম।
Page 23
উত্তর : ৩ প্রকার : অয়ন, পশ্চিমা ও মেরু বায়ু।
৬৯৪, ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য কী? উত্তর : ভাঁজ
৭১০. মওসুম কোন ভাষার শব্দ এবং এর অর্থ কী? উত্তর : আরবি, ঋতু।
৬৯৫, আগ্নেয় পর্বতের উদাহরণ দাও। উত্তর : ভিসুভিযাস, কিলিমানজারাে,ফুজিয়ামা।
৭১১, ঋতু পরিবর্তনের সাথে সাথে বাযুর সম্পর্ক রয়েছে? উত্তর : মৌসুমী।
৬৯৬. ল্যাকোলিথ পর্বত কোনটি? উত্তর : USA ল্যাকোলিথ |
৭১২. বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাসের নাম কি? উত্তর : কার্বন-ডাই-অক্সাইড,CFC, N20 মিথেন নাইট্রোস অঙইড।
৬৯৭. সমভূমি কত প্রকার ও কি কি? উত্তর : ২ প্রকার : ক্ষযজাত ও সঞ্চযজাত|
৭১৩. সাধারণত প্রতি ১০০০ মিটার উচ্চতায় কত তাপমাত্রা হ্রাস পায়? উত্তর : ৬
৬৯৮. বায়ুতে নাইট্রোজেন ও অক্সিজেনের পরিমাণ কত? উত্তর : ৭৮.০২ ও ২০.৭১%
৭১৪. হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য দেখা যায় কোন স্তরে? উত্তর : এক্সোমন্ডলে।
৬৯৯. বায়ুমণ্ডলের স্তর ক্যটি? উত্তর : ৬টি|
৭১৫. কোন স্তরে ওজোন (03) গ্যাসের প্রাধান্য আছে? উত্তর : স্ট্রাটোস্থিযার
৭০০. কোনগুলাে আবহাওয়া ও জলবায়ুর উপাদান? উত্তর : বায়ুর তাপ, চাপ, প্রবাহ, আদ্রতা ও বারিপাত|
৭১৬. বায়ুমণ্ডলের স্তর কয়টি? উত্তর : ৬টি
৭০১, বর্ষাকালে কেমন বায়ু প্রবাহিত হয়? উত্তর : মৌসুমী।
৭১৭. প্রথম ও শেষ তিনটি মণ্ডলকে কী বলে? উত্তর: সমমণ্ডল ও বিষমন্ডল |
৭০২. মরুভূমিতে দিনে ও রাতে কেমন অবস্থা থাকে? উত্তর : গরম ও ঠাণ্ডা।
|
WWWWW.kolo|
| ৭১৮. নিরক্ষরেখার অক্ষাংশ কত?
উত্তর : ০ডিগ্রী
৭০৩. বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ কত? উত্তর : শতকরা ১ ভাগ |
৭১৮. সুমেরুর অক্ষাংশ কত? উত্তর : ৯০ডিগ্রী
৭০৪, কোনাে স্থানের ৩০-৪০ বছরের গড় আবহাওয়াকে কী বলে? উত্তর : জলবায়ু।
৭১৯. কুমেরুর অক্ষাংশ কত? উত্তর : ৯০ডিগ্রী
৭০৫. কোনােগুলাে আবহাওয়া ও জলবায়ুর উপাদান? উত্তর : বায়ুরতাপ, চাপ, প্রবাহ, আদ্রতা ও বারিপাত |
৭২০, নিরক্ষরেখা থেকে প্রত্যেক মেরুর কৌণিক দূরত্ব কত? উত্তর : ৯০ডিগ্রী
৭০৬. বায়ূর আর্দ্রতা কী দ্বারা পরিমাপ করা হয়? উত্তর : হাইগ্রোমিটার।
৭২১.কর্কটক্রান্তি কত ডিক্রি? উত্তর : ২৩.৫ডিগ্ৰী উত্তর
৭০৭. বায়ুর আর্দ্রতা কত প্রকার ও কি কি? উত্তর : ২ প্রকার, ১, পরম আদ্রতা ২. আপেক্ষিক আদ্রতা
৭২২. মকরক্রান্তি কত ডিগ্রি? উত্তর : ২৩.৫ডিগ্রী দক্ষিণ |
৭০৮. বৃষ্টিপাত কত প্রকার? উত্তর : ৪ প্রকার।
৭২৩. সুমেরুবৃত্ত বলা হয় কত ডিগ্রিকে? উত্তর : ৬৬.৫ডিগ্রী উত্তর।
৭০৯. অয়ন বাযু কত প্রকার ও কি কি?
Download Form : www.kolom.in।
Facebook Page - কলম ।
Page 24
উত্তর : ৪ মিনিট।
৭২৪. কুমেরুবৃত্ত বলা হয় কত ডিগ্রিকে? উত্তর : ৬৬.৫ডিগ্রী দক্ষিণ।
৭৪০. গ্রিনিচের সঠিক সময় কোন ঘড়ি থেকে জানা যায়? উত্তর : ক্রনােমিটার ঘড়ি।
৭২৫. বিষুবরেখাকে কী বলে? উত্তর : মহাবৃত্ত।
৭৪১. কোন যন্ত্রের সাহায্যে স্থানীয় সময় নির্ণয় করা যায়? উত্তর : সেক্সট্যান্ট
৭২৬, নিম্ন অক্ষাংশ কত ডিগ্রি? উত্তর ; ০০-৩০ডিগ্রী
৭৪২. আমেরিকার প্রমাণ সময় কয়টি? উত্তর : ৪টি।
৭২৭. মধ্য অক্ষাংশ কত ডিগ্রি? উত্তর : ৩০ডিগ্রী-৬০ডিগ্রী
৭৪৩. কানাডার প্রমাণ সময় কয়টি? উত্তর : ৫টি
৭২৮, উচ্চ অক্ষাংশ কত ডিগ্রি? উত্তর : ৬০ডিগ্রী-৯০ডিগ্রী
৭৪৪. গ্রিনিচের স্থানীয় সময়কে সমগ্র পৃথিবীর কী সময় ধরা হয়? উত্তর : প্রমাণ সময়।
৭২৯. অক্ষাংশ নির্ণয়ের কটি পদ্ধতি আছে? কী কী? উত্তর : ২টি, ১টি ধ্রুবতারা ২ সেষ্ট্যান্ট ও সূর্যের অবস্থান থেকে|
৭৪৫. বাংলাদেশের সময় গ্রিনিচের সময় অপেক্ষা? উত্তর : +৬ ঘণ্টা
৭৩০. যে যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি পরিমাপ হয় তাকে কী বলে? উত্তর : সেক্সট্যান্ট|
৭৪৬, বাংলাদেশের মধ্যভাগে কোন রেখা অবস্থিত? উত্তর : ৯০ডিগ্রী পূর্ব।
৭৩১. সূর্য কোন অক্ষাংশের উপর লম্বভাবে কিরণ দিলে তাকে কী বলে? উত্তর : বিষ্ণুলম্বা(২৩.৫ডিগ্রী উত্তর : ২৩.৫ডিগ্রী দক্ষিণ)
৭৪৮. কোনাে স্থানের দ্রাঘিমা এবং এর প্রতিপাদ স্থানের দ্রাঘিমা কত? উত্তর : ১৮০ডিগ্রী|
৭৩২. দ্রাঘিমা রেখার অপর নাম কী? উত্তর : মধ্যরেখা
WWW.kolo
৭৪৯. আন্তর্জাতিক তারিখ রেখা কোন ভাগের উপর দিয়ে গেছে? উত্তর : জলভাগ |
৭৩৩. মূল মধ্যরেখা কোন শহরের উপর দিয়ে গেছে? উত্তর : যুক্তরাজ্যের লন্ডন শহরের গ্রিনিচ|
৭৫০. কোন মহাসাগরের উপর দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা গেছে? উত্তর : প্রশান্ত মহাসাগর।
৭৩৪. মূল মধ্যরেখার মান কত? উত্তর : ০ডিগ্রী
৭৩৫, পৃথিবীর পরিধি দ্বারা উৎপন্ন কোনকত? উত্তর : ৩৬০ডিগ্রী।
৭৫১. আন্তর্জাতিক তারিখ রেখাটি কত ডিগ্রি পূর্ব ও পশ্চিম দ্রাঘিমা রেখা? উত্তর : ১৮০ডিগ্রী পূর্ব ও পশ্চিম |
৭৩৬, প্রতি মিনিট দ্রাঘিমা এক ডিগ্রির কত অংশের সমান? উত্তর : ১/৬ডিগ্রী অংশের।
৭৫২. কোন কোন স্থানের উপর দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা গেছে? উত্তর : সাইবেরিয়ার উ. পূর্ব অংশ অ্যালিউসিয়ান, ফিজি ও চ্যাথাম দ্বীপপুঞ্জের উপর।
৭৩৭. নিরক্ষরেখা ও মূল মধ্যরেখা পরস্পর ছেদ করলে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ কত? উত্তর : ০ডিগ্রী।
৭৫৩. পৃথিবীর আবর্তন গতিকে কোন গতি বলে? উত্তর : আহ্নিক গতি
৭৫৪, পরিক্রমণ গতিকে কোন গতি বলে? উত্তর : বার্ষিক গতি
৭৩৮. কতটি পদ্ধতিতে দ্রাঘিমা নির্ণয় করা যায়? উত্তর : ২টি, ১ স্থানীয় সময়ের পার্থক্য ২ গ্রিনিচের সময়ের পার্থক্য
৭৫৫.পৃথিবীর পূর্ণ আবর্তনের সময়কে কী বলে? উত্তর : সৌরদিন
৭৩৯, ১০ দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় কত?
Download Form : www.kolom.in।
Facebook Page - কলম।
Page 25
৭৭২. পৃথিবীর প্রাথমিক পর্যায় কত? ৭৫৬. কোন গতির ফলে বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোতের পরিবর্তন হয়?
উত্তর : সুদূর অতীত থেকে ১৬৫০ খ্রি. উত্তর : আহ্নিক গতি।
৭৭৩. কোন সমযকে মাধ্যমিক পর্যায় বলা হয়? ৭৫৮. জোয়ার ভাটা কেন সংঘটিত হয়?
উত্তর : ১৬৫০-১৯০০ সাল। উত্তর ; আহ্নিক গতির ফলে/চাঁদের আকর্ষণে |
৭৭৪, সাম্প্রতিক পর্যায়ভুক্ত সময় কত? ৭৫৯, চাঁদ পৃথিবীর চারদিকে একবার ঘুরে আসে কত দিনে?
উত্তর : ১৯০০ বর্তমান। উত্তর : ২৭ দিন।
৭৭৫. শিশু কারা? ৭৬০. কোন বিজ্ঞানী কত সালে আহ্নিক গতির প্রমাণ দেন?
উত্তর : ০-১৮ বছর ব্যসী। উত্তর : ফরাসি বিজ্ঞানী ফুকো, ১৮৫১ সাল।
৭৭৬, আকার অনুসারে শিল্পকে ক্যভাগে ভাগ করা যায়? ৭৬১. আকার অনুসারে শিল্পকে ক্যভাগে ভাগ করা যায়?
উত্তর : ৩ ভাগে। উত্তর : ৩ ভাগে।
৭৭৭. জনসংখ্যার ঘনত্ব কিভাবে নির্ণয় করা যায়? ৭৬২. জাপান কি কি দ্রব্য রপ্তানি করে?
উত্তর : মােট জনসংখ্যা, মােট ভূমির আয়তন উত্তর : লােহা, ইস্পাত, ইলেকট্রনিক্স সামগ্রী, মােটরগাড়ি, জাহাজ ও বিভিন্ন শিল্পদ্রব্য।
৭৭৮. বর্তমানে (মার্চ, ২০১১)বাংলাদেশের জনসংখ্যা কত?
উত্তর : ১৪.৯৭ কোটি। ৭৬৩. কোন কোন দ্রব্য জাপান আমদানি করে? উত্তর : লােহা ও ক্যলা।
৭৭৯, প্রতি বর্গ কিমি জনসংখ্যার ঘনত্ব কত?
উত্তর : ১,০১৫ জন। ৭৬৪. কীসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা যায়? উত্তর : শব্দ তরঙ্গ।
৭৮০. বাংলাদেশ কোন অঞ্চলের অন্তর্ভুক্ত?
উত্তর : দ্রুত বর্ধিষ্ণু ৭৬৫. শব্দ তরঙ্গ প্রতি সেকেন্ডে পানির মধ্য দিয়ে কত মিটার যায়?www.kol |.in উত্তর : ১,৪৭৫ মিটার |
৭৮১. বিশ্বের জনসংখ্যার কত ভাগ শহরে বসবাস করে?
উত্তর : ৪০%T ৭৬৬, কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা যায়? উত্তর : ফ্যাদোমিটার।
৭৮২. বাংলাদেশে জনপ্রতি কৃষিজমির পরিমাণ কত?
উত্তর : ০.০৫ একর | ৭৬৭. মহীসােপানের গড় প্রশস্ততা কত? উত্তর : ৭০ কিমি।
৭৮৩, মানুষের দৈনিক গড়ে কত গ্যালন পানি প্রযােজন?
উত্তর : ৭ গ্যালন ৭৬৮. মহীঢাল কত কিমি প্রশস্ত? উত্তর : ১৬-৩২ কিমি।
৭৮৪. মহাদেশীয় ভূত্বকের কত ভাগ পাললিক শিলা?
উত্তর : ৭৫ ভাগ। ৭৬৯. পৃথিবীর গভীরতম খাতের নাম কী? উত্তর : ম্যারিয়ানা খাত
৭৮৫, পামীর মালভূমিতে কত সালে ভূপাতের ফলে কোথায় ভূমিকম্প
হয়?
উত্তর : ১৯১১ সাল, তুরস্কে|
৭৭০. সমুদ্র স্রোতের প্রধান কারণ কী? উত্তর : বায়ুপ্রবাহ
৭৭১. ২০৫০ সালে পৃথিবীর জনসংখ্যা কত দাঁড়াবে? উত্তর : ৯ বিলিযনের উপরে।
৭৮৬. দিবং নদীর গতি পরিবর্তিত হয় কত সালে? উত্তর : ১৯৫০ সালে।
৭৮৭. Tsunami কোন শব্দ? এর অর্থ কী?
Download Form : www.kolom.in।
Facebook Page - কলম।
Page 26
উত্তর : জাপানি, পােতাশ্রয়ের ঢেউ।
৮০৪. কোনগুলাে আবহাওয়া ও জলবায়ুর উপাদান? উত্তর : বাযুর তাপ, চাপ, প্রবাহ, আদ্রতা ও বারিপাত।
৭৮৮, Tsunami কে আরও কী নামে অভিহিত করা হয়? উত্তর : Wave of train.
৮০৫. উপকূলে কোনাে একটি স্থানে পর পর দু’টি জোয়ারের মধ্যে
ব্যবধান হলাে উত্তর : প্রায় ১২ ঘণ্টা।
৭৮৯, প্রবহমান দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে কী বলে? উত্তর : দোয়াব |
৮০৬. পৃথিবীতে কয়টি মহাসাগর আছে উত্তর : ৫টি|
৭৯০. যমুনা নদীর উপনদী কোনটি? উত্তর : তিস্তা ও করতােয়া |
৮০৭. নিরক্ষীয় অঞ্চলের পানি উত্তর : উষ্ণ ও হালকা।
৭৯১. নদী উপত্যকার গুলদেখাকে কী বলে? উত্তর: নদীগর্ভ |
৮০৯. ভূপৃষ্ঠের সর্বনিম্ন স্থান কোথায় ও তার গভীরতা কত উত্তর : প্রশান্ত মহাসাগরে এবং গভীরতা প্রায় ৩৯,১৯৯ ফুট।
৭৯২. পৃথিবীর অন্যতম বৃহৎ গিরিখাত কোনটি? উত্তর : সিন্ধু নদের গিরিখাত।
৭৯৩, সেন্ট লরেন্স নায়াগ্রা জলপ্রপাত কোথায়? উত্তর : উত্তর আমেরিকা।
৮১০. সংক্ষিপ্ত পথে চলতে হলে জাহাজের চালককে কী অনুসরণ করতে হবে? উত্তর : সমুদ্রস্রোত |
৭৯৪. ব-দ্বীপকে ইংরেজিতে কী বলে? উত্তর : Delta
৮১১. জোয়ারের কত সময় পর ভাটা হয়? উত্তর : ৬ ঘণ্টা ১৩ মিনিট।
৭৯৫. সমগ্র ভূমিরূপ কয়টি ভাগে বিভক্ত ও কী কী? উত্তর : ৩টি, পর্বত, মালভূমি ও সমভূমি |
৮১২. জলভাগের পরিমাণ বেশি উত্তর : দক্ষিণ গােলার্ধে।।
\WWWWW.kol
৭৯৬, পর্বত কয় প্রকার? উত্তর : ৪ প্রকার।
. ৮১৩. সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম
উত্তর : ক্রনােমিটার।
৭৯৭. ভঙ্গিল পর্বতগুলাের নাম লিখ? উত্তর : হিমালয়, আল্পস, রকি।
৮১৪. সমুদ্রস্রোতের অন্যতম কারণ উত্তর : বায়ু প্রবাহের প্রভাব
৭৯৮. ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য কী? উত্তর : ভাঁজ]
৮১৫. গভীরতম মহাসাগর উত্তর : প্রশান্ত মহাসাগর |
৭৯৯, আগ্নেয় পর্বতের উদাহরণ দাও | উত্তর : ভিসুভিযাস, কিলিমানজারাে, ফুজিযামা।
৮১৬. যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় উত্তর : সূর্যগ্রহণ।
৮০০, ল্যাকোলিথ পর্বত কোনটি? উত্তর : USA ল্যাকোলিথ |
৮১৭. সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায় উত্তর : দ্বিগুণ।
৮০১, সমভূমি কত প্রকার ও কি কি? উত্তর : ২ প্রকার, ক্ষয়জাত ও সঞ্চযজাত |
৮১৮. প্রবল জোয়ারের কারণ, এ সময় উত্তর : সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরলরেখায় থাকে |
৮০২. বায়ুতে নাইট্রোজেন ও অক্সিজেনের পরিমাণ কত? উত্তর : ৭৮.০২ ও ২০.৭১%
৮১৯. কোন মৌলিক পদার্থ পৃথিবীতে বেশি পরিমাণ আছে? উত্তর : অক্সিজেন |
Download Form : www.kolom.in।
Facebook Page - কলম।
Page 27
৮২০. পৃথিবীর বহিরাবরণকে কী বলে? উত্তর : ভূ-ত্বক।
৮৩৫. লাইমস্টোন কি জাতীয় শিলা? উত্তর ; জৈব পদার্থ দ্বারা গঠিত পাললিক শিলা।
৮২১. ভূপৃষ্ঠের শিলায় যে কঠিন আবরণ দেখা যায়, তাকে বলে উত্তর : ভূ-ত্বক।
৮৩৬, একটি আগ্নেয় পর্বতের নাম লিখুন? উত্তর : ভিসুভিয়াস |
৮২২. সাগর গর্ভে নির্গত লাভা স্থূপীকৃত হয়ে সৃষ্টি হয়েছে উত্তর : হাওয়াই দ্বীপপুঞ্জ।
৮৩৭, পশ্চিমবঙ্গের একটি উপকুল সমভুমির নাম লিখুন। উত্তর ; জুনপুট |
৮২৩. জীবাশ্ম জ্বালানী দহনের ফলে বায়ুমণ্ডলে যে গ্রিন হাউজ গ্যাসের ৮৩৮, ভারতের একটি ভূকম্প প্রবন অঞ্চলের নাম কি?
পরিমাণ সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে
উত্তর : কয়লা খনি অঞ্চল। উত্তর : কার্বন-ডাই-অক্সাইড |
৮৩৯, পৃথিবীর বৃহত্তম হিমবাহ অঞ্চল কোনটি? ৮২৪. কোনটি রূপান্তরিত শিলা নয়?
উত্তর : আন্টার্কটিকা। উত্তর : কেওলন|
৮৪০, ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীতে দেওয়া হয়েছে? ৮২৫. সূর্যের চারদিকে পৃথিবীর এক পাক ঘুরতে সঠিক কত সময় লাগে? উত্তর : শতদ্র| উত্তর : 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড।
৮৪১. গঙ্গার প্রধান শাখানদী কোনটি? ৮২৬. মহাবিষুব কি?
উত্তর : যমুনা | উত্তর : 21 শে মার্চকে মহাবিষুব বলা হয়।
৮৪২. পৃথিবীর সবচেয়ে বৃষ্টিবহুল স্থানের নাম কি? ৮২৭. সারা বছর গ্রীষ্ম ঋতু কোথায় দেখা যায়?
উত্তর : মৌসিনরাম। উত্তর : নিরক্ষীয় অঞ্চলে।
৮৪৩. ভারতের কোন অঞ্চলে মরু মৃত্তিকা দেখা যায়? ৮২৮. অধিবর্ষ কাকে বলে?
উত্তর : রাজস্থান, গুজরাট, কাথিয়াওয়ার অঞ্চলে। উত্তর : যে বছর ফেব্রুয়ারি মাসের দিনসংখ্যা 1 দিন বাড়িয়ে বছরটিকে ধolon.in 366 দিন করা হয় তাকে অধিবর্ষ বলে|
৮৪৪, ভারতের সর্বাধিক সেচ প্লাবিত রাজ্য কোনটি?
উত্তর : পাঞ্জাব | ৮২৯. কোন দিন সূর্যের উত্তরায়ন শুরু হয়? উত্তর : 21 শে ডিসেম্বর।
৮৪৫. ভারত সরকারের গম গবেষনা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর : পুসা ইনস্টিটিউট (দিল্লি) ৮৩০. পৃথিবীর কোন অঞ্চলে সারা বছর শীতকাল? উত্তর : মেরু অঞ্চলে।
৮৪৬. আখ উৎপাদনে প্রথম স্থানে আছে কোন রাজ্য?
উত্তর : উত্তর প্রদেশ। ৮৩১. নিরক্ষরেখার অক্ষাংশ কত? উত্তর : 0°
৮৪৭. ভারতের কোন রাজ্যে সর্বাধিক অভ্র পাওয়া যায়?
উত্তর : ঝাড়খন্ড | ৮৩২. কোন স্থানের সময়কে ভারতের প্রমান সময় ধরা হয়? উত্তর : এলাহাবাদ।
৮৪৮, সাগর সম্রাট কি?
উত্তর : ভাসমান তৈলকুপ খননকারী জাহাজ | ৮৩৩, রুপান্তরিত শিলার উদাহরন দিন? উত্তর : মার্বেল পাথর।
৮৪৯. কোন কোন রাজ্যে তুলা উৎপাদন হয়?
উত্তর ; তামিলনাড়ু, মহারাষ্ট্র, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা, কর্ণাটক, ৮৩৪. কোন শ্রেনীর শিলায় জীবাশ্ম দেখা যায়?
মধ্যপ্রদেশ। উত্তর : পাললিক শিলায়।
৮৫০. কোথায় ওজনস্তরে ক্ষয় সর্বাধিক হয়েছে?
Download Form : www.kolom.in।
Facebook Page - কলম।
Page 28
উত্তর : আন্টার্কটিকায়।
উত্তর : 6100 কিলােমিটার।
৮৫১. পর্বতের ঢালে ধাপ কেটে কেটে ভুমি সংরক্ষনের পদ্ধতিকে কি বলে? উত্তর : টেরাসিং|
৮৬৬, পৃথিবীর সর্বচ্চ Gravity Dam কোনটি? উত্তর : মাইথন।
৮৬৭. উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী গােদাবরীর দৈর্ঘ্য কত? উত্তর ; 1465 কিমি।
৮৫২. ব্রাজিলের তৃনভূমিকে কি বলা হয়? উত্তর : সাভানা।
৮৬৮. নর্মদা নদীর উৎপত্তি কোথায়? উত্তর : মহাকাল পাহাড়।
৮৫৩, বিশ্ব উষ্ণয়নের জন্য মুলত দায়ী উত্তর : কার্বন ডাই অক্সাইড
৮৬৯, কোন অঞ্চলটি মুক্তো চাষের জন্য বিখ্যাত? উত্তর : তুতিকোরিন।
৮৫৪, সেন্ট্রাল রাইস ইনস্টিটিউট কোথায় অবস্থিত? উত্তর : কটক|
৮৭০, নিউজ প্রিন্ট কোথায় উৎপন্ন হয়? উত্তর : নেপানগরে।
৮৫৫. গাঙ্গেয় সমভূমির সবচেয়ে উত্তরের অঞ্চল কী নামে পরিচিত? উত্তর : ভাবর |
৮৭১. গঙ্গার মােহনার কাছে একটি দ্বীপ জেগে উঠেছে তার নাম কি? উত্তর : পূর্বাশা
৮৫৬. এঞ্জেল জলপ্রপাত কোন দেশে অবস্থিত? উত্তর : ভেনেজুয়েলা|
৮৭২. কানাডা বাঁধ কোন নদীর ওপর অবস্থিত?
উত্তর : ময়ূরাক্ষী।
৮৫৭. High Altitude Research Centre কোথায় অবস্থিত? উত্তর : গুলমার্গ।
৮৭৩, মানস সরােবর লেক কোথায় অবস্থিত? উত্তর : চীন |
৮৫৮, ঘানা পক্ষিনিবাস কোন রাজ্যে অবস্থিত? উত্তর : রাজস্থান।
৮৫৯, সাততাল লেকটি কোন রাজ্যে অবস্থিত? উত্তর : উত্তরাখন্ড।
WWWWW.kolon. ৮৭৪, তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী?
উত্তর : কৃষ্ণা।
৮৬০. আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? উত্তর : রাজস্থান।
৮৭৫. রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন দেশের সহযােগিতায় গড়ে উঠেছে? উত্তর : উত্তর : জার্মানী।
৮৬১. কোন জেলা বরেন্দ্রভূমির অন্তর্গত? উত্তর : মালদা।
৮৭৬, ভারতে কোন ধরনের বিদ্যুত সবচেয়ে বেশি পরিমানে উৎপাদিত হয়? উত্তর : তাপ বিদ্যুৎ |
৮৬২. মালাক্কা প্রনালী কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত? উত্তর : সুমাত্রা ও মালয়েশিয়া।
৮৭৭. পারাদ্বীপ বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? উত্তর : ওড়িশা।
৮৬৩, ভারতের কোন পর্বত প্রাচীনতম শিলা দিয়ে গঠিত? উত্তর ; আরাবল্লি।
৮৭৮, কানহা অভয়ারন্য কোন রাজ্যে অবস্থিত? উত্তর : মধ্যপ্রদেশ|
৮৬৪. দার্জিলিং এ অবস্থিত পৃথিবীর উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুমের উচ্চতা কত? উত্তর : 2247 মিটার।।
৮৭৯, আয়তনের দিক দিয়ে বিশ্বে ভারতের স্থান কততম? উত্তর : সপ্তম |
৮৬৫. ভারতের উপকুল রেখার মােট দৈর্ঘ্য কত?
৮৮০, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ফরেস্ট ম্যানেজমেন্ট কোন শহরে
Download Form : www.kolom.in।
Facebook Page - কলম।
Page 29
অবস্থিত?
উত্তর : শুক্র। উত্তর : ভূপাল |
৮৯৬, সবচেয়ে বেশি উত্তপ্ত গ্রহ কি? ৮৮১. মেরু অঞ্চলের বাইরে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হিমবাহ কোনটি?
উত্তর : শুক্র | উত্তর : সিয়াচেন।
৮৯৭. কোন গ্রহকে লােহিত গ্রহ বলা হয়? ৮৮২, কোন দুটি দেশের মধ্যে তিন বিঘা করিডর অবস্থিত?
উত্তর : মঙ্গল। উত্তর : ভারত ও বাংলাদেশ।
৮৯৮. ফিবােস ও ডিমােস উপগ্রহ কোন গ্রহের? ৮৮৩, আমেদাবাদ ও দিল্লির মধ্যে কোন পর্বত অবস্থিত?
উত্তর : মঙ্গল। উত্তর ; আরাবল্লি।
৮৯৯. বৃহত্তম উপগ্রহ কোনটি? ৮৮৪. কখন ভারতে মৌসুমী বায়ুর আগমন ঘটে?
উত্তর : বৃহস্পতি। উত্তর : 1লা জুন।
৯০০, ইউরােপা উপগ্রহ কোন গ্রহের? ৮৮৫. কোন শহরে ডিজেল ইঞ্জিন তৈরির কারখানা আছে?
উত্তর : বৃহস্পতি|| উত্তর : বারানসী শহরে।।
৯০১. সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ কোন গ্রহের? ৮৮৬. ভারতে প্রথম পেট্রো-রাসায়নিক কারখানা গড়ে উঠেছিল কোন উত্তর : বৃহস্পতি| শহরে? উত্তর : ট্রম্বে।
৯০২. শনির সবচেয়ে বড় উপগ্রহের নাম কি?
উত্তর : টাইটান। ৮৮৭, দামােদর নদীর উৎস কোথায়? উত্তর : ছােটনাগপুর মালভূমি।
৯০৩. সৌরজগতের কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সর্বাধিক?
উত্তর : শনি (22টি) ৮৮৮. জাফরান উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? উত্তর : জম্মু ও কাশ্মীর।
WWWWW.kolm.| ৯০৪. পৃথিবীর গঠনে কোন উপাদান সর্বাধিক?
উত্তর : অক্সিজেন। ৮৮৯, ভােরঘাট পাস কোথায় অবস্থিত? উত্তর : মহারাষ্ট্রে।
৯০৫. মানুষ কবে প্রথম চাঁদে অবতরন করে?
উত্তর : 21 শে জুলাই 1969। ৮৯০, কোন রাজ্যে বনভূমির পরিমান সর্বাধিক? উত্তর : মধ্যপ্রদেশ |
৯০৬. পৃথিবীর সবচাইতে কাছের গ্রহ কোনটি?
উত্তর : শুক্র | ৮৯১. নীলগিরি পাহার কোন পর্বতশ্রেনীর অংশ? উত্তর : পশ্চিমঘাট।
৯০৭. সবচেয়ে বেশি ঘনত্তের গ্রহ কোনটি?
উত্তর : পৃথিবী। ৮৯২. কাকড়াপাড়া প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? উত্তর : তাপ্তি |
৯০৮, সবচেয়ে শীতল গ্রহ কোনটি?
উত্তর : প্লটো | ৮৯৩, ভারতে কফি উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? উত্তর : কর্নাটক |
৯০৯. কোন গ্রহের ঘনত্ত সবচেয়ে কম?
উত্তর : শনি। ৮৯৪, সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম কি? উত্তর : বুধ |
৯১০. ভারতের বৃহত্তম নদীর নাম কি?
উত্তর : গঙ্গা। ৮৯৫. কোন গ্রহকে সন্ধা তারা বলা হয়?
Download Form : www.kolom.in।
Facebook Page - কলম ।
Page 30
৯১১. দাক্ষিনাত্যের সবচেয়ে বড় নদী কোনটি? উত্তর : গােদাবরী।
৯২৮. পৃথিবী সূর্যকে প্রদক্ষিন করে - উত্তর : পশ্চিম থেকে পূর্বে।
৯১২. ভারতে কৃষি কাজের জন্য ব্যবহৃত জমি তার মােট আয়তনের কত শতাংশ? উত্তর : 46%।
৯২৯. মহাবিষুব কখন সংঘটিত হয়? উত্তর : 21 শে মার্চ।
৯১৩. কোন রাজ্যকে ভারতের শষ্যভান্ডার বলা হয়? উত্তর : পাঞ্জাব।
৯৩০. সূর্যকে বড় দেখায় উত্তর : গ্রীষ্মকালে |
৯১৪, ভারতের কোন রাজে পুরুষের তুলনায় মহিলার অনুপাত বেশী? উত্তর : কেরল।
৯৩১, তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর নির্মিত হয়েছে? উত্তর : ময়ূরাক্ষী।
৯১৫. হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? উত্তর : মুসী।
৯৩২. ওবরা জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর ওপর নির্মিত হয়েছে? উত্তর : রিহান্দ|
৯১৬. ভারতের জাতীয় পার্ক মােট ভূখন্ডের কত শতাংশ? উত্তর ; 1%।
৯৩৩. লাক্ষাদ্বীপের প্রধান ভাষা কি? উত্তর : মালায়ালাম।
৯১৭. মাউন্ট আবু কিসের জন্য বিখ্যাত? উত্তর : দিলওয়ারা মন্দির।
৯৩৪. নকরেক কোন পাহারের সর্বচ্চ শৃঙ্গ? উত্তর : গারাে|
৯১৮, ভরতপুর পাখিরালয় কোথায় অবস্থিত? উত্তর : রাজস্থান।
৯৩৫. কোন পর্বতের পূর্বাংশ কাইমুর নামে পরিচিত? উত্তর : বিন্ধ্য।
৯১৯. ব্লাক প্যাগােড়া কোথায় অবস্থিত? উত্তর : কোনারক।
৯৩৬, খারদুংলা গিরিপথ কোন পর্বতশ্রেনীর অন্তর্গত? উত্তর : লাদাখ।
৯২০. ফিরােজাবাদ কিসের জন্য বিখ্যাত? উত্তর : কাচের চুড়ি।
www.kolo
৯৩৭. ব্রোচ বন্দর কোন নদীর তীরে অবস্থিত? উত্তর : নর্মদা|
৯২১. কোন রাজ্যে সড়ক দৈর্ঘ্য সবচেয়ে বেশি? উত্তর : মহারাষ্ট্র।
৯৩৮. গডউইন অষ্টিন কোন পর্বতশ্রেনীর অন্তর্গত? উত্তর : কারাকোরাম |
৯২২. পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? উত্তর : 12,757 কিলাে মিটার।
৯৩৯. কোন নদীকে দক্ষিন ভারতের গঙ্গা বলা হয়? উত্তর : গােদাবরী
৯২৩. সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? উত্তর : 15 কোটি কিলাে মিটার।
৯৪০. কোন বহুমুখী নদী প্রকল্প ভারত - নেপালের যৌথ প্রয়াস। উত্তর : কোশী প্রকল্প |
৯২৪. কোন গ্রহ সূর্য থেকে সবচেয়ে বেশি তাপ পায়? উত্তর : বুধ|
৯৪১. তিস্তা নদীর উৎপত্তি কোথা থেকে? উত্তর : জেমু হিমবাহ
৯২৫. আহ্নিক গতির ফলে কি সংঘটিত হয়? উত্তর : দিনরাত্রী।
৯৪২. পশ্চিমবঙ্গের কোন জেলায় এন্ডি পােকার চাষ হয়? উত্তর : কোচবিহার |
৯২৬, বার্ষিক গতির ফলে কি সংঘটিত হয়? উত্তর : ঋতু পরিবর্তন |
৯৪৩. ইউফ্রেটিস নদীর পূর্ব নাম কি? উত্তর :- ফোরাত নদী।
৯২৭. কর্কট সংক্রান্তি কখন হয়? উত্তর : 21 শে জুন।
৯৪৪. রাইন নদী উৎপত্তিস্থল কোথায় ? উত্তর : আল্পস পর্বতে|
Download Form : www.kolom.in।
Facebook Page - কলম।
Page 31
৯৪৫. ইয়াং সি কিয়াং কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? উত্তর : চীন |
৯৬২. ব্রহ্মপুত্র নদ কোথা থেকে উৎপন্ন হয়েছে? উত্তর : তিব্বত থেকে।
৯৪৬. আমুদরিয়া ও শিরদরিয়া কোথায় পতিত হয়েছে? উত্তর : আরল হ্রদে।
৯৬৩. টাইগ্রিস (দজলা) নদী কোথায় অবস্থিত? উত্তর : ইরাক (১,৮৯৯ কি.মি.)।
৯৪৭. এশিয়ার সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? উত্তর : সালউইন।
৯৬৪, টাইগ্রিস (দজলা) নদী কোথায় পতিত হয়েছে ? উত্তর : পারস্য উপসাগরে।
৯৪৮. আমুর নদীর উৎপত্তিস্থল কোথায় ? উত্তর : ইয়াক্লোনর পর্বত।
৯৬৫. এশিয়ার বৃহত্তম নদী কোনটি ? উত্তর : ইয়াং সি কিয়াং (৬৩০০ কি.মি.)।
৯৪৯, আমুর নদীর দৈর্ঘ্য কত? উত্তর : ২৮২৪ কি.মি.।
৯৬৬, ইউরােপের দীর্ঘতম নদী কোনটি? উত্তর : ভলগা (৩৬৯০ কি.মি.) ।
৯৫০. আফ্রিকা তথা পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি ? উত্তর : নীলনদ (৬৬৫০ কি.মি.)।
৯৬৭. ভলগা কোন দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? উত্তর : রাশিয়া|
৯৫১, আমুর নদী কোথায় পতিত হয়েছে? উত্তর ; ওখটস্ক উপসাগরে |
৯৬৮, ভলগা নদী কোথায় পতিত হয়েছে? উত্তর : কাস্পিয়ান সাগরে।
৯৫২. দক্ষিণ এশিয়ার প্রধান নদী কি কি? উত্তর : সিন্ধু -২৮৮০ কি.মি., গঙ্গা ও ব্রহ্মপুত্র -২৭০০ কি.মি.।
৯৬৯, ইউরােপের প্রধান প্রধান নদীর নাম কি ? উত্তর : দানিউব, ভলগা, ডন, নিপার, নিস্টার, পেচোরা, ওযেজার, রাইন, টেমস, ডুরাে, টেগান, গােযাডিযান ও রােম |
৯৫৩. সিন্ধু নদ কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? উত্তর : পাকিস্তান।
৯৭০, প্রথম "পরিবেশ আন্দোলন"-এর সূচনা কে করেন? উত্তর : ডেবিট থরাে
৯৫৪. সিন্ধু নদ কোথায় পতিত হয়েছে? উত্তর : আরব সাগরে
www.kolo
৯৭১. রাত ও দিনের উদ্ভব হয় কিসের কারণে? উত্তর : আহ্নিক গতির কারণে
৯৫৫, ব্রহ্মপুত্র নদী কোথায় পতিত হয়েছে? উত্তর : পদ্মা (গঙ্গা) নদীতে|
৯৭২. সমুদ্রে জাহাজের অবস্থান নির্ণয় করা হয়,কোন যন্ত্রের সাহায্যে? উত্তর : ক্রোনােমিটারের সাহায্যে
৯৫৬. ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত? উত্তর : সানপাে।
৯৭৩.আটলান্টিক মহাসাগর ও ভূ-মধ্যসাগরের মধ্যে অবস্থিত প্রণালীটির নাম কি? উত্তর : জিব্রাল্টার প্রণালী
৯৫৭. কোন কোন দেশের মধ্য দিয়ে সিন্ধু নদ প্রবাহিত হয়েছে? উত্তর : ভারত ও পাকিস্তান।
৯৫৮, সিন্ধু নদ কোথায় পতিত হয়েছে? উত্তর : আরব সাগরে |
৯৭৪. ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম কি? উত্তর : ডলফিন
৯৫৯, গঙ্গা নদী কোথায় পতিত হয়েছে? উত্তর : বঙ্গোপসাগরে|
৯৭৫, ব্যবহারিক ভূগােল শব্দের প্রবক্তা কে? উত্তর : A. J. হার্বাটসন।
৯৬০. ব্রহ্মপুত্র নদ কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? উত্তর : তিব্বত, ভারত ও বাংলাদেশ।
৯৭৬, নীলগিরি পাহাড়ে কোন উপজাতি বসবাস করে? উত্তর : টোডা
৯৬১. কোন নদীতে মাছ বাঁচতে পারে না? উত্তর : জর্ডান নদীতে|
৯৭৭, ব্রাজিলে স্থানান্তর কৃষি কি নামে পরিচিত? উত্তর : রােসা
Download Form : www.kolom.in।
Facebook Page - কলম |
Page 32
৭৭৮. আমুদরিযা কোন মালভূমি থেকে উৎপন্ন হয়েছে?
উঃ:- পামীর মালভূমি।
৯৯৪. পিমপ্রিতে কি জাতীয় শিল্প গড়ে উঠেছে? উত্তর : পেনিসিলিন
৭৭৯.শিরদরিযা কোন পর্বত থেকে উৎপত্তি হয়েছে ? উঃ- তিয়েনশান পর্বত |
৯৯৫, চলচ্চিত্র শিক্ষণ কেন্দ্র কোথায় গড়ে উঠেছে ? উত্তর : পুনাতে
৯৮০, জাহাজমহল কোথায় অবস্থিত? উত্তর : উদয়পুরে
৯৯৬, পৃথিবীর সর্ববৃহৎ সমভূমির নাম কি ? উত্তর : সাইবেরিয়ান সমভূমি।
৯৮১. বর্তমানে মথুরা কি নামে পরিচিত? উত্তর : ইসলামাবাদ
৯৯৭, এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? উত্তর : ইয়াংসিকিয়াং
৯৮২. ভারতে প্রথম কাগজ কলটি কোথায় স্থাপিত হয়েছিল? উত্তর : শ্রীরামপুরে
৯৯৮. চিনে কৃষিজীবির সংখ্যা শতকরা কত? উত্তর : ৭৫ ভাগ
৯৮৩, ভারতের প্রথম হাইটেক বন্দর কোনটি? উত্তর : নভসেবা
৯৯৯, পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কি? উত্তর : প্রশান্ত মহাসাগর
৯৮৪. নভসেবা বন্দরটির নতুন নাম কি? উত্তর : জহরলাল নেহেরু বন্দর
১০০০, আমুর নদী কোথায় পতিত হয়েছে? উত্তর : ওখটস্ক উপসাগরে
৯৮৫. ভারতের পঞ্চম বৃহত্তম মহানগর কোনটি ? উত্তর : ব্যাঙ্গালাের
(যদি কোনাে প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে,তাহলে সেটা আমাদের অনিচ্ছাকৃত | আর তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী)।
৯৮৬. কোচিন তৈল শােধনাগারটি কোন রাজ্যে অবস্থিত ? উত্তর : কেরালায়।
www.kold
বিভিন্ন রকম প্রতিযােগিতামূলক পরীক্ষার স্টাডি মেটিরিয়ান্স সম্পূর্ণ ফ্রিতে পেতে আমাদের সাইটে ভিজিট করুন :
৯৮৭, গম উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কততম? উত্তর : চতুর্থ
www.kolom.in
৯৮৮. পৃথিবীর দীর্ঘতম খালের নাম কি ? উত্তর : গ্যান্ড ক্যানেল
6:16 PM
৯৮৯, মিগ বিমানের কারখানা স্থাপিত হয়েছে ? উত্তর : নাসিকে
এলেম কখনাে থেমে থাকেনা... |
!!! Visit Now
IMAGES
৯৯০, ম্যাটার হর্ন কোন পর্বতমালার অন্তর্গত? উত্তর : আল্পস।
Google www.kolom.in D
More PDF Download For All Competitive Exams
৯৯১, কার্পাস উৎপাদনে ভারতের স্থান কোথায়? উত্তর ; সপ্তম
kolom offered in: আরাে PDF(সম্পূর্ণ ফ্রিতে)
ডাউনলােড করতে আমাদের সাইটে ভিজিট করুন India
৯৯২. মাইথন বাঁধটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ? উত্তর : ঝারখন্ড
৯৯৩, জাহাজ শিল্পের সঙ্গে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলটি সংযুক্ত ? উত্তর : গার্ডেনরিচ
Download Form : www.kolom.in।
Facebook Page - কলম ।
IPage 33
Page 33
Comments
Post a Comment