ভারতীয় সংবিধান প্রশ্নোত্তর
ভারতীয় সংবিধান প্রশ্নোত্তর
উত্তরঃ সচ্চিদানন্দ সিংহ।
০১. কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয় ? উত্তরঃ ড. বি.আর. আম্বেদকরকে।
১২. স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ? উত্তরঃ ড. রাজেন্দ্রপ্রসাদ।
০২. গণপরিষদের তৃতীয় অধিবেশন কবে অনুষ্ঠিত হয় ? উত্তরঃ ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৮শে এপ্রিল।
০৩. গণপরিষদের চতুর্থ অধিবেশন কবে অনুষ্ঠিত হয় ? উত্তরঃ ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৪ই জুলাই।
১৩. ভারতীয় সংবিধানের উদ্দেশ্যসমূহ সংক্রান্ত প্রস্তাব কে উত্থাপন করেছিলেন ? উত্তরঃ জওহরলাল নেহরু।
০৪. ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা কাকে বলা হয় ? উত্তরঃ সুপ্রিমকোর্টকে।
১৪. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ? উত্তরঃ লর্ড মাউন্টব্যাটেন।
০৫. ভারতীয় সংবিধান কোন সংস্থা কর্তৃক রচিত হয়েছে ? উত্তরঃ গণপরিষদ।
১৫. স্বাধীন ভারতের প্রথম অধ্যক্ষ কে ছিলেন ? উত্তরঃ জি.ভি. মভলঙ্কার।
০৬. ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন ? উত্তরঃ ড. রাজেন্দ্রপ্রসাদ।
১৬. গণপরিষদের সহ-সভাপতি কে ছিলেন ? উত্তরঃ হরেন্দ্রকুমার মুখােপাধ্যায়।
০৭. ভারতের সংবিধান কার দ্বারা গৃহীত হয়েছিল ? উত্তরঃ গণপরিষদ দ্বারা।
১৭. গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ? উত্তরঃ দিল্লীর কনস্টিটিউশন হলে।
০৮. গণপরিষদে কতজন কংগ্রেসের সভাপতি ছিলেন ? উত্তরঃ ২০৮ জন।
১৮. কে গণপরিষদকে কংগ্রেস পরিষদ বলে মন্তব্য করেন ? উত্তরঃ অধ্যাপক জে.সি. জোহারি।
০৯. গণপরিষদে কতজন মুসলিম লিগের সদস্য ছিলেন ? উত্তরঃ ৭৩ জন।
১৯. কে গণপরিষদকে আইনজীবীদের স্বর্গ বলে অভিহিত করেছিলেন ? উত্তরঃ আইভর জেনিংস।
১০. ভারতীয় গণপরিষদে নির্বাচিত সদস্য সংখ্যা কত ছিল।
উত্তরঃ ২৯৬ জন।
২০. “গণপরিষদের ছিল কংগ্রেস এবং কংগ্রেস ছিল ভারত” - উক্তিটি কার ? উত্তরঃ গ্রেনভিল অস্টিনের।
১১. গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন ?
২১. ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেন ? উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
৩১. ভারতীয় সংবিধানের কোন অংশটি সংবিধান ব্যাখ্যায় সাহায্য করে ? উত্তরঃ প্রস্তাবনা।
২২. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ? উত্তরঃ জওহরলাল নেহরু।
৩২. ভারতে পঞ্চায়েতি রাজ কত সালে শুরু হয়েছিল ? উত্তরঃ ১৯৫৯ সালে।
২৩. কত বছর বয়সে ভারতীয় নাগরিক ভােটদানের অধিকার লাভ করেন ? উত্তরঃ ১৮ বছর।
৩৩. ভারতীয় সংবিধানের প্রথম সংশােধন আইন কত সালে করা হয়েছিল ? উত্তরঃ ১৯৫১ সালে।
২৪. রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন ? উত্তরঃ উপরাষ্ট্রপতি।
৩৪. পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি ? উত্তরঃ জেলা পরিষদ।
২৫. ভারতের প্রদেশগুলির রাজ্যপাল কে নিযুক্ত করেন ? উত্তরঃ রাষ্ট্রপতি।
৩৫. ভারতের গণপরিষদ গঠিত হয় কত সালে ? উত্তরঃ ১৯৪৬ সালে ।
২৬. ভারতবর্ষের সর্বোচ্চ বিচারালয়ের নাম কী ? উত্তরঃ সুপ্রিমকোর্ট।
৩৬. ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক অধিকার আছে ? উত্তরঃ ছয়টি।
২৭. সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করেন ? উত্তরঃ রাষ্ট্রপতি।
৩৭. রাজ্যসভার নির্বাচিত সদস্যদের কার্যকাল কত বছর? উত্তরঃ ছয় বছর।
২৮. পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ লিখিত সংবিধান কোন দেশের
৩৮. ভারতের সংসদ ক-কক্ষ বিশিষ্ট ? উত্তরঃ দ্বিকক্ষ।
উত্তরঃ ভারত।
২৯. হাইকোর্টের বিচারপতি ও প্রধান বিচারপতিদের কে নিয়ােগ করেন ? উত্তরঃ রাষ্ট্রপতি।
৩৯. লােকসভার স্পিকারকে কে নিযুক্ত করেন ? উত্তরঃ লােকসভার সদস্যগণ।।
৪০. পঞ্চায়েত কার্যনির্বাহক আধিকারিককে কি বলে ? উত্তরঃ বিডিও।
৩০. লােকসভার সদস্য হওয়ার জন্য প্রার্থীর বয়স কমপক্ষে কত হওয়া প্রযােজন ? উত্তরঃ ২৫ বছর।
৪১. ভােটদানের অধিকার কি ধরণের অধিকার ?
উত্তরঃ রাজনৈতিক।
উত্তরঃ ১৯৯২ সালে।
৪২. যুগ্মতালিকা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ? উত্তরঃ অস্ট্রেলিয়া।
৪৩. ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকাল মেয়াদ কত বছর? উত্তরঃ পাঁচ বছর।
৪৪. ভারতের সংবিধানে নবম তপসিল কবে সংযােজিত হয়।
০ সিলেবাস Q প্রশ্নপত্র 0 জিকে এ প্র্যাকটিস সেট
কারেন্ট অ্যাফেয়ার্স 0 চাকরির নােটিফিকেশন 0 মকটেষ্ট
ইত্যাদি সমস্ত কিছু সম্পূর্ণ বিনামূল্যে এই ওয়েবসাইটে প্রদান করা হয়ে থাকে।
উত্তরঃ ১৯৫১ সালে।
৪৫, অর্থবিল কোথায় উত্থাপন করা হয় ? উত্তরঃ লােকসভাতে।
৪৬. সংবিধানের অর্থ বিশ্লেষণের চূড়ান্ত ক্ষমতা কার ? উত্তরঃ সুপ্রিমকোর্টের।।
৪৭. ভারতীয় সংবিধান সংশােধন পদ্ধতিকে কটি ভাগে ভাগ করা যায় ? উত্তরঃ তিনটি।
৪৮. ভারতের কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্য কার দ্বারা নিযুক্ত হন ? উত্তরঃ রাষ্ট্রপতির।।
৪৯. ভারতীয় সংবিধানের মূল ভিত্তি হল কোন আইন ? উত্তরঃ ১৯৩৫ সালের ভারত শাসন আইন।
৫০. ৭৩তম সংবিধান সংশােধনী আইন কবে বলবৎ হয় ?
Comments
Post a Comment