ইতিহাস

 ১. প্রথম কোন ভারতীয় সম্রাটের শিলালিপি পাওয়া যায় ? 

উত্তর :  অশােক ।

২. ভারতের ইতিহাসে প্রথম কোন বন্দরের নাম জানা যায় ?
উত্তর : লােথাল ।

৩. ঋকবেদে কতগুলি স্তোত্র আছে ?
উত্তর : ১০২৮ টি |

৪. ফা হিয়েনের লেখা বইয়ের নাম কী ?
উত্তর : ফো - কুও - কি ।

৫. শূন্যের আবিষ্কর্তা কে ?
উত্তর :  ব্ৰত্মগুপ্ত ।

৬. কোন গ্রন্থ থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায় ?
উত্তর : রাজতরঙ্গিনী ।

৭. বিশ্বে প্রথম কোথায় তুলা চাষের প্রচলন ছিল ?
উত্তর : সিন্ধু সভ্যতায় ।

৮. সিন্ধু সভ্যতার মানুষেরা কোন ধাতুর ব্যবহার জানতেন না ?
উত্তর : লােহা ।

৯. হরপ্পা সভ্যতার স্বতন্ত্র বৈশিষ্ট্য কী ?
উত্তর : শহর পরিকল্পনা |

১০. সিন্ধু সভ্যতার মানুষেরা কোন প্রাণীর ব্যবহার জানতেন না ?
উত্তর : ঘােড়া ।

১১. সুলতান মামুদ কত সালে ভারতবর্ষ পরিভ্রমণ করেছিলেন ?
উত্তর : ১০০০ খ্রিস্টাব্দে ।

১২. সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন ?
উত্তর : ১৭ বার ।

১৩. পানিপথের প্রথম যুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য কী ?
উত্তর: ভারতবর্ষে যুদ্ধে প্রথম কামানের ব্যবহার ।

১৪. ভারতের প্রথম সূতাকল কে কোথায় স্থাপন করেন ?
উত্তর : কোয়াসঙ্গী নানাভাই । বােম্বাইতে ( ১৮৫৩ ) ।

১৫. ' গান্ধী আরউইন ' চুক্তি কবে হয় ?
উত্তর : ১৯৩১ সালের ৫ই মার্চ |
১৬. ' কায়েদে - ই - আজম ’ কে ?
উত্তর : মহম্মদ আলি জিন্না |

১৭. কংগ্রেস সােশালিস্ট পার্টি কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর : জয়প্রকাশ নারায়ণ ও আচার্য নরেন্দ্র দেব ।

১৮. ভারতের প্রথম শ্রমিক সংঘের নাম কী ?
উত্তর : বােম্বে মিল হ্যান্ডস অ্যাসােসিয়েশন ।

১৯. মহারাজা রনজিৎ সিংহের সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল ?
উত্তর : লাহোর |

২০. ভারতীয় রেলপথের জনক কে ?
উত্তর : লর্ড ডালহৌসী |

২১. কে স্বদেশ ভূমিকে শৈশবের ক্রীড়াভূমি , যৌবনের উপবন , বাধ্যকের বারনসী বলেন ?
উত্তর : স্বামীবিবেকানন্দ ।

২২. ' বন্দেমাতরম ’ সঙ্গীতটি কোন পুস্তকের অন্তর্ভুক্ত ?
উত্তর : আনন্দমঠ ।

২৩. ‘ শের - ই - পাঞ্জাব ’ কাকে বলা হয় ?
উত্তর : লালা লাজপত রায় ।

২৪. গদর পার্টির মুখপত্র কী ?
উত্তর : গদর - ই - গঞ্জ ( বিপ্লবের প্রতিধ্বনি ) |

২৫. কে ' ভারতের বিপ্লববাদের জননী ’ ছিলেন ?
উত্তর : মাদাম ভিকাজী রুস্তমজী কামা ।

Comments

Popular posts from this blog

APTITUDE MCQ LIST

সাধারণ জ্ঞান MCQ LIST