জীববিদ্যা-9
201. কত সালে বন্যজীবন সংরক্ষণ আইন চালু হয় ?
( a ) 1960
( b ) 1972
( c ) 1982
( d ) 1990
উত্তর - ( b ) 1972
202. ভারতে মােট কতগুলি ব্যাঘ্র প্রকল্প গড়ে উঠেছে ?
( a ) বারােটি
( b ) ছয়টি
( c ) পাঁচটি
( d ) নয়টি
উত্তর - ( d ) নয়টি
203. মাছের গমনের ক্ষেত্রে কোন পাখনা দিক পরিবর্তনে সাহায্য করে ?
( a ) পায়ু পাখনা
( b ) পৃষ্ঠ পাখনা
( c ) পুচ্ছ পাখনা
( d ) শ্রোণী পাখনা
উত্তর - ( b ) পৃষ্ঠ পাখনা
204. শক্তি প্রবাহের দশ শতাংশ সূত্র কোন বিজ্ঞানী প্রবর্তন করেন ?
( a ) ওডাম
( b ) লিন্ডেম্যান
( c ) হেকলে
( d ) ক্লার্ক
উত্তর - ( b ) লিন্ডেম্যান
205. লজ্জাবতী গাছের পাতায় স্পর্শ করলেই মুরে যায় । ইহাকে কোন চলন বলা হয় ?
( a ) সিসমেন্যাস্টি
( b ) কেমােন্যাস্টি
( c ) হাইপােন্যাস্টি
( d ) নিকটিন্যাস্টি
উত্তর - ( a ) সিসমেন্যাস্টি
206. কোন শ্বেত রক্তকণিকা থেকে হিস্টামিন ক্ষরিত হয় ?
( a ) লিম্ফোসাইট
( b ) মনােসাইট
( c ) ইওসিনােফিল
( d ) কোনটাই নয়
উত্তর - ( c ) ইওসিনােফিল
207. ফ্যাট জাতীয় খাদ্যের তাপনমূল্য কত ?
( a ) 4 Kcal
( b ) 4.1 Kcal
( c ) 8.2 Kcal
( d ) 9.3 Kcal
উত্তর - ( d ) 9.3 Kcal
208. নিম্নোক্ত কোন উদ্ভিদে ঠেসমূল পাওয়া যায় ?
( a ) পদ্মগাছ
( b ) ক্যাকটাস
( c ) মটরগাছ
( d ) সুন্দরী গাছ
উত্তর - ( d ) সুন্দরী গাছ
209. প্রােটিন জাতীয় খাদ্য সম্পূর্ণরূপে পাচিত হয়ে সবশেষে কোন উপাদান সৃষ্টি করে ?
( a ) গ্লুকোজ
( b ) অ্যামাইনাে অ্যাসিড
( c ) ফ্যাটি অ্যাসিড
( d ) নাইট্রোজেন
উত্তর - ( b ) অ্যামাইনাে অ্যাসিড
210. কোন কোশ অঙ্গাণুকে কোশের মস্তিষ্ক বলা হয় ?
( a ) মাইটোকনড্রিয়া
( b ) নিউক্লিয়াস
( c ) লাইসােজোম
( d ) রাইবােজোম
উত্তর - ( b ) নিউক্লিয়াস
211. বিয়ারে কত শতাংশ অ্যালকোহল থাকে ?
( a ) 4-8
( b ) 25-28
( c ) 40-45
( d ) 15-20
উত্তর - ( a ) 4-8
212. বনচাঁড়ালের পাতায় কোন চলন দেখা যায় ?
( a ) সিসমেন্যাস্টি
( b ) নিকটিন্যাস্টি
( c ) প্রকরণ
( d ) বলন
উত্তর - ( c ) প্রকরণ
213. সমুদ্রকূলবর্তী মৃত্তিকাকে কি বলে ?
( a ) শুষ্ক মৃত্তিকা
( b ) জলা ভূমি
( c ) আংশিক শুষ্ক মৃত্তিকা
( d ) শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা
উত্তর - ( d ) শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা
214. দুটি পর্বের মাঝে যে ভাজক কলা দেখা যায় , তাকে কি বলে ?
( a ) অগ্রন্থ ভাজক কলা
( b ) পার্শ্বস্থ ভাজক কলা
( c ) অগ্র - পাশ্বস্থ ভাজক কলা
( d ) নিবেশিত ভাজক কলা
উত্তর - ( d ) নিবেশিত ভাজক কলা
215. বাস্তুতন্ত্রে কয় প্রকার ইকোলজিক্যাল পিরামিড দেখা যায় ?
( a ) দুই
( b ) তিন
( c ) পাঁচ
( d ) চার
উত্তর - ( b ) তিন
216. কোন খাদ্যের আবশ্যিক উপাদান নাইট্রোজেন ?
( a ) প্রােটিন জাতীয়
( b ) গ্লুকোজ
( c ) শ্বেতসার জাতীয়
( d ) ফ্যাট জাতীয়
উত্তর - ( a ) প্রােটিন জাতীয়
217. সেলুলােজ জাতীয় খাবার খরগােসের কোথায় পাচিত হয় ?
( a ) পাকস্থলীতে
( b ) ইলিয়ামে
( c ) সিকামে
( d ) কোলনে
উত্তর - ( c ) সিকামে
218. পীতবিন্দু কোন অঙ্গের সাথে যুক্ত ?
( a ) চক্ষু
( b ) কর্ণ
( c ) নাসিকা
( d ) জিহ্বা
উত্তর - ( a ) চক্ষু
219. বিশ্ব স্বাস্থ্য সংস্থার ( WHO ) নির্দেশিকা অনুযায়ী পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা কত ?
( a ) 1 মিলিগ্রাম / লিটার
( b ) 0.01 মিলিগ্রাম / লিটার
( c ) 0.0001 মিলিগ্রাম / লিটার
( d ) 0.1 মিলিগ্রাম / লিটার
উত্তর - ( c ) 0.0001 মিলিগ্রাম / লিটার
220. কোনটি উদ্ভিদ ও প্রাণীর মধ্যবর্তী পর্যায়ের জীব ?
( a ) ভাইরাস
( b ) ব্যাকটেরিয়া
( c ) প্রােটোজোয়া
( d ) অ্যামিবা
উত্তর - ( b ) ব্যাকটেরিয়া
221. কোনটি পর্দাবিহীন কোশীয় অঙ্গাণু ?
( a ) সেন্ট্রোজোম
( b ) প্লাস্টিড
( c ) লাইসােজোম
( d ) এন্ডােপ্লাজমিক রেটিকুলাম
উত্তর - ( a ) সেন্ট্রোজোম
222. কোন পাঁচ কার্বন শর্করাটি RNA তে পাওয়া যায় ?
( a ) রাইবােজ শর্করা
( b ) ডি অক্সি রাইবােজ শর্করা
( c ) দাক্ষা শর্করা
( d ) গ্লুকোজ
উত্তর - ( a ) রাইবােজ শর্করা
223. কোন ক্রোমােজোমের প্রান্তদ্বয়কে কি বলে ?
( a ) ক্রোমাটিড
( b ) ক্রোমােমিয়ার
( c ) টেলােমিয়ার
( d ) সেন্ট্রোমিয়ার
উত্তর - ( c ) টেলােমিয়ার
224. কোন বিভাজনের ক্ষেত্রে অপত্য কোশের ক্রোমােজোম সংখ্যা মাতৃকোশের অর্ধেক হয় ?
( a ) মাইটোসিস
( b ) মিওসিস
( c ) অ্যামাইটোসিস
( d ) দ্বি - বিভাজন
উত্তর - ( b ) মিওসিস
225. ট্রান্সডাকশন পদ্ধতিটি ব্যাকটেরিয়ার কোশে কে আবিষ্কার করেন ?
( a ) অ্যাভেরী
( b ) ম্যাকক্লিন্টক
( c ) বেইজিরিঙ্কি
( d ) জীনদার এবং লেডারবার্গ
উত্তর - ( d ) জীনদার এবং লেডারবার্গ
Comments
Post a Comment