সাধারণ বিজ্ঞান-8
১১৫. নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত ? উত্তর - যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।
১০০. তেঁতুলে কোন অ্যাসিড থাকে ? উত্তর - টারটারিক অ্যাসিড
১১৬. নিউট্রন আবিস্কার করেন কে ? উত্তর - চ্যোডইউক।
১০১. থাইমিন কোথায় থাকে? উত্তর - ডিএনএ ।
১১৭. নিউমােনিয়া রােগ হয় কোথায় ? উত্তর - ফুসফুসে
১৩২. পৃথিবীর প্রথম মহাকাশচারী কে ? উত্তর - উইরি গ্যাগারিন (১৯৬১ সালে)
১১৮. নিম্ন শ্রেনীর প্রটিন সমৃদ্ধ খাবার কোনটি ? উত্তর - ডাল
১৩৩. পেনিসিলিন কে আবিস্কার করেন ? উত্তর - আলেকজান্ডার ফ্লেমিং
১১৯. পরমানুর চার্জ নিরপেক্ষ কণিকা কোনটি ? উত্তর - নিউট্রন
১৩৪. পেসমেকার কে আবিস্কার করেন ? উত্তর – জার্মানির সিমেন্স এলিয়া কোম্পানী , ১৯৫৮ সালে
১২০. পরমানুর নিউক্লিয়াসে কি থাকে ? উত্তর - প্রােটন ও নিউট্রন
১৩৫. প্রকৃতিতে প্রাপ্ত মৌলের মধ্যে ধাতুর সংখ্যা কতটি? উত্তর - ৭০ টি
১২১. পরমানুর নেগেটিভ চার্জযুক্ত কণিকা কোনটি? উত্তর - ইলেকট্রন।
১৩৬. প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতটি? উত্তর - ৯২ টি
১২২. পরমানুর পজেটিভ চার্জযুক্ত কণিকা কোনটি? উত্তর - প্রােটন
১৩৭. প্রকৃতিতে রেডিও আইসােটোপের সংখ্যা কত? উত্তর - ৫০ টি
১২৩. পরমানুর সর্বাপেক্ষা হালকা কোনা কোনটি ? উত্তর - ইলেকট্রন।
১৩৮. প্রকৃতিতে সবচেয়ে কঠিন পদার্থ কোনটি ? উত্তর – হীরা।
১২৪. পারমানবিক বােমা কে আবিস্কার করেন ? উত্তর - ওপেন হেমার
১৩৯. প্রতি মিনিটে হৃদপিন্ডের সাভাবিক স্পন্দন কত ? উত্তর - ৭২ বার।
১২৫. পাহাড়ে ওঠা কষ্টকর কেন ? উত্তর - অভিকর্ষজ বলের বিপরীদে কাজ করার জন্য
১৪০. প্রথম কম্পিউটার প্রােগামের রচয়িতা কে? উত্তর - লেডী এ্যাডাে অগাস্টা
১২৬. পুরুষ মানুষের জনন বৈশিস্টের জন্য দায়ী কোন ক্রোমােজম ? উত্তর - Y ক্রোমােজম
১৪১. অ্যাসিড আবিস্কার হয় কবে ? উত্তর - ১৯৮১ সালে
১৪২. অ্যাসিড নীল লিটমাস পেপারকে কী করে ? উত্তর - লাল করে
১২৭. পূর্ণাঙ্গ স্নায়ু কোষকে কী বলে? উত্তর - নিউরন।
১৪৩. আকাশ নীল দেখায় কেন ? উত্তর - নীল আলাের বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি।
১২৮. পৃথিবীতে মােট মৌলিক পদার্থের সংখ্যা কত? উত্তর - ১১৮টি
১৪৪. আকাশে মেঘ থাকলে গরম বেশি লাগে কেন? উত্তর - মেঘ ভূ-পৃষ্ঠের তাপ বিকিরণে বাধা দেয় বলে
১২৯. পৃথিবীর কেন্দ্রস্থলে বস্তুর ওজন কেমন ? উত্তর - শূন্য
১৬৮.কচুশাক বিশেষভাবে মূল্যবান কিসের জন্য? উত্তর - লৌহ উপাদানের জন্য।
১৫৪. প্রাকৃতিক লাঙ্গল বলা হয় কাকে? উত্তর - কেঁচো
১৬৯. গলগন্ড রােগ হয় কিসের অভাবে? উত্তর – আয়ােডিনের অভাবে
১৫৫. প্রাণী কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে ? উত্তর - মাইটোকন্ড্রিয়া
১৭০. মানবদেহ গঠনে প্রয়ােজন সবচেয়ে বেশি
উত্তর - আমিষের
Comments
Post a Comment