জীববিদ্যা-7
151. সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস কী ?
( a ) জল
( b ) CO2
( c ) ক্লোরােফিল
( d ) গ্লুকোজ
উত্তর - ( a ) জল
152. গির অরণ্য কোথায় অবস্থিত ?
( a ) অসম
( b ) গুজরাট
( c ) কেরল
( d ) মধ্যপ্রদেশ
উত্তর - ( b ) গুজরাট
153. রাজস্থানের ভরতপুর কীসের জন্য বিখ্যাত ?
( a ) একশৃঙ্গ গন্ডার
( b ) পাখিরালয়
( c ) বাইসন
( d ) চিতল হরিণ
উত্তর - ( b ) পাখিরালয়
154. IUCN কর্তৃক পৃথিবীর বিভিন্ন স্থানের লুপ্তপ্রায় প্রাণীর নামের যে তালিকা প্রস্তুত করা হয় , তাকে কী বলে ?
( a ) গ্রীণ ডাটা বুক
( b ) এনডেনজারড বুক
( c ) এন্ডেমিক বুক
( d ) রেড ডাটা বুক
উত্তর - ( d ) রেড ডাটা বুক
155. মানুষের হৃদপিন্ডে অবস্থিত কপাটিকাগুলির কাজ কী ?
( a ) দূষিত ও বিশুদ্ধ রক্ত মিশতে না দেওয়া
( b ) রক্তের একমুখী পরিবহন করা
( c ) রক্তের একমুখী পরিবহনে বাধা দেওয়া
( d ) রক্তের প্রকোষ্ট সাময়িক সয় করা
উত্তর - ( b ) রক্তের একমুখী পরিবহন করা
156. নিচের কোনটি দ্বিশর্করার উদাহরণ ?
( a ) গ্লুকোজ
( b ) ফুকটোজ
( c ) সুক্রোজ
( d ) শ্বেতসার
উত্তর - ( c ) সুক্রোজ
157. Rh ফ্যাক্টর আসলে কী ?
( a ) ভাইরাস
( b ) অ্যান্টিজেন
( c ) অ্যান্টিবডি
( d ) শর্করা
উত্তর - ( b ) অ্যান্টিজেন
158. কুমিরের হৃদপিন্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট হয় ?
( a ) তিন
( b ) চার
( c ) দুই
( d ) কোনটাই নয়
উত্তর - ( b ) চার
159. ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাসঅঙ্গ ?
( a ) কেঁচো
( b ) চিংড়ি
( c ) আরশােলা
( d ) রুইমাছ
উত্তর - ( c ) আরশােলা
160. মানবদেহের সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি কোনটি ?
( a ) লালাগ্রন্থি
( b ) পাকস্থলী
( c ) যকৃৎ
( d ) ক্ষুদ্রান্ত্র
উত্তর - ( c ) যকৃৎ
161. একটি সংকর লম্বা মটরগাছের জিনােটাইপ কী হবে ?
( a ) tt
( b ) Tt
( C ) Mt
( d ) TT
উত্তর - ( b ) Tt
162. একটি গ্লুকোজ অণুতে কার্বন পরমাণুর সংখ্যা কত ?
( a ) 4 টি
( b ) 2 টি
( c ) 6 টি
( d ) 3 টি
উত্তর - ( c ) 6 টি
163. মাছের প্রণােদিত প্রজননের জন্য ব্যবহৃত হরমােনটির নাম কী ?
( a ) প্রােজেস্টেরণ
( b ) ইস্ট্রোজেন
( c ) টেস্টোস্টেরণ
( d ) এন্ডােস্টেরণ
উত্তর - ( a ) প্রােজেস্টেরণ
164. ‘ রেনিন ' কোথা থেকে ক্ষরিত হরমােন ?
( a ) পিটুইটারীর অগ্রভাগ
( b ) বৃক্ক
( c ) অগ্নাশয়
( d ) পিটুইটারীর পশ্চাদভাগ
উত্তর - ( b ) বৃক্ক
165. শালগাছ কোন ধরনের বৃক্ষ ?
( a ) পর্ণমােচী
( b ) চিরহরিৎ
( c ) ম্যানগ্রোভ
( d ) কনিফার
উত্তর - ( a ) পর্ণমােচী
166. রুমিন্যান্ট পাকস্থলীযুক্ত প্রাণী কোনটি ?
( a ) কুকুর
( b ) মাছ
( c ) গরু
( d ) মানুষ
উত্তর - ( c ) গরু
167. DNA এর দ্বিতন্ত্রী গঠন কে বর্ণনা করেন ?
( a ) হরগােবিন্দ খােরানা
( b ) ওয়াটসন এবং ক্রিক
( c ) বিজ্ঞানী চারগাফ
( d ) এফ জ্যাকব এবং জে.মনােড
উত্তর - ( b ) ওয়াটসন এবং ক্রিক
168. মানুষের কোন কোশটি বিভাজিত হয় ?
( a ) লােহিত রক্তকণিকা
( b ) অনুচক্রিকা
( c ) স্নায়ুকোশ
( d ) শ্বেতরক্ত কণিকা
উত্তর - ( d ) শ্বেতরক্ত কণিকা
169. পরীক্ষাগারে সৃষ্ট প্রথম জৈব যৌগ কোনটি ?
( a ) ইউরিয়া
( b ) গ্লুকোজ
( c ) মিথেন
( d ) ইথেন
উত্তর - ( a ) ইউরিয়া
170. যে প্যারেনকাইমা কলায় বায়ুপূর্ণ থাকে , তাকে কী বলে ?
( a ) ক্লোরেনকাইমা
( b ) এরেনকাইমা
( c ) প্লেকটেনকাইমা
( d ) পােসেনকাইমা
উত্তর - ( b ) এরেনকাইমা
171. অ্যাসিটাইল কোলিন পাওয়া যায় —
( a ) কুফার কোশে
( b ) গবলেট কোশে
( c ) স্নায়ুকোশে
( d ) নিউরােগ্লিয়া কোশে
উত্তর - ( c ) স্নায়ুকোশে
172. ফাইটোপথােরা কোন রােগের জীবাণু ?
( a ) গমের মরিচা রােগ
( b ) আলুর ধ্বসারােগ
( c ) রাইগাছের আরগটিজম
( d ) ধানের চেটে রােগ
উত্তর - ( b ) আলুর ধ্বসারােগ
173. করােলাস লিনিয়াস কত সালে দ্বিপদ নামকরণ প্রচলন করেন ?
( a ) 1705 সালে
( b ) 1750 সালে
( c ) 1759 সালে
( d ) 1753 সালে
উত্তর - ( d ) 1753 সালে
174. tt x Tt এই রূপ সংকরায়নকে কী বলে ?
( a ) ব্যাক ক্রস
( b ) টেস্ট ক্রস
( c ) উভয়
( d ) কোনটাই নয়
উত্তর - ( c ) উভয়
175. কোন হরমােনের প্রভাবে মহিলাদের রজঃস্রাব শুরু হয় ?
( a ) ইস্ট্রোজেন
( b ) প্রােজেস্টেরন
( c ) GTH
( d ) রিলাক্সিন
উত্তর - ( c ) GTH
Comments
Post a Comment