সাধারণ বিজ্ঞান-4

 ৫৮. তড়িৎ রাসায়নিক শ্রেণিতে তামার স্থান হাইড্রোজেনের উপরে না 

নিচে? 

৪২. ক্রেবস চক্রে মােট কত অনু এটিপি তৈরি হয়? 

উত্তর: নিচে উত্তর: ১২ অনু 

৫৯, 'সােরেল সিমেন্ট' কি কাজে ব্যাবহার করা হয়? 

৪৩, ক্ষুদ্রান্ত্রের 'C' আকৃতির অংশকে কি বলে? 

উত্তর: দাঁতের চিকিৎসায় ব্যাবহার করা হয়। উত্তর: ডিওডিনাম। 

৬০. স্থায়ী চুম্বক তৈরি করতে কোন লােহা ব্যাবহার করা হয়?

 ৪৪. দেহকলা স্থানে তরল সঞ্চিত হয়ে ফুলে উঠলে তাকে কি বলে? উত্তর: ইস্পাত 


৭৬. ক্রেবস চক্রে মােট কত অনু ATP তৈরি হয়? 

৬১, যে কোনাে লেবু জাতীয় ফলে কোন অ্যাসিড থাকে ? 

উত্তর: ১২ অনু। উত্তর: সাইট্রিক অ্যাসিড 

৭৭. সাধারণ মানুষের দেহে কলেস্টেরলের স্বাভাবিক মাত্রা কত? 

৬২. 'টায়ালিন' কোন জাতীয় খাদ্যকে পাচিত করে ? 

উত্তর: প্রতি ১০০ মিলিলিটার রক্তে ১৫০ - ২৫০ মিলিগ্রাম উত্তর: শ্বেতসার 

৭৮. দেহ কলা স্থানে তরল সঞ্চিত হয়ে ফুলে উঠলে তাকে কি বলে? 

৬৩. মানুষের দাঁতের কঠিন অংশটির নাম কি? 

উত্তর: ইডেমা উত্তর: এনামেল 

৭৯. Heart of heart কাকে বলে? 

৬৪. কোন প্রানীকে কাঁটার মুকুট আখ্যা দেওয়া হয় ? 

উত্তর: হিজ এর বান্ডিল কে উত্তর: তারা মাছ 

৮০. হৃদপিন্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর মােটা? 

৬৫. ক্রোমােজোমের নিউক্লিওজম মডেল কোন বিজ্ঞানী প্রবর্তন করেন? উত্তর:বাম নিলয় উত্তর: রজার ডেভিড কর্ণবার্গ 

৮১. কোন স্তন্যপায়ী প্রাণী RBC নিউক্লিয়াস যুক্ত?

 ৬৬, ভিনিগার কিসের জলীয় দ্রবন ? 

উত্তর: উট উত্তর: অ্যাসেটিক অ্যাসিড 

৮২. দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি? 

৬৭. লিট্রাস পেপারের দ্রবন কোন রঙকে নির্দেশ করে? 

উত্তর:ভেগাস উত্তর: লাল রঙকে 

৮৩. কোন গ্রন্থি হরমােন উৎপাদন করে না?

 ৬৮. কোন আঁশ খালি চোখে দেখা যায় না? 

উত্তর: প্লীহা উত্তর: প্লাকইড (Placoid) 

৮৪. বৃক্কে প্রতি মিনিটে কত পরিমান রক্ত প্রবাহিত হয়? 

৬৯, কোন স্তন্যপায়ী প্রাণীর দেহে লােম থাকে না? 

উত্তর: ১২০০মিলিলিটার উত্তর: তিমি 


৮৫. গ্যাসট্রিন কোথায় ক্ষরিত হয়? 

৭০, যেসব প্রাণীর রাত্রি কালীন মল খাওয়ার অভ্যাস আছে তাদের কি 

উত্তর: পাকস্থলী বলে? উত্তর: কোপ্রােফ্যাগি 

৮৬. কোন হরমােন রক্তচাপ বাড়ায়? 

উত্তর: অ্যাড্রেনালিন 

৭১. পেস্ট প্রতিরােধক শস্য গুদামকে কী বলে? উত্তর: পুসা বিন 

৮৭. হাঙর মাছের কত গুলি ফুলকা ছিদ্র আছে? 

উত্তর: ৭ জোড়া

 ৭২. মৌমাছি কতদিন বাঁচেউত্তর: ৫০ - ৬০ দিন। 

৮৮, আলট্রাসােনিক শব্দ তরঙ্গ শুনতে পায় কোন প্রাণী? 

উত্তর: বাদুড়

 ৭৩. কোন ভিটামিন কে বায়ােটিন বলে? উত্তর: ভিটামিন H অপর নাম ভিটামিন B7 

৮৯, পারমানবিক সংখ্যার আবিষ্কারক কে? 

উত্তর: বিজ্ঞানী মােসলে 

৭৪. মহিলাদের হাড়ের ক্ষয় সংক্রান্ত রােগ কোন বয়সে দেখা যায়? উত্তর: ৪০ - ৪৫ বছর। 

৯০, ফসফিন কি পদার্থ ? 

উত্তর: যৌগিক 

৭৫, ফ্যাট কিসে দ্রবণীয়? উত্তর:ইথার ও ক্লোরােফর্ম 

৯১, ভর সংখ্যার অপর নাম কি? উত্তর: নিউক্লিয়াস সংখ্যা 

উত্তর: হিমাঙ্ক 

৯২. MKS পদ্ধতিতে ভরের একক - উত্তর: কিলােগ্রাম 

১০৮, সর্বশেষ আবিষ্কৃত মৌলিক পদার্থ ? উত্তর: আনান সেপটিয়াম। 

৯৩. লােহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয় – উত্তর: দস্তা 

১০৯, যৌগিক পদার্থ নয় কোনটি? উত্তর: বায়ু 

৯৪. আন্তঃআনবিক শক্তি কি? উত্তর: আকর্ষন শক্তি 

Comments

Popular posts from this blog

APTITUDE MCQ LIST

সাধারণ জ্ঞান MCQ LIST