রাসায়নিক বিজ্ঞান-4

 51. নীচের কোনটি তড়িৎ ধনাত্মক অধাতু ?

( a ) S

( b ) Cl2

( c ) H2

( d ) C

উত্তর - ( c ) H2


52. কোন দ্রবণে টিল্ডাল এফেক্ট দেখা যায় ?

( a ) প্রকৃত দ্রবণ

( b ) সাসপেনশন

( c ) কলয়ডীয় দ্রবণ

( d ) কোনটিই নয়

উত্তর - ( c ) কলয়ডীয় দ্রবণ


53. পরিবেশের ক্ষতিকারক কোন ধাতুর যৌগ মােটর গাড়ীর নিঃসৃত ধোঁয়ায় থাকে ?

( a ) লােহা

( b ) দস্তা

( c ) সীসা

( d ) তামা

উত্তর - ( c ) সীসা


54. নীচের কোনটি দিয়ে ননস্টিক বাসনপত্র কাটিং করা হয় ?

( a ) টেফলন

( b ) হীরা

( c ) গ্রাফাইট

( d ) লােহা

উত্তর - ( a ) টেফলন


55. ফসজিন নামে কোন রাসায়নিক যৌগ পরিচিত ?

( a ) ফসফরাস ট্রাই ক্লোরাইড

( b ) কার্বোনীল ক্লোরাইড

( c ) বেরিয়াম ক্লোরাইড

( d ) সােডিয়াম বাই কার্বনেট

উত্তর - ( b ) কার্বোনীল ক্লোরাইড


56. তড়িৎ লেপন পদ্ধতিতে লােহার ওপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয় ?

( a ) রূপা 

( b ) জিঙ্ক

( c ) নিকেল 

( d ) টিন

উত্তর - ( b ) জিঙ্ক


57. কার্বনের কোন ধর্মের জন্য শৃঙ্খলিত যৌগ গঠিত হয় ?

( a ) ক্যাটিনেশন 

( b ) গঠনগত সমবয়তা

( c ) আলােকীয় সমবয়তা

( d ) কোনটিই নয়

উত্তর - ( a ) ক্যাটিনেশন


58. জৈবযৌগের নামকরণ কোন পদ্ধতিতে করা হয় ?

( a ) I.U.B.C.

( b ) I.U.P.A.C

( c ) I.L.P.A.C

( d ) I.U.C.N

উত্তর - ( b ) I.U.P.A.C


59. ইউরেনিয়ামের রেডিও অ্যাকটিভ ক্ষয়ে কী উৎপন্ন হয় ?

( a ) সীসা

( b ) বিসমাথ

( c ) লােহা 

( d ) গ্রাফাইট 

উত্তর - ( a ) সীসা


60. তেজস্ক্রিয় ভাঙ্গনের ফলে কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরিত হয় ?

( a ) Y রশ্মি

( b ) UV রশ্মি

( c ) ইনফ্রারেড রশ্মি

( d ) X রশ্মি 

উত্তর - ( a ) Y রশ্মি


61. নীচের কোটি তড়িৎযােজী যৌগ ?

( a ) MgCl2

( b ) NaF

( c ) Na2SO4

( d ) সব কটি

উত্তর - ( d ) সব কটি


62. কোন পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় ?

( a ) ব্যারােমিটার 

( b ) ভােল্টমিটার

( c ) ক্রোনােমিটার

( d ) ইলেকট্রোমিটার

উত্তর - ( b ) ভােল্টমিটার


63. LPG এর প্রধান উপাদান কোনটি ?

( a ) বিউটেন

( b ) অ্যাসফাল্ট

( c ) ইথেন

( d ) প্রােপেন

উত্তর - ( a ) বিউটেন


64. CNG এর মূল উপাদান কোনটি ?

( a ) বিউটেন

( b ) প্রােপেন

( c ) ইথেন

( d ) প্রােপেন

উত্তর - ( d ) প্রােপেন


65. নীচের কোন জ্বালানীটি সবচেয়ে কম বায়ুদূষণ ঘটায় ?

( a ) কাঠ

( b ) কেরােসিন

( c ) CNG

( d ) ডিজেল 

উত্তর - ( c ) CNG


66. নীচের কোন কয়লার মধ্যে সবচেয়ে বেশী পরিমাণ কার্বন পাওয়া যায় ?

( a ) পিট কয়লা

( b ) অ্যানথ্রাসাইট

( c ) লিগনাইট

( d ) বিটুমিনাস

উত্তর - ( b ) অ্যানথ্রাসাইট


67. রাবার গাছের নরম রাবার কোন মৌলের সাহায্যে বিক্রিয়া করে শক্ত রাবার তৈরী হয় ?

( a ) S

( b ) Mn

( c ) Hg

( d ) Mg

উত্তর - ( a ) S


68. নীচের কোনটি তীব্র গন্ধযুক্ত কেলাসাকার কঠিন ?

( a ) বেঞ্জিন

( b ) টলুইন

( c ) মিথানল

( d ) ফেলল

উত্তর - ( d ) ফেলল


69. নীচের কোনটি রেক্টিফায়েড স্পিরিট ?

( a ) C2H5OH

( b ) CH3OH

( c ) HCHO

( d ) C6H5CH3

উত্তর - ( a ) C2H5OH


70. LiO2 কোন ধরনের অক্সাইড ?

( a ) ক্ষারকীয় অক্সাইড

( b ) সুপার অক্সাইড

( c ) উভধর্মী অক্সাইড

( d ) মিশ্র অক্সাইড 

উত্তর - ( b ) সুপার অক্সাইড


71. প্রশম দ্রবনের pH কত ?

( a ) 5

( b ) 6

( c ) 7

( d ) 2

উত্তর - ( c ) 7


72. MnO2 কোন ধরনের অক্সাইড ?

( a ) আম্লিক অক্সাইড

( b ) উভধর্মী অক্সাইড 

( c ) সুপার অক্সাইড

( d ) পলি অক্সাইড

উত্তর - ( d ) পলি অক্সাইড


73. চিলি সল্টপিটারের সঙ্কেত কোনটি ?

( a ) NaNO3

( b ) H2SO4 

( c ) Na2SO4

( d ) H3PO4

উত্তর - ( a ) NaNO3


74. কোন অ্যাসিডকে সামুদ্রিক অ্যাসিড বলা হয় ?

( a ) HCI

( b ) NaCl

( c ) HNO3

( d ) H2SO4

উত্তর - ( a ) HCI


75. নীচের কোনটি এয়ারােসল এর উদাহরণ ?

( a ) মেঘ 

( b ) কুয়াশা

( c ) দুধ 

( d ) সাবানের ফেনা 

উত্তর - ( b ) কুয়াশা

Comments

Popular posts from this blog

APTITUDE MCQ LIST

সাধারণ জ্ঞান MCQ LIST