জীববিদ্যা-4
76 . কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায় ?
( a ) A
( b ) C
( c ) D
( d ) E
উত্তর - ( b ) C
77 . রক্তে RBC এর পরিমাণ বেড়ে যাওয়াকে কী বলে ?
( a ) ওলিগােসাইথিমিয়া
( b ) পলিসাইথিমিয়া
( c ) অ্যানিমিয়া
( d ) লিউকোপিনিয়া
উত্তর - ( b ) পলিসাইথিমিয়া
78. মানব পুষ্টির চতুর্থ পর্যায় কোনটি ?
( a ) খাদ্যগ্রহণ
( b ) আত্তীকরণ
( c ) বহিঃস্করণ
( d ) পরিপাক
উত্তর - ( b ) আত্তীকরণ
79. মেপালােব্লাস্ট অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয় ?
( a ) ভিটামিন B1
( b ) ভিটামিন B3
( c ) ভিটামিন B9
( d ) ভিটামিন B12
উত্তর - ( c ) ভিটামিন B9
80. হাইপারমেট্রোপিয়া বা দূরবন্ধ দৃষ্টি দূর করতে কোন লেন্স উত্তল ব্যবহার করা হয় ?
( a ) অবতল
( b ) সমতল
( c ) সম অবতল
( d ) উত্তল
উত্তর - ( d ) উত্তল
81. DNA তে নাইট্রোজেন ক্ষারটি থাকে না ?
( a ) অ্যাডিনিন
( b ) সাইটোসিন
( c ) ইউরাসিল
( d ) থাইমিন
উত্তর - ( c ) ইউরাসিল
82. ‘ ফিলজফিক জুওলজিক ’ গ্রন্থের রচয়িতা কে ?
( a ) ল্যামার্ক
( b ) মেন্ডেল
( c ) ডারউইন
( d ) দি ব্রিস
উত্তর - ( a ) ল্যামার্ক
83 . পায়রার বায়ুথলির সংখ্যা কটি ?
( a ) 13
( b ) 7
( c ) 9
( d) 11
উত্তর - ( c ) 9
84. কোন বিজ্ঞনী ড্রসােফিলা মাছিকে জিন তত্ত্বের ব্যবহার করেন ?
( a ) মেন্ডেল
( b ) ওয়াটসন এবং ক্রিক
( c ) মরগান
( d ) দি ভিস
উত্তর - ( b ) ওয়াটসন এবং ক্রিক
85. যক্ষ্মারােগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কি ?
( a ) Vibrio Cholerae
( b ) Mycobacterium tuberculosis
( c ) Salmonella typhii
( d ) Mycobacterium leprae
উত্তর - ( c ) Salmonella typhii
86. সালােকসংশ্লেষীয় একককে কী বলে ?
( a ) ক্লোরােফিল
( b ) কোয়ান্টাজোম
( c ) ক্লোরােসিস
( d ) ক্যারােটিন
উত্তর - ( b ) কোয়ান্টাজোম
87. কোন খনিজ মৌলের অভাবে উদ্ভিদের ক্লোরােসিস ঘটে ?
( a ) ক্যালসিয়াম
( b ) পটাসিয়াম
( c ) সােডিয়াম
( d ) ম্যাগনেসিয়াম
উত্তর - ( d ) ম্যাগনেসিয়াম
48 . মধ্যপ্রদেশের জাতীয় উদ্যানের নাম কী ?
( a ) করবেট
( b ) কাজীরাঙা
( c ) ভরতপুর
( d ) কানহা
উত্তর - ( d ) কানহা
89 . কোন প্রাণীর রক্তে হিমােসায়ানিন থাকে ?
( a ) মানুষের
( b ) কুনােব্যাঙের
( c ) আরশােলার
( d ) চিংড়ির
উত্তর - ( b ) কুনােব্যাঙের
90 . পারনিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে ?
( a ) B12
( b ) B6
( C ) B9
( d ) B1
উত্তর - ( a ) B12
91. ফার্ণ গাছের শুক্রাণু কোন অ্যাসিডের প্রভাবে চলন দেখায় ?
( a ) সাইট্রিক অ্যাসিড
( b ) ম্যালিক অ্যাসিড
( c ) অক্সালিক অ্যাসিড
( d ) ফিউমারিক অ্যাসিড
উত্তর - ( b ) ম্যালিক অ্যাসিড
92. ঈষ্টের দেহে কোন সন্ধান ঘটে থাকে ?
( a ) কোহল সন্ধান
( b ) বিটাইরিক অ্যাসিড সন্ধান
( c ) অ্যাসিটিক অ্যাসিড সন্ধান
( d ) ল্যাকটিক অ্যাসিড সন্ধান
উত্তর - ( a ) কোহল সন্ধান
93 . এক অণু গ্লুকোজের সম্পূর্ণ রূপে জারণ ঘটলে কত অণু ATP উৎপন্ন হয় ?
( a ) 30 অণু
( b ) 38 অণু
( c ) 8 অণু
( d ) 36 অণু
উত্তর - ( b ) 38 অণু
94. বাদুড়ের বিজ্ঞানসম্মত নাম কী ?
( a ) Peteropus Giganteus
( b ) Macaca Mulata
( c ) Rana Tigrina
( d ) Scoliodon Sorrakowah
উত্তর - ( a ) Peteropus Giganteus
95 . পাকস্থলীর আম্লিক অর্ধপাচিত খাদ্যবস্তুকে কি বলে ?
( a ) কাইম
( b ) কাইল
( c ) মল
( d ) কোনটাই নয়
উত্তর - ( a ) কাইম
96. পাকস্থলির কোন কোশ থেকে HCI ক্ষরিত হয় ?
( a ) পেপটিক কোশ
( b ) আরজেনটাফিল কোশ
( c ) অক্সিনটিক কোশ
( d ) ডেল্টা কোশ
উত্তর - ( c ) অক্সিনটিক কোশ
97. মানুষের কোন কোশটি বহু নিউক্লিয়াস যুক্ত বা সিনসিটিয়াম ?
( a ) অরেখ পেশী
( b ) হৃদপেশী
( c ) স্নায়ুকোশ
( d ) সরেখ পেশী
উত্তর - ( d ) সরেখ পেশী
98. মাইটোকনড্রিয়ার অন্তঃপর্দার অন্তঃগাত্রে অবস্থিত টেনিস র্যাকেটের ন্যায় বৃন্তযুক্ত গঠনকে কি বলে ?
( a ) ডিপ্লোজোম
( b ) কোয়ান্টাজোম
( c ) অক্সিজোম
( d ) মাইক্রোজোম
উত্তর - ( c ) অক্সিজোম
99. হেপাটাইটিস রােগে মানুষের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় ?
( a ) ক্ষুদ্রান্ত
( b ) যকৃত
( c ) পাকস্থলী
( d ) অগ্নাশয়
উত্তর - ( b ) যকৃত
100. কোন প্রাণীর পৌষ্টিকতন্ত্রে গিজার্ড থাকে ?
( a ) মানুষ
( b ) কুকুর
( c ) পায়রা
( d ) ব্যাঙ
উত্তর - ( c ) পায়রা
Comments
Post a Comment