সাধারণ বিজ্ঞান-3

 ১১০. নিষ্ক্রিয় মৌল কোনটি ? উত্তর: জেনন 

৯৫. অনুর তাপ মাত্রা বাড়লে কোনটি হয় না ? উত্তর: আকর্ষন শক্তি বৃদ্ধি পায় 

১১১. কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল? উত্তর: জিপসাম 

৯৬. পদার্থের তিন অবস্থার কারন উত্তর: আন্তঃআনবিক শক্তির পার্থক্য 

১১২. কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ পানি হয়? উত্তর: ০ 

৯৭. কোনটির আয়তন নেই? উত্তর: গ্যাসীয় পদার্থের 

১১৩. চুলায় পানি দিলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে থাকে? উত্তর: ১০০ 

৯৮, জল কয় অবস্থায় থাকতে পারে ? উত্তর: ৩। 

১১৪, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহন করে না ? উত্তর: অনু 

৯৯, সরাসরি বাষ্পে পরিনত হওয়াকে কি বলে ? উত্তর: ঊর্ধ্বপাতন 

১০০. কোনটি উদ্বায়ী পদার্থ নয় ? উত্তর: লবন। 

১১৫, পরমানুর নিউক্লিয়াসে থাকে না কোনটি? 

উত্তর: ইলেকট্রন 

১১৬, পরমানুতে কি সমান থাকে? উত্তর: ইলেকট্রন প্রােটনের সংখ্যা 

১০১. আন্তঃআনবিক আকর্ষন সবচেয়ে কম কোন পদার্থের? উত্তর: নাইট্রোজেন 

১১৭. নিষ্ক্রিয় গ্যাসের অনুতে কয়টি পরমানু থাকে? উত্তর: ১ 

১০২. তাপ বর্জন করে তরল না হয়ে সরাসরি কঠিন হওয়াকে কি বলে? উত্তর: সমীভবন 

১১৮, আইসােটনে কি সমান থাকে ? উত্তর: নিউট্রন। 

১০৩. সবচেয়ে হালকা মৌল কোনটি? উত্তর: হাইড্রোজেন 

১১৯, আইসােবারে কি ভিন্ন থাকে ? উত্তর: প্রােটন সংখ্যা 

১০৪. সবচেয়ে ভারী মৌল? উত্তর: ইউরেনিয়াম 

১২০, আইসােবারে সমান থাকে কোনটি? উত্তর: ভর সংখ্যা 

১০৫, ইউরেনিয়ামের আনবিক ভর কত? উত্তর: ২৩৮ 

১২১. বয়েলের সূত্রের একক কি কি? উত্তর : উষ্ণতা ও ভর 

১০৬. বায়ু একটি - উত্তর: মিশ্র পদার্থ 

১২২. এক নটিক্যাল মাইল মানে কত ফুট? উত্তর : ৬০৮০ ফুট 

১০৭. যে তাপমাত্রায় পদার্থ কঠিন হতে শুরু করে তাকে কি বলে? 


১২৩, প্লাস্টিক শিল্পে ব্যবহৃত ' PVC 'শব্দ টির অর্থ কি? উত্তর : পলিভিনাইল ক্লোরাইড। 

১৩৮. রেনে ডেকার্ট কেন বিখ্যাত? উত্তর :জ্যামিতিতে বীজগণিতের সূত্র প্রয়গের ফলে। 

১২৪, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত? উত্তর :শূন্য 

১৩৯, অ্যানাটমির জনক কে? উত্তর : আনদ্রিয়াস ভেসালিয়াস 

১২৫, কোন লােহায় কার্বনের পরিমান সবচেয়ে কম থাকে? উত্তর :রট আয়রন 

১৪০, খনি শ্রমিকের বন্ধু কাকে বলা হয়? 

উঃ হামফ্রে ডেভিকে, সেফটি লাম্প আবিষ্কারের জন্য 

১২৬. কোন মৌলের আইসােটোপ নেই? উত্তর :সােডিয়াম 

১৪১, আইসােটোপ কি? উত্তর :যে সব পরমানুর পারমাণবিক সংখ্যা এক কিন্তু ভর সংখ্যা। আলাদা তাদের আইসােটোপ বলে 

১২৭, বরফের সঙ্গে সাধারণ লবণ মেশালে বফের গলনাঙ্ক কমে না। বাড়ে? উত্তর :কমে 

১৪২. ভর সংখ্যা কি? উত্তর :নিউক্লিয়াসের প্রােটন ও নিউটন সংখ্যার সমষ্টি 

১২৮, তিন ভরসংখ্যার হাইড্রোজেন কে কি বলে? উত্তর : ট্রাইটিয়াম 

১৪৩, আয়ােডিন বেশি থাকে? উত্তর : সমুদ্রের মাছে। 

১২৯, ঘড়িতে দম দিলে কোন শক্তি সঞ্চিত হয়? উত্তর :স্থিতি শক্তি 

১৪৪. ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কি? উত্তর : সিসমােগ্রাফ 

১৩০. হীরের পর পৃথিবীতে সবচেয়ে কঠিন বস্তু কি? উত্তর : করানডাম 

১৪৫, উড়ােজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি? উত্তর : ট্যাকমিটার 

১৩১. লােহার জিনিসের উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে কি বলে? উত্তর :গ্যালভানাইজেশন

১৭৯. হরমােন, রক্তচাপ, ও শড়িরের তাপ নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের যে অংশ – হাইহ্যালামাস। 

১৬২. মানবদেহে মােট কোষের সংখ্যা ? উত্তর : ১০ 

১৮০. একটি পরিণত শুক্রাণুর ক্যটি অংশ- ৩ টি 

১৬৩. ব্লাড ক্যান্সার হয় ? উত্তর : রক্তে শ্বেত কণিকা বেড়ে গেলে 

১৮১. পরিপাক শুক্রাণু ও ডিম্বানু নিউক্লিয়াসের একীভবন হল – নিষেক 

১৮২. শিশুর জন্মকালীন ওজন – ৩.১৭-৩.৬২ কেজি 

Comments

Popular posts from this blog

APTITUDE MCQ LIST

সাধারণ জ্ঞান MCQ LIST