জীববিদ্যা-3
51. নীচের কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া ?
( a ) রাইজোবিয়াম
( b ) থায়ােব্যাসিলাস
( c ) অ্যাজোটোব্যাক্টর
( d ) ক্লসট্রিডিয়াম
উত্তর - ( b ) থায়ােব্যাসিলাস
52. উদ্ভিদের কোন শারীরবৃত্তীয় পদ্ধতিকে প্রয়ােজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলা হয় ?
( a ) শােষণ
( b ) সালােকসংশ্লেষ
( c ) বাষ্পমােচন
( d ) রেচন
উত্তর - ( c ) বাষ্পমােচন
53. কোন জাতীয় খাদ্যের তাপনমূল্য সবচেয়ে বেশী ?
( a ) শর্করা
( b ) প্রােটিন
( c ) ফ্যাট
( d ) অ্যামাইনাে অ্যাসিড
উত্তর - ( c ) ফ্যাট
54. অ্যাডামস অ্যাপল কোন অঙ্গে দেখা যায় ?
( a ) ট্রাকিয়া
( b ) স্বরযন্ত্র
( c ) গ্রাসনালী
( d ) ব্রঙ্কাস
উত্তর - ( b ) স্বরযন্ত্র
55. কোনটি শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত ?
( a ) লাইকেন
( b ) মাইকোরাইজা
( C ) VAM
( d ) কোরালয়েড মূল
উত্তর - ( a ) লাইকেন
56 . কোন ধরণের পুষ্টিতে সহভক্তা ও ব্যাতিহারী লক্ষ্য করা যায় ?
( a ) পরজীবীয় পুষ্টি
( b ) মৃতজীবীয় পুষ্টি
( c ) মিথােজীবীয় পুষ্টি
( d ) হলােজোয়িক পুষ্টি
উত্তর - ( c ) মিথােজীবীয় পুষ্টি
57 . অ্যান্টিস্টেরিলিটি বা বন্ধ্যাত্ব প্রতিরােধী ভিটামিন কোনটি ?
( a ) ভিটামিন A
( b ) ভিটামিন D
( c ) ভিটামিন E
( d ) ভিটামিন C
উত্তর - ( c ) ভিটামিন E
58. কোন প্রাণীর রক্তে লােহিতকণিকা নেই ?
( a ) কেঁচো
( b ) মানুষ
( c ) ব্যাং
( d ) - মাছ
উত্তর - ( a ) কেঁচো
59 . সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় এক গ্রাম অণু গ্লুকোজে কত পরিমাণ শক্তি স্থিতিশক্তি রূপে আবদ্ধ থাকে ?
( a ) 487 কিলােক্যালােরি
( b ) 518 কিলােক্যালােরি
( c ) 686 কিলােক্যালােরি
( d ) 886 কিলােক্যালােরি
উত্তর - ( c ) 686 কিলােক্যালােরি
60 . অরনিথিন চক্র কোথায় সংগঠিত হয় ?
( a ) পেশীতে
( b ) বৃক্কে
( c ) যকৃতে
( d ) ক্ষুদ্রান্তে
উত্তর -( c ) যকৃতে
61. নীচের কোনটি দ্বি - শর্করার উদাহরণ ?
( a ) গুকোজ
( b ) ল্যাকটোজ
( c ) ফুকটোজ
( d ) গ্যালাকটোজ
উত্তর - ( b ) ল্যাকটোজ
62. বাষ্পমােচনের হার কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় ?
( a ) আর্কইন্ডিকেটর
( b ) প্রােটোমিটার
( c ) অক্সানােমিটার
( d ) হিমমােমিটার
উত্তর - ( b ) প্রােটোমিটার
63 . O শ্রেণির রক্তে -
( a ) অ্যাগুটিনােজেন থাকে না
( b ) অ্যাগ্লুটিনিন থাকে না
( c ) অ্যাগ্লুটিনােজেন A থাকে
( d ) অ্যাগ্লুটিনােজেন AB থাকে
উত্তর - ( a ) অ্যাগুটিনােজেন থাকে না
64. নীচের কোন অস্থিটি মানুষের হাতে পাওয়া যায় না ?
( a ) রেডিয়ান
( b ) আলনা
( c ) হিউমেরাস
( d ) ফিমার
উত্তর - ( d ) ফিমার
65. ' ইকোসিস্টেম ’ শব্দটি কে প্রবর্তন করেন ?
( a ) রাইটার
( b ) ওডাম
( c ) ট্যান্সলি
( d ) হেকেল
উত্তর - ( c ) ট্যান্সলি
66. বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের প্রকৃতি কীরূপ ?
( a ) একমুখী
( b ) দ্বিমুখী
( c ) ত্রিমুখী
( d ) বহুমুখী
উত্তর - ( a ) একমুখী
67. ‘ রেসারপিন ' কোন গাছ থেকে পাওয়া যায় ?
( a ) তামাক
( b ) সর্পগন্ধা
( c ) চা
( d ) কুচেলা
উত্তর - ( b ) সর্পগন্ধা
68. ধুনা আসলে কী ?
( a ) উপক্ষার
( b ) রজন
( c ) তরুক্ষীর
( d ) র্যাফাইড
উত্তর - ( b ) রজন
69 . মানুষের সুষুম্নাস্নায়ুর সংখ্যা কত ?
( a ) 10 জোড়া
( b ) 31 জোড়া
( c ) 12 জোড়া
( d ) 33 জোড়া
উত্তর - ( b ) 31 জোড়া
70. মূত্রে জলের পরিমাণ কোন হরমােন নিয়ন্ত্রণ করে ?
( a ) ACTH
( b ) STH
( c ) TSH
( d ) ADH
উত্তর - ( d ) ADH
71. ' ব্ল্যাক ফুট রােগ ’ কোন দূষণের জন্য হয় ?
( a ) লেড
( b ) ফুরাইড
( c ) আর্সেনিক
( d ) ক্যাডমিয়াম
উত্তর - ( c ) আর্সেনিক
72. রেডিওথেরাপি করা হয় কোন রােগের ক্ষেত্রে ?
( a ) এইডস রােগ
( b ) ক্যানসার রােগ
( c ) জন্ডিস
( d ) যক্ষ্মা
উত্তর - ( b ) ক্যানসার রােগ
73. ' সায়েন্স ’ শব্দটির মূল উৎস কী ?
( a ) ল্যাতিন
( b ) ইংরেজি
( c ) গ্রিক
( d ) স্প্যানিস
উত্তর - ( a ) ল্যাতিন
74 . এন্টামিবা হিস্টোলাইটিকা জীবাণুটি কোন রােগ সৃষ্টি করে ?
( a ) কলেরা
( b ) টাইফয়েড
( c ) আমাশয়
( d ) সিফিলিস
উত্তর - ( c ) আমাশয়
75. BHC আসলে কী ?
( a ) ওষুধ
( b ) রাসায়নিক সার
( c ) কীটনাশক
( d ) বর্জ্যপদার্থ
উত্তর - ( c ) কীটনাশক
Comments
Post a Comment