সাধারণ বিজ্ঞান-2

 ২৯, মৃত্যুর পর পেশি কঠিন হয়ে যাওয়ার কারন কি? 

উত্তর: ইডেমা উত্তর: এটিপি কমে যাওয়া 

৪৫. "Heart of Heart" কাকে বলে? 

৩০. স্ত্রী দেহে স্তন গ্রন্থি কীসের প্রকৃত রুপান্তর? 

উত্তর: হিজ-এর বান্ডিল। উত্তর: ঘর্মগ্রন্থি বা সিবেসিয়াস গ্ল্যান্ড। 

৪৬. হৃদপিণ্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর মােটা হয় ?

 ৩১. বেশি ভিটামিন নিলে শরীরে কি সমস্যা দেখা দেয়? 

উত্তর:বাম নিলয় উত্তর: মাথা ব্যাথা ও তন্দ্রাচ্ছন্নতা 

৪৭. কোন স্তন্যপায়ী প্রানীর RBC নিউক্লিয়াস যুক্ত ? 

৩২. মানুষের দাঁতের কঠিন অংশের নাম কি? 

উত্তর: উট উত্তর: এনামেল 

৪৮, কোন গ্রন্থি হরমােন উৎপাদন করে না?

 ৩৩, নিষেকের পর কোষের ক্রোমােজোম সংখ্যা কত হয়? 

উত্তর: প্লীহা উত্তর: ২n 

৪৯. দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি ? 

৩৪, পারনিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে? 

উত্তর: ভেগাস উত্তর: ভিটামিন বি ১২ 

৫০. গ্যাস্ট্রিন কোথায় ক্ষরিত হয়? 

৩৫. কোন স্তন্যপায়ী প্রানীর দেহে লােম থাকে না? 

উত্তর: পাকস্থলী উত্তর: তিমি 

৫১. কোন হরমােন রক্তচাপ বাড়ায় ? 

৩৬. যেসব প্রানীদের রাত্রে মল খাওয়ার অভ্যাস আছে তাদের কি বলে উত্তর: আড্রিনালিন উত্তর: কপ্ৰফ্যাগি 

৫২. লিনিয়াস সারা উদ্ভিদ জগতকে কয় ভাগে ভাগ করেছিলেন? 

উত্তর: ২৪ টি ভাগে 

৩৭. কোন কীটনাশকের ছােয়ায় পতঙ্গদের মৃত্যু ঘটতে পারে? উত্তর: প্যারাথিয়ন 

৫৪, পাইরিনয়েড ডানা কোন কোষ অঙ্গানুতে পাওয়া যায় ? 

উত্তর: প্লাস্টিড 

৩৮, মৌমাছি গড়ে কতদিন বাঁচে? উত্তর: ৫০ থেকে ৬০ দিন। 

৫, সার হিসাবে ব্যাবহার করা হয় এমন শৈবালের নাম কি? 

উত্তর: অ্যানাবিনা নস্টক 

৩৯, মহিলাদের দেহে অস্টিওপােরােসিস কোন বয়সে দেখা যায়? উত্তর: ৪০ থেকে ৪৫ বছর বয়সে 

৫৬. কোন ধাতুর আকরিকের নাম 'গ্যালেনা' ? 

উত্তর: সীসা।

 ৪০. কোন ভিটামিনকে বায়ােটিন বলে ? উত্তর: ভিটামিন H /ভিটামিন B7 

৫৭. 'পিউটার' ধাতু সংকর উপাদানে কি কি থাকে? 

উত্তর: ৫০% সীসা ও ৫০% টিন ৪১. ফ্যাট কিসে দ্রবনীয়? উত্তর: ইথার ও ক্লোরােফর্ম 

Comments

Popular posts from this blog

APTITUDE MCQ LIST

সাধারণ জ্ঞান MCQ LIST