রাসায়নিক বিজ্ঞান-2
1. বাতাস কোন ধরনের পদার্থ ?
(a) মৌলিক পদার্থ
(b) যৌগিক পদার্থ
(c) মিশ্র পদার্থ
(d) কোনটিই নয়
উত্তর - (c) মিশ্র পদার্থ
2. আগুন নেভানাের জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় ?
(a) অক্সিজেন
(b) নাইট্রোজেন
(c) কার্বনডাই অক্সাইড
(d) কার্বন মনােক্সাইড
উত্তর - (c) কার্বনডাই অক্সাইড
3. ব্রোঞ্জের মধ্যে কোনটি দ্রাব এবং কোনটি দ্রাবক ?
(a) A1 দ্রাবক ও Sn দ্রাব
(b) Cu দ্রাবক ও Sn দ্রাব
(c) Mg দ্রাবক ও Cu দ্রাব
(d) Cu দ্রাবক ও Mg দ্রাব
উত্তর - (b) Cu দ্রাবক ও Sn দ্রাব
4. আধুনিক দীর্ঘ পর্যায় সূত্র কে প্রকাশ করেন ?
(a) নিউল্যান্ড
(b) মেন্ডেলিভ
(c) প্ল্যাঙ্ক
(d) বাের
উত্তর - (d) বাের
5. নিচের কোনটি বিজারক পদার্থ ?
(a) H2S
(b) SO2
(c) CO
(d) সব কটি
উত্তর - (d) সব কটি
6. পারদ সংকর কোন ধরনের দ্রবণের উদাহরণ ?
( a ) দ্রাবক এবং দ্রাব উভয় তরল
( b ) দ্রাবক কঠিন দ্রাব তরল
( c ) দ্রাবক তরল এবং দ্রাব কঠিন
( d ) উভয় দ্রাবক এবং দ্রাব কঠিন
উত্তর - ( b ) দ্রাবক কঠিন দ্রাব তরল
7. অসম্পৃক্ত দ্রবনকে কীভাবে সম্পৃক্ত দ্রবণে পরিণত করবে ?
( a ) দ্রাবক যােগ করে
( b ) আরাে দ্রবন যােগ করে
( c ) দ্রাব যােগ করে
( d ) সব কটি
উত্তর - ( a ) দ্রাবক যােগ করে
8. নিচের কোনটি সার্বজনীন দ্রাবক রূপে পরিচিত ?
( a ) ক্লোরােফর্ম
( b ) ইথার
( c ) বেঞিন
( d ) জল
উত্তর - ( d ) জল
9. 500 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ 45 গ্রাম দ্রাব দ্রবীভূত হতে পারে, দ্রাবটির দ্রাব্যতা কত ?
( a ) 45
( b ) 25
( c ) 9
( d ) 5
উত্তর - ( c ) 9
10. কোনটি কলয়েড কণার ব্যাস ?
(a) 10-3
(b) 10-8
(c) 10-6
(d) 10-10
উত্তর - (c) 10-6
11. দ্রাব্যতা লেখ এর X অক্ষ বরাবর কি প্রকাশ করা হয় ?
( a ) দ্রাবতা
( b ) দ্রাবকের পরিমাণ
( c ) দ্রাবের পরিমাণ
( d ) উম্নতা
উত্তর - ( d ) উম্নতা
12. কোন নির্দিষ্ট পর্যায়ের বাঁদিক থেকে ডানদিকে গেলে পরমাণুর কোন পরিবর্তন ঘটে ?
( a ) তড়িৎ ঋণাত্মকতা কমে
( b ) ধাতব ধর্ম বাড়ে
( c ) আকার কমে
( d ) অধাতব ধর্ম কমে
উত্তর - ( c ) আকার কমে
13. অ্যাসিড দ্রবণে কোনটি দেখা যায় ?
( a ) মিথাইল অরেঞ্জ হলুদ বর্ণের হয়
( b ) ফেনলপথ্যালিন গােলাপী বর্ণের হয়
( c ) মিথাইল রেড হলুদ বর্ণের হয়
( d ) ফোলপথ্যালিন বর্ণহীন হয়
উত্তর - ( b ) ফেনলপথ্যালিন গােলাপী বর্ণের হয়
14. অন্তধৃতি দেখায় কোন ধাতুগুলি ?
( a ) আয়রণ
( b ) প্যালাডিয়াম
( c ) নিকেল
( d ) সব কটি
উত্তর - ( d ) সব কটি
15. বাতাসে কোন গ্যাস থাকার জন্য তেল ছবির সাদা রং কালাে হয়ে যায় ?
( a ) NO2
( b ) H2S
( c ) CO2
( d ) SO2
উত্তর - ( b ) H2S
16. নীচের কোন গ্যাসটির বর্ণ পােড়া বারুদের গন্ধযুক্ত ?
( a ) NO2
( b ) H2S
( c ) SO2
( d ) CO2
উত্তর - ( c ) SO2
17. সমুদ্রে সাদা ধোঁয়া তৈরীর জন্য কোন যৌগ ব্যবহার করা হয় ?
( a ) H2S
( b ) PH3
( c ) CO2
( d ) NH3
উত্তর - ( b ) PH3
18. কাপড় কাচার সােডার সঙ্কেত কী ?
( a ) (NH4)2SO4
( b ) Ca (OH)2
( c ) CuSO4, 5H2O
( d ) Na2CO, 10H2O
উত্তর - ( d ) Na2CO, 10H2O
19. নীচের কোনটি ক্যালশিয়ামের আকরিক ?
( a ) কার্নালাইট
( b ) ফ্লুওস্পার
( c ) ম্যাগনেটাইট
( d ) ক্যালামাইন
উত্তর - ( b ) ফ্লুওস্পার
20. কোনটির ক্ষেত্রে পানদান করা সম্ভব ?
( a ) স্টীল
( b ) কাস্ট আয়রণ
( c ) রট আয়রণ
( d ) কোনটিই নয়
উত্তর - ( a ) স্টীল
21. গান মেটালে কোন উপাদানটি থাকে না ?
( a ) Fe
( b ) Cu
( c ) Zn
( d ) Sn
উত্তর - ( a ) Fe
22. সম পরিমাণ আইসােমার যুক্ত মিশ্রণকে কী বলে ?
( a ) বরডিয়াক্স মিশ্রণ
( b ) রেক্সিন মিশ্রণ
( c ) সেরামিক মিশ্রণ
( d ) রেসিমিক মিশ্রণ
উত্তর - ( d ) রেসিমিক মিশ্রণ
23. প্রথম ক্লোরােফর্ম কে প্রস্তুত করেন ?
( a ) লাইবেগ
( b ) সিম্পসন
( c ) এডমন্ড ডেভী
( d ) বার্থেলাে
উত্তর - ( a ) লাইবেগ
24. কোন গ্যাসটি ওয়াটার গ্যাসের মধ্যে পাওয়া যায় ?
( a ) নাইট্রোজেন
( b ) কার্বন মনােক্সাইড
( c ) মিথেন
( d ) সালফার ডাই অক্সাইড
উত্তর - ( b ) কার্বন মনােক্সাইড
25. নীচের কোন উপাদানটি বক্সাইট থেকে উৎপন্ন হয় ?
( a ) লােহা
( b ) অ্যালুমিনিয়াম
( c ) মাইকা
( d ) তামা
উত্তর - ( b ) অ্যালুমিনিয়াম
Comments
Post a Comment