ভুগােল-2
২৬, ভারতের কোন বিখ্যাত আন্দোলনের অন্যতম স্লোগান ছিল "Ecology is Permanent Economy" ? উত্তর :চিপকো আন্দোলন।
১৩. সূয়েজ ক্যানাল কোথায় অবস্থিত? উত্তর : ইজিপ্টে
১৪. Solar System এর আবিষ্কারক কে? উত্তর : কোপার্নিকাস।
২৭. ওড়িশা রাজ্যের State Animal কোনটি? উত্তর :সম্বর হরিণ
২৮. আমন ব্রিজ' কোন দুটি দেশকে যুক্ত করেছে ? উত্তর :ভারত – পাকিস্তান।
৪৪. খাসি পাহাড় কোন রাজ্যে অবস্থিত? উত্তর :মেঘালয়
২৯. পশ্চিমী ঝঞ্চার ফলে কোথায় বৃষ্টিপাত হয়? উত্তর :বিহার – উত্তরপ্রদেশ
৪৫. অযােধ্যা পাহাড় কোন রাজ্যে অবস্থিত? উত্তর :পুরুলিয়া, পশ্চিমবঙ্গ
৩০, ন্যাশনাল রিমােট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত? উত্তর :হায়দ্রাবাদ
৪৬. “কচ্ছ” শব্দের অর্থ কী? উত্তর :জলাময় দেশ
৩১. সমুদ্রে নাবিকরা যে যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করে তার নাম কি
উত্তর :সেকস্ট্যান্ট যন্ত্র
৪৭. “Sky River” নামে কোন নদী পরিচিত? উত্তর :ব্রহ্মপুত্র
৩২. পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ কোনটি? উত্তর :আলাস্কার হুবার্ড
৪৮. জম্মু কোন নদীর তীরে অবস্থিত? উত্তর :তাওয়াই
৩৩. পৃথিবীর গভীরতম ফিয়র্ড কোনটি? উত্তর :নরওয়ের সেভলে ফিয়র্ড
৩৪. উত্তর প্রদেশ ও বিহারের অশ্বক্ষুরাকৃতি হ্রদকে কী বলে? উত্তর :কোর বা তাল
৪৯, ময়ূরাক্ষী নদীর ওপর নির্মিত “মশানজোড়” বাঁধ কে “কানাডা বাঁধ” বলা হয় কেন? উত্তর :১৯৫৪-৫৫ সালে কানাডা সরকারের সহযােগিতায় নির্মান কাজ সম্পূর্ণ হয় বলে এই বাঁধের অপরনাম কানাডা বাঁধ।
৩৫. আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর :মার্কিন যুক্তরাষ্ট্রে
৫০, অষ্টমুদী হ্রদ কোন রাজ্যে অবস্থিত? উত্তর :কেরালার কোলাম জেলাতে
৩৬. আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? উত্তর :মাউন্ট ব্ল্যাক
৫১. ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম কী? উত্তর :KunchikalRunchikal Falls(৪৫৫ মিটার),Masthikatte , Shimoga district, Karnataka
৩৭. “চ্যালেঞ্জার খাত” কোথায় অবস্থিত? উত্তর :প্রশান্ত মহাসাগরে
www.kolo
৫২. ভারতের সুনামি পূর্বাভাস কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর :২০০৭ সালের ১৫ অক্টোবর , অন্ধপ্রদেশের হায়দ্রাবাদে স্থাপিত
৩৮, বেরিং স্রোত কোন মহাসাগরে দেখা যায়? উত্তর :প্রশান্ত মহাসাগরে
হয়।
৩৯. বৃক্ষরূপী নদীবিন্যাস কোথায় দেখা যায়? উত্তর :মরু অঞ্চলে
৫৩. প্রশান্ত মহাসাগরের সুনামি সতর্কতা কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হনুলুলুতে
৪০, উত্তর গােলার্ধের “মেরুজ্যোতি” কে কী বলে? উত্তর :আরােরা বেরিয়ালিস
৫৪. আন্তর্জাতিক জলাভূমি দিবস কবে পালিত হয়? উত্তর :২রা ফেব্রুয়ারি
৫৫. “রামসার ” চুক্তি কত সালে কার্যকর হয়? উত্তর :১৯৭৫
৪১. ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাতের নাম কী? উত্তর :সরাবতী নদীর গেরসােপ্পা বা যােগ বা মহাত্মা গান্ধী জলপ্রপাত
৫৬. কার্বন মুক্ত দেশ কোনটি? উত্তর :ভুটান।
৪২. পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? উত্তর :অন্ধ্রপ্রদেশ ও ওডিশা সীমান্তে অবস্থিত আরমা কোন্ডা(১৬৮০ মিটার)
৫৭. কাঞ্চনজংঘা ন্যাশনাল পার্ক UNESCO এর World Heritage Site এর তালিকায় কবে স্থান পায়? উত্তর :১৮ জুলাই ২০১৬
৪৩. পশ্চিম ঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? উত্তর :কলসুবাই(১৬৪৬ মিটার)।
৫৮. সুন্দরবন UNESCO এর World Heritage Siteএর
Download Form : www.kolom.in।
Facebook Page - কলম |
Page 2
তালিকায় কবে স্থান পায়? উত্তর :১৯৮৭
৭২. ২০১১ সালের আদমসুমারী অনুযায়ী, ভারতের জনঘনত্ব কত? উত্তর :৩৮২ জন প্রতি বর্গকিমি
৫৯, ভারতে UNESCoUNESC0 প্রদত্ত বর্তমানে মােট কতগুলি স্থান World Heritage এর তকমা পেয়েছে? উত্তর :৩৫ টি
৭৩. ভারতের সবচেয়ে দীর্ঘ জাতীয় সড়ক কোনটি? উত্তর :বারাণসী থেকে কন্যাকুমারী
৬০. “চিপকো ” কথার অর্থ কী? উত্তর :জড়িয়ে ধরা
Comments
Post a Comment