জীববিদ্যা-20

 476. রাতকানা রােগ হয় যে ভিটামিনটির অভাবে সেটি হল— 

[ A ] ভিটামিন D 
[ B ] ভিটামিন C 
[ C ] ভিটামিন K 
[ D ] ভিটামিন A
উত্তর - [ D ] ভিটামিন A

477. ‘ বিগ - ব্যাং ’ থিয়ােরি বিবৃত করে - 
[ A ] ব্রহ্মান্ডের সৃষ্টি 
[ B ] সূর্যের সৃষ্টি 
[ C ] মাধ্যাকর্ষণের সৃষ্টি 
[ D ] অণুজীবের সৃষ্টি
উত্তর - [ A ] ব্রহ্মান্ডের সৃষ্টি 

478. ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যেটির দ্বারা সেটি হল— 
[ A ] ব্যারােমিটার 
[ B ] হাইড্রোমিটার 
[ C ] পলিগ্রাফ 
[ D ] সিসমােগ্রাফ 
উত্তর - [ D ] সিসমােগ্রাফ 

479. মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয় ? 
[ A ] পুঁটি 
[ B ] গ্যাম্বুসিয়া 
[ C ] বাটা 
[ D ] রুই
উত্তর - [ B ] গ্যাম্বুসিয়া 

480. আলু হল— 
[ A ] মূল 
[ B ] কান্ড
[ C ] কুঁড়ি 
[ D ] ফল 
উত্তর - [ B ] কান্ড

481. হিমাটোপােয়েসিস কোথায় সংঘটিত হয় ?
[ A ] ফুসফুসে
[ B ] অগ্নাশয়ে 
[ C ] যকৃতে 
[ D ] অস্থিমজ্জায়
উত্তর - [ D ] অস্থিমজ্জায়

482. _____________ হল একটি হরমােন যা রক্তস্থিত গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে ?
[ A ] গ্লুকোজ 
[ B ] থাইরক্সিন
[ C ] অক্সিটোসিন 
[ D ] ইনসুলিন
উত্তর - [ D ] ইনসুলিন

483. পেলেগ্রা ও স্কার্ভি নিচের কোন জোড়া ভিটামিনের অভাবে সংঘটিত হয় ?
[ A ] ভিটামিন C এবং ভিটামিন D
[ B ] ভিটামিন B এবং - ভিটামিন C 
[ C ] ভিটামিন D এবং ভিটামিন A
[ D ] ভিটামিন A এবং ভিটামিন B2 
উত্তর - [ B ] ভিটামিন B এবং - ভিটামিন C 

484. রাইবােজাইম কি ?
[ A ] DNA 
[ B ] RNA 
[ C ] প্রােটিন 
[ D ] কোনটি নয় 
 উত্তর - [ B ] RNA 

485. মানুষের দেহে অ্যালকোহলের শতকরা পরিমাণ কত হলে, মানুষের মৃত্যু ঘটবে ?
[ A ] 2.0 % 
[ B ] 3.0 % 
[ C ] 5.0 % 
[ D ] 7.0 %
উত্তর - [ C ] 5.0 % 
 
486. কোন উপাদানটির অভাবে গাছের সাদা মুকুল রােগটি ঘটে ?
[ A ] জিঙ্ক 
[ B ] কপার 
[ C ] বােরণ 
[ D ] ম্যাঙ্গানিজ 
উত্তর - [ A ] জিঙ্ক 

487. দুধের বর্ণ সাদা হওয়ার কারণ কী ?
[ A ] কেসিন 
[ B ] অ্যালবুমিন 
[ C ] ল্যাকটোজ 
[ D ] গ্লোবিউলিন 
উত্তর - [ A ] কেসিন 

488. নিমগাছ হচ্ছে - 
[ A ] ক্রান্তীয় আর্দ্র চিরহরিৎ গাছ 
[ B ] ক্রান্তীয় আর্দ্র পর্ণমােচী গাছ 
[ C ] ক্রান্তীয় শুষ্ক পর্ণমােচী গাছ 
[ D ] ক্রান্তীয় শুষ্ক চিরহরিৎ গাছ 
উত্তর - [ B ] ক্রান্তীয় আর্দ্র পর্ণমােচী গাছ 

489. পূর্ণতাপ্রাপ্ত ফাইলেরিয়া কীট মানুষের যে অংশে অবস্থান করে - 
[ A ] রক্ত 
[ B ] লসিকানালী 
[ C ] যকৃত 
[ D ] অন্ত্র 
উত্তর - [ B ] লসিকানালী 

490. ADH এর অভাবে যে রােগটি সৃষ্টি হয়— 
[ A ] ডায়াবেটিস ইনসিপিডাস 
[ B ] ডায়াবেটিস মেলিটাস 
[ C ] গ্রেভ - এর রােগ 
[ D ] কুশিং - এর রােগ
উত্তর - [ A ] ডায়াবেটিস ইনসিপিডাস 

491. নিম্নোক্তগুলির মধ্যে কোনটি ভাইরাসজনিত রােগ ?
[ A ] ট্রাইপ্যানােসােমিয়াসিস 
[ B ] জিয়ারডিয়াসিস 
[ C ] ওরিয়েন্টাল ঘা 
[ D ] এনকেফালাইটিস 
উত্তর - [ D ] এনকেফালাইটিস 

492. মানুষের স্বাভাবিক রক্ত -
[ A ] আম্লিক 
[ B ] ক্ষারীয় 
[ C ] প্রশমিত 
[ D ] পরিবর্তনশীল
উত্তর - [ B ] ক্ষারীয় 

493. যে প্রাণীগােষ্ঠী সমুদ্র জলে পাওয়া যায় না—
[ A ] স্তন্যপায়ী 
[ B ] উভচর 
[ C ] সরীসৃপ 
[ D ] পক্ষী
উত্তর - [ D ] পক্ষী

494. সিঙ্কোনা গাছের কোন অংশ থেকে কুইনিন পাওয়া যায় ?
[ A ] বীজ 
[ B ] পাতা 
[ C ] ফুল 
[ D ] ছাল
উত্তর - [ D ] ছাল

495. ম্যালেরিয়া পরজীবীর জীবাণু রােগীর রক্তের যথাযথ পাওয়া যায়— 
[ A ] জ্বর বৃদ্ধির এক ঘন্টা পূর্বে 
[ B ] তীব্র জ্বরের পাঁচ ঘন্টা পর 
[ C ] কম্পন সহযােগে তাপ বৃদ্ধির সময় 
[ D ] যে কোনও সময়
উত্তর - [ D ] যে কোনও সময়

496. নিম্নলিখিত কোন ভিটামিনে অ্যাসিল CoA ডিহাইড্রোজিনেস প্রথেটিক গ্রুপ যুক্ত থাকে ?
[ A ] নিকোটিনিক অ্যাসিড
[ B ] পাইরিডক্সিন
[ C ] প্যানটোথেনিক অ্যাসিড
[ D ] রাইবােফ্লেভিন
উত্তর - [ D ] রাইবােফ্লেভিন

497. চিংড়ীর রেচন অঙ্গ কোনটি ?
[ A ] লালাগ্রন্থি 
[ B ] সবুজগ্রন্থি 
[ C ] ইঙ্ক গ্রন্থি 
[ D ] ম্যালপিজিয়ান নালিক 
উত্তর - [ B ] সবুজগ্রন্থি 

498. নিম্নলিখিত কোন প্রাণীতে রমিন্যান্ট পাকস্থলী দেখা যায় ?
[ A ] কুকুর 
[ B ] পায়রা 
[ C ] গরু 
[ D ] গিরগিটি
উত্তর - [ C ] গরু 

499. AIDS/HIV ভাইরাস এক প্রকার - 
[ A ] DNA ভাইরাস
[ B ] RNA ভাইরাস
[ C ] হয় DNA অথবা  RNA ভাইরাস
[ D ] উভয় প্রকার DNA অথবা  RNA ভাইরাস
উত্তর - [ B ] RNA ভাইরাস

500. স্তন্যপায়ী প্রাণীর করোটিক স্নায়ুর সংখ্যা কয়টি ?
[ A ] 10 টি
[ B ] 10 জোড়া
[ C ] 12 জোড়া
[ D ] 12 টি
উত্তর - [ C ] 12 জোড়া

Comments

Popular posts from this blog

APTITUDE MCQ LIST

সাধারণ জ্ঞান MCQ LIST