জীববিদ্যা-2
26. সজীব কোশ প্রথম কে আবিষ্কার করেন ?
( a ) রবার্ট ব্রাউন
( b ) রবাট হুক
( c ) লিউয়েন হক
( d ) স্বােয়ন
উত্তর - ( c ) লিউয়েন হক
27. বীজের সস্য নিউক্লিয়াসে ক্রোমােজোম সংখ্যা কত ?
( a ) n
( b ) 2n
( c ) 3n
( d ) 4n
উত্তর - ( c ) 3n
28. নিচের কোন উপাদানটি সজীব ?
( a ) ট্রাকিয়া
( b ) ট্রাকিড
( C ) জাইলেম প্যারেনকাইমা
( d ) জাইলেম তন্তু
উত্তর - ( b ) ট্রাকিড
29. সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম লেখ ।
( a ) যকৃৎ
( b ) প্লীহা
( c ) বৃক্ক
( d ) প্যারােটিড গ্রন্থি
উত্তর - ( b ) প্লীহা
30. ভারমিফর্ম অ্যাপেনডিক্স পৌষ্টিকনালীর কোন অংশে সংলগ্ন থাকে ?
( a ) মলাশয়
( b ) সিকাম
( c ) ডিওডিনাম
( d ) জেজুনাম
উত্তর - ( b ) সিকাম
31. সবচেয়ে দীর্ঘ করােটীয় স্নায়ু কোনটি ?
( a ) ভেগাস
( b ) অপটিক
( c ) ফেসিয়াল
( d ) অডিটরি
উত্তর - ( a ) ভেগাস
32. ভূণমুকুলাবরণীতে কোন হরমােন পাওয়া যায় ?
( a ) GA
( b ) IAA
( c ) কাইনিন
( d ) ভারনালিন
উত্তর - ( b ) IAA
33. কোন খনিজ পদার্থের অভাবে রক্তাল্পতা দেখা যায় ?
( a ) ম্যাগনেসিয়াম
( b ) লৌহ
( c ) ক্যালসিয়াম
( d ) ফসফরাস
উত্তর - ( b ) লৌহ
আরও পড়ুন- ভূগোলের গুরুত্বপূর্ণ 500 MCQ টি প্রশ্ন ও উত্তর PDF
34. ব্যাকটেরিয়ার কোন অঙ্গাণু শ্বসনে অংশগ্রহণ করে ?
( a ) মাইটোকনড্রিয়া
( b ) ক্রোমােটোফোর
( c ) মেসােজোম
( d ) ক্লোরােজোম
উত্তর - ( c ) মেসােজোম
35. মানব ত্বকে ভিটামিন D সংশ্লেষিত হয় কোন যৌগ থেকে ?
( a ) বিটা ক্যারােটিন
( b ) বিটা সায়ানিন
( c ) 7 ডিহাইড্রোকোলেস্টেরল
( d ) ক্যালসিফেরল
উত্তর - ( c ) 7 ডিহাইড্রোকোলেস্টেরল
36. মানুষের বাম অলিন্দ এবং বাম নিলয়ের সংযােগস্থলে কোন কপাটিকা পাওয়া যায় ?
( a ) দ্বি - পত্ৰক কপাটিকা
( b ) ত্রিপত্রক কপাটিকা
( c ) অর্ধচন্দ্রকার কপাটিকা
( d ) থেবাসিয়ান কপাটিকা
উত্তর - ( a ) দ্বি - পত্ৰক কপাটিকা
37. মানুষের করােটির অস্থি সংখ্যা কত ?
( a ) 12
( b ) 32
( c ) 22
( d ) 42
উত্তর - ( c ) 22
38. একশৃঙ্গ গন্ডার নীচের কোন অভয়ারণ্যে সংরক্ষিত হয় ?
( a ) জলদাপাড়া
( b ) সজনেখালি
( c ) সিল
( d ) সুন্দরবন
উত্তর - ( a ) জলদাপাড়া
39. হাঁপানি প্রশমনের ওষুধ রূপে কোনটি ব্যবহার করা হয় ?
( a ) মরফিন
( b ) রেসারপিন
( c ) ডাটুরিন
( d ) অ্যাট্রোপিন
উত্তর - ( c ) ডাটুরিন
40. নীচের কোনটি পশ্চাদ মস্তিষ্কে পাওয়া যায় না ?
( a ) পনস
( b ) টেকটাম
( c ) লঘু মস্তিষ্ক
( d ) সুষুম্নশীর্ষক
উত্তর - ( c ) লঘু মস্তিষ্ক
41. কোনটি মানুষের রক্তে লােহিত কণিকাকে আক্রমণ করে ?
( a ) এন্টামিবা
( b ) জিয়াডিয়া
( c ) লিসম্যানিয়া
( d ) প্লাজমােডিয়াম
উত্তর - ( d ) প্লাজমােডিয়াম
42. সালােকসংশ্লেষে সক্ষম প্রাণী কোনটি ?
( a ) অ্যামিবা
( b ) ইউপ্লিনা
( C ) এন্টামিবা
( d ) ভলভক্স
উত্তর - ( b ) ইউপ্লিনা
43. পাচিত খাদ্যের বিশেষণ কোথায় ঘটে ?
( a ) গ্রাসনালিতে
( b ) পাকস্থলীতে
( c ) ক্ষুদ্রান্ত্রে
( d ) বৃহদন্ত্রে
উত্তর - ( c ) ক্ষুদ্রান্ত্রে
44. শ্বসন কি ধরণের বিপাক ?
( a ) উপচিতি
( b ) অপচিতি
( C ) অ্যাম্ফিবােলিক
( d ) কোনােটি নয়
উত্তর - ( b ) অপচিতি
45. প্রশ্বাস বায়ুতে কত পরিমাণ অক্সিজেন থাকে ?
( a ) 20.94 %
( b ) 16.4 %
( c ) 14.2 %
( d ) 8.2 %
উত্তর - ( a ) 20.94 %
46. মানুষের প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত ?
( a ) 5 লক্ষ
( b ) 10 লক্ষ
( c ) 20 লক্ষ
( d ) 12 লক্ষ
উত্তর - ( b ) 10 লক্ষ
47. নিন্মলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয় ?
( a ) স্বভজী
( b ) সর্বভূক
( c ) মাংশাসী
( d ) পরভোজী
উত্তর - ( a ) স্বভজী
48. প্রস্তর কোশ আসলে কী ?
( a ) প্যারেনকাইমা কোশ
( b ) ক্লোরেনকাইমা কোশ
( c ) কোলেনকাইমা কোশ
( d ) স্লেরেনকাইমা কোশ
উত্তর - ( d ) স্লেরেনকাইমা কোশ
49. অগ্নাশয় কোন ধরণের আবরণী কলা দ্বারা গঠিত ?
( a ) স্তম্ভাকার আবরণী কলা
( b ) রােমশ আবরণী কলা
( c ) গ্রন্থিময় আবরণী কলা
( d ) স্তরীভূত আবরণী কলা
উত্তর - ( c ) গ্রন্থিময় আবরণী কলা
50. বাস্তুতন্ত্রের অন্তর্গত কোন স্থানের উদ্ভিদ গােষ্ঠীকে কী বলা হয় ?
( a ) বায়ােম
( b ) ফ্লোরা
( c ) ফাইটোপ্লাঙ্কটন
( d ) অভয়ারণ্য
উত্তর - ( b ) ফ্লোরা
Comments
Post a Comment