সাধারণ বিজ্ঞান-18
৪. থার্মমিটারে পারদ ব্যবহার করা হয় কেন? উত্তরঃ- অল্প তাপে আয়তন অনেক বৃদ্ধি পায়।
উত্তরঃ- নীচের জল কখনও জমাট বাঁধেনা।
২৫. একখন্ড বরফকে উত্তপ্ত করে । জলে পরিনত করলে আয়তন উত্তরঃ- কমবে
৩৩. সামুদ্রিক দ্বীপগুলােতে সারা বছর তাপমাত্রার বেশী পরিবর্তন হয় না কেন? উত্তরঃ- জলের আপেক্ষিক তাপ বেশি বলে।
৪২. ভিজা কাপড় গায়ে দেয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কেন? উত্তরঃ- কাপড়ের জল বাষ্পয়নের সময় শরীর থেকে তাপ গ্রহণ করে।
২৬. রেল লাইনের দুটি লােহার পাতের মাঝে ফাঁক রাখা হয় কেন? উত্তরঃ- চাকার ঘর্ষণ জনিত তাপে লাইন প্রসারিত হয়।
৩৪. গ্রীষ্মকালে সাদা কাপড় পরা হয় কেন? উত্তরঃ- সাদা কাপড় তাপ শােষণ করেনা।
৪৩. গরমের দিনে কুকুর জিহবা
বের করে রাখে কেন? উত্তরঃ- জিহবার জল বাষ্পীভূত হওয়ার সময় শীতলতার সৃষ্টি করে।
২৭. কিভাবে কোন তরল পদার্থের বাষ্পীভবন ত্বরান্বিত করা যায়?
উত্তরঃ- বায়ুর চাপ কমিয়ে।
৪৪. যদি সবুজ আলােক রশ্মিকে | প্রিজমের মধ্য দিয়ে প্রবেশ করানাে
হয় তবে নির্গত রশ্মিগুলাের রং হবে উত্তরঃ- হলুদ ও আকাশী
৩৫. চুলার উপর অ্যালুমিনিয়ামের তৈরি কেটলীর হাতল গরম হয়। কেন? উত্তরঃ- তাপের পরিবহনের জন্য
২৮. মােটর গাড়ির ইঞ্জিনে যদি তাপের উদ্ভব না হতাে তাহলে ইঞ্জিন। আরাে উত্তরঃ- ভালােভাবে কাজ করতাে।
৩৬. পারদ তাপ – উত্তরঃ- সুপরিবাহী।
৪৫. আলাের গমন পথের জন্য কোনটি দরকার? উত্তরঃ- সরলপথ
৩৭. জলের বাষ্পীভবনের সুপ্ততাপ
২৯. এভারেস্ট পর্বতের উপর জল ফুটতে থাকে কত তাপমাত্রায়? উত্তরঃ- ৭০ ডিগ্রী সেলসিয়াস। তাপমাত্রায়
উত্তরঃ- ৫৩৭ ক্যালােরী
৪৬. কোন বস্তু যখন সমস্ত আলাে শােষণ করে তখন তাকে কেমন দেখায়? উত্তরঃ- কালাে দেখায়
৩৮. মেঘলা রাত্রে শিশির উত্তরঃ- উৎপন্ন হয়না
৩০. মােটর গাড়ির ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্য জল ব্যবহার করা হয়। কেন? উত্তরঃ- অনেক তাপ শােষণ করলেও জলের উষ্ণতা অল্প বৃদ্ধি পায়।
৩৯. অত্যধিক শৈত্যের ফলে বাষ্প বেঁধে কঠিন হলে তাকে কী বলে? উত্তরঃ- তুহিন।
৪৭. আলাে যে সাতটি বণের সমষ্টি এটা প্রমাণ করেন কে? উত্তরঃ- নিউটন
৩১. পরম শূন্য তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন উত্তরঃ-শূণ্য
৪৮. রংধনুতে দেখা যায় কয়টি রং? উত্তরঃ- সাতটি
৪০. তাপ তরঙ্গ চলে কোন পথে? উত্তরঃ- সরলপথে
৩২. বাতাসের তাপমাত্রা হ্রাস পেলে আদ্রতা – উত্তরঃ- কমে
৪১. এক ব্রিটিশ থার্মাল ইউনিট সমান উত্তরঃ- ২৫১ ক্যালরী
৪৯. রংধনু সব সময় তৈরি হয়। কোন দিকে? উত্তরঃ- সূর্যের বিপরীত দিকে
৫০. আলাের গতি প্রতি সেকেন্ডে কত কিলােমিটার? উত্তরঃ- তিনলক্ষ কিলােমিটার
৫১. আলাের গতিতে চললে পৃথিবী। হতে চাঁদে পৌছাতে সময় লাগবে । কত ? উত্তরঃ- ১.৫ মিনিট
৬০. টিউবওয়েলের হাতল কোন ধরনের লিভার? উত্তরঃ- প্রথম শ্রেণির
৬৯. পারমানবিক চুল্লীতে ক্যাডমিয়াম রড কি কাজে ব্যবহৃত হয়? উত্তরঃ- নিউট্রন শােষণ করতে
৫২. সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব উত্তরঃ- অবাস্তব
৬১. কোন ধাতু ইস্পাতের মতই মজবুত অথচ তার অর্ধেক ভারী? উত্তরঃ- টাইটানিয়াম।
৭০. উত্তপ্ত বস্তুর উপরিতল কিরুপ হলে তার তাপবিকিরণ সবচেয়ে দ্রুত হয়? উত্তরঃ-কালাে অমসৃণ
৫৩. উত্তল দর্পণে গঠিত হয় উত্তরঃ- অবাস্তব প্রতিবিম্ব
৬২. পাখির আকাশে ওড়া নিউটনের কোন সূত্রের অনুসরণে হয়? উত্তরঃ- তৃতীয় গতিসূত্র
৭১. বাঁধে সঞ্চিত জলের চাপ পড়ে উত্তরঃ- সবদিকে।
৫৪. নাক, কান ও গলার ভিতরের অংশ পর্যবেক্ষনের জন্য ব্যবহৃত হয়। কোনটি? উত্তরঃ- অবতল দর্পণ
৬৩. যদি কোনাে পেন্ডুলাম ঘড়িকে পৃথিবী থেকে কৃত্রিম উপগ্রহে নিয়ে যাওয়া যায়, তবে ঘড়িটি
উত্তরঃ- চলবেই না।
৭২. কোন আলাের প্রকিসারঙ্ক সবচেয়ে কম? উত্তরঃ- বেগুনী
Comments
Post a Comment