জীববিদ্যা-18

 426. মানবদেহের সর্ববৃহৎ অঙ্গটি হল— 

[ A ] মস্তিষ্ক 
[ B ] হৃৎপিণ্ড 
[ C ] ত্বক 
[ D ] যকৃৎ 
উত্তর - [ C ] ত্বক 

427. ABO পদ্ধতির রক্ত বিভাগে যদি উভয় অ্যান্টিজেন উপস্থিত থাকে, কিন্তু কোনাে অ্যান্টিবডি না থাকে, তবে ব্যক্তির রক্তের বিভাগ হবে— 
[ A ] A 
[ B ] B 
[ C ] AB 
[ D ] O 
উত্তর - [ C ] AB 

428. এখনাে পর্যন্ত জানা গেছে এমন অ্যামাইনাে অ্যাসিডের সংখ্যা কয়টি ?
[ A ] 12 টি 
[ B ] 22 টি 
[ C ] 32 টি 
[ D ] 42 টি 
উত্তর - [ B ] 22 টি 

429. হিমােগ্লোবিনের মুখ্য উপাদান কী ?
[ A ] ক্লোরিন 
[ B ] লােহা 
[ C ] কপার 
[ D ] ক্যালশিয়াম
উত্তর - [ B ] লােহা 

430. ব্যাঙের মুখ্য রেচন পদার্থ কী ?
[ A ] ইউরিয়া 
[ B ] অ্যামােনিয়া 
[ C ] ইউরিক অ্যাসিড 
[ D ] অ্যামাইনাে অ্যাসিড 
উত্তর - [ A ] ইউরিয়া 

431. ডাউন সিনড্রোমে ক্রোমােজোম সংখ্যা হল-
[ B ] 46 টি 
[ A ] 47 টি
[ C ] 48 টি
[ D ] 45 টি
উত্তর - [ A ] 47 টি

432. নর এপিনেফ্রিন বাড়িয়ে দেয় কে ?
[ A ] শ্বসন 
[ B ] মূত্র উৎপাদন 
[ C ] লালা তৈরি 
[ D ] রক্তচাপ
উত্তর - [ D ] রক্তচাপ
 
433. নিম্নলিখিত কোনটির শিশু প্রাণীর নাম নিম্ফ ?
[ A ] প্রজাপতি 
[ B ] গুবরােলােকা
[ C ] আরশােলা
[ D ] মাছি
উত্তর - [ C ] আরশােলা

434. লােহিতকণিকা তৈরি হয়— 
[ A ] যকৃতে 
[ B ] অস্থিমজ্জা 
[ C ] বৃকে 
[ D ] হৃৎপিন্ডে 
উত্তর - [ B ] অস্থিমজ্জা 

435. ' লং - জ ’ এর অন্য নাম কী ?
[ A ] ম্যালেরিয়া 
[ B ] কালাজ্বর 
[ C ] টিটেনাস 
[ D ] ডিপথেরিয়া
উত্তর - [ C ] টিটেনাস 

436. টিকা প্রথম তৈরি করেন কে ?
[ A ] পাস্তুর 
[ B ] জেনার 
[ C ] লিউয়েনহুক 
[ D ] পলবার্গ 
উত্তর - [ B ] জেনার 

437. ত্বকে রঙের কারণ কোনটি ?
[ A ] লিম্ফোসাইট 
[ B ] মনােসাইট 
[ C ] মেলানিন 
[ D ] কাইনিন
উত্তর - [ C ] মেলানিন 

438. ঘ্রাণ অনুভূতি গৃহীত কীসের দ্বারা ?
[ A ] পিটুইটারি দ্বারা 
[ B ] হাইপােথ্যালামাস দ্বারা 
[ C ] অলফ্যাকটরি লােব দ্বারা 
[ D ] সেরিব্রাম দ্বারা 
উত্তর - [ C ] অলফ্যাকটরি লােব দ্বারা 

439. ট্যাক্সোনমি সংক্রান্ত বিদ্যার অন্তর্গত কোনটি ?
[ A ] শনাক্তকরণ 
[ B ] নামকরণ 
[ C ] শ্রেণিবিভাগ 
[ D ] সবকটি 
উত্তর - [ D ] সবকটি 

440. অ্যাসকারিস - এর দেহ গহ্বরকে বলা হয় - 
[ A ] সিলােম 
[ B ] হিমােসিলােম 
[ C ] সিউডােসিলােম 
[ D ] কোনােটিই নয়
উত্তর - [ C ] সিউডােসিলােম 

441. নিম্নলিখিত কোনটির বিরুদ্ধে অনাক্রম্যতা সৃষ্টির জন্য BCG ভ্যাকসিন ব্যবহার করা হয় ?
[ A ] হুপিং কাশি 
[ B ] যক্ষ্মা 
[ C ] গুটি বসন্ত 
[ D ] সবকটি
উত্তর - [ B ] যক্ষ্মা 

442. স্টেরয়েড হরমােন পাওয়া যায় কোথায় থেকে ?
[ A ] কর্টিকয়েড থেকে 
[ B ] কোলেস্টেরল থেকে 
[ C ] AAD থেকে 
[ D ] প্রােটিন থেকে 
উত্তর - [ B ] কোলেস্টেরল থেকে 

443. ব্লাস্টুলায় তরল পূর্ণ গহুরকে বলা হয়—
[ A ] গ্যাস্ট্রোসিল 
[ B ] সিলােম 
[C ] ব্লাস্টোসিল 
[ D ] নিউরােসিল
উত্তর - [C ] ব্লাস্টোসিল 

444. দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী গ্রন্থিটি হলো ?
[ A ] পিনিয়াল
[ B ] পিটুইটারি
[ C ] থাইরয়েড 
[ D ] হাইপােথ্যালামাস 
উত্তর - [ C ] থাইরয়েড 

445. গােরুর গর্ভধারণকাল হল— 
[ A ] ১০০ দিন
[ B ] ২৪০ দিন 
[ C ] ৩৫০ দিন 
[ D ] ৪০০ দিন 
উত্তর - [ B ] ২৪০ দিন 

446. ব্যাকটেরিয়া ই.কোলাই - এ বর্তমান বংশগত বস্তু হল— 
[ A ] একতন্ত্রী DNA 
[ B ] RNA 
[ C ] দ্বিতন্ত্রী DNA 
[ D ] প্রোটিন
উত্তর - [ C ] দ্বিতন্ত্রী DNA 

447. রক্তে অধিক মাত্রায় ইউরিক অ্যাসিডের উপস্থিতিতে যে রোগ টি হয় ?
[ A ] গেটে বাত 
[ B ] বাত রােগ 
[ C ] রিউম্যাটিক হৃৎপিণ্ড 
[ D ] ফুসফুসে অসংগতি 
উত্তর - [ A ] গেটে বাত 

448. মানুষের দেহে দেখা যায় না নিম্নলিখিত অস্থিটি সেটি হলো ?
[ A ] হিউমেরাস 
[ B ] কারপাল 
[ C ] অ্যাস্ট্রাগ্যালাস 
[ D ] রেডিয়াস 
উত্তর - [ C ] অ্যাস্ট্রাগ্যালাস 

449. মধ্যচ্ছদা সাহায্য করে নিচে কোনটি ?
[ A ] পরিপাকে 
[ B ] শ্বসনে 
[ C ] রক্তসঞ্চালনে 
[ D ] রেচনে
উত্তর - [ B ] শ্বসনে 

450. যে হরমােনটি রক্তে Ca এর মাত্রা নিয়ন্ত্রণ করে সেটি হলো ?
[ A ] থাইরয়েড 
[ B ] প্যারাথাইরয়েড 
[ C ] ADH 
[ D ] STH 
উত্তর - [ B ] প্যারাথাইরয়েড 

Comments

Popular posts from this blog

APTITUDE MCQ LIST

সাধারণ জ্ঞান MCQ LIST