সাধারণ বিজ্ঞান-17

 ১. সুস্থ মানুষের প্রতি ঘন মিলিমিটার রক্তে কত সংখ্যক শ্বেত 

কণিকা থাকে ? উত্তরঃ- ছয় হাজার থেকে আট হাজার 

১০. জেনেটিক্স’ শব্দের অবতারণা কে করেন ? উত্তরঃ- মেন্ডেলা 

১৮. ছােট দিনের উদ্ভিদ নয় কোনটি ? উত্তর: মূল 

১১. কঠিন পদার্থ তাপে পরিবাহিত হয় কিভাবে ? উত্তরঃ- পরিবহন পদ্ধতিতে 

১৯. শীতকালে ধাতব পদার্থকে 

অধাতব পদার্থের চেয়ে ঠান্ডা মনে। হওয়ার কারণ কী? উত্তরঃ- ধাতব পদার্থ ভাল পরিবাহী 

২. মানবদেহের পুষ্টির পর্যায় কয়টি 

উত্তরঃ- পাঁচটি 

১২. তরল পদার্থে তাপ পরিবাহিত হয় কিভাবে ? উত্তরঃ- পরিচলন পদ্ধতিতে 

৩. এলিফ্যান্টিইয়াসিস রােগ কোন প্রাণীর কামড়ে হয় ? উত্তরঃ- স্ত্রী কিউলেক্স মশার 

২০. একটা জ্বলন্ত বৈদ্যুতিক বাতি গরম থাকে। কারণ ভিতরের ফিলামেন্ট থেকে বাতির গায়ে তাপ 

যায় উত্তরঃ- বিকিরণ পদ্ধতিতে 

১৩. তাপ পরিবহনের কোন পদ্ধতির জন্য কোন মাধ্যমের প্রয়ােজন হয়। না ? উত্তরঃ- বিকিরণ 

৪. কোন প্রাণীর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ফাঁপা? উত্তরঃ- মাছের 

২১. সৌরচুল্লীর উপর সমতল। কাঁচের শীটের ঢাকনি দেয়া হয় তার কারণ কী? উত্তরঃ- কাঁচের জন্য সূর্য থেকে প্রাপ্ত তাপ সৌর চুল্লীতে আবদ্ধ থাকে। 

১৪. আমরা শক্তির জন্য প্রত্যক্ষ বা পরােক্ষভাবে কিসের উপর নির্ভর করি ? উত্তরঃ- সূর্যের উপর 

৫. হাইড্রার গমন অঙ্গের নাম কি? উত্তরঃ- কর্ষিকা 

৬. জিনের প্রধান উপাদানের নাম। কি? উত্তরঃ- ডি এন এ 

১৫. একটি কাঁচ পাত্রের জলের তাপমাত্রা ৩০ ডিগ্রী সেন্ট্রিগ্রেড থেকে ৬০ ডিগ্রী সেন্টিগ্রেড এ বৃদ্ধি। করলে কি হয় ? উত্তরঃ- জলের আয়তন বাড়বে 

২২. ফ্যান চালালে আমরা ঠান্ডা অনুভব করি কেন? উত্তরঃ- শরীর থেকে বাষ্পীভবনের হার বাড়িয়ে দেয়। 

৭. ‘পাইওরিয়া’ কোন ভিটামিনের অভাবে হয় ? উত্তরঃ- ভিটামিন সি। 

২৩. গ্রীষ্মকালে আমরা কালাে কাপড় পরিধান করিনা কেন? উত্তরঃ-কালাে কাপড় তাপ শােষণ করে। 

১৬. জলকে বরফে পরিনত করলে আয়তন কী হয় ? উত্তরঃ- বাড়ে 

৮. আমাদের দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি ? উত্তরঃ- প্লীহা। 

১৭. সামুদ্রিক প্রাণী বরফ আচ্ছন্ন জলেতে বেঁচে থাকে তার কারণ কী। 

৯. প্রতিদিন মানুষের মুত্র নিঃসরণের। পরিমাণ কত ? উত্তরঃ- পাঁচ লিটার 

Comments

Popular posts from this blog

APTITUDE MCQ LIST

সাধারণ জ্ঞান MCQ LIST