ভুগােল-17

 ৮২০. পৃথিবীর বহিরাবরণকে কী বলে? উত্তর : ভূ-ত্বক। 

৮৩৫. লাইমস্টোন কি জাতীয় শিলা? উত্তর ; জৈব পদার্থ দ্বারা গঠিত পাললিক শিলা। 

৮২১. ভূপৃষ্ঠের শিলায় যে কঠিন আবরণ দেখা যায়, তাকে বলে উত্তর : ভূ-ত্বক। 

৮৩৬, একটি আগ্নেয় পর্বতের নাম লিখুন? উত্তর : ভিসুভিয়াস | 

৮২২. সাগর গর্ভে নির্গত লাভা স্থূপীকৃত হয়ে সৃষ্টি হয়েছে উত্তর : হাওয়াই দ্বীপপুঞ্জ। 

৮৩৭, পশ্চিমবঙ্গের একটি উপকুল সমভুমির নাম লিখুন। উত্তর ; জুনপুট | 

৮২৩. জীবাশ্ম জ্বালানী দহনের ফলে বায়ুমণ্ডলে যে গ্রিন হাউজ গ্যাসের ৮৩৮, ভারতের একটি ভূকম্প প্রবন অঞ্চলের নাম কি? 

পরিমাণ সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে 

উত্তর : কয়লা খনি অঞ্চল। উত্তর : কার্বন-ডাই-অক্সাইড | 

৮৩৯, পৃথিবীর বৃহত্তম হিমবাহ অঞ্চল কোনটি? ৮২৪. কোনটি রূপান্তরিত শিলা নয়? 

উত্তর : আন্টার্কটিকা। উত্তর : কেওলন| 

৮৪০, ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীতে দেওয়া হয়েছে? ৮২৫. সূর্যের চারদিকে পৃথিবীর এক পাক ঘুরতে সঠিক কত সময় লাগে? উত্তর : শতদ্র| উত্তর : 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। 

অবস্থিত? 

উত্তর : শুক্র। উত্তর : ভূপাল | 

৮৯৬, সবচেয়ে বেশি উত্তপ্ত গ্রহ কি? ৮৮১. মেরু অঞ্চলের বাইরে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হিমবাহ কোনটি? 

উত্তর : শুক্র | উত্তর : সিয়াচেন। 

৮৯৭. কোন গ্রহকে লােহিত গ্রহ বলা হয়? ৮৮২, কোন দুটি দেশের মধ্যে তিন বিঘা করিডর অবস্থিত? 

উত্তর : মঙ্গল। উত্তর : ভারত ও বাংলাদেশ। 

৮৯৮. ফিবােস ও ডিমােস উপগ্রহ কোন গ্রহের? ৮৮৩, আমেদাবাদ ও দিল্লির মধ্যে কোন পর্বত অবস্থিত? 

উত্তর : মঙ্গল। উত্তর ; আরাবল্লি। 

৮৯৯. বৃহত্তম উপগ্রহ কোনটি? ৮৮৪. কখন ভারতে মৌসুমী বায়ুর আগমন ঘটে? 

উত্তর : বৃহস্পতি। উত্তর : 1লা জুন। 

৯০০, ইউরােপা উপগ্রহ কোন গ্রহের? ৮৮৫. কোন শহরে ডিজেল ইঞ্জিন তৈরির কারখানা আছে? 

উত্তর : বৃহস্পতি|| উত্তর : বারানসী শহরে।। 

৮৪১. গঙ্গার প্রধান শাখানদী কোনটি? ৮২৬. মহাবিষুব কি? 

উত্তর : যমুনা | উত্তর : 21 শে মার্চকে মহাবিষুব বলা হয়। 

৮৪২. পৃথিবীর সবচেয়ে বৃষ্টিবহুল স্থানের নাম কি? ৮২৭. সারা বছর গ্রীষ্ম ঋতু কোথায় দেখা যায়? 

উত্তর : মৌসিনরাম। উত্তর : নিরক্ষীয় অঞ্চলে। 

৮৪৩. ভারতের কোন অঞ্চলে মরু মৃত্তিকা দেখা যায়? ৮২৮. অধিবর্ষ কাকে বলে? 

উত্তর : রাজস্থান, গুজরাট, কাথিয়াওয়ার অঞ্চলে। উত্তর : যে বছর ফেব্রুয়ারি মাসের দিনসংখ্যা 1 দিন বাড়িয়ে বছরটিকে ধolon.in 366 দিন করা হয় তাকে অধিবর্ষ বলে| 

৮৪৪, ভারতের সর্বাধিক সেচ প্লাবিত রাজ্য কোনটি? 

উত্তর : পাঞ্জাব | ৮২৯. কোন দিন সূর্যের উত্তরায়ন শুরু হয়? উত্তর : 21 শে ডিসেম্বর। 

৮৪৫. ভারত সরকারের গম গবেষনা কেন্দ্র কোথায় অবস্থিত? 

উত্তর : পুসা ইনস্টিটিউট (দিল্লি) ৮৩০. পৃথিবীর কোন অঞ্চলে সারা বছর শীতকাল? উত্তর : মেরু অঞ্চলে। 

৮৪৬. আখ উৎপাদনে প্রথম স্থানে আছে কোন রাজ্য? 

উত্তর : উত্তর প্রদেশ। ৮৩১. নিরক্ষরেখার অক্ষাংশ কত? উত্তর : 0° 

৮৪৭. ভারতের কোন রাজ্যে সর্বাধিক অভ্র পাওয়া যায়? 

উত্তর : ঝাড়খন্ড | ৮৩২. কোন স্থানের সময়কে ভারতের প্রমান সময় ধরা হয়? উত্তর : এলাহাবাদ। 

৮৪৮, সাগর সম্রাট কি? 

উত্তর : ভাসমান তৈলকুপ খননকারী জাহাজ | ৮৩৩, রুপান্তরিত শিলার উদাহরন দিন? উত্তর : মার্বেল পাথর। 

৮৪৯. কোন কোন রাজ্যে তুলা উৎপাদন হয়? 

উত্তর ; তামিলনাড়ু, মহারাষ্ট্র, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা, কর্ণাটক, ৮৩৪. কোন শ্রেনীর শিলায় জীবাশ্ম দেখা যায়? 

মধ্যপ্রদেশ। উত্তর : পাললিক শিলায়। 

৮৫০. কোথায় ওজনস্তরে ক্ষয় সর্বাধিক হয়েছে? 

উত্তর : আন্টার্কটিকায়। 

উত্তর : 6100 কিলােমিটার। 

৮৫১. পর্বতের ঢালে ধাপ কেটে কেটে ভুমি সংরক্ষনের পদ্ধতিকে কি বলে? উত্তর : টেরাসিং| 

৮৬৬, পৃথিবীর সর্বচ্চ Gravity Dam কোনটি? উত্তর : মাইথন। 

৮৬৭. উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী গােদাবরীর দৈর্ঘ্য কত? উত্তর ; 1465 কিমি। 

৮৫২. ব্রাজিলের তৃনভূমিকে কি বলা হয়? উত্তর : সাভানা। 

৮৬৮. নর্মদা নদীর উৎপত্তি কোথায়? উত্তর : মহাকাল পাহাড়। 

৮৫৩, বিশ্ব উষ্ণয়নের জন্য মুলত দায়ী উত্তর : কার্বন ডাই অক্সাইড 

৮৬৯, কোন অঞ্চলটি মুক্তো চাষের জন্য বিখ্যাত? উত্তর : তুতিকোরিন। 

৮৫৪, সেন্ট্রাল রাইস ইনস্টিটিউট কোথায় অবস্থিত? উত্তর : কটক| 

৮৭০, নিউজ প্রিন্ট কোথায় উৎপন্ন হয়? উত্তর : নেপানগরে। 

৮৫৫. গাঙ্গেয় সমভূমির সবচেয়ে উত্তরের অঞ্চল কী নামে পরিচিত? উত্তর : ভাবর | 

৮৭১. গঙ্গার মােহনার কাছে একটি দ্বীপ জেগে উঠেছে তার নাম কি? উত্তর : পূর্বাশা 

৮৫৬. এঞ্জেল জলপ্রপাত কোন দেশে অবস্থিত? উত্তর : ভেনেজুয়েলা| 

৮৭২. কানাডা বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? 

উত্তর : ময়ূরাক্ষী। 

৮৫৭. High Altitude Research Centre কোথায় অবস্থিত? উত্তর : গুলমার্গ। 

৮৭৩, মানস সরােবর লেক কোথায় অবস্থিত? উত্তর : চীন | 

৮৫৮, ঘানা পক্ষিনিবাস কোন রাজ্যে অবস্থিত? উত্তর : রাজস্থান। 

৮৫৯, সাততাল লেকটি কোন রাজ্যে অবস্থিত? উত্তর : উত্তরাখন্ড।

৮৭৪, তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? 

উত্তর : কৃষ্ণা। 

৮৬০. আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? উত্তর : রাজস্থান। 

৮৭৫. রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন দেশের সহযােগিতায় গড়ে উঠেছে? উত্তর : উত্তর : জার্মানী। 

৮৬১. কোন জেলা বরেন্দ্রভূমির অন্তর্গত? উত্তর : মালদা। 

৮৭৬, ভারতে কোন ধরনের বিদ্যুত সবচেয়ে বেশি পরিমানে উৎপাদিত হয়? উত্তর : তাপ বিদ্যুৎ | 

৮৬২. মালাক্কা প্রনালী কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত? উত্তর : সুমাত্রা ও মালয়েশিয়া। 

৮৭৭. পারাদ্বীপ বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? উত্তর : ওড়িশা। 

৮৬৩, ভারতের কোন পর্বত প্রাচীনতম শিলা দিয়ে গঠিত? উত্তর ; আরাবল্লি। 

৮৭৮, কানহা অভয়ারন্য কোন রাজ্যে অবস্থিত? উত্তর : মধ্যপ্রদেশ| 

৮৬৪. দার্জিলিং এ অবস্থিত পৃথিবীর উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুমের উচ্চতা কত? উত্তর : 2247 মিটার।। 

৮৭৯, আয়তনের দিক দিয়ে বিশ্বে ভারতের স্থান কততম? উত্তর : সপ্তম | 

৮৬৫. ভারতের উপকুল রেখার মােট দৈর্ঘ্য কত? 

৮৮০, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ফরেস্ট ম্যানেজমেন্ট কোন শহরে 

Comments

Popular posts from this blog

APTITUDE MCQ LIST

সাধারণ জ্ঞান MCQ LIST