ভুগােল-16
৭৭২. পৃথিবীর প্রাথমিক পর্যায় কত? ৭৫৬. কোন গতির ফলে বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোতের পরিবর্তন হয়?
উত্তর : সুদূর অতীত থেকে ১৬৫০ খ্রি. উত্তর : আহ্নিক গতি।
৭৭৩. কোন সমযকে মাধ্যমিক পর্যায় বলা হয়? ৭৫৮. জোয়ার ভাটা কেন সংঘটিত হয়?
উত্তর : ১৬৫০-১৯০০ সাল। উত্তর ; আহ্নিক গতির ফলে/চাঁদের আকর্ষণে |
৭৭৪, সাম্প্রতিক পর্যায়ভুক্ত সময় কত? ৭৫৯, চাঁদ পৃথিবীর চারদিকে একবার ঘুরে আসে কত দিনে?
উত্তর : ১৯০০ বর্তমান। উত্তর : ২৭ দিন।
৭৭৫. শিশু কারা? ৭৬০. কোন বিজ্ঞানী কত সালে আহ্নিক গতির প্রমাণ দেন?
উত্তর : ০-১৮ বছর ব্যসী। উত্তর : ফরাসি বিজ্ঞানী ফুকো, ১৮৫১ সাল।
৭৭৬, আকার অনুসারে শিল্পকে ক্যভাগে ভাগ করা যায়? ৭৬১. আকার অনুসারে শিল্পকে ক্যভাগে ভাগ করা যায়?
উত্তর : ৩ ভাগে। উত্তর : ৩ ভাগে।
৭৭৭. জনসংখ্যার ঘনত্ব কিভাবে নির্ণয় করা যায়? ৭৬২. জাপান কি কি দ্রব্য রপ্তানি করে?
উত্তর : মােট জনসংখ্যা, মােট ভূমির আয়তন উত্তর : লােহা, ইস্পাত, ইলেকট্রনিক্স সামগ্রী, মােটরগাড়ি, জাহাজ ও বিভিন্ন শিল্পদ্রব্য।
৭৭৮. বর্তমানে (মার্চ, ২০১১)বাংলাদেশের জনসংখ্যা কত?
উত্তর : ১৪.৯৭ কোটি। ৭৬৩. কোন কোন দ্রব্য জাপান আমদানি করে? উত্তর : লােহা ও ক্যলা।
৭৭৯, প্রতি বর্গ কিমি জনসংখ্যার ঘনত্ব কত?
উত্তর : ১,০১৫ জন। ৭৬৪. কীসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা যায়? উত্তর : শব্দ তরঙ্গ।
৭৮০. বাংলাদেশ কোন অঞ্চলের অন্তর্ভুক্ত?
উত্তর : দ্রুত বর্ধিষ্ণু ৭৬৫. শব্দ তরঙ্গ প্রতি সেকেন্ডে পানির মধ্য দিয়ে কত মিটার যায়?www.kol |.in উত্তর : ১,৪৭৫ মিটার |
৭৮১. বিশ্বের জনসংখ্যার কত ভাগ শহরে বসবাস করে?
উত্তর : ৪০%T ৭৬৬, কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা যায়? উত্তর : ফ্যাদোমিটার।
৭৮২. বাংলাদেশে জনপ্রতি কৃষিজমির পরিমাণ কত?
উত্তর : ০.০৫ একর | ৭৬৭. মহীসােপানের গড় প্রশস্ততা কত? উত্তর : ৭০ কিমি।
৭৮৩, মানুষের দৈনিক গড়ে কত গ্যালন পানি প্রযােজন?
উত্তর : ৭ গ্যালন ৭৬৮. মহীঢাল কত কিমি প্রশস্ত? উত্তর : ১৬-৩২ কিমি।
৭৮৪. মহাদেশীয় ভূত্বকের কত ভাগ পাললিক শিলা?
উত্তর : ৭৫ ভাগ। ৭৬৯. পৃথিবীর গভীরতম খাতের নাম কী? উত্তর : ম্যারিয়ানা খাত
৭৮৫, পামীর মালভূমিতে কত সালে ভূপাতের ফলে কোথায় ভূমিকম্প
হয়?
উত্তর : ১৯১১ সাল, তুরস্কে|
৭৭০. সমুদ্র স্রোতের প্রধান কারণ কী? উত্তর : বায়ুপ্রবাহ
৭৭১. ২০৫০ সালে পৃথিবীর জনসংখ্যা কত দাঁড়াবে? উত্তর : ৯ বিলিযনের উপরে।
৭৮৬. দিবং নদীর গতি পরিবর্তিত হয় কত সালে? উত্তর : ১৯৫০ সালে।
৭৮৭. Tsunami কোন শব্দ? এর অর্থ কী?
উত্তর : জাপানি, পােতাশ্রয়ের ঢেউ।
৮০৪. কোনগুলাে আবহাওয়া ও জলবায়ুর উপাদান? উত্তর : বাযুর তাপ, চাপ, প্রবাহ, আদ্রতা ও বারিপাত।
৭৮৮, Tsunami কে আরও কী নামে অভিহিত করা হয়? উত্তর : Wave of train.
৮০৫. উপকূলে কোনাে একটি স্থানে পর পর দু’টি জোয়ারের মধ্যে
ব্যবধান হলাে উত্তর : প্রায় ১২ ঘণ্টা।
৭৮৯, প্রবহমান দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে কী বলে? উত্তর : দোয়াব |
৮০৬. পৃথিবীতে কয়টি মহাসাগর আছে উত্তর : ৫টি|
৭৯০. যমুনা নদীর উপনদী কোনটি? উত্তর : তিস্তা ও করতােয়া |
৮০৭. নিরক্ষীয় অঞ্চলের পানি উত্তর : উষ্ণ ও হালকা।
৭৯১. নদী উপত্যকার গুলদেখাকে কী বলে? উত্তর: নদীগর্ভ |
৮০৯. ভূপৃষ্ঠের সর্বনিম্ন স্থান কোথায় ও তার গভীরতা কত উত্তর : প্রশান্ত মহাসাগরে এবং গভীরতা প্রায় ৩৯,১৯৯ ফুট।
৭৯২. পৃথিবীর অন্যতম বৃহৎ গিরিখাত কোনটি? উত্তর : সিন্ধু নদের গিরিখাত।
৭৯৩, সেন্ট লরেন্স নায়াগ্রা জলপ্রপাত কোথায়? উত্তর : উত্তর আমেরিকা।
৮১০. সংক্ষিপ্ত পথে চলতে হলে জাহাজের চালককে কী অনুসরণ করতে হবে? উত্তর : সমুদ্রস্রোত |
৭৯৪. ব-দ্বীপকে ইংরেজিতে কী বলে? উত্তর : Delta
৮১১. জোয়ারের কত সময় পর ভাটা হয়? উত্তর : ৬ ঘণ্টা ১৩ মিনিট।
৭৯৫. সমগ্র ভূমিরূপ কয়টি ভাগে বিভক্ত ও কী কী? উত্তর : ৩টি, পর্বত, মালভূমি ও সমভূমি |
৮১২. জলভাগের পরিমাণ বেশি উত্তর : দক্ষিণ গােলার্ধে।।
৭৯৬, পর্বত কয় প্রকার? উত্তর : ৪ প্রকার।
. ৮১৩. সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম
উত্তর : ক্রনােমিটার।
৭৯৭. ভঙ্গিল পর্বতগুলাের নাম লিখ? উত্তর : হিমালয়, আল্পস, রকি।
৮১৪. সমুদ্রস্রোতের অন্যতম কারণ উত্তর : বায়ু প্রবাহের প্রভাব
৭৯৮. ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য কী? উত্তর : ভাঁজ]
৮১৫. গভীরতম মহাসাগর উত্তর : প্রশান্ত মহাসাগর |
৭৯৯, আগ্নেয় পর্বতের উদাহরণ দাও | উত্তর : ভিসুভিযাস, কিলিমানজারাে, ফুজিযামা।
৮১৬. যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় উত্তর : সূর্যগ্রহণ।
৮০০, ল্যাকোলিথ পর্বত কোনটি? উত্তর : USA ল্যাকোলিথ |
৮১৭. সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায় উত্তর : দ্বিগুণ।
৮০১, সমভূমি কত প্রকার ও কি কি? উত্তর : ২ প্রকার, ক্ষয়জাত ও সঞ্চযজাত |
৮১৮. প্রবল জোয়ারের কারণ, এ সময় উত্তর : সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরলরেখায় থাকে |
৮০২. বায়ুতে নাইট্রোজেন ও অক্সিজেনের পরিমাণ কত? উত্তর : ৭৮.০২ ও ২০.৭১%
৮১৯. কোন মৌলিক পদার্থ পৃথিবীতে বেশি পরিমাণ আছে? উত্তর : অক্সিজেন |
Comments
Post a Comment