জীববিদ্যা-16
376. আর্কিগােনিয়াম ( Archegonium ) নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখা যায় না ?
[ A ] পাইন
[ B ] সাইকাস
[ C ] নিটাম
[ D ] গিংগাে
উত্তর - [ C ] নিটাম
377. রিসিয়া হল একটি -
[ A ] ছত্রাক
[ B ] ফার্ণ
[ C ] শৈবাল
[ D ] মস
উত্তর - [ D ] মস
378. ডুমুর হল একটি -
[ A ] ফল
[ B ] ফুল
[ C ] পুষ্পবিন্যাস
[ D ] কোনােটিই নয়
উত্তর - [ C ] পুষ্পবিন্যাস
379. একটি কোশ যার ক্রোমােজোম সংখ্যা 2n = 8 , যদি বিভাজনের মাধ্যমে n = 4 টি ক্রোমােজোম বিশিষ্ট 4 টি কোশ উৎপন্ন করে , তাহলে কোন বিভাজন হয়েছে ?
[ A ] মাইটোসিস
[ B ] মিয়ােসিস
[ C ] অ্যামাইটোসিস
[ D ] কোনটিই নয়
উত্তর - [ B ] মিয়ােসিস
380. ' Jumping genes ' তত্ত্বটির সাথে কার নাম সম্পর্কিত ?
[ A ] ম্যাকক্লিনটক
[ B ] মেন্ডেল
[ C ] মরগ্যান
[ D ] হুগাে দি ভিস
উত্তর - [ A ] ম্যাকক্লিনটক
341. দ্বিনিযেক ( Double fertilisation ) নিম্নলিখিত কোন উদ্ভিদ গােষ্ঠীর সাথে সম্পর্কিত ?
[ A ] মস
[ B ] ফার্ণ
[ C ] ব্যক্তবীজী
[ D ] গুপ্তবীজী
উত্তর - [ D ] গুপ্তবীজী
382. ব্যক্তবীজী উদ্ভিদের শস্য ( endosperm ) সাধারণত কখন উৎপন্ন হয় ?
[ A ] নিষেকের পরে
[ B ] নিষেকের আগে
[ C ] নিষেকের আগে ও পরে
[ D ] কোনটিই নয়
উত্তর - [ B ] নিষেকের আগে
383. নিম্নলিখিত কোন উদ্ভিদটি জনন কোশ বা গ্যামেট উৎপন্ন করে ?
[ A ] রেণুধর উদ্ভিদ
[ B ] লিঙ্গধর উদ্ভিদ
[ C ] কার্পোরেণুধর
[ D ] টেট্রারেণুধর
উত্তর - [ B ] লিঙ্গধর উদ্ভিদ
384. ভারতের বৃহত্তম ' Central National Herbarium ' কোথায় অবস্থিত ?
[ A ] মুম্বাই
[ B ] হাওড়া
[ C ] চেন্নাই
[ D ] কটক
উত্তর - [ B ] হাওড়া
385. প্যারাসেক্সয়াল চক্র নিম্নলিখিত কোনটির মধ্যে দেখা যায় ?
[ A ] Aspergillus
[ B ] Agaricus
[ C ] Ascobolus
[ D ] Penicillium
উত্তর - [ A ] Aspergillus
386. হুগাে দি ভিস ( Hugo de vries ) নিম্নলিখিত কোন অধ্যায়ের সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত ?
[ A ] জেনেটিক্স
[ B ] মিউটেশন
[ C ] ট্যাক্সোনমি
[ D ] ইভভালিউশন
উত্তর - [ B ] মিউটেশন
387. Arthur cronquist এর শ্রেনীবিন্যাস নিন্মলিখিত কোন প্রকারের ?
[ A ] প্রাকৃতিক
[ B ] কৃত্রিম
[ C ] ফাইলােজেনেটিক
[ D ] প্রাকৃতিক , কৃত্রিম এবং ফাইলােজেনেটিক প্রকৃতির
উত্তর - [ C ] ফাইলােজেনেটিক
388. ICNB সংস্থাটি নিম্নলিখিত কোন জীবের নামকরণের সাথে সম্পর্কিত ?
[ A ] ভাইরাস
[ B ] ব্যাকটেরিয়া
[ C ] উদ্ভিদ
[ D ] প্রাণী
উত্তর - [ B ] ব্যাকটেরিয়া
389. সালােকসংশ্লেষ প্রক্রিয়াতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ?
[ A ] রাসায়নিক শক্তি সৌরশক্তিতে
[ B ] সৌরশক্তি বিদ্যুৎশক্তিতে
[ C ] সৌরশক্তি রাসায়নিক শক্তিতে
[ D ] সৌরশক্তি তাপশক্তিতে
উত্তর - [ C ] সৌরশক্তি রাসায়নিক শক্তিতে
390. একটি উদ্ভিদের বিটপ অংশে কোন কলা পাওয়া যাবে ?
[ A ] ভাজক কলা
[ B ] স্থায়ী কলা
[ C ] ভাজক কলা ও স্থায়ী কলা
[ D ] কোনােটিই নয়
উত্তর - [ A ] ভাজক কলা
391. একটি বীজের মধ্যে ভ্রূণ ( embryo ) গঠিত হওয়া , এটি কখন হয় ?
[ A ] নিষেকের পূর্বে
[ B ] নিষেকের পরে
[ C ] বীজের অঙ্কুরােদগমের সময়
[ D ] শস্য গঠিত না হলে
উত্তর - [ B ] নিষেকের পরে
392. Binaryfission ব্যাকটেরিয়া একপ্রকার—
[ A ] অযৌন জনন
[ B ] যৌন জনন
[ C ] অঙ্গজ জনন
[ D ] যৌন ও অযৌন উভয় প্রকারের
উত্তর - [ C ] অঙ্গজ জনন
393. একটি শৈবালের Haplontic জীবনচক্রে ডিপ্লয়েড দশাটি হল—
[ A ] গ্যামেটস্
[ B ] রেণু
[ C ] জাইগােট
[ D ] কোনােটিই নয়
উত্তর - [ C ] জাইগােট
394. W.M. Stanley নিম্নলিখিত কোন ভাইরাস আবিষ্কার করেন ?
[ A ] TMV
[ B ] CMV
[ C ] PSTV
[ D ] HIV
উত্তর - [ A ] TMV
395. বাণিজ্যিক ‘ কক ’ নিম্নলিখিত কোন গাছ থেকে পাওয়া যায় ?
[ A ] রাবার
[ B ] সেগুন
[ C ] ওক
[ D ] আকন্দ
উত্তর - [ C ] ওক
396. ' The Central Drug Research Institute of India ' কোথায় অবস্থিত ?
[ A ] লক্ষৌ
[ B ] কোলকাতা
[ C ] মুম্বই
[ D ] হায়দ্রাবাদ
উত্তর - [ A ] লক্ষৌ
397. উর্বর মৃত্তিকার ( Fertile soil ) pH নিম্নলিখিত কোন প্রকারের ?
[ A ] 5-6
[ B ] 8-9
[ C ] 4-5
[ D ] 6-7
উত্তর - [ D ] 6-7
398. ' World Cancer Day ’ কোন দিনটিতে পালন করা হয় ?
[ A ] 4 মার্চ
[ B ] 4 ফেব্রুয়ারি
[ C ] 4 জুন
[ D ] 4 আগস্ট
উত্তর - [ B ] 4 ফেব্রুয়ারি
399. ' PAN ’ হল একটি -
[ A ] জল দূষক
[ B ] শব্দ দূষক
[ C ] বায়ু দূষক
[ D ] মাটি দূষক
উত্তর - [ C ] বায়ু দূষক
400. নিম্নলিখিত কোন হরমােন বাষ্পমােন প্রতিরােধী ( Antitranspirant ) ?
[ A ] IAA
[ B ] ABA
[ C ] GA
[ D ] C2H4
উত্তর - [ B ] ABA
Comments
Post a Comment