ইতিহাস-14
১১৭. মেগাস্থিনিস কার আমলে ভারতে। আসেন? উ: চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে
১৩০. পুরীর জগন্নাথ মন্দির কে নির্মাণ করেন? উ: অনন্ত বর্মন
১৪৩. কল্যাণের চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উ: দ্বিতীয় তৈলপ
১৩১. কোনারকের সূর্য মন্দির কে নির্মাণ। করেন?
উ: প্রথম নরসিংহ বর্মন
১৪৪. নিস্ক ও মনা কোন যুগের মুদ্রা? উ: বৈদিক।
১১৮. রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? উ: তৃতীয় গােবিন্দ
১৪৫. বৈদিক যুগের প্রধান বাহন কি ছিল? উ: ঘােড়া
১১৯. ক্যাপ্টেন হকিন্স কার সময় ভারতে
আসেন? উ: জাহাঙ্গীর
১৩২. ইলােরার গুহাচিত্র কাদের আমলে সৃষ্ট? উ: রাষ্ট্রকুট
১৪৬. অকালি আন্দোলন কোথায় হয়েছিল? উ: পাঞ্জাব
১৩৩. অদ্বৈতবাদের প্রবক্তা কে? উ: শংকরাচার্য
১২০. মিলিন্দপহ কে লেখেন?
উ: নাগসেন
১৪৭. তাহাকিব-অল-অখলক কে রচনা করেন? উ: সৈয়দ আহমেদ
১৩৪. কিরাতাৰ্জুনীয়ম কে রচনা করেন?
উ: ভারবি
১২১. ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা কারা চালু করে?
উ: কুষাণরা।
১৪৮. ‘বেঙ্গল হরকরা’ প্রকাশিত হয় কবে?
উ: ১৭৯৮ সালে
১৩৫. সিংহবিনুর সভাকবি কে ছিলেন?
উ: ভারবি
১২২. বজ্ৰসূচী কে রচনা করেন? উ: অশ্বঘােষ
১৪৯. ইন্ডিয়ান লিগ কে প্রতিষ্ঠা করেন? উ: শিশির কুমার ঘােষ
১৩৬. প্রজ্ঞাপারমিতা কে রচনা করেন?
উ: অতীশ দীপঙ্কর
১২৩. মহেন্দ্রাদিত্য উপাধি কে গ্রহণ করেন?
উ: প্রথম কুমার গুপ্ত
১৫০. ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি কে। ছিলেন?
উ: ড. রাজেন্দ্র প্রসাদ
১৩৭. শ্রীজ্ঞান অতীশ দীপঙ্করের বাল্য নাম কি ছিল?
উ: আদিনাথ চন্দ্রগর্ভ
১২৪. ফা হিয়েন কত বছর ভারতে ছিলেন?
উ: ১৫ বছর
১৫১. পাল বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? উ: দেবপাল
১২৫. অভিজ্ঞান শকুন্তলম এর রচয়িতা কে? উ: কালিদাস
১৩৮. আঙ্কোরভাট এর মন্দির কোন দেবতার? উ: বিষ্ণু
১২৬. কুমারসম্ভব কে লেখেন?
উ: কালিদাস
১৩৯. জাভার বরবুদুর এর স্তুপ রাজাদের সৃষ্টি? উ: শৈলেন্দ্র রাজাদের।
১৫২. সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে। ছিলেন?
উ: বিজয় সেন।
১২৭. গণিত শাস্ত্রে শূন্য তত্ত্বের আবিষ্কার কোন যুগে হয়? উ: গুপ্ত যুগে
১৪০. রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উ: দন্তিদুর্গ
১৫৩. বাঙালি সমাজে কৌলিন্য প্রথা কে প্রবর্তন। করেন?
উ: বল্লাল সেন।
১৪১. লােদী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উ: বহুলুল লােদী
১২৮. ইলােরার কৈলাসনাথ মন্দির কোন বংশের।
সৃষ্টি?
১৫৪. দানসাগর ও অদ্ভুত সাগর কে রচনা। করেন? উ: বল্লাল সেন
উ: রাষ্ট্রকুট
১৪২. মহামল্ল উপাধি কে গ্রহণ করেন?
উ: প্রথম নরসিংহ বর্মন।
১২৯. তাঞ্জোরের রাজরাজেশ্বর মন্দির কে তৈরি করেন?
উ: রাজরাজ
১৫৫. সেন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? উ: বল্লাল সেন
Comments
Post a Comment