জীববিদ্যা-14
326. কোনটি অসামঞ্জস্য ?
[ A ] অনুচক্রিকার আয়ু — 4 দিন
[ B ] ভ্যাগােটিম — হৃৎস্পন্দন বৃদ্ধি
[ C ] হৃৎপিন্ডের আবরণ — পেরিকার্ডিয়াম
[ D ] পালমােনারি ধমনি— অক্সিজেন সমৃদ্ধ রক্ত
উত্তর - [ D ] পালমােনারি ধমনি— অক্সিজেন সমৃদ্ধ রক্ত
327. মানুষের বৃক্কের হাইলাম কোনটি ?
[ A ] নেফ্রনের একটি অংশ
[ B ] গবিনীর অংশ
[ C ] অবতল সীমান্ত ( খাঁজ )
[ D ] আবরণ
উত্তর - [ C ] অবতল সীমান্ত ( খাঁজ )
328. গ্লোমেরুলাসের কার্যকারী পরিস্রাবণ চাপ -
[ A ] 5 মিমি পারদস্তম্ভের সমান
[ B ] 70 মিমি পারদস্তম্ভের সমান
[ C ] 30 মিমি পারদস্তম্ভের সমান
[ D ] 20 মিমি পারদস্তম্ভের সমান
উত্তর - [ C ] 30 মিমি পারদস্তম্ভের সমান
329. নীচের কোনটি মুখ্য জনন অঙ্গ ?
[ A ] যােনি
[ B ] ফ্যালােপিয়ান নালি
[ C ] জরায়ু
[ D ] ডিম্বাশয়
উত্তর - [ D ] ডিম্বাশয়
330. প্যারাসিপ্যাথেটিক স্নায়ু -
[ A ] অশ্রুক্ষরণ বাড়ায়
[ B ] শুক্ররস নিক্ষেপের কারণ
[ C ] অশ্রুক্ষরণ কমায়
[ D ] পাকরস ক্ষরণ কমায়
উত্তর - [ A ] অশ্রুক্ষরণ বাড়ায়
331. টায়ালিন উৎসেচকটি পাওয়া যায় -
[ A ] লালারসে
[ B ] পাকরসে
[ C ] পিত্তরসে
[ D ] অগ্ন্যাশয় রসে
উত্তর -[ A ] লালারসে
332. নীচের মধ্যে কোনটি পিত্তলবণ ?
[ A ] বিলিরুবিন
[ B ] মিউসিন
[ C ] কোলেস্টেরল
[ D ] সােডিয়াম টোরােকোলেট
উত্তর - [ D ] সােডিয়াম টোরােকোলেট
333. নীচের কোনটি রক্তরসে পাওয়া যায় ?
[ A ] ল্যাক্ট-অ্যালবুমিন
[ B ] সিরাম-অ্যালবুমিন
[ C ] মায়াে-অ্যালবুমিন
[ D ] এগ-অ্যালবুমিন
উত্তর - [ B ] সিরাম-অ্যালবুমিন
334. প্রােটিন অণু থেকে প্রােটিন উৎপাদনের কোন ধাপটি সঠিক ?
[ A ] প্রােটিন → প্রােটিওজ → মেটাপ্রােটিন পেপটোন → পেপটাই → অ্যামাইনাে অ্যাসিড
[ B ] প্রােটিন → মেটাপ্রােটিন → প্রােটিওজ → পেপটোন → পেপটাইড → অ্যামাইনাে অ্যাসিড
[ C ] প্রােটিন → মেটাপ্রােটিন → প্রােটিওজ → পেপটাইড → পেপটোন → অ্যামাইনাে অ্যাসিড
[ D ] প্রােটিন → প্রােটিওল → মেটাপ্রােটিন → পেপটাইড → পেপটোন → অ্যামাইনাে অ্যাসিড
উত্তর - [ B ] প্রােটিন → মেটাপ্রােটিন → প্রােটিওজ → পেপটোন → পেপটাইড → অ্যামাইনাে অ্যাসিড
335. P.C.V ( Packed cell volume ) কোন যন্ত্রের সাহায্যে নির্ণয় করা হয় ?
[ A ] হিমােটোক্রিট
[ B ] ডলাস্ ব্যাগ
[ C ] ভিসকোমিটার
[ D ] স্টেথােস্কোপ
উত্তর - [ A ] হিমােটোক্রিট
336. ক্লোরােফিল b- এর রাসায়নিক সংকেত কী ?
[ A ] C55H70ON4Mg
[ B ] C35H32O5N4Mg
[ C ] C55H72ON4Mg
[ D ] C54H70O6N4Mg
উত্তর - [ D ] C54H70O6N4Mg
337. অ্যানােক্সিজেনিক ব্যাকটেরিয়া -
[ A ] রাইজোবিয়াম
[ B ] ই-কোলাই
[ C ] থায়ােব্যাসিলাস
[ D ] ক্লসট্রিডিয়াম
উত্তর - [ D ] ক্লসট্রিডিয়াম
338. সামুদ্রিক অশ্ব ( Sea horse ) একটি -
[ A ] অসটিকথিস বা টেলিওস্টোমি
[ B ] মােলাস্কা বা কম্বাে
[ C ] কনড্রিকথিস বা ইলাসমােব্রাঙ্কি
[ D ] ম্যামেলিয়া বা স্তন্যপায়ী
উত্তর - [ C ] কনড্রিকথিস বা ইলাসমােব্রাঙ্কি
339. কুমিরের হৃদপিণ্ডে -
[ A ] একটি অলিন্দ ও একটি নিলয় থাকে
[ B ] দুটি অলিন্দও অসম্পূর্ণ
[ C ] দুটি অলিন্দ ও একটি নিলয় থাকে
[ D ] দুটি অলিন্দ ও দুটি নিলয় থাকে
উত্তর - [ D ] দুটি অলিন্দ ও দুটি নিলয় থাকে
340. স্ত্রী এডিস মশা বাহিত রােগ -
[ A ] ম্যালেরিয়া
[ B ] ফাইলেরিয়া
[ C ] জাপানি এনসেফালাইটিস
[ D ] ডেঙ্গু
উত্তর - [ D ] ডেঙ্গু
41. AIDS রােগের ভাইরাস HIV- তে কোন ধরনের নিউক্লিক অ্যাসিড থাকে ?
[ A ] RAN
[ B ] DNA
[ C ] RNA এবং DNA
[ D ] কোনােটিই নয়
উত্তর - [ A ] RAN
342. ক্যাপসিডবিহীন ভাইরাসকে কী বলা হয় ?
[ A ] পেলাপােমিয়ার
[ B ] লিলােভাইরাস
[ C ] ক্যাপসসামিয়ার
[ D ] ভাইরয়েড
উত্তর - [ D ] ভাইরয়েড
343. ব্যাকটেরিয়া কোশে ট্রান্সজাকশন পদ্ধতি কে আবিষ্কার করেন ?
[ A ] লেডারবার্গ ও জীনডার
[ B ] আভেরী
[ C ] ম্যাকলিওড
[ D ] ম্যাক্কার্টি
উত্তর - [ A ] লেডারবার্গ ও জীনডার
344. ব্যাকটেরিওফাজের ' ফাজ ’ কথাটির অর্থ কী ?
[ A ] রক্ষক
[ B ] ভক্ষক
[ C ] সংগ্রাহক
[ D ] ক্ষতিকারক
উত্তর - [ B ] ভক্ষক
345. কে ‘ Hotdilute Soup ' ধারণাটি দেন ?
[ A ] ফক্স
[ B ] লিনিয়াস
[ C ] হল্ডেন
[ D ] কেলভিন
উত্তর - [ C ] হল্ডেন
346. হরমােন আধিক্য হলে উদ্ভিদের নিম্নলিখিত কোন প্রকার লক্ষণ দেখা যায় ?
[ A ] হাইপারপ্লেসিয়া
[ B ] হাইপারট্রফি
[ C ] নেক্রোসিস
[ D ] ব্লাইট
উত্তর - [ A ] হাইপারপ্লেসিয়া
347. যে অবস্থায় কোশ বিভাজিত হতে পারে না তাকে বলে—
[ A ] G1 দশা
[ B ] G2 দশা
[ C ] S দশা
[ D ] G0 দশা
উত্তর - [ D ] G0 দশা
348. পিনােসাইটোসিস পদ্ধতিতে গৃহীত হয় -
[ A ] কঠিন খাদ্য
[ B ] তরল খাদ্য
[ C ] কঠিন ও তরল খাদ্য
[ D ] অর্ধতরল খাদ্য
উত্তর - [ B ] তরল খাদ্য
349. ক্লোরােফিলের প্রধান উপাদানগুলি হল —
[ A ] K , C , H , N , Mg
[ B ] C , H , O , N , Mn
[ C ] C , H , O , N , Mg
[ D ] C , H , O , N , Fe
উত্তর - [ C ] C , H , O , N , Mg
350. পরিবেশের O2 ও CO2 এর ভারসাম্য বজায় থাকে নিম্নলিখিত কোন শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে ?
[ A ] সালােকসংশ্লেষ দ্বারা
[ B ] শ্বসন দ্বারা
[ C ] সালােকসংশ্লেষ ও শ্বসন দ্বারা
[ D ] শ্বসন ও রেচন দ্বারা
উত্তর - [ C ] সালােকসংশ্লেষ ও শ্বসন দ্বারা
Comments
Post a Comment