ভুগােল-13
৫৩৫, সিডার ঝড় কোথায় দেখা যায়? ৫২০. কোন দেশে এলাকাগতভাবে সবচেয়ে বড়াে বিমানবন্দরটি
উত্তর: ভারত ও বাংলাদেশ | অবস্থিত? উত্তর: সৌদি আরব
৫৩৬, পশ্চিমবঙ্গের কোথায় উলফ্রাম খনিজ পদার্থ পাওয়া যায়?
উত্তর: বাঁকুড়া জেলার ঝিলিমিলিতে | ৫২১, পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ কি? উত্তর: আরব উপদ্বীপ।
৫৩৭. পশ্চিমবঙ্গের গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত?
উত্তর: ১৭৫. সেন্টিমিটার। ৫২২. এশিয়ার দীর্ঘতম নদী হল উত্তর: ইয়াং-সি-কিয়াং
৫৩৮. নীলগিরি পার্বত্য অঞ্চলের আদিবাসীদের কী বলে? উত্তর: টোডা |
৫৫৪, ল্যান্ড অফ হােয়াইট অর্কিড কাকে বলে? ৫৩৯. গর্জনকোন শ্রেণির বৃক্ষ?
উত্তর: কার্শিয়াং। উত্তর: পাতাঝরা বা, পর্ণমােচী বৃক্ষ।
৫৫৫, পাণ্ডু্যর আদিনা মসজিদ পশ্চিমবঙ্গের কোন জেলায়? ৫৪০. তিব্বতে যাওয়ার জন্য কোন গিরিপথটি সিকিম রাজ্যে আছে?
উত্তর: মালদহ| উত্তর: নাথুলা।
৫৫৬. পূর্বঘাট পর্বত কোন ধরণের পর্বত? ৫৪১. রাজস্থানের সমান্তরাল বালিয়াড়ির মধ্যবর্তী লম্বা হ্রদকে কী বলা
উত্তর: ফযজাত। হয়? উত্তর: ধান্দা
৫৫৭. হুভু জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্ট?
উত্তর: সুবর্ণরেখা। ৫৪২. তুঙ্গভদ্রা বাঁধ প্রকল্পটি কোন রাজ্যে আছে? উত্তর: কর্ণাটকে |
৫৫৮. সিয়াচেন হিমবাহ কোন পর্বতমালার অংশ?
উত্তর: কারাকোরাম। ৫৪৩, ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য কোন রাজ্যে নেই? উত্তর: হিমাচল প্রদেশে।
৫৫৯, রাজস্থানের মরুস্থলীতে চলন্ত বালিয়াড়িকে কী বলে?
উত্তর: গ্রিযান| ৫৪৪.পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? উত্তর: কোদাইকানাল।
৫৬০, ভারত ও ভুটানের সীমান্ত শহরের নাম কী?
উত্তর: ফুন্টশলিং। ৫৪৫. ভারতের কোথায় সােনা ও হিরের খনি আছে? উত্তর: পান্না ও কোলার।
৫৬১. নর্মদা নদী কোন পর্বত থেকে উৎপন্ন হয়েছে?
উত্তর: মহাকাল | ৫৪৬. ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার কেন্দ্রটি কোন উপকূলে আছে? উত্তর: পূর্ব উপকূলে |
৫৬২. সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তর: ধূপগড়। ৫৪৭. পশ্চিমবঙ্গের কোন জেলার একটি অঞ্চল দিয়ারানামে পরিচিত?v.kolc.in উত্তর: মালদহ।
৫৬৩, কোলার হ্রদ কোন দুটি নদীর সংযােগে স্থলে আছে?
উত্তর: কুষা ও গােদাবরী | ৫৪৮. কলকাতা শহর কত দ্রাঘিমায় অবস্থিত? উত্তর: ৮৮/, পূর্ব।
৫৬৪. ভেনাদ উপহদ আছে কোন উপকূলে?
উত্তর: মালাবার] ৫৪৯. সুবর্ণসিরি ও ধানসিরি কোন নদীর উপনদী? উত্তর: ব্ৰহ্মপুত্র |
৫৬৫, গঙ্গার ডান তীরের উপনদী কোনটি?
উত্তর: শােন। ৫৫০. আত্রেয়ী বা আত্রাই নদীর তীরে আছে কোন শহর? উত্তর: বালুরঘাট |
৫৬৬, পাংগাং হ্রদ আছে কোথায়?
উত্তর: লাদাখ | ৫৫১. হর মন্দির কে প্রতিষ্ঠা করেন? উত্তর: গুরু অর্জন
৫৬৭. জাতীয় বননীতি কত সালে গৃহীত হয়?
উত্তর: ১৯৫২ সালে | ৫৫২. জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত? উত্তর: চতুর্থ।
৫৬৮. ভারতের বিখ্যাত মহানগরী কোনটি?
উত্তর: মুম্বাই ৫৫৩, বিহারীনাথ পাহাড় আছে পশ্চিমবঙ্গের কোন জেলায়? উত্তর: বাঁকুড়া৷
৫৬৯, সাইক্লোন বা আন্টিসাইক্লোন কিসের প্রভাবে হয়? উত্তর: বানিজ্য বায়ুর প্রভাবে
উত্তর: গ্রানাইট
৫৭০, জাফরান ভারতের কোথায় পাওয়া যায়? উত্তর: কাশ্মীর
৫৮৬, হেক্টর প্রতি আখ উৎপাদন বেশী? উত্তর: তামিলনাড়ু
৫৭১. কৃষ্ণমৃত্তিকা কে স্থানীয় ভাষায় কী বলে? উত্তর: রেগুর
৫৮৭. কোন মেঘে শীতকালে বৃষ্টিপাত হয় ? উত্তর: স্টাটোকিউমুলাস
৫৭২, ভারতের বৃহত্তম বন্যপ্রাণী অভয়ারন্য কোনটি? উত্তর: পেরিয়ার (কেরালা)।
৫৮৮. ভারতের প্রাচীনতম পর্বত ? উত্তর: আরাবল্লি
৫৭৩, এশিয়ার বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোথায় আছে? উত্তর: গুজরাটের লাম্বাতে
৫৮৯, বায়ুমণ্ডলের স্তর কয়টি? উত্তর: ৬টি।
৫৭৪. ভারতের কোথায় বিমান পােত তৈরির কারখানা আছে? উত্তর: কর্নাটকের ব্যাঙ্গালুরু
৫৯০, বানিজ্য বায়ু কাকে বলে? উত্তর:আয়ন বায়ুকে
৫৭৫, পৃথিবীর বৃহত্তম একক লােহার খনি কোনটি? উত্তর: ঝাড়খন্ডের চিরিয়া
৫৯১, নবীন পলিমাটি কে কী বলা হয়? উত্তর:খাদর
৫৭৬, পৃথিবীতে অভ্র উৎপাদনে ভারতের স্থান কত? উত্তর: প্রথম
৫৯২. বড়াে দানা যুক্ত পাললিক শীলাকে কী বলে? উত্তর: ব্রেকসিয়া
Comments
Post a Comment