জীববিদ্যা-13
301. প্যারাসিপ্যাথেটিক স্নায়ুতন্ত্রের অন্তর্গত করােটিক স্নায়ুগুলি হল -
( a ) II , III , IV
( b ) IV , V , VI
( c ) III , VI , IX , X
( d ) IV , V , IX , X
উত্তর - ( c ) III , VI , IX , X
302. স্যাক্রোল অঞ্চলের সুষুম্মা স্নায়ুর সংখ্যা কত ?
( a ) একজোড়া
( b ) আটজোড়া
( c ) পাঁচজোড়া
( d ) বারােজোড়া
উত্তর - ( c ) পাঁচজোড়া
303. সুষুম্মাকাণ্ডের দৈর্ঘ্য কত ?
( a ) 45 সেমি
( b ) 100 সেমি
( c ) 25 সেমি
( d ) 1 মিটার
উত্তর - ( a ) 45 সেমি
304. হৃৎস্পন্দন নিয়ন্ত্রিত হয় কোন অংশ দ্বারা -
[ A ] হাইপােথ্যালামাস
[ B ] সেরিব্রাম
[ C ] থ্যালামাস
[ D ] মেডালা
উত্তর - [ A ] হাইপােথ্যালামাস
305. একটি অপরিহার্য অ্যামাইনাে অ্যাসিড হল—
[ A ] মিউসিন
[ B ] গ্লাইসিন
[ C ] লাইসিন
[ D ] প্রােলিন
উত্তর - [ C ] লাইসিন
306. থ্রম্বােসিস হল -
[ A ] রক্তনালি অভ্যন্তরে বিশেষ অবস্থায় রক্ত জমাট বেঁধে যায়
[ B ] রক্তনালি ছিড়ে যায়
[ C ] রক্তনালির মধ্যে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া
[ D ] রক্তনালির মধ্যে রক্তের তন ঘটে
উত্তর - [ A ] রক্তনালি অভ্যন্তরে বিশেষ অবস্থায় রক্ত জমাট বেঁধে যায়
307. হৃদস্পন্দন উৎপন্ন হয়—
[ A ] AV নোড থেকে
[ B ] অলিন্দ থেকে
[ C ] SA নোড থেকে
[ D ] নিলয় থেকে
উত্তর - [ C ] SA নোড থেকে
308. কোনটি সত্য নির্ণয় করাে -
[ A ] 100 মিলি ধমনির রক্তে 19-20 মিলি অক্সিজেন থাকে
[ B ] 1 অণু হিমােগ্লোবিন 4 অণু অক্সিজেন বহন করে
[ C ] 100 মিলি শিরার রক্তে 14-15 মিলি অক্সিজেন থাকে
[ A ] 1 , 2 , 3 সত্য [ B ] 1 সত্য 2 , 3 অসত্য
[ C ] 1 , 2 সত্য 3 অসত্য [ D ] 2 সত্য 1 , 3 অসত্য
উত্তর - [ A ] 1 , 2 , 3 সত্য
309. মূত্রের একটি অস্বাভাবিক উপদান -
[ A ] ইউরিক অ্যাসিড
[ B ] গ্লুকোজ
[ C ] ক্রিয়েটিন
[ D ] NaCl
উত্তর - [ B ] গ্লুকোজ
310. গ্লোমেরুলাসের রক্তজালকের রক্তচাপের পরিমাণ -
[ A ] 50mm Hg
[ B ] 75 mm Hg
[ C ] 25 mm Hg
[ D ] 20 mm Hg
উত্তর - [ B ] 75 mm Hg
311. গ্রাফিয়ান ফলিকল কী ?
[ A ] একটি আদি ডিম্বথলি সম্পূর্ণ পরিণত ডিম্বথলিতে রূপান্তরিত হলে তাকে বলে
[ B ] ডিম্বাশয়ের কার্যকরী অংশকে বলে
[ C ] ডিম্বাশয়ের বিচ্যুত অংশ যা থেকে ডিম্বাণুর উৎপত্তি ঘটে
[ D ] ডিম্বাশয়ের অভ্যন্তরীণ অংশ
উত্তর - [ A ] একটি আদি ডিম্বথলি সম্পূর্ণ পরিণত ডিম্বথলিতে রূপান্তরিত হলে তাকে বলে
312. মানুষের করােটিক স্নায়ুর সংখ্যা হল—
[ A ] 12 টি
[ B ] 31 টি
[ C ] 12 জোড়া
[ D ] 31 জোড়া
উত্তর - [ C ] 12 জোড়া
313. অক্ষিগােলকের পেশি সালনকারী স্নায়ুর নাম -
[ A ] অপটিক স্নায়ু
[ B ] অকুলােমটর স্নায়ু
[ C ] ফেসিয়াল স্নায়ু
[ D ] গ্লাসােফ্যারিঞ্জিয়াল স্নায়ু
উত্তর - [ B ] অকুলােমটর স্নায়ু
314. অর্গন অব কটি কোথায় থাকে ?
[ A ] মধ্যকর্ণে
[ B ] ককলিয়ার মধ্যে
[ C ] অন্তঃকর্ণে
[ D ] ল্যাবারিন্থের মধ্যে
উত্তর - [ B ] ককলিয়ার মধ্যে
315. ইলিয়াম ( Ellium ) কোথায় দেখা যায় ?
[ A ] পেক্টোরাল গার্ডল
[ B ] মধ্যকর্ণ
[ C ] ক্ষুদ্রান্ত
[ D ] পেলভিক গার্ডল
উত্তর - [ D ] পেলভিক গার্ডল
316. কোলেস্টেরল থেকে কী তৈরি হয় ?
[ A ] লন্ধ প্রােটিন
[ B ] পলিস্যাকারাইড
[ C ] স্টেরয়েড
[ D ] সরল ফ্যাট
উত্তর - [ C ] স্টেরয়েড
317. মানুষের দেহে সবচেয়ে ছােটো অস্থি হল—
[ A ] ফিমার
[ B ] স্টেপিস
[ C ] মেলিয়াস
[ D ] হিউমেরাস
উত্তর - [ B ] স্টেপিস
318. Culex Fatigans নিম্নলিখিতগুলির মধ্যে কোন রােগটি বিস্তার করে ?
[ A ] ম্যালেরিয়া
[ B ] ফাইলেরিয়া
[ C ] ডেঙ্গ
[ D ] প্লেগ
উত্তর - [ B ] ফাইলেরিয়া
319. কিডনির নন - এক্সক্রিটরি কাজ হল -
[ A ] রেনিন - অ্যাঞ্জিওটেনসিন
[ B ] এরিথ্রোপােয়েটিন
[ C ] বিলিরুবিন
[ D ] ' a ' এবং ' b ' উভয়েই
উত্তর - [ D ] ' a ' এবং ' b ' উভয়েই
320. এর মধ্যে নিউরােন কোনটি ক্ষরণ করে না ?
[ A ] এপিনেফ্রিন , নর - এপিনেফ্রিন
[ B ] GABA
[ C ] অ্যাসিটাইল কোলিন
[ D ] লেপটিন
উত্তর - [ A ] এপিনেফ্রিন , নর - এপিনেফ্রিন
321. মানুষের খাদ্য পরিপাক শুরু হয় কোথায় ?
[ A ] মুখগহ্বর
[ B ] পাকস্থলী
[ C ] গ্ৰাসনালি
[ D ] জেজুনাম
উত্তর - [ A ] মুখগহ্বর
322. অবশিষ্ট বায়ুর ( Residual volume ) পরিমাণ -
[ A ] প্রবাহী বায়ুর তুলনায় বেশি
[ B ] প্রবাহী বায়ুর তুলনায় কম
[ C ] বায়ু ধারকত্ব অপেক্ষা বেশি
[ D ] 100 ঘন সেমি
উত্তর - [ A ] প্রবাহী বায়ুর তুলনায় বেশি
323. একজন খেলােয়াড়ের বায়ুর ধারকত্ব ( Vital capacity ) কত ?
[ A ] 1 লিটার
[ B ] 10 লিটার
[ C ] 2 লিটার
[ D ] 5 লিটার
উত্তর - [ D ] 5 লিটার
324. বেশি উচ্চতায় শ্বসন হার -
[ A ] কমে যায়
[ B ] স্থির থাকে
[ C ] বেড়ে যায়
[ D ] থেমে যায়
উত্তর - [ C ] বেড়ে যায়
325. দ্বিতীয় হৃদধ্বনি হয় —
[ A ] অলিন্দ-নিলয় কপাটিকা বন্ধের জন্য
[ B ] নিলয় উদ্গত মহাধমনির কপাটিকাগুলি বন্ধের জন্য
[ C ] কপাটিকার ত্রুটির জন্য
[ D ] পেরিকার্ডিয়ামের জন্য
উত্তর - [ A ] অলিন্দ-নিলয় কপাটিকা বন্ধের জন্য
Comments
Post a Comment