ভুগােল-12
৪৮১. বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? উত্তর: 1992 সালে
৪৯৭, বাংলাদেশের কোন শহরকে ' প্রাচ্যের ডান্ডি ' বলা হয় ?
উত্তর: নারায়ণগঞ্জ ৪৮২. WTO এর সদস্য দেশের সংখ্যা কত? উত্তর: 164 টি (July,2016)
৪৯৮, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি?
উত্তর: দার্জিলিং-এর সিদ্ৰাপং ৪৮৩, 2011 সালের আদমসুমারী অনুযায়ী, ভারতের জনঘনত্ব কত? উত্তর: 382 জন প্রতি বর্গকিমি
৪৯৯, ' নামধাপা ' ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: অরুণাচল প্রদেশ ৪৮৪, ভারতের সবচেয়ে দীর্ঘ জাতীয় সড়ক কোনটি? উত্তর:বারাণসী থেকে কন্যাকুমারী
৫০০, সাইক্লোন বা অ্যান্টি সাইক্লোন কার প্রভাবে হয় ?
উত্তর: বাণিজ্য বায়ু। ৪৮৫, জাভা দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত? উত্তর: প্রশান্ত মহাসাগর
৫০১. কোন নদীর তীরে শ্রীনগর অবস্থিত?
উত্তর: ঝিলম ৪৮৬, মানবীয় ভূগােলের প্রবক্তা কে? উত্তর: ভিদাল – দে – লা – ব্লাচে
৫০২, সম্প্রতি দার্জিলিং থেকে বিচ্ছিন্ন হয়ে একটি নতুন জেলা তৈরি হলাে
, তার নাম কী? ৪৮৭. 'Civilisation and Climate' গ্রন্থটির লেখক কে?AAAA.kolom | উত্তর: কালিম্পং উত্তর: হান্টিংটন |
৫০৩. বাংলার দক্ষিণে বঙ্গোপসাগরে জেগে ওঠা নতুন দ্বীপটির নাম কি ? ৪৮৮. 'Universe' কার লেখা?
উত্তর: পূর্বাশা উত্তর: হামবােল্ট
৫০৪, দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর যুগ প্রবাহ কী নামে পরিচিত? ৪৮৯, মৃত্তিকার অম্লত্ব ও ক্ষারত্ব নির্ণয়ের সূচনা ঘটে কবে?
উত্তর: রূপনারায়ণ উত্তর: 1909 সালে
৫০৫. বাংলার সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত জায়গা ' বক্সদুয়ার ' কোন জেলায় ৪৯০,'সাংস্কৃতির উৎস ক্ষেত্র ' কথাটি প্রথম কে উপস্থাপন করেন ?
অবস্থিত? উত্তর: সাওয়ার
উত্তর: জলপাইগুড়ি
৪৯১, সমাজ ভূগােলে লােকাচার শব্দটি কে প্রথম ব্যবহার করেন ? উত্তর: W.G. Sumner.
৫০৬. ' দিয়ারা ' অঞ্চলটি বাংলার কোন জেলার সঙ্গে যুক্ত ? উত্তর: মালদা
৪৯২, ভারতে শক্তির সর্ববৃহৎ উৎস কোনটি? উত্তর: তাপীয়
৫০৭. বাংলার রাঢ় অঞ্চলের সবচেয়ে বড়াে নদী কোনটি? উত্তর: দামােদর
৪৯৩, পশ্চিমবঙ্গের কোথায় লাক্ষা চাষ সবচেয়ে বেশি হয় ? উত্তর: ঝালদা ও মানবাজার অঞ্চলে
৫০৮. বাংলার কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয় ? উত্তর: পুরুলিয়া
৫০৯. বাংলার কোন জেলায় সবথেকে বেশি গরম পড়ে? উত্তর: বর্ধমান জেলার আসানসােল
৫২৩. আযােদ্ধা পাহাড়ের সর্বচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর: গােরগাবুরু।
৫১০. 'ত্রাসের নদী' কাকে বলে ? উত্তর: তিস্তা
৫২৪. জলঢাকা নদীর উৎপত্তিস্থল কোথায় উত্তর: ভুটানের বিদাং হদ|
৫১১. ভারত ও পাকিস্তানের মধ্যে কারাচিতে ' সিন্ধু জলবন্টন চুক্তি' কবে স্বাক্ষরিত হয় ? উত্তর: 1960 সালে
৫২৫, সৌরজগতের কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সর্বাধিক? উত্তর: শনি (22 টি)
৫২৬.শীতল গ্রহের নাম কি? উত্তর: প্লটো।
৫১২. কোন রাজ্যের একটি শহরের নাম ' পহেলগাম ' ? উত্তর: জম্মু ও কাশ্মীর
৫২৭. কোন গ্রহের ঘনত্ব সবচেয়ে বেশি? উত্তর: শনি।
৫১৩. ভারত কোন পথের মাধ্যমে সবচেয়ে বেশি বিশ্ব বাণিজ্য করে থাকে ? উত্তর: সুয়েজ খাল
৫২৮. ভারতের বৃহত্তম নদীর নাম কি? উত্তর: : গঙ্গা |
৫১৪, ভারতের স্ট্যান্ডার্ড টাইম কোন শহরের স্থানীয় সময় অনুসারে গণনা করা হয় ? উত্তর: এলাহাবাদ
৫২৯. ভারতের Rock Garden কোথায় অবস্থিত? উত্তর: চন্ডীগড়।
৫১৫. ভারতের সর্ববৃহৎ রাজ্যটি ভারতের সর্বক্ষুদ্র রাজ্য অপেক্ষা কত গুণ ৫৩০. পশ্চিমবঙ্গের কোন জেলায় মহাকুমা নেই? বড়াে ?
উত্তর: কলকাতা। উত্তর: 90 গুণ।
৫৩১. কোন বায়ু কে বাণিজ্য বায়ু বলা হয়? ৫১৬, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি নদী আছে?
উত্তর: অয়ন বায়ু। উত্তর: কেরালা।
৫৩২. শীতকালে সাধারণত কোন মেঘে বৃষ্টি হয়? ৫১৭. বাংলার ' শিলিগুড়িতে ' জনসংখ্যা বৃদ্ধির কারণ কী?
উত্তর: স্ট্র্যাটোকিউমুলাস | উত্তর: ভালাে সড়ক যােগাযােগ ব্যবস্থা।
৫৩৩. টাইফুন কোথায় দেখা যায়? ৫১৮, কোন দেশের সবচেয়ে বেশি সংখ্যক স্ট্যান্ডার্ড সময় আছে?
উত্তর: চিন ও জাপান উপকুলে | উত্তর: রাশিয়া
৫৩৪. হ্যারিকেন কোথায় দেখা যায়? ৫১৯. যদি বায়ুমণ্ডল না থাকত তবে আকাশের রং কী হত?
উত্তর: পশ্চিম ভারতে। উত্তর: কালাে
Comments
Post a Comment