ভুগােল-11

 ৪৪০. ন্যাশনাল রিমােট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত? উত্তর: হায়দ্রাবাদ 

৪২৫. অধিক সীমান্তবর্তী দেশ কোনটি? উত্তর :চীন (১৪ টি দেশের সাথে)। 

৪৪১. সমুদ্রে নাবিকরা যে যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করে তার নাম কি? উত্তর: সেকস্ট্যান্ট যন্ত্র 

৪২৬, সরিষা উৎপাদনে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে? উত্তর: দ্বিতীয় 

৪৪২. পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ কোনটি? উত্তর: আলাস্কার হুবার্ড 

৪২৭. ভারতের কোন রাজ্য কফি উৎপাদনে প্রথম ? উত্তর: কর্ণাটক 

৪৪৩. পৃথিবীর গভীরতম ফিয়র্ড কোনটি? উত্তর: নরওয়ের সেভলে ফিয়র্ড 

৪২৮, কটক শহরের সাথে কোন নদী সংযুক্ত হয়েছে ? উত্তর: মহানদী 

৪৪৪, উত্তর প্রদেশ ও বিহারের অশ্বক্ষুরাকৃতি হ্রদকে কী বলে? উত্তর: কোর বা তাল 

৪২৯. নাগপুরের সাথে কোন শিল্প সংযুক্ত ? উত্তর: বস্ত্র 

৪৪৫. আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রে 

৪৩০. কর্ণাটকের বৃহত্তম বাঁধটি কোন নদীর ওপর দেওয়া হয়েছে ? উত্তর: কাবেরী 

৪৪৬. আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? উত্তর: মাউন্ট ব্ল্যাক 

৪৩১. পৃথিবীর শীতলতম স্থান কোনটি? উত্তর: সাইবেরিয়া (ভারখয়ানস্ক ) 

৪৪৭. "চ্যালেঞ্জার খাত " কোথায় অবস্থিত? উত্তর: প্রশান্ত মহাসাগরে 

৪৩২. দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা – তিনটি মাত্রা , চতুর্থ মাত্রা কি ? উত্তর: সময়। 

৪৪৮. বেরিং স্রোত কোন মহাসাগরে দেখা যায় ? উত্তর: প্রশান্ত মহাসাগরে 

৪৩৪, কসমিক ইয়ার (Cosmic Year) কি? উত্তর: যে সময়ে সৌরজগৎ ছায়াপথ বা আকাশগঙ্গাকে একবার প্রদক্ষিণ করে 

৪৪৯, বৃক্ষরূপী নদীবিন্যাস কোথায় দেখা যায়? উত্তর: মরু অঞ্চলে 

৪৩৫, গঙ্গা, যমুনা ও সরস্বতী নদী কোন শহরের পাশ দিয়ে বয়ে গেছে? উত্তর: এলাহাবাদ 

৪৫০, উত্তর গােলার্ধের "মেরুজ্যোতি" কে কী বলে? উত্তর: আরােরা বেরিয়ালিস 

৪৩৬, ভারতের কোন বিখ্যাত আন্দোলনের অন্যতম স্লোগান ছিল "Environment is Permanent Economy" ? উত্তর: চিপকো আন্দোলন 

৪৫১. ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাতের নাম কী? উত্তর: সরাবতী নদীর গেরসােপ্পা বা যােগ বা মহাত্মা গান্ধী জলপ্রপাত 

৪৫২. পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? উত্তর: অন্ধ্রপ্রদেশ ও ওডিশা সীমান্তে অবস্থিত আরমা কোন্ডা(1680 

৪৬৬. কার্বন মুক্ত দেশ কোনটি? উত্তর: ভুটান। 

মিটার) 

৪৫৩, পশ্চিম ঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? উত্তর: কলসুবাই(1646 মিটার) 

৪৬৭. কাঞ্চনজংঘা ন্যাশনাল পার্ক UNESCO এর World Heritage Site এর তালিকায় কবে স্থান পায়? উত্তর: 18 জুলাই 2016 

৪৫৪, খাসি পাহাড় কোন রাজ্যে অবস্থিত? 

৪৬৮. সুন্দরবন UNESCO এর World Heritage Siteএর উত্তর: মেঘালয় 

তালিকায় কবে স্থান পায়? 

উত্তর: 1987 ৪৫৫. অযােধ্যা পাহাড় কোন রাজ্যে অবস্থিত? উত্তর: পুরুলিয়া, পশ্চিমবঙ্গ 

৪৬৯, ভারতে UNESC0 প্রদত্ত বর্তমানে মােট কতগুলি স্থান World 

Heritage এর তকমা পেয়েছে? ৪৫৬. "কচ্ছ" শব্দের অর্থ কী? 

উত্তর: 35 টি উত্তর: জলাময় দেশ 

৪৭০. "চিপকো " কথার অর্থ কী? ৪৫৭. "Sky River " নামে কোন নদী পরিচিত? 

উত্তর: জড়িয়ে ধরা উত্তর: ব্রহ্মপুত্র 

৪৭১. "চিপকো আন্দোলন " কবে গড়ে ওঠে? ৪৫৮, জম্মু কোন নদীর তীরে অবস্থিত? 

উত্তর: 1973 সালে বর্তমান উত্তরাখন্ডের গাড়ওয়াল জেলার মন্ডল উত্তর: তাওয়াই 

গ্রামে গাছ কাটার বিরুদ্ধে একটি স্বতঃস্ফূর্ত, অহিংস আন্দোলন গড়ে ওঠে 

, গাছকে জড়িয়ে ধরে এই আন্দোলন করা হতাে বলে একে চিপকো ৪৫৯, ময়ুরাক্ষী নদীর ওপর নির্মিত "মশানজোড় " বাঁধ কে "কানাডা বাঁধ। আন্দোলন বলা হয়। " বলা হয় কেন? উত্তর: 1954-55 সালে কানাডা সরকারের সহযােগিতায় নির্মান কাজ। ৪৭২. চিপকো আন্দোলনের শ্লোগান কী ছিল? সম্পূর্ণ হয় বলে এই বাঁধের অপরনাম কানাডা বাঁধ। 

৪৬০. অষ্টমুদী হ্রদ কোন রাজ্যে অবস্থিত? উত্তর: কেরালার কোলাম জেলাতে 

৪৭৩. চিপকো আন্দোলনের শ্লোগান কী ছিল? 

ter: "What do the woodland bear? Soil, Water ৪৬১. ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম কী? 

and Pure Air" উত্তর: Kunchikal Falls(455 মিটার),Masthikatte , Shimoga region, Karnataka 

৪৭৪. "অ্যাপ্লিকো আন্দোলন "কবে শুরু হয়? 

উত্তর: 1983 সালে কর্ণাটকের সিরসী অঞ্চলের সলকানী বনাঞ্চলে ৪৬২, ভারতের সুনামি পূর্বাভাস কেন্দ্র কোথায় অবস্থিত? 

গাছকাটার বিরুদ্ধে এই আন্দোলন শুরু হয় উত্তর: 2007 সালের 15 অক্টোবর , অন্ধপ্রদেশের হায়দ্রাবাদে স্থাপিত 

৪৭৫. "অ্যাপ্লিকো " শব্দের অর্থ কী? 

উত্তর: গভীর ভাবে জড়িয়ে ধরা ৪৬৩. প্রশান্ত মহাসাগরের সুনামি সতর্কতা কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর: হনুলুলুতে 

৪৭৬. "অ্যাপ্পিকো আন্দোলন "এর স্লোগান কী ছিল? 

tes: 'Five Fs"_F=Food, Fodder, Fuel, ৪৬৪. আন্তর্জাতিক জলাভূমি দিবস কবে পালিত হয়? 

Fiber, Fertilizer". উত্তর: 2 রা ফেব্রুয়ারি 

৪৭৭, মেধা পাটেকর কোন পরিবেশ আন্দোলনের সাথে যুক্ত? ৪৬৫, "রামসার " চুক্তি কত সালে কার্যকর হয়? 

উত্তর: নর্মদা বাঁচাও আন্দোলন উত্তর: 1975 

৪৭৮. ' ভারতের রূঢ় ' – কোন শহরকে বলে ? 

হয়। উত্তর: দুর্গাপুর 

৪৯৪. সিঙ্গারেনী কয়লাখনি কোন রাজ্যে অবস্থিত? 

উত্তর: অন্ধ্রপ্রদেশ ৪৭৯. ' উদীয়মান শিল্প ' কোন শিল্প কে বলা হয় ? উত্তর: পেট্রো - রসায়ন শিল্প 

৪৯৫. মালপ্রভা নদী কোন রাজ্যে অবস্থিত? 

উত্তর: কর্ণাটক ৪৮০. মধ্য আমেরিকায় স্থানান্তর কৃষি কী নামে পরিচিত? উত্তর: মিলপা 

৪৯৬, ' বিশ্ব সমুদ্র দিবস' কবে পালিত হয় ? উত্তর: eighth June.

Comments

Popular posts from this blog

APTITUDE MCQ LIST

সাধারণ জ্ঞান MCQ LIST