সাধারণ বিজ্ঞান-10
১. চোখে যে ‘সুরমা লাগানাে হয়, তা আসলে কি? উত্তর : গুঁড়াে স্টিবনাইট খনিজ
| ১১. চাঁদে কোন শব্দ করলে তা শােনা যাবে না,
কারণ - চাঁদে বায়ুমণ্ডল নেই
২. ফল ও সজিতে কোন ভিটামিন থাকে ? উত্তর : ভিটামিন সি
১২. জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে - কারণ এদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরী থাকে
১৩. জোয়ার ভাটার তেজকটাল হয় - অমাবস্যায়
৩. সালফারের বিশেষ পরিচিতি দুটি বহুরুপের নাম কি ? উত্তর : রােম্বিক সালফার ও মনােক্লিনিক সালফার
১৪. টুথপেষ্টের প্রধান উপাদান - সাবান ও পাউডার
৪. কার্বন ছাড়া আর কোন মৌলের বহুরুপতা আছে ? উত্তর : সালফারের
১৫. ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটারে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে উঠে সেটি - সিলিকন চিপ
৫. আলােকের যে প্রতিফলনের জন্য পুকুর পাড়ের গাছের ছায়া আঁকাবাঁকা দেখা যায়, তাকে কি বলে ? উত্তর : বিক্ষিপ্ত প্রতিফলন।
১৬. তামার সাথে যে উপাদান মেশালে পিতল হয় - দস্তা (জিঙ্ক)
১৭. দিনরাত্রি সর্বত্র সমান- নিরক্ষরেখায়।
৬. বায়ুর চাপ সাধারনত কোন এককে প্রকাশ করা
হয়?
১৮. জলেতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ - আলাের প্রতিসরণ
উত্তর : মিলিবার এককে
১৯. ‘পিসি কালচার’ বলতে বােঝায় -মৎস্য চাষ
৭. সাধারণ তাপমাত্রায় তরল ধাতুটির নাম কি ? উত্তর : পারদ
২০. বাদুড় চলাফেরা করে - সৃষ্ট শব্দের প্রতিধ্বনি
৮. সবথেকে শক্ত বস্তু – হীরা
৯. চিংড়ি মাছের রেচন অঙ্গের নাম কি ? উত্তর : সবুজ গ্রন্থি
২১. বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় - প্রতিবছর ৫ জুন।
| বিভিন্ন প্রতিযােগিতামূলক পরীক্ষার নােটস সম্পূর্ণ বিনামূল্যে পেতে ভিজিট করুন
৩৪. শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র - অডিও মিটার
২২. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট যে ধাতু দিয়ে তৈরি - টাংষ্টেন।
৩৫. সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে - ১০ নিউটন
২৩. ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র - সিসমােগ্রাফ
২৪. মঙ্গলগ্রহে প্রেরিত - নভােযান ভাইকিং
৩৬. সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্র দ্বারা - ফ্যাদোমিটার
২৫. মাছ অক্সিজেন নেয় - জলের মধ্যে দ্রবীভূত বাতাস হতে
৩৭. সালােক সংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় - সবুজ আলােতে
২৬. মানুষের গায়ের রং নির্ভর করে যে উপাদানের উপর,তা হলাে - মেলানিন
৩৮. সিনেমাস্কোপ প্রজেক্টরে যে ধরনের লেন্স ব্যবহৃত হয় – অবতল
২৭. মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য - ১৮ ইঞ্চি (প্রায়)।
Comments
Post a Comment